মুখের দুর্গন্ধ দূর করার ঔষধের নাম, টুথপেস্ট, স্প্রে ও মাউথ ওয়াশ

পাতলা পায়খানার ট্যাবলেট এর নামমুখের দুর্গন্ধ দূর করার ঔষধের নাম, মুখের দুর্গন্ধ দূর করার উপায় এবং মুখের দুর্গন্ধ দূর করার টুথপেস্ট, মাউথ ওয়াশ সহ স্প্রে নাম নিয়ে আজকের এই পোস্ট। আপনারা যারা মুখের দুর্গন্ধ জনিত সমস্যায় ভুগছেন এবং এর থেকে মুক্তি পেতে কি করনীয় তা জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটা আপনাকে স্বাগতম।
মুখের দুর্গন্ধ দূর করার ঔষধের নাম
কারণ এই পোস্টে আমরা মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় সহ ওষুধ, স্প্রে, টুথপেস্ট ও মাউথ ওয়াশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তাই বিষয়গুলো জানতে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকা

মুখে দুর্গন্ধ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এটা প্রায় সব মানুষের হয়ে থাকে। কিন্তু মুখ দিয়ে বাজে স্মেল বের হলে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বললাম যায় না আর এই সমস্যাটি অনেক লজ্জাজনক বটে। তাই এই সমস্যাটি যাদের হয় তারা এর হাত থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠি। মুখ থেকে দুর্গন্ধ দূর করতে কি কি করণীয় তা এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচে থেকে বিষয়গুলো জেনে নিন।

মুখের দুর্গন্ধ দূর করার ঔষধের নাম

বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের মুখে দুর্গন্ধ হয়। আর এটি খুবই অস্বস্তি জনক একটি বিষয়। এই মুখের দুর্গন্ধ দূর করতে অনেকেই মুখের দুর্গন্ধের ঔষধের নাম জানার জন্য ইন্টারনেটের সার্চ দিয়ে থাকেন। তাই আজকের এই লেখাটি তাদের উদ্দেশ্যে।
এই পোস্টে আলোচনা করব মুখ থেকে দুর্গন্ধ দূর করতে কোন ঔষধটি ভালো, নাম ও নামের তালিকা নিয়ে। নিচে মুখের দুর্গন্ধ দূর করতে এলোপ্যাথিক ও হোমিও ঔষধ এর নামের তালিকা দেওয়া হয়েছে।

এলোপ্যাথিক ঔষধ এর নামঃ

  • Seclo capsule.
  • Doxy-A.
  • Arodin.
  • Carmina syrup.
  • Candex.
  • Listacare blue mint.
  • Methyl salicylate.
  • Chlorhexidine.
  • Sodium Bicsrbonate.

হোমিও ঔষধ এর নামঃ

  • সিফিলিনাম
  • অরাম
  • মার্কুরিয়াস সল
  • কার্বোভেজ
  • এডিস নাইট
  • আর্সেনিক
  • পালসেটিল্লা
  • ব্রায়োনিয়া
  • BC-18

মুখের দুর্গন্ধ দূর করার উপায়

সারাদিন ও রাতের খাবার খেয়ে যখন আমরা ঘুমাই তখন সারারাত মুখের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। যার কারনে সকালে ঘুম থেকে উঠার পর মুখ দিয়ে ও নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হয়। এই সমস্যাটি সকলেরই হয়ে থাকে, এটি একটি খুবই নরমাল সমস্যা। কিন্তু কিছু মানুষের মুখ দিয়ে প্রায় সবসময়ই দুর্গন্ধ বের হয়। সব সময় মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়াটা কিন্তু খুবই বিব্রতকর।
কারণ কারো সাথে কথা বলার সময় যদি মুখ দিয়ে বাজে গন্ধ আসে তাহলে এটি তো খুবই লজ্জা জনক বিষয়। মুখে দুর্গন্ধ অর্থাৎ হ্যালিটোনিস মুখের মধ্যে ব্যাকটেরিয়া জন্মানোর জন্য হয়ে থাকে। যা দুর্গন্ধ করতে পারে এমন ধরনের গ্যাস সৃষ্টি করে। সাধারণত আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি বা খাই সেই খাবারে ব্যাকটেরিয়া, শর্করা এবং স্টার্চ যদি ভেঙ্গে দেওয়া হয় বা ভেঙ্গে দিলে এই দুর্গন্ধ সৃষ্টি হয়।

আবার অনেক ক্ষেত্রে দাঁত ক্ষয় বা মারের রোগের মত ও দাঁতের ইত্যাদি সমস্যার জন্যেও এই দুর্গন্ধ হতে পারে। আপনার যদি নিঃশ্বাসের সঙ্গে দুর্গন্ধ বের হয় এবং আপনি যদি এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে চান। তাহলে সব থেকে ভালো হয় নিয়মিত দাঁতের ডাক্তার বা ডেন্টাল চেকআপ করা। এমন কিছু ঘরো উপায়ও আছে যার দ্বারা এই সমস্যাটির সমাধান বা মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। তেমন কিছু ঘরোয়া উপায় নিচে আলোচনা করা হয়েছে।

লবঙ্গঃ

লবঙ্গ আমাদের প্রায় সকলের ঘরেই পাওয়া যাবে কারণ এটি একটি মসলা যা রান্নার কাজে ব্যবহার করা হয়। এই লবঙ্গ উপাদানটি দিয়ে মারিফুল আর সমস্যা ও নিঃশ্বাসের দুর্গন্ধের মত সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লবঙ্গ তে রয়েছে আন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা মুখের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।

এছাড়াও বিভিন্ন ধরনের দাঁতের রোগ যেমন দাঁতের ক্ষয় ও রক্তপাতের মত গুরুতর রোগের ঝুঁকি কমায়। আপনি যদি আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ কমাতে চান তবে প্রতিদিন কয়েকটি লবঙ্গের দানা মুখে দিয়ে চিবিয়ে খেতে পারেন। এতে মুখের দুর্গন্ধ কমতে সাহায্য করবে।

দারুচিনি ও মধুঃ

দারুচিনি ও মধু এই দুইটি উপাদানেই রয়েছে শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্রেমেটারি বৈশিষ্ট্য। যা আপনার মুখের ভেতরে থাকা ব্যাকটেরিয়া কমাতে ও ধ্বংস করতে সাহায্য করে এবং এর সাথে মারি কেউ ভালো ও সুস্থ রাখতে ভূমিকা রাখে।

আপনি যদি আপনার দাতো মারিতে দারুচিনি ও মধুর পেস্ট লাগান তবে নিঃশ্বাসের দুর্গন্ধ, দাঁতের ক্ষয় এবং মাড়ি থেকে রক্ত পড়া থেকেও মুক্তি পেতে পারেন। আপনারা এই দুইটি উপাদানই খুব সহজেই আপনার হাতের কাছে পেয়ে যাবেন। কারণ এই দুইটি উপাদানই রান্নার সামগ্রী।

পানিঃ

আপনার যদি পানি কম খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলেও মুখে দুর্গন্ধ হতে পারে। বেশি বেশি পানি পান করলে মুখ থেকে ব্যাকটেরিয়া বের করে দিতে সাহায্য করে পানি। এবং পানি বেশি বেশি পান করার অভ্যাস থাকলে আপনার শ্বাসকেও সতেজ করে রাখতে সহযোগিতা করে।

আপনি যদি আপনার নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে চান এবং নিঃশ্বাসের গন্ধ কে তরতাজা ও সতেজ রাখতে চান তবে এক গ্লাস পানিতে লেবুর অর্ধেকটা রস চিপে পানি ও লেবুর রসের মিশ্রণটি খেয়ে নিতে পারেন।

নারিকেল তেলঃ

নারিকেল তেল রয়েছে অ্যান্টি-ইনফ্রেমেটারি উপাদান যা মুখে দুর্গন্ধ তৈরি কারি জীবাণুকে নিমিষেই ধ্বংস করে ফেলে। তাই আপনার মুখে দুর্গন্ধ দূর করতে এক চামচ নারিকেলের তেল তেল মুখের ভেতর নিয়ে ভালোভাবে কুলি করুন। পাঁচ থেকে ছয় মিনিট ধরে প্রক্রিয়াটি চালু রাখুন। এরপরে কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করে ফেলুন।

পুদিনা পাতাঃ

মুখের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান হলো পুদিনা পাতা। আপনার মুখে যদি দুর্গন্ধ জনিত সমস্যা হয়ে থাকে তবে দুই তিনটা পুদিনা পাতা মুখে নিয়ে চিবিয়ে ফেলুন।

লবণ ও পানি দিয়ে গার্গলঃ

যদি হালকা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গার্গ্ল করা হয় তাহলে মুখে তৈরি হওয়া খারাপ ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। এছাড়াও মুখের গন্ধ কে করে তুলে তরতাজা ও সতেজ। লবণ পানির মিশ্রণটি তৈরি করতে আপনাকে ১ গ্লাস পানিতে হাফ চা চামচ লবণ মেশানো লাগবে। মেশানো হয়ে গেলে এরপর সেই মিশ্রিত লবণ পানি দিয়ে ভালোভাবে গার্গল করতে হবে।

আরো কিছু ঘরোয়া উপায়ে আপনি আপনার মুখের দুর্গন্ধ রোধ করতে পারেন। সেই সব উপায়গুলো নিচে দেওয়া হলঃ

  • প্রতিদিন নিয়মিত ব্রাশ করতে হবে। দিনে দুইবার ব্রাশ করতে পারলে ভালো হয়।
  • খাবার খাওয়ার পর সব সময় ভালোভাবে কুলি করা।
  • দাঁত পরিষ্কার করার পাশাপাশি নিয়মিত জিব্বা পরিষ্কার করা।
  • চেষ্টা করবেন অতিরিক্ত গন্ধযুক্ত ওয়ালা খাবার এড়িয়ে চলার।
  • মুখের ভেতরের আদ্রতা বজায় রাখতে বেশি বেশি পানি পান করুন।
  • ভেষজ খাবার খাওয়া যেমনঃ লবঙ্গ, পুদিনা, তুলসী, এলাচ, মৌরি বীজ জ ইত্যাদি।
  • ধূমপান ও তামাকজাত নেশা জাতীয় দ্রব্য বর্জন করা।

স্থায়ীভাবে মুখের দুর্গন্ধ দূর করার উপায়

মুখের দুর্গন্ধ খুবই বিরক্তিকর একটি সমস্যা। যেটা সামাজিক ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুধু বিরক্তিকর নয়, আত্মবিশ্বাসেও বিশাল একটা বাধা। প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত, মিটিংয়ে উপস্থাপনা, এমনকি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা এই সবকিছুতেই বিব্রতিকর পরিস্থিতি ও সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এতে হতাশ না হয়ে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে ও নিয়মিত মুখে যত্ন নিলে আপনি মুখের দুর্গন্ধ স্থায়ীভাবে ভাবে দূর করতে পারেন।
মুখের দুর্গন্ধ স্থায়ীভাবে দূর করার জন্য নিচে কিছু উপায় তুলে ধরা হলো। যদি আপনি আপনার মুখে দুর্গন্ধ দূর করতে চান তাহলে নিচের কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন। যেমন:

১। মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।

  • প্রতিদিন দুইবার ব্রাশ করুনঃ ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ভালোভাবে দিনে ২বার ব্রাশ করুন। এবং ২ থেকে ৩ মিনিট ধরে ব্রাশ করুন।
  • জিব্বা পরিষ্কার করুনঃ জিব্বার উপরে প্রচুর ব্যাকটেরিয়া জমে থাকে। এজন্য ব্যাকটেরিয়া দূর করতে জিব্বা পরিষ্কারকারী ব্যবহার করুন।
  • ফ্লস ব্যবহার করুনঃ দাঁতের ফাঁকে বিভিন্ন খাবারের কণা আটকে দূর করতে নিয়মিত ফ্লস ব্যবহার করুন।
  • মাউথওয়াশ ব্যবহার করুনঃ মুখের দুর্গন্ধ ও মুখের ব্যাকটেরিয়া দূর করতে এন্টি সেপটিক মাউথ ওয়াশ অনেক সাহায্য করে। এজন্য এটি ব্যবহার করুন।

২। জীবনধরা পরিবর্তন

  • পর্যাপ্ত পরিমাণে পানি পান করুনঃ শরীরে পানি শূন্যতা মুখের দুর্গন্ধ এবং শুষ্কতার কারণ হতে পারে। এজন্য কমপক্ষে প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন।
  • স্বাস্থ্যকর খাবার খানঃ প্রতিদিন তাজা শাকসবজি শষ্য খাবার এবং ফলমূল খান অ্যালকোহল, চিনিযুক্ত পানীয়, এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
  • মদ্যপান ও ধূমপান ত্যাগ করুনঃ মদ্যপান ও ধূমপান মুখের দুর্গন্ধ ও শুষ্কতার কারণ হতে পারে এজন্য এগুলো এড়িয়ে চলুন।
  • নিয়মিত ব্যায়াম করুনঃ নিয়মিত ব্যায়াম করলে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

৩। চিকিৎসা গত সহায়তা

  • দাঁতের নিয়মিত পরীক্ষা করে নিনঃ প্রতি ৬ মাস পরপর একজন দাঁতের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার দাঁত ও মাড়ির স্বাস্থ্য পরামর্শ করুন।

মুখের দুর্গন্ধ দূর করার টুথপেস্ট

যখন আমাদের মুখে দুর্গন্ধ হয় তখন আমরা কারো সাথে কথা বলার সময় বেশ লজ্জায় পড়ে যায়। এছাড়াও আমাদের মুখে দুর্গন্ধ হলে আমরা কারো সাথে মন খুলে কথা বলতে পারি না, বা হাসতে পারেনা। এবং আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয় এই মুখের দুর্গন্ধের কারণে। মুখের দুর্গন্ধ দূর করতে আমাদের উচিত একটি ভালো মানের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। মুখের দুর্গন্ধ দূর করতে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির টুথপেস্ট রয়েছে।
কিন্তু এই সকল টুথপেস্ট গুলির মধ্যে কোনটি সবচেয়ে মুখের দুর্গন্ধ দূর করতে কার্যকরী সেটা বাছাই করা জরুরী। আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য মূলত আমাদের আজকের এই পোস্টটি সাজানো। আজকের এই পোস্টে এই অংশে আমরা বেশ কিছু মুখের দুর্গন্ধ দূর করার জন্য ভালো কোয়ালিটির টুথপেস্ট নাম তুলে ধরেছি। মুখের দুর্গন্ধ দূর করার জন্য নিচে কিছু কার্যকরী টুথপেস্ট নাম তুলে ধরা হলো।

  • Colgate
  • Pepsodent
  • close up
  • Mediplus DS
  • sensodyne

উপরে উল্লেখিত টুথপেস্টগুলো বর্তমান বাজারে ভালো কোয়ালিটির এবং সেরা। যেটা আপনার মুখের দুর্গন্ধ সহজেই দূর করবে, দাঁতের নানা ধরনের সমস্যা দূর করবে, এবং দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। এছাড়াও অনেক ডেন্টিস্ট রয়েছে যারা কিনা দাঁতের যে কোন সমস্যায় কিংবা মুখের দুর্গন্ধ হলে এই টুথপেস্ট গুলো রেফার করে থাকে।

এজন্য যদি আপনি আপনার মুখের দুর্গন্ধ স্থায়ীভাবে দূর করতে কোন ভালো কোয়ালিটির টুথপেস্ট এর সন্ধান করেন। তাহলে উপরের উল্লেখিত সকল টুথপেস্ট গুলোর মধ্যে যেকোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। এই টুথপেস্ট গুলো ব্যবহার করলে আপনার দাঁতের যে কোন সমস্যা দূর করবে। এবং আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে।

মুখের দুর্গন্ধ দূর করার স্প্রে নাম

বর্তমানে প্রায় সবার মুখে দুর্গন্ধ দূর করতে মাউথ ওয়াশ, বিভিন্ন ধরনের টুথপেস্ট, এবং নানা ধরনের ওষুধ সেবন করে। মুখের দুর্গন্ধ দূর করতে যেহেতু স্প্রে খুব কম ব্যবহার করা হয়। এজন্য সচরাচর আপনি সব জায়গায় মুখের দুর্গন্ধ স্প্রে পাবেন না। কিন্তু আপনি অনলাইন শপে অথবা বিভিন্ন জনপ্রিয় ফার্মেসে স্প্রে গুলো পেতে পারেন।

তবে আপনি যদি জানতে চান যে আপনার জন্য কোন স্প্রেটি ভালো হবে। তাহলে প্রথমে আপনাকে জানতে হবে মুখের দুর্গন্ধ দূর করার স্প্রের নাম গুলো। আপনি যখন স্পের নাম গুলি জানবেন ঠিক তখনই আপনি আপনার পছন্দ অনুযায়ী স্প্রের ক্রয় করতে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই মুখের দুর্গন্ধ দূর করার স্প্রে নাম গুলো।

  • Organic oral oasis
  • Breath armor mouth spray
  • Pepermint mouth spray
  • Spearmint mouth spray
  • Bioqua mouth freshner
  • DR BEL oral spray
  • Bioqua White oral cavity fresh spray
  • Green Home Breath freshener

মুখের দুর্গন্ধ দূর করতে যদি আপনি উপরের উল্লেখিত স্প্রে গুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার মুখের দুর্গন্ধ অবশ্যই দূর হয়ে যাবে। এজন্য সঠিক নিয়মে স্প্রে গুলো ব্যবহার করার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

মুখের দুর্গন্ধ দূর করার মাউথ ওয়াশ

মুখের দুর্গন্ধ দূর করার জন্য শুধুমাত্র দাঁত ব্রাশ করলেই মুখের স্বাস্থ্যবিধি পরিপূর্ণ হয় না। দাঁত ব্রাশ করলেই মুখের স্বাস্থ্যবিধি শুধুমাত্র ২৫ শতাংশ মেনে চলা হয়। কিন্তু এতে মুখের ভিতরে জিব্বা বা মারি পরিষ্কার হয় না। ব্রাশ মুখের ভিতরে যেখানে পৌঁছাতে পারেনা সেখানে মাউথ ওয়াশ পৌঁছাতে পারে এবং পরিষ্কার করে। নিয়মিত ফ্লস ও দাঁত ব্রাশের পাশাপাশি মাউথ ওয়াশ ব্যবহার করলে মুখের দুর্গন্ধ মাড়ির যে কোন রোগ দাঁতের হলুদ আবরণ বা ফ্ল্যাগ প্রতিরোধ হবে।

অনেক ডেন্টিসরা আছেন যারা সাধারণত দাঁত ব্রাশ করার এক ঘন্টা পরে মাউথ ওয়াশ করতে বলেন।কেননা এতে টুথপেস্টের প্রটেকটিভ ফ্লোরাইড ধুয়ে যায় না। বেশিরভাগ ক্ষেত্রে মুখের ভিতরে শুষ্কতার কারণে মুখের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। যদি আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তাহলে প্রথমে আপনি ঘরোয়া উপায়গুলো অনুসরণ করে ভাল করার চেষ্টা করুন।

আশা করছি এতে ভালো ফলাফল পাবেন। কিন্তু যদি আপনি মুখের দুর্গন্ধ দূর করতে সরাসরি মাউথওয়াশ ব্যবহার করতে চান। তাহলে মুখের দুর্গন্ধ দূর করার জন্য নিচে কিছু কার্যকরী মাউথওয়াশ এর নাম দেওয়া হলো। এই মাউথ ওয়াশ গুলো আপনি যে কোন ফার্মেসী থেকে ক্রয় করে ব্যবহার করতে পারেন।

  • Benostar mouthwash
  • Fresh Breath mouthwash
  • Oroster mouthwash
  • Cold Mint mouthwash
  • Oral B mouthwash
  • Colgete mouthwash
  • Listerin mouthwash

মুখের দুর্গন্ধ কেন হয়

প্রায় অনেকেরই মুখে দুর্গন্ধ হয়ে থাকে। এই সমস্যা হলে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এই সমস্যা হলে বন্ধু-বান্ধব মুখ ফিরিয়ে নেয় অনেক সময়। মুখে দুর্গন্ধ কেন হয় এ বিষয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলো

  • পানি কম পান করা
  • যেগুলো খাবারে মুখের দুর্গন্ধ সৃষ্টি হয় সেগুলো খাবার ইফতার ও সেহরির সময় খাওয়া।
  • নিয়মিত দাঁত ও মুখের পরিচর্যা না করা।
  • মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে ও মুখের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।
  • যেগুলো খাবার মুখের পানি শূন্যতা তৈরি করে সেগুলো বেশি পরিমাণে খাওয়া।
  • দীর্ঘ সময় ধরে কোন খাবার না খাওয়ার কারণে ও জিব্বা পরিষ্কার না করার কারণে ও মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে।
  • কিছু কিছু শারীরিক সমস্যা থাকা যেমন পেটের পিড়া নিয়ন্ত্রিনহীন ডায়াবেটিস টনসিল এবং লিভারের সমস্যা ইত্যাদি।
  • সঠিক পদ্ধতিতে দন্ত পরিচর্যা
  • মুখে থুথু কমে যাওয়ায় ব্যাকটেরিয়া গুলোর দ্রুত প্রজনন হয়ে থাকে যা মুখের দুর্গন্ধ সৃষ্টি করে।

লেখকের মতামত

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলের বিষয়বস্তু ছিল মুখ দিয়ে বাদে স্মেল দূর করার উপায় ও এর ঔষধ এর নাম নিয়ে। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এমনই সব informative পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url