প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন ও শাখা সমূহ
অনলাইন মোবাইল লোন বাংলাদেশ অ্যাপ্লাই করুন খুব সহজেপ্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন, প্রবাসী কল্যাণ ব্যাংক এর সকল জেলা ও বিভাগের শাখা সমূহ ও কোন কোন ব্যাংক প্রবাসী লোন দেয় সহ প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কিত নানা বিষয় নিয়ে আজকের এই আর্টিকেল।
আপনারা যারা প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে ও প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন তারা পোস্টটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ুন। কারণ এই পোস্টে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের বাংলাদেশের সকল ব্রাঞ্চের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার তুলে ধরেছি। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল সুযোগ সুবিধা তুলে ধরার চেষ্টা করেছি।
পোস্ট সূচীপত্র
- ভূমিকা
- প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন
- কোন কোন ব্যাংক প্রবাসী লোন দেয়
- প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা
- প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুদের হার
- প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়
- প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি লাগে
- প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন
- প্রবাসী কল্যাণ ব্যাংকের ঢাকা বিভাগের শাখা সমূহ
- প্রবাসী কল্যাণ ব্যাংকের রাজশাহী বিভাগের শাখা সমূহ
- প্রবাসী কল্যাণ ব্যাংকের চট্রগ্রাম বিভাগের শাখা সমূহ
- প্রবাসী কল্যাণ ব্যাংকের খুলনা বিভাগের শাখা সমূহ
- প্রবাসী কল্যাণ ব্যাংকের সিলেট বিভাগের শাখা সমূহ
- প্রবাসী কল্যাণ ব্যাংকের বরিশাল বিভাগের শাখা সমূহ
- প্রবাসী কল্যাণ ব্যাংকের রংপুর বিভাগের শাখা সমূহ
- প্রবাসী কল্যাণ ব্যাংকের ময়মনসিংহ বিভাগের শাখা সমূহ
- লেখকের মতামত
ভূমিকা
আমরা যারা বিদেশ যাইতে চাই কিন্তু টাকার কারণে যেতে পারি না তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে এসেছে বিদেশ গমনের লোন সুবিধা। আমরা অনেকেই এই প্রবাসী কল্যাণ ব্যাংক সম্বন্ধে জানে না আবার অনেকে জেনে থাকলেও এই ব্যাংক থেকে লোন পাওয়ার সঠিক প্রসেস বা নিয়ম গুলো জানিনা। তাই আমরা এই আর্টিকেলে প্রবাসী কল্যাণ ব্যাংক বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেছি। আশা করি বিষয়গুলো আপনাদের কাজে আসবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনি সঠিকভাবে অনলাইনে আবেদন করলে খুব সহজে আপনি প্রবাসী করলেন ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আজকে আমরা অনলাইনে কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন আবেদন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। যদি আপনি আবেদনপত্র সঠিকভাবে জমা দিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই লোন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
অনলাইনের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আবেদন করার জন্য তেমন কোন নির্ধারিত পদ্ধতি নেই। তবে আপনার হাতের কাছে প্রবাসী কল্যাণ ব্যাংকে যেয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনলাইনে তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে অনলাইন থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। তারপরে সঠিকভাবে সকল তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
ব্যাংকের আবেদনের জন্য ফর্ম আপনি ব্যাংক থেকে পেয়ে যাবেন। যদি আপনার সেখানে ফরম পূরণ করতে কোন অসুবিধা হয় তাহলে আপনি সেখানকার কর্মকর্তাদের সাহায্য নিতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে লোন আবেদন করবেন সেটা জানতে নিচের ধাপ গুলি অনুসরণ করুন।
আবেদন ফর্ম প্রদান
ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনাকে ব্যাংক থেকে একটা আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কিংবা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তারপরে সঠিকভাবে ফরম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট যোগ করে ব্যাংকে জমা করে দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি হলো :
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- বৈধ ভিসার ফটোকপি
- বৈধ পাসপোর্ট এর ফটোকপি
প্রমাণপত্র প্রদান
ব্যাংক আপনার কাছ থেকে কিছু প্রমাণ চাইতে পারে। সেই সকল প্রমাণ পত্র সঠিকভাবে সংগ্রহ করে তাদের জমা দিতে হবে। প্রমাণপত্রগুলো হলোঃ
- ট্যাক্স সার্টিফিকেট
- ব্যাংক স্টেটমেন্ট
- পূর্বের লোনের প্রমাণপত্র
- আয়ের প্রমাণ পত্র
ব্যাংক উপরে উল্লেখিত অথবা এছাড়াও আরো অন্যান্য তথ্য চাইতে পারে। তাদের চাহিদা মোতাবেক সঠিকভাবে আপনাকে সেগুলো পূরণ করে জমা দিতে হবে।
লোন এর পরিমাণ ও প্রকার
ব্যাংক থেকে আপনি কত টাকা লোন নিতে চান তার পরিমাণও আপনাকে উল্লেখ করতে হবে। সেই সাথে ব্যাংক যে ধরনের লোন প্রদান করে তার মধ্যে থেকে আপনাকে যেকোনো একটি নির্বাচন করতে হবে। ব্যাংকের লোনের প্রকারভেদ গুলো হলোঃ
- শিক্ষা ঋণ
- ব্যবসা ঋণ
- বাসা ঋণ
- ব্যক্তিগত ঋণ
আবেদনের পত্র জমাদান
যদি আপনার উপরে উল্লেখিত সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা হয় এবং আপনার সকল তথ্যযাত্রী সংগ্রহ করা হয় তাহলে আবেদনের ফর্ম এর সঙ্গে সঙ্গে সকল তথ্যগুলি অ্যাডজাস্ট করে আবেদন পত্রটি জমা দিতে হবে। আবেদনের পত্রটি জমা দিলে আপনি একটা আবেদন নাম্বার পাবেন। পরবর্তীতে ওই নাম্বার দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আপনার লোনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
কোন কোন ব্যাংক প্রবাসী লোন দেয়
- সোনালী ব্যাংকঃ সোনালী ব্যাংক প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রকল্প নামে একটি ঋণ প্রদান করে।
- পূবালী ব্যাংকঃ পূবালী ব্যাংক প্রবাসী ঋণ প্রকল্প নামে একটি ঋণ প্রদান করে।
- অগ্রণী ব্যাংকঃ অগ্রণী ব্যাংক অভিবাসী শ্রমিক ঋণ প্রকল্প নামে একটি ঋণ প্রদান করে।
- প্রবাসী কল্যাণ ব্যাংকঃ এটি প্রবাসীদের জন্য নিবেদিত একটি বিশেষশিত ব্যাংক। এটি নানা ধরনের প্রবাসী ঋণ প্রদান করে। যার মধ্যে রয়েছে গৃহঋণ, ব্যবসা ঋণ, অভিবাসন ঋণ, শিক্ষা ঋণ।
- এনআরবির গ্লোবাল ব্যাংকঃ এনআরবি গ্লোবাল ব্যাংক প্রবাসী কর্মসংস্থান ঋণ নামে একটি ঋণ প্রদান করে।
- জনতা ব্যাংকঃ জনতা ব্যাংক বাংলাদেশের একটি বড় রাষ্ট্রীয়ত্ত ব্যাংক এবং এটি প্রবাসীদের জন্য নানা ধরনের ঋণ প্রদান করে।
- সোনালী ব্যাংকঃ বাংলাদেশের আরেকটি বড় রাষ্ট্রয়ত্ত ব্যাংক এবং এটি প্রবাসীদের জন্য নানা ধরনের ঋণ প্রদান করে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা
পূর্ণবাসন ঋণ
এই লোনে দেবার উদ্দেশ্য হলোঃ প্রবাস থেকে ফিরে শিল্প প্রতিষ্ঠান স্থাপন, ব্যবসা-বাণিজ্য, কৃষি, যানবাহন ক্রয়, গৃহনির্মাণ, চিকিৎসা, শিক্ষাগত উন্নয়ন ইত্যাদি।
- ঋণের পরিমাণঃ সর্বোচ্চ ১ কোটি টাকা
- মেয়াদঃ ১০ বছর
- সুদের হারঃ ৯% থেকে ১১%
গৃহ নির্মাণ ঋণ
এই লোনে দেবার উদ্দেশ্য হলোঃ নিজ দেশে গৃহস্থালির রিপেয়ার জন্য অথবা গৃহ নির্মাণের জন্য।
- ঋণের পরিমাণঃ সর্বোচ্চ ৭৫ লাখ টাকা
- মেয়াদঃ সর্বোচ্চ ১৫ বছর
- সুদের হারঃ ৯% থেকে ১২%
অভিবাসন ঋণ
এই লোনে দেবার উদ্দেশ্য হলোঃ বিদেশ যাত্রা বা কর্মসংস্থানের খরচ বহনের জন্য।
- ঋণের পরিমাণঃ সর্বোচ্চ ৭৫ লাখ টাকা
- মেয়াদঃ সর্বোচ্চ ৫ বছর
- সুদের হারঃ ৯% থেকে ১২%
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME)ঋণ
এই লোনে দেবার উদ্দেশ্য হলোঃ প্রবাসীদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান দেশের স্থাপন বা সম্তাসারনের জন্য।
- ঋণের পরিমাণঃ সর্বোচ্চ ৫ কোটি টাকা
- মেয়াদঃ সর্বোচ্চ ১০ বছর
- সুদের হারঃ ৯% থেকে ১২%
শিক্ষা ঋণ
এই লোনে দেবার উদ্দেশ্য হলোঃ বিদেশে অথবা নিজ দেশে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য।
- ঋণের পরিমাণঃ সর্বোচ্চ ২০ লাখ টাকা
- মেয়াদঃ সর্বোচ্চ ১০ বছর
- সুদের হারঃ ৯% থেকে ১২%
- দ্রুত ঋণ বিতরণ
- দীর্ঘমেয়াদি ঋণ
- সহজ আবেদন প্রক্রিয়া
- সহজ শর্তাবলী
- তুলনামূলকভাবে কম সুদের হার
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুদের হার
- শিক্ষা ঋণঃ ৭% (সরল সুদ)
- চিকিৎসা ঋণঃ ১২% (সরল সুদ)
- গৃহনির্মাণ ঋণঃ ৯ % (সরল সুদ)
- যানবাহন ঋণঃ ১০% (সরল সুদ)
- পূণর্বাসন ঋণঃ ৯ শতাংশ (সরল সুদ)
- গ্রামীণ উদ্যোক্তাঋণঃ ১০% (সরল সুদ)
- অভিবাসন ঋণঃ ৯ % (সরল সুদ)
মনে রাখা প্রয়োজনঃ
তাছাড়াও সার্ভিস চার্জ প্রক্রিয়াকরণ ফ্রি এবং অন্যান্য প্রয়োজ্য খরচ ও থাকতে পারে।
সুদের হার পরিবর্তণ হতে পারে। সর্বশেষে তথ্য জানার জন্য ব্যাংকের হেল্পলাইন অথবা ওয়েবসাইটে যোগাযোগ করুন।
প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা লোন দেয়
- গৃহ নির্মাণ ঋণঃ সর্বোচ্চ ৫ কোটি
- শিক্ষা ঋণঃ ২০ লাখ (স্থানীয়) ৫০ লাখ বিদেশি
- পূণবাসন ঋণঃ সর্বোচ্চ ১ কোটি
- যানবাহন ঋণঃ সর্বোচ্চ ১০ লাখ
- চিকিৎসা ঋণঃ সর্বোচ্চ ১০ লাখ
- গ্রামীণ উদ্যোক্তার ঋণঃ সর্বোচ্চ ৫ লাখ
- অভিবাসন ঋণঃ সর্বোচ্চ ৭৫ লাখ
মনে রাখা প্রয়োজনঃ
- এটি সর্বোচ্চ সীমা আপনার আবেদনের জন্য যোগ্যতা যাচাই করে ব্যাংক আপনাকে কত টাকা ঋণ দেবে তা নির্ধারণ করবে।
- ঋণের জন্য আবেদন করার আগে আপনাকে ব্যাংক হেল্পলাইন অথবা ওয়েবসাইটে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে কি কি লাগে
- আবেদনপত্রঃ PKB- এবং ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে পূরণ করতে হবে।
- পাসপোর্টঃ বৈধ পাসপোর্ট ও ভিসার ফটোকপি
- জাতীয় পরিচয়পত্রঃ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি।
- আয়ের প্রমাণঃ যেমন ব্যাংক স্টেটমেন্ট পে স্লিপ বা ব্যবহার কাগজ পত্র ইত্যাদি।
- অন্যান্য কাগজপত্রঃ অন্যান্য কাগজপত্র প্রয়োজন হতে পারে ঋণের উপর নির্ভর করে যেমন- ব্যবসার পরিকল্পনা (সব সঠিক ঋণের জন্য) শিক্ষাগত যোগ্যতায় ( সনদপত্র শিক্ষা ঋণের জন্য) ইত্যাদি।
লোন পাওয়ার জন্য যে যোগ্যতা থাকতে হবেঃ
- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যেই হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আবেদনকারীর নিয়মিত আয়ের উৎস থাকতে হবে।
- ঋণের পরিষদের জন্য পর্যাপ্ত সম্পত্তি অথবা জামানত থাকতে হবে।
- অতীতের PKB -এর ঋণ খেলাপি হলে আবেদন করা যাবে না।
প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন
হেল্প ডেস্কঃ ০২-৪৮৩২২৮৭৩
অনেক সময় প্রবাসী কল্যাণ ব্যাংক হেল্পলাইন নাম্বার জানার প্রয়োজন হয়। যদি আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক একাউন্ট তৈরি করেন, কিংবা এই ব্যাংক থেকে লোন গ্রহণ করতে চান, অথবা লোন গ্রহণ করেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করতে হবে। আর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাকে তাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিতে হবে। কিংবা কোন সমস্যা হলে তাদের সাহায্যের জন্য হেল্প লাইন নাম্বারে ফোন দিতে হবে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঢাকা বিভাগের শাখা সমূহ
শাখা | ঠিকানা | মোবাইল নাম্বার | ফোন নাম্বার | E-mail address |
---|---|---|---|---|
প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান শাখা | প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০। | ০১৭০০-৭০২৭০০ | ০২-৮৩২১৮৭৮ | principalbranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কাকরাইল শাখা | ৮৯/২, বিএমইটি ভবন, কাকরাইল, ঢাকা। | ০১৭০০-৭০২৭০১ | ০২৮৩০০৩১০ | pkb.kakrail@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মুন্সিগঞ্জ শাখা | রাজিয়া হামিদ প্লাজা (তৃতীয় তলা), হোল্ডিং নং-৬০৭, সদর হাসপাতাল রোড, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। | .০১৭০০-৭০২৭০৪ | ০২-৭৬২০৭৮৯ | pkb.munshiganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ফরিদপুর শাখা | দিলু প্লাজা (তৃতীয় তলা), হোল্ডিং নং-১৫৩, ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন কলেজ রোড, রঘুনন্দনপু্র, ফরিদপুর। | ০১৭০০-৭০২৭০৩ | ০৬৩১-৬৫২৫৫ | pkb.faridpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের টাঙ্গাইল শাখা | ইব্রাহিম ভিলা (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-১১৮৭/১১৮৮, ঢাকা রোড, টাঙ্গাইল। | ০১৭০০-৭০২৭০২ | 092-162735 | pkb.tangail@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা | ৩৯/৪, কে এস টাওয়ার (তৃতীয় তলা), শায়েস্থাখান রোড, পুরান কোর্ট, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। | ০১৭০০-৭০২৭৪৮ | ০২৪৭৬৫১২৭৬ | pkb.narayanganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মানিকগঞ্জ শাখা | বিসমিল্লাহ টাওয়ার, হোল্ডিং নং-৭৯, শহীদ রফিক সড়ক, ওয়ার্ড নং-০৬, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। | ০১৭০০-৭০২৭০৬ | ০২-৭৭১০৭৬৭ | pkb.manikgonj@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মাদারীপুর শাখা | লস্কর ভবন, হোল্ডিং নং-৩১৬,প্রধান সড়ক, মাদারীপুর। | ০১৭০০-৭০২৭০৯ | xxxxx | pkb.madaripur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নরসিংদী শাখা | টিটিসি কমপ্লেক্স, শাসপুর, আইয়ুবপুর, উপজেলা- শিবপুর, জেলা- নরসিংদী। | ০১৭০০-৭০২৭১০ | xxxxx | pkb.narsingdi@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের শরীয়তপুর শাখা | হোল্ডিং নং-০৮৭৩, আয়েশা কোব্বাত ভবন (দ্বিতীয় তলা), পালং বাজার প্রধান সড়ক, শরীয়তপুর সদর, শরীয়তপুর। | ০১৭০০-৭০২৭১১ | ০৬০১-৫৯১৩৮ | pkb.shariatpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মির্জাপুর শাখা | চায়না টাওয়ার, হোল্ডিং নং-৩৩৬/৬, ঢাকা-টাঙ্গাইল রোড, মির্জাপুর বাইপাস, ওয়ার্ড নং-০৩, মির্জাপুর, টাঙ্গাইল। | ০১৭০০-৭০২৭১২ | xxxxx | pkb.mirzapur@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের রাজবাড়ী শাখা | পালপট্টি, কাজী ইকবাল ফারুক মার্কেট (তৃতীয় তলা), রাজবাড়ী সদর, রাজবাড়ী। | ০১৭০০-৭০২৭১৩ | ০৬৪১-৬৫৬০২ | pkbrajbari184@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সিঙ্গাইর শাখা | আব্দুল ওয়াহেদ টাওয়ার, হোল্ডিং নং-৪৭৫, সিঙ্গাইর বাজার রোড, সিঙ্গাইর, মানিকগঞ্জ। | ০১৭০০-৭০২৭১৪ | ০২-৭৭১৭০৫৮ | pkb.singair@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের গোপালগঞ্জ শাখা | বাড়ী নং-৯৭, কলেজ রোড, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। | ০১৭০০৭০২৭০৭ | ০২-৬৬৮১৭৮৭ | pkb.gopalgonj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখা | রাবেয়া ভবন, হল্ডিং নং-২১১, বড়বাজার মাছমহল, কিশোরগঞ্জ। | ০১৭০০-৭০২৭০৮ | ০৯৪১-৬২৩১৩ | pkb.kishoregong@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের গাজীপুর শাখা | জমিলা সুপারমার্কেট, হোল্ডিং নং-১৬৮/১, রোড-০১, বিশালপুর রোড, গাজীপুর সদর, গাজীপুর। | ০১৭০০-৭০২৭১৫ | ০২-৪৯২৬৩৮৮৬ | pkb.gazipur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের দোহার শাখা | পদ্মা ডিগ্রী কলেজ, মু্কসুদপুর, দোহার, ঢাকা । | ০১৭০০-৭০২৭১৬ | xxxxx | pkb.dohar@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের শ্রীনগর শাখা | মক্কা কমপ্লেক্স (তৃতীয় তলা), শ্রীনগর বাজার, শ্রীনগর, মুন্সিগঞ্জ। | ০১৭১৩-০৫৭৫৪২ | xxxxx | pkb.sreenagar@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নবাবগঞ্জ শাখা | নাফিজ হোসেন কমপ্লেক (তৃতীয় তলা), নবাবগঞ্জ বাজার, কাশেমপুর, নবাবগঞ্জ, ঢাকা। | ০১৭১৩-০৫৭৫৪৩ | xxxxx | pkb.nawabganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সিরাজদিখান শাখা | হাজী মোস্তফা প্লাজা-২ (দ্বিতীয় তলা), সিরাজদিখান বাজার, রউশুনীয়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ | ০১৭১৩-০৫৭৫৪৫ | xxxxx | pkb.sirajdikhan@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কাপাসিয়া শাখা | সুবেদ সুপার মার্কেট (তৃতীয় তলা), কাপাসিয়া বাজার, কাপাসিয়া, গাজীপুর। | ০১৭১৩-০৫৭৫৪৬ | xxxxx | pkb.kapasia@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কেরানীগঞ্জ শাখা | পায়েল টাওয়ার (দ্বিতীয় তলা), আটিবাজার বেবি ষ্ট্যান্ড, কেরানীগঞ্জ, ঢাকা। | ০১৭১৩-০৫৭৫৪৯ | xxxxx | pkb.keraniganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের টঙ্গী শাখা | সাকিব প্লাজা, হোল্ডিং নং-০৮(বি), সড়ক-১৯১, আনারকলি রোড, ওয়ার্ড নং-৫৭, গাজীপুর সিটি কর্পোরেশন, টঙ্গী, গাজীপুর। | ০১৭১৩-০৫৭৫৫২ | xxxxx | tongi.pkb@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঘাটাইল (টাঙ্গাইল) শাখা | ৪/৪, জনতা শপিং কমপ্লেক্স (তৃতীয় তলা), বাজার রোড, ঘাটাইল, টাঙ্গাইল। | ০১৭১৩-০৫৭৫৫৪ | xxxxx | pkb.ghatail@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ভাঙ্গা (ফরিদপুর) শাখা | আবেজা ম্যানশন ফাইভ স্টার সুপার মার্কেট (তৃতীয় তলা), ভাঙ্গা বাজার মেনরোড, ওয়ার্ড নং-০৬, ভাঙ্গা, ফরিদপুর। | ০১৭১৩-০৫৭৫৫৬ | xxxxx | pkbbhanga@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সাভার শাখা | চৌধুরী টাওয়ার (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-বি ১৩২, সাভার বাজার রোড, ওয়ার্ড নং-০৪, সাভার, ঢাকা। | ০১৭১৩-০৫৭৫৫৭ | ০২২২৪৪৪৪০৬৬ | pkb.savar@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বাজিতপুর (কিশোরগঞ্জ) শাখা | মণি প্লাজা (তৃতীয় তলা), জহুরুল ইসলাম রোড, ওয়ার্ড নং-০৪, বাজিতপুর, কিশোরগঞ্জ। | ০১৭১৩-০৫৭৫৬৭ | xxxxx | pkb.bajitpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের রায়পুরা (নরসিংদী) শাখা | রায়পুর ট্রেড সেন্টার (তৃতীয় তলা), হোল্ডিং নং-২৩৪, রায়পুরা বাজার সদর রোড, ওয়ার্ড নং-০১, রায়পুরা, নরসিংদী। | ০১৭১৩-০৫৭৫৭৪ | xxxxx | pkb.raipura@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সোনারগাঁও (নারায়ণগঞ্জ) শাখা | হাজী শহিদুল্লাহ প্লাজা, হোল্ডিং নং-২৮২, সোনারগাঁও থানা রোড, ওয়ার্ড নং-০৯, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। | ০১৭১৩-০৫৭৫৭১ | xxxxx | pkb.sonargao@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের শিবচর (মাদারীপুর) শাখা | মৃধা মার্কেট (দ্বিতীয় তলা), হোল্ডিং নং- ০০৮৯-০০, সদর রোড, ওয়ার্ড নং- ০৩, শিবচর, মাদারীপুর। | ০১৭১৩-০৫৭৫৭৪ | xxxxx | xxxxx |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মুকসুদপুর (গোপালগঞ্জ) শাখা | চাঁদনী মার্কেট (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-০০০৫০০, থানা রোড, ওয়ার্ড নং-০৬, মকসুদপুর, গোপালগঞ্জ। | ০১৭১৩-০৫৭৫৭৫ | xxxxx | xxxxx |
প্রবাসী কল্যাণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখা | জোসাঈদা মঞ্জিল, হোল্ডিং নং-১৭৪, সমাধি সৌধ রোড, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। | ০১৭১৩-০৫৭৫৭৬ | xxxxx | pkb.tungipara@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নবাবগঞ্জ উপজেলা শাখা | নাফিজ হোসেন কমপ্লেক্স (তৃতীয় তলা), নবাবগঞ্জ বাজার, কাশিমপুর, নবাবগঞ্জ, ঢাকা। | ০১৭১৩-০৫৭৫৪৩ | xxxxx | pkb.nawabganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বোয়ালমারী শাখা (ফরিদপুর শহর শাখা) | লাবলু ম্যানশন (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-২২/১, উত্তর শিবপুর, স্টেশন রোড, ওয়ার্ড নং-০৫, বোয়ালমারী (ক-শ্রেণী), বোয়ালমারী, ফরিদপুর। | ০১৩২৯-৭০৯৮১১ | xxxxx | boalmaribranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নড়িয়া শাখা শরীয়তপুর (পল্লী শাখা) | ব্যাপারি প্লাজা (দ্বিতীয় তলা), হোল্ডিং নং- বি-২২০, ওয়ার্ড নং- ০১, নড়িয়া, শরীয়তপুর। | ০১৩২৯-৭০৯৮১৭ | xxxxx | xxxxx |
প্রবাসী কল্যাণ ব্যাংকের রাজশাহী বিভাগের শাখা সমূহ
শাখা | ঠিকানা | মোবাইল নাম্বার | ফোন নাম্বার | E-mail address |
---|---|---|---|---|
প্রবাসী কল্যাণ ব্যাংকের রাজশাহী শাখা | টিটিসি কমপ্লেক্স,সফুরা, রাজশাহী। | ০১৭০০-৭০২৭৩২ | ০৭২১-৭৬১৬১৯ | pkb.rajshahi@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বগুড়া শাখা | হোল্ডিং নাম্বার-১৬২২, শহীদ তারেক রোড, ওয়ার্ড নাম্বার- ০৩, নামাজগড়, বগুড়া সদর, বগুড়া। | ০১৭০০-৭০২৭৩৪ | ০৫১-৬২২৫৮ | pkb.bogra@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখা | কাওসার ভিলা, হোল্ডিং নং-৫২৬/৫২৭, সোনা মসজিদ রোড, ওয়ার্ড নং-১৪, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। | .০১৭০০-৭০২৭৩৩ | ০৭৮১-৫৩৩৮২ | pkb.chapainawabganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের পাবনা শাখা | টিটিসি কমপ্লেক্স, উপজেলাঃ রাজাপুর, দুগাছি, পাবনা। | ০১৭০০-৭০২৭৩৬ | ০৭৩১-৬৫৬১৯ | pkb.pabna@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সিরাজগঞ্জ শাখা | চেয়ারম্যান ভিলা (২য় তলা),হোল্ডিং নং- ০৭, জুবলী রোড (স্টেশন বাজার), সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। | ০১৭০০-৭০২৭৩৭ | ০৭৫১-৬২০৪৯ | pkb.sirajgonj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নওগাঁ শাখা | আনোয়ার ভবন, হোল্ডিং নং-৩১৯৭/২ (৩য় তলা), মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সড়ক, ওয়ার্ড নং-৩,থানাঃ নওগাঁ সদর, নওগাঁ। | ০১৭০০-৭০২৭৩৫ | ০৭৪১-৬১০৬২ | pkb.naogaon@yahoogmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের জয়পুরহাট শাখা | জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), হানাইল, জয়পুরহাট। | ০১৭১৩-০৫৭৫৫০ | xxxxx | joypurhat.pkb@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নাটোর শাখা | ফিরোজ লজ, কানাইখালী রোড (সাহারা প্লাজার পিছনে), নাটোর সদর, নাটোর। | ০১৭১৩-০৫৭৫৩৩ | xxxxx | pkb.natore@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের পুঠিয়া (রাজশাহী জেলা) শাখা | রায়হানা ক্লিনিক ভবন (দ্বিতীয় তলা), হোল্ডিং নম্বর-৩২০, রাজশাহী-ঢাকা মহাসড়ক, ওয়ার্ড নম্বর-৮, পুঠিয়া, রাজশাহী। | ০১৩২৯-৭০৯৮০৭ | xxxxx | xxxxx |
প্রবাসী কল্যাণ ব্যাংকের রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ জেলা) শাখা | মামুন বিশ্বাস সুপার মার্কেট (দ্বিতীয় তলা), হোল্ডিং নাম্বার-১৬৬-২, রহনপুর বড়বাজার রোড, ওয়ার্ড নাম্বার-০১, রোহনপুর, চাপাইনবাবগঞ্জ। | ০১৩২৯-৭০৯৮০৬ | xxxxx | rahanpurbranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বেড়া (পাবনা জেলা) শাখা | এম এ বাছেদ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-১৩৭, সাঁথিয়া রোড, ওয়ার্ড নং-০৪, বেড়া, পাবনা। | ০১৩২৯-৭০৯৮১৩ | xxxxx | xxxxx |
প্রবাসী কল্যাণ ব্যাংকের পত্নীতলা (নওগাঁ জেলা) শাখা | ডিপু সুলতান (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৬৬৪, মাতাজি রোড, ওয়ার্ড নং-০৩, পত্নীতলা, নওগাঁ। | ০১৩২৯-৭০৯৮০৮ | xxxxx | patnitalabranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের শেরপুর (বগুড়া জেলা) শাখা | খন্দকার কমপ্লেক্স (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৩৪৬১, ওয়ার্ড নং-০৭, শেরপুর, বগুড়া। | ০১৩২৯-৭০৯৮১৮ | xxxxx | xxxxx |
প্রবাসী কল্যাণ ব্যাংকের চট্রগ্রাম বিভাগের শাখা সমূহ
শাখা | ঠিকানা | মোবাইল নাম্বার | ফোন নাম্বার | E-mail address |
---|---|---|---|---|
প্রবাসী কল্যাণ ব্যাংকের চট্রগ্রাম শাখা | হোসেন মঞ্জিল, হোল্ডিং নং- ৪২৫/বি, বায়োজিদ বোস্তামি রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম। | ০১৭০০-৭০২৭১৭ | ০৩১২-৫৮৪৫১৩ | pkb.ctg10@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কুমিল্লা শাখা | হাশেম ম্যানশন, হোল্ডিং নং-২২/২৪, চকবাজার, আদর্শ সদর, কুমিল্লা। | ০১৭০০-৭০২৭১৮ | ০৮১-৭৩৪১০ | comilla@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নোয়াখালী শাখা | টিটিসি কমপ্লেট, গাবুয়া, বেগমগঞ্জ, নোয়াখালী। | ০১৭০০-৭০২৭১৯ | ০৩২১-৭১৭৮০ | pkb.noakhali@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্রাক্ষনবাড়িয়া শাখা | এফ এম ভবন, হোল্ডিং নং-১৩৯৫, কাউতলী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে, কাউতলী, ব্রাক্ষনবাড়িয়া। | ০১৭০০-৭০২৭২০ | ০৮৫১-৬১০৮২ | pkb.brahmanbaria@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কক্সবাজার শাখা | দক্ষিণ কোহেলি, ফ্ল্যাট নং-১/এ (নিচতলা), পাহাড়তলী রোড, কক্সবাজার। | ০১৭০০-৭০২৭২১ | ০৩৪১-৬২০৩৬ | pkb.coxsbazar@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের রাঙ্গামাটি শাখা | কাদেরিয়া মার্কেট (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৬১৯/৭২/খ(১১), কাটা পাহাড় লেন, বনরুপা, ওয়ার্ড নং-০৭, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি। | ০১৭০০-৭০২৭২২ | ০৩৫১-৬৩৭৪৬ | pkb.rangamati@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের চাঁদপুর শাখা | আমিন গার্ডেন (ডায়াবেটিস হাসপাতালের অপজিটে), হোল্ডিং নং-১৪২৮/০৪৯৮, চেয়ারম্যান ঘাট, কুমিল্লা রোড, চাঁদপুর। | ০১৭০০-৭০২৭২৩ | ০৮৪১-৬৬৪২০ | pkb.chandpur@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের হাটহাজারী শাখা | জে অ্যান্ড জি শপিং কমপ্লেক্স, হোল্ডিং নং-১০০৮, রামগড় রোড, ওয়ার্ড নং-০২, হাটহাজারী, চট্টগ্রাম। | ০১৭০০-৭০২৭২৪ | ০৩১-২৬০১৫০৪ | pkb.hathazari@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ফেনী শাখা | বিসমিল্লা মার্কেট (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-১৭২, মহিপাল ফিশারি রোড, ফেনী সদর, ফেনী। | ০১৭০০-৭০২৭২৫ | ০৩৩১-৬৯১১৯ | pkb.feni@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সন্দ্বীপ শাখা | সন্দ্বীপ টাওয়ার, উপজেলা কমপ্লেক্স হারামিয়া, সন্দ্বীপ। | ০১৭০০-৭০২৭২৬ | xxxxx | sandwippkb15@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের রাউজান শাখা | রাজমহল ভবন, আব্দুল লতিফ রোড, ওয়ার্ড নং-০৮, রাউজান, চট্টগ্রাম। | ০১৭০০-৭০২৭০৪ | ০১৭০০-৭০২৭২৭ | pkb.raozan@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের লক্ষীপুর শাখা | ডাঃ শাহ আলম চৌধুরী শপিং কমপ্লেক্স (একতা সুপার মার্কেট), হোল্ডিং নং-১৩০৯, বাজার মেইন রোড, লক্ষ্মীপুর সদর, লক্ষীপুর। | ০১৭০০-৭০২৭৫২ | ০৩৮১-৬২৩১৪ | pkb.laxmipur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ছাগলনাইয়া (ফেনী) শাখা | খাজা সিটি গার্ডেন (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-২৫৩২, ওয়ার্ড নং-০৫, ছাগলনাইয়া রোড, ছাগলনাইয়া, ফেনী। | ০১৭১৩-০৫৭৫৪৪ | xxxxx | pkb.chhagalnaiya@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কোম্পানীগঞ্জ (নোয়াখালী) শাখা | রৌশন আরা মার্কেট, হোল্ডিং নং-১২৬, ওয়ার্ড নং-০৩, বসুরহাট পৌরসভা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী। | ০১৭১৩-০৫৭৫৪৭ | xxxxx | pkb.companigonj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কসবা (ব্রাক্ষণবাড়িয়া) শাখা | ভূইয়া প্লাজা, হোল্ডিং নং-১২৩, সড়ক নং-০১, স্টেশন রোড, ওয়ার্ড নং-০৭, কসবা, ব্রাক্ষণবাড়িয়া। | ০১৭১৩-০৫৭৫৫৫ | xxxxx | pkb.koshba@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের গৌরিপুর (কুমিল্লা) শাখা | ০১৭১৩-০৫৭৫৫৮ | xxxxx | pkb.gouripur@gmail.com | |
প্রবাসী কল্যাণ ব্যাংকের লাকসাম (কুমিল্লা) শাখা | ডাক্তার টাওয়ার (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-০৯, ব্লক-ডি, হাউসিংএস্টেট, ঢাকা বাইপাস সড়ক, লাকসাম, কুমিল্লা। | ০১৭১৩-০৫৭৫৬০ | xxxxx | pkb.laksam@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নবীনগর (ব্রাক্ষণবাড়িয়া) শাখা | খাজা সুপার মার্কেট (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৭৩৪/৭৩৮, ওয়ার্ড নং-০৪, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। | ০১৭১৩-০৫৭৫৬১ | xxxxx | pkb.nobinagar@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সরাইল (ব্রাক্ষণবাড়িয়া) শাখা | ভূইয়া মার্কেট, ছোট দেওয়ানপাড়া, সরাইল, ব্রাক্ষণবাড়িয়া। | ০১৭১৩-০৫৭৫৬২ | xxxxx | pkb.sarail@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মতলব (চাঁদপুর) শাখা | হোসেন মঞ্জিল, হোল্ডিং নং-১৮৯, মতলব বাবুরহাট রোড, ওয়ার্ড নং-০৩, মতলব দক্ষিণ পৌরসভা, মতলব, চাঁদপুর। | ০১৭১৩-০৫৭৫৬৩ | xxxxx | pkb.matlab.chandpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বাঞ্ছারামপুর (ব্রাক্ষণবাড়িয়া) শাখা | আমেনা প্লাজা (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৭১০, সড়ক নং- ২০৩, বাঞ্ছারামপুর রোড, ওয়ার্ড নং- ০৪, বাঞ্ছারামপুর, ব্রাক্ষণবাড়িয়া। | ০১৭১৩-০৫৭৫64 | xxxxx | pkb.bancharampur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মিরসরাই (চট্টগ্রাম) শাখা | মোহাম্মদ আলী মার্কেট (দ্বিতীয় তলা), কলেজ রোড, ওয়ার্ড নং-০৪, মিরসরাই, চট্টগ্রাম। | ০১৭১৩-০৫৭৫৬৮ | xxxxx | pkb.mirsarai@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের চৌদ্দগ্রাম (কুমিল্লা) শাখা | আব্দুল জলিল শপিং মল, হোল্ডিং নং-০১৫৮, ঢাকা-চট্টগ্রাম সড়ক, ওয়ার্ড নং-০৪, চৌদ্দগ্রাম, কুমিল্লা। | ০১৭১৩-০৫৭৫৬৯ | xxxxx | pkb.chuddagram@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের খাগড়াছড়ি শাখা | জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, টিটিসি, গোলাবাড়ি, খাগড়াছড়ি। | ০১৭১৩-০৫৭৫৭৮ | xxxxx | pkb.khagrachori@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বান্দরবান শাখা | বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (নিচতলা), মেঘলা, বান্দরবান সদর, বান্দরবান। | ০১৭১৩-০৫৭৫৭৭ | xxxxx | pkb.bandarban07@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ছাগলানাইয়া শাখা (উপজেলা শাখা) | খাজা সিটির গার্ডেন (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-২৫৩২, ওয়ার্ড নং-০৫, ছাগলনাইয়া রোড, ছাগলনাইয়া, ফেনী। | ০১৭১৩-০৫৭৫৪৪ | xxxxx | pkb.chagalnaiya@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের খুলনা বিভাগের শাখা সমূহ
শাখা | ঠিকানা | মোবাইল নাম্বার | ফোন নাম্বার | E-mail address |
---|---|---|---|---|
প্রবাসী কল্যাণ ব্যাংকের খুলনা শাখা | মালিহা প্লাজা, ১৮/বি, মজিদ সরণী, সোনাডাঙ্গা, খুলনা। | ০১৭০০-৭০২৭৩৮ | ০৪১-৭২২৬৭২ | pkb.khulna@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কুষ্টিয়া শাখা | টেকনিক্যাল ট্রেনিং কমপ্লেক্স (টিটিসি), শৌরহাস, বিসিক, কুষ্টিয়া। | ০১৭০০-৭০২৭৩৯ | ০৭১-৬৩৩৫২ | pkb.kushtia@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের যশোর শাখা | মার্স পয়েন্ট, হোলিং নাম্বার-৯৭, আর এন রোড, ওয়ার্ড নাম্বার-০৮, যশোর পৌরসভা, কোতয়ালী, যশোর। | ০১৭০০-৭০২৭৪০ | ০৪২-১৭১৭৫৫ | pkb.jessore@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নড়াইল শাখা | জমাদ্দার টাওয়ার-০২ (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৪৭৫, ওয়ার্ড নং-০৪, নড়াইল যশোর রোড, নড়াইল সদর, নড়াইল। | ০১৭০০-৭০২৭৪৯ | ০৪৮-১৬৩৩৫৭ | pkb.narail@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মাগুরা শাখা | হোল্ডিং নং-০১, হাবিবুর রহমান সড়ক (কেশব মোড়), মাগুরা সদর, মাগুরা। | ০১৭০০-৭০২৭৫৩ | ০৪৮৮-৫১০২২ | pkb.magura@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঝিনাইদাহ শাখা | হাজি নূর আলি প্লাজা, কর্নেল রহমান সড়ক, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। | ০১৭১৩-০৫৭৫৩৭ | xxxxx | pkbbjhenaidah.gov@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বাগেরহাট শাখা | হোলিং নাম্বার-০১, শফি মার্কেট, সাধনার মোড়, রেলগেট, বাগেরহাট। | ০১৭১৩-০৫৭৫৩৫ | xxxxx | bagerhat.pkb@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সাতক্ষীরা শাখা | সাতক্ষীরা আহসানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স, হোল্ডিং নাম্বার-১৪১৩, শহীদ নাজমুল সরণি, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। | ০১৩১৩-০৫৭৫৩৫ | xxxxx | pkb.satkhira@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা | বি সি ডি এস ভবন, শহীদ রবিউল ইসলাম রোড, হোল্ডিং নাম্বার-৩৩৭৬, ওয়ার্ড নাম্বার-০৯, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা। | ০১৭১৩-০৫৭৫৩৮ | xxxxx | pkb.chuadanga@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মেহেরপুর শাখা | টিটিসি কমপ্লেক্স, ওয়ার্ড নাম্বার-০৫, খড়ের মাঠ, কুষ্টিয়া রোড, মেহেরপুর। | ০১৭১৩-০৫৭৫৪১ | xxxxx | meherpur.pkb@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের চুকনগর শাখা, খুলনা (পল্লী শাখা) | আব্দুল্লাহ টাওয়ার (দ্বিতীয় তলা), চুকনগর, আটলিয়া, ডুমুরিয়া, খুলনা। | ০১৩২৯-৭০৯৮০৯ | xxxxx | chuknagarbranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের লোহাগড়া শাখা, নড়াইল (পল্লী শাখা) | মমিন টাওয়ার (দ্বিতীয় তলা), হোল্ডিং নাম্বার-৩০৭/১, লোহাগড়া বাজার, স্কুল রোড লোহাগড়া, নড়াইল। | ০১৩২৯-৭০৯৮১৪ | xxxxx | xxxxx |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সিলেট বিভাগের শাখা সমূহ
শাখা | ঠিকানা | মোবাইল নাম্বার | ফোন নাম্বার | E-mail address |
---|---|---|---|---|
প্রবাসী কল্যাণ ব্যাংকের সিলেট শাখা | খয়রুল ভবন, হোল্ডিং নং-৩৭৯০০, মিরবক্সটুলা রোড, সিলেট সদর, সিলেট। | ০১৭০০-৭০২৭২৮ | ০৮২১-৭১৫৩৭৬ | pkb.sylhet@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মৌলভী বাজার শাখা | আর কে কমপ্লেক্স, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার। | ০১৭০০-৭০২৭২৯ | ০৮৬১-৬৪০৮৬ | pkb.mouluibazar@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সুনামগঞ্জ শাখা | হোল্ডিং নং-০৬, দোজা শপিং সেন্টার, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ। | ০১৭০০-৭০২৭৩০ | xxxxx | pkb.sunamganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের হবিগঞ্জ শাখা | হাফিজ কমপ্লেক্স (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-১৮৫৮, ওয়ার্ড নং-০৩, আর কে মিশন রোড, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। | ০১৭০০-৭০২৭৩১ | xxxxx | pkb01habiganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের গোবিন্দগঞ্জ (সুনামগঞ্জ) শাখা | এ হোসেন শপিং সেন্টার, গোবিন্দগঞ্জ নতুন বাজার, ওয়ার্ড নং-০৪, সিঙ্গুরা, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁ, ছাতক, সুনামগঞ্জ। | ০১৭১৩-০৫৭৫৫৯ | ০১৫৭১৩১৮১৭৭ | pkb.gobindaganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের গোপালগঞ্জ (সিলেট) শাখা | হাজী আশিদ আলী কমপ্লেক্স (দ্বিতীয় তলা), গোপালগঞ্জ রোড, ওয়ার্ড নং-০১, গোপালগঞ্জ, সিলেট। | ০১৭১৩-০৫৭৫৬৫ | xxxxx | pkb.golapganj@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের সিলেট (পল্লী শাখা) | মৌলানা আব্দুর নূর ভবন (দ্বিতীয় তলা), কলেজ রোড, গোয়াইনঘাট সদর, গোয়াইনঘাট, সিলেট। | ০১৩২৯-৭০৯৮০০ | xxxxx | gowainghatbranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বরিশাল বিভাগের শাখা সমূহ
শাখা | ঠিকানা | মোবাইল নাম্বার | ফোন নাম্বার | E-mail address |
---|---|---|---|---|
প্রবাসী কল্যাণ ব্যাংকের বরিশাল শাখা | টিটিসি কমপ্লেক্স, সিএন্ডবি রোড, বরিশাল। | ০১৭০০-৭০২৭৪৪ | ০৪৩-১৬২১৬৭ | pkb.barisal@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ভোলা শাখা | তালুকদার মহল, হোল্ডিং নং-৫৮১, ভোলা সদর, ভোলা। | ০১৭০০-৭০২৭৪৫ | ০৪-৯১৬১৩৯৬ | pkb.bhola@yahoo.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকে পটুয়াখালী শাখা | টিটিসি কমপ্লেক্স, পুরাতন ফেরিঘাট রোড, উপজেলা সদর, টাউন কালিকাপুর, পটুয়াখালী। | ০১৭০০-৭০২৭৪৬ | ০২৪৭৮৮৮১৫৯৩ | pkb.patuakhali@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের পিরোজপুর শাখা | হোল্ডিং নাম্বার-৭৩৬, পারেরহাট রোড, পুরনো বাস ট্যান্ড, পিরোজপুর। | ০১৭০০-৭০২৭৪৭ | ০৪-৬১৬২৯৭৫ | pkb.pirojpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বরগুনা শাখা | রওশন ভবন (তৃতীয় তলা), হোল্ডিং নং-১৪৮, ওয়ার্ড নং-০১, বরগুনা সদর, বরগুনা। | ০১৭১৩-০৫৭৫৩৪ | xxx | pkb.barguna@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ধামুরা শাখা | আমিনা আহমেদ ভবন (অগ্রণী ব্যাংকের নিচে), ইউনিয়ন পরিষদ রোড, ধামুরা, উজিরপুর, বরিশাল। | ০১৭১৩-০৫৭৫৩৯ | ০৪-৪১৬৫৩৪৪ | pkb.ujirpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঝালকাঠি শাখা | তালুকদার ভবন (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-০৮/এ, রোনালসে রোড, ওয়ার্ড নং-০৫, ঝালকাঠি সদর, ঝালকাঠি। | ০১৭১৩-০৫৭৫৭৩ | xxxxx | pkb.jhalokathi@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মঠবাড়িয়া শাখা, পিরোজপুর (শহর শাখা) | জান্নাতুল টাওয়ার (দ্বিতীয় তলা) হোল্ডিং নং-৩৩৭, হাসপাতাল রোড, ওয়ার্ড নং- ০২, মঠবাড়িয়া (ক-শ্রেণী), মঠবাড়িয়া, পিরোজপুর। | ০১৩২৯-৭০৯৮১০ | xxxxx | mathbariabranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের পাথরঘাটা শাখা, বরগুনা (শহর শাখা) | মল্লিক ভবন (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৩০৪, সদর রোড, ওয়ার্ড নং-০১, পাথরঘাটা (ক-শ্রেণী), পাথরঘাটা, বরগুনা। | ০১৩২৯-৭০৯৮১৫ | xxxxx | pathorghatabranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের রংপুর বিভাগের শাখা সমূহ
শাখা | ঠিকানা | মোবাইল নাম্বার | ফোন নাম্বার | E-mail address |
---|---|---|---|---|
প্রবাসী কল্যাণ ব্যাংকের রংপুর শাখা | এআরবি কমপ্লেক্স, রোড নাম্বার-০১, হোল্ডিং নাম্বার-১৪৩৬৪, কলেজ রোড, কোতয়ালি, রংপুর। | ০১৭০০-৭০২৭৪১ | ০৫২১-৫৫৭০৯ | pkbrangpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের দিনাজপুর শাখা | টিটিসি কমপ্লেক্স, মাতাসাগর রোড (রাজারামপুর), শেকপুরা, দিনাজপুর। | ০১৭০০-৭০২৭৪২ | ০৫৩১-৬৬৮০ | dinajpur.pkb@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের কুড়িগ্রাম শাখা | (কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে আলিয়া মাদ্রাসার বিপরীতে), কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। | ০১৭০০-৭০২৭৪৩ | ০৫৮১-৫১৩০৪ | pkb.kurigram@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের গাইবান্ধা শাখা | স্বপ্ননীড়, হোল্ডিং নং-১৩১/১, ডিবি রোড (ফকিরপাড়া), ওয়ার্ড নং-০৪, গাইবান্ধা সদর, গাইবান্ধা। | ০১৭০০-৭০২৭৫১ | ০৫৪১-৫২০৮৪ | pkb.gaibandha16@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠাকুরগাঁও শাখা | ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), (তৃতীয় তলা), হোলিং নং-১২৯০, পঞ্চগড় রোড, ওয়ার্ড নং-০২, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। | ০১৭১৩-০৫৭৫৫১ | xxx | pkb.thakurgaon@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের লালমনিরহাট শাখা | গফুর ম্যানশন (তৃতীয় তলা), হোল্ডিং নং-০১, রোড নং-০১, এয়ারপোর্ট রোড, লালমনিরহাট সদর, লালমনিরহাট। | ০১৭১৩-০৫৭৫৫৩ | xxxxx | pkblalmonirhat@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের পঞ্চগড় শাখা | মোস্তফা প্লাজা (তৃতীয় তলা), হোল্ডিং নং-০৬৭৬, সিনেমা হল রোড, ওয়ার্ড নং-০৬, পঞ্চগড় সদর, পঞ্চগড়। | ০১৭১৩-০৫৭৫৬৬ | xxxxx | pkb.panchagarh@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নীলফামারী শাখা | টিটিসি কমপ্লেক্স (নিচতলা), খানসামা-নীলফামারি রোড, নীলফামারী সদর, নীলফামারী। | ০১৩১৩-০৫৭৫৭০ | xxxxx | pkb.nilphamari@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের পীরগঞ্জ শাখা, ঠাকুরগাঁও (শহর শাখা) | আদি ভিটা সুফিয়া টাওয়ার (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-৪৪৯, বঙ্গবন্ধু সড়ক, ওয়ার্ড নং-০২, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। | ০১৩২৯-৭০৯৮০৩ | xxxxx | pirgonjbranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মিঠাপুকুর শাখা, রংপুর (পল্লী শাখা) | শাকিব ম্যানশন (দ্বিতীয় তলা), কাশিপুর, দুর্গাপুর, মিঠাপুকুর, রংপুর। | ০১৩২৯-৭০৯৮০৪ | xxxxx | mithapukurbranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখা, গাইবান্ধা (শহর শাখা) | জবেদা প্লাজা (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-১৯১, ঢাকা-রংপুর বিশ্ব রোড, ওয়ার্ড নং-০৭, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। | ০১৩২৯-৭০৯৮০৫ | xxxxx | gobindaganjbranch@pkb.gov.bd |
প্রবাসী কল্যাণ ব্যাংকের বিরামপুর শাখা, দিনাজপুর (শহর শাখা) | বিরামপুর টাওয়ার (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-০৬২৭, দিনাজপুর-ঢাকা মেইন রোড, ওয়ার্ড নং-০৫, বিরামপুর, দিনাজপুর। | ০১৩২৯-৭০৯৮১২ | xxxxx | xxxxx |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ময়মনসিংহ বিভাগের শাখা সমূহ
শাখা | ঠিকানা | মোবাইল নাম্বার | ফোন নাম্বার | E-mail address |
---|---|---|---|---|
প্রবাসী কল্যাণ ব্যাংকের ময়মনসিংহ শাখা | টিটিসি কমপ্লেট, হোল্ডিং নং-১৬৪, মাসকান্দা (ঢাকা রোড), ময়মনসিংহ। | ০১৭০০-৭০২৭০৫ | ০৯১-৬২১৪৬ | pkbmymensingh@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের জামালপুর শাখা | টিএম টাওয়ার (তৃতীয় তলা), হোল্ডিং নং-১৩৪৭, বকুলতলা মোড়, জামালপুর সদর, জামালপুর। | ০১৭০০-৭০২৭৫০ | ০৯৮১-৬৪৮৫৬ | pkb.jamalpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকে শেরপুর শাখা | প্রভাত কমপ্লেক্স (নিউ মার্কেট মোড় এবং থানার মোড়ের মাঝখানে), হোটেল সম্পদের অপজিট পাশে, রূপালী ব্যাংক এর ৩য় চলা, রঘুনাথ বাজার, শেরপুর সদর, শেরপুর। | ০১৭১৩-০৫৭৫৩১ | xxxxx | pkb.sherpur@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের নেএকোনা শাখা | রওশন ভিলা (শিল্পী ইলেকট্রনিক্সের উপরতলায়), স্টেশন রোড, নেত্রকোনা সদর, নেত্রকোনা। | ০১৭১৩-০৫৭৫৩২ | xxxxx | pkb.netrokuna@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের ভালুকা উপজেলা শাখা | আনিস সুপার মার্কেট (তৃতীয় তলা), হোল্ডিং নং-এইচ, ব্লক-২২৭, ওয়ার্ড নং-০৬, ভালুকা, ময়মনসিংহ। | ০১৭১৩-০৫৭৫৪৮ | xxx | pkb.valuka@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের গফরগাঁও (ময়মনসিংহ) শাখা | খান প্লাজা (দ্বিতীয় তলা), হোল্ডিং নাম্বার-৫৮৬, কলেজ রোড, ওয়ার্ড নাম্বার-০৫, গফরগাঁও, ময়মনসিংহ। | ০১৭১৩-০৫৭৫৭৯ | xxxxx | pkbgaffargaon@gmail.com |
প্রবাসী কল্যাণ ব্যাংকের মাদারগঞ্জ শাখা, জামালপুর (পল্লী শাখা) | বদরুল টাওয়ার (দ্বিতীয় তলা), হোল্ডিং নাম্বার-০২৫৪-০০, বালিজুড়ী রোড, মাদারগঞ্জ, ওয়ার্ড নং-০৮, মাদারগঞ্জ, জামালপুর। | ০১৩২৯-৭০৯৮১৬ | xxxxx | madarganjbranch@pkb.gov.bd |
লেখকের মতামত
প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কিত ইনফর্মেশন আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আমরা এই ওয়েবসাইটে নিয়মিত বিভিন্ন ইনফরমেটিভ পোস্ট পাবলিশ করে থাকি। তাই এমনই সব তথ্যমূলক পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url