নিজেই অনলাইন থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন

দুবাই কিসের জন্য বিখ্যাত, দেশের নাম কি, রাজধানী নাম কিপাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ও সৌদি ভিসা চেক করার লিংক নিয়ে সাজানো হয়েছে আজকের এই আর্টিকেল। আপনারা যারা বিদেশে ভ্রমণ অথবা কাজের উদ্দেশ্যে ভিসা করতে দিয়েছেন এবং ভিসা চেক করতে চান। তারা খুব সহজেই ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
আমাদের মধ্যে অনেকেই জানেনা কিভাবে নিজে নিজেই মোবাইল ফোন দিয়ে ভিসা চেক করতে হয়। তাই আমরা এই আর্টিকেলে ভিসা চেক করার নিয়ম নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করেছি। তাই বিষয়গুলো জানতে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্র

ভূমিকা

আমরা বিভিন্ন সময় বিদেশে ভ্রমণে অথবা কাজের উদ্দেশ্যে যেয়ে থাকে। আর তার জন্য ভিসা পাসপোর্ট করতে হয়। অনেক সময় আমাদের ভিসার তথ্যগুলো সঠিক হয় না। আর এই ভিসার তথ্য গুলো যদি আপনার তথ্যের সাথে মিল না থাকে তাহলে মারাত্মক বিপদের সম্মুখীন হতে
পারেন।

তাই ভিসা হাতে পাবার আগেই নিজে থেকেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি আপনার ভিসার তথ্যগুলো দেখে নিতে পারেন। কিভাবে আপনি আপনার ভিসার তথ্য গুলো ভিসা হাতে পাওয়ার আগেই দেখবেন সেই সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই বিষয়গুলো জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

বর্তমান যুগে ভিসা নিয়ে প্রতারিত হওয়ার চান্স অনেক কম। কারণ আপনারা এখন থেকেই বাড়িতে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। এই আর্টিকেলে বিস্তারিত জানাবো কিভাবে বিভিন্ন দেশের ভিসা চেক করবেন সেই সম্পর্কে। বিদেশে যাওয়ার আগে আপনার কাজের ভিসা এবং কোন কোম্পানির ভিসা এটা সঠিক আছে কিনা এই সব কিছু জানতে পারবেন নিজের বাড়িতে বসেই। ডিজিটাল যুগে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কারো কাছে এখন যাওয়ার দরকার নেই।
অনলাইনে বাড়িতে বসে নিজেই আপনি শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা যাচাই করতে পারবেন। সাধারণত ভুল বিষয় জন্য অথবা ভিসা জালিয়াতির ফলে বিদেশে যাওয়ার সময় কিংবা দেশ থেকে বিদেশে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ে। এজন্য নানা ধরনের প্রতারণা বা জালিয়াতি থেকে সাবধানে থাকতে এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এজন্য চলুন আর্টিকেলের মূল আলোচনা শুরু করি।

আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে চাইলে সর্বপ্রথম ব্রাউজার ওপেন করে গুগলে যাবেন। গিয়ে আপনি যে দেশের ভিসা চেক করতে চান সেই দেশের নাম উল্লেখ করে ভিসা চেক visa check টাইপ করে সার্চ অপশনে ক্লিক করুন। যেমন :Saudi Arabia visa check Oman visa check এরপরে ওয়েবসাইটের ঢুকবেন। এরপরে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন।

সৌদি ভিসা চেক করার লিংক

সৌদি ভিসা চেক করার লিংক
অনেকেই কাজ করার জন্য সৌদি আরবে যেতে চাই। কিন্তু অনেকেই জানা নেই যে কিভাবে সৌদি আরবের ভিসা চেক করতে হয়। তাই আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলে সৌদি আরবে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আপনারা খুব সহজেই গুগল সার্চ করে জানতে পারবেন কিভাবে সৌদির ভিসা চেক করতে হয়।

সৌদি ভিসা চেক করার লিংক নিচে দেওয়া হলো

https://visa.mufa.gov.sa/visaperson/GetApplicantData এই লিঙ্কে গেলে আপনারা খুব সহজেই সৌদির ভিসা চেক করতে পারবেন। সেজন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে লিংকে ক্লিক করতে হবে তারপরে ইংরেজি ভার্সন পাশে E অপশনে ক্লিক করতে হবে।
তারপরে নিজের passport number, current nationality-(আপনি যে দেশে থাকেন সেই দেশের নাম), visa type-(আপনার ভিসার ক্যাটাগরি), visa issuing authority-(আপনার দেশের রাজধানীর নাম) এবং image code লিখে শেষে search অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার সৌদি ভিসা সকল তথ্য গুলো দেখতে পারবেন।

  • passport number: প্রথমে আপনার পাসপোর্ট নাম্বার লিখতে হবে।
  • current nationality: তারপরে নিজের দেশের নাম সিলেক্ট করতে হবে।
  • visa type: আপনার ভিসার টাইপ বা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
  • visa issuing authority: আপনার দেশের রাজধানীর নাম সিলেক্ট করতে হবে।
  • image code: সংখ্যাগুলো লিখতে হবে।
  • তারপরে search অপশনে ক্লিক করতে হবে।

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক

আপনারা কোন দেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন, কিংবা ভিসার কাগজ হাতে পেয়ে গিয়েছেন। তাহলে কাগজের ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। এবং জানা যাবে ভিসার মেয়াদ বৈধতা তাছাড়া ভিসার সঠিক তথ্য এবং কোন ধরনের ভিসা হবে সেই সম্পর্কে। তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক ভিসা চেক করার নিয়ম গুলো।

ভিসা দ্বারা একটি নাগরিক এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ এবং অবস্থান করার অনুমতি পায়। ভিসা ছাড়া কোন দেশে প্রবেশ করা যায় না প্রবেশ করলে তা অবৈধ বলে গন হয়। দ্রুতাবাস গুলি ভিসা দেয়। সেজন্য দ্রুতাবাস বা ট্রাভেল এজেন্সি ভিসা চেক করে থাকে। কারণ এই চেকের মাধ্যমে বোঝা যায় ভিসাটা আসল না জাল।
আবার আপনি নিজেই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে পারেন। এটা করতে আপনাকে প্রথমে। ভিজিট করতে হবে আপনি কোন দেশে যেতে চান সে দেশের ইমিগ্রেশন ও ওয়েবসাইটে গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে ভিসা চেক করার লিংক।

এটা খুঁজে পাওয়ার পর আপনাকে সেই দেশ এবং ভিসা ধরন ও ভিসার নাম্বার বা ভিসা আইডি দিয়ে সার্চ দিলে ভিসার তথ্য জানতে পারবেন। আবার আপনি কোন দেশে যাবেন সেই দেশের ভিসা চেক করতে হলে তার নাম লিখে সার্চ করলেও জানতে পারবেন। এই পদ্ধতির মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যেতে পারে।

সকল দেশের ভিসা চেক অনলাইনে

সকল দেশের ভিসা চেক অনলাইনে
বর্তমান যুগে অনলাইনে এর ব্যবহার অনেক এগিয়ে আছে। আজ আমাদের এই আর্টিকেলে অনলাইনে সকল দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানাবো। প্রত্যেকটা মানুষেরই এই বিষয়ে জানার প্রয়োজন আছে। আর যারা বিদেশে যেতে চান তাদেরকে অবশ্যই এই বিষয়ে বেশি করে জেনে রাখতে হবে। তারপর Disha check online যাওয়া প্রয়োজন।

অবৈধভাবে বিদেশে যাওয়া ফলে প্রায় প্রতিবছর মানুষ মারা যায়। আবার অনেক মানুষ বিদেশে জেলে আটকা পরতে পারে জাল ভিসা বা ভুয়া ভিসার কারণে। এখন ডিজিটাল যুগ তাই আগের মত এম্বাসিতে গিয়ে ভিসা যাচাই করার প্রয়োজন হয় না। এখন ঘরে বসে নিজেই ভিসা চেক করা যায় খুব তাড়াতাড়িও তাছাড়া চেক করতে টাকা লাগে না।

তাহলে চলুন কিভাবে অনলাইনে ভিসা চেক করা যায় জেনে নেই

কোন মানুষকে ভিসা দিলে তার কাছে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। সেই জন্য সবার আগে পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য বিষয়গুলো সংগ্রহ করতে হবে। তারপর আপনি যেই দেশের ভিসা চেক করতে চান। আপনাকে সেখানকার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অর্থাৎ এম্বোসির ওয়েবসাইট। যে দেশে যেতে হবে সেই দেশের এম্বাসির ওয়েবসাইট গুলো চেক করতে হবে সে দেশের এম্বাসি লিখতে হবে।

Visa check online

আপনার নিজের সুবিধার জন্য ভিসা চেক সেখানে লাগিয়ে দিতে পারেন তাহলে সরাসরি ওই পেইজে প্রবেশ করতে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা যাচাই করতে পারবেন। যাচাই করার সময় তথ্যগুলো মিলে গেলে আপনার ভিসাটি বৈধ ভিসা। আর যদি না মিলে তাহলে ভিসাটি অবৈধ।
এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য যেই বিষয়টি নজর দেওয়া দরকার তা হলো ভিসা চেক। ভিসা চেক করার নিয়ম গুলো জানা থাকলে আপনি যেমন নিজেই নিরাপদ থাকবেন ঠিক তেমনি অন্য কেউ নিরাপদ রাখতে পারবেন।

নিচে বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক তালিকা আকারে দেয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। আপনারা যারা যারা যে দেশের ভিসা চেক করতে চান। আমাদের দেওয়া সেই দেশের ওয়েবসাইটের লিংকের প্রবেশ করে আপনার ভিসা বৈধতা যাচাই বা চেক করে নিতে পারেন।
দেশের নাম ভিসা চেক করার সাইট
তানজানিয়া https://www.tanzania.go.tz/
পাকিস্তান http://www.moitt.gov.pk/
ভারত http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english
সৌদি আরব http://www.moi.gov.sa/
কুয়েত http://www.moi.gov.kw
কেনিয়া http://www.labour.go.ke/
বাংলাদেশ http://www.moi.gov.bd
সাইপ্রাস http://moi.gov.cy/
নেপাল http://www.moic.gov.np/
দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
আলবেনিয়া http://www.moi.gov.al/
জর্দান http://www.moi.gov.jo/
জাম্বিয়া http://www.moi.gov.gm/
দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
ইটালি https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
মিশর http://www.moiegypt.gov.eg/english/
গ্রিস http://www.mddsz.gov.si/en
লেবানন http://www.labor.gov.lb/
পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
সিঙ্গাপুর http://singapore.embassyhomepage.com/
কানাডা http://www.huembwas.org/
জাপান http://www.mhlw.go.jp/english/
ইরান http://www.irimlsa.ir/en
মালদ্বীপ http://www.mhrys.gov.mv/
কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/
ভুটান http://www.molhr.gov.bt/
মিয়ানমার http://www.mol.gov.mm/
বাহরাইন http://www.mol.gov.bh
থাইল্যান্ড http://www.mfa.go.th
শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
ঘানা http://www.ghana.gov.gh/
নামিবিয়া http://www.mol.gov.na/
উগান্ডা http://www.mglsd.go.ug/
নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
ইউক্রেন http://www.mlsp.gov.ua/
কোরিয়া http://www.moel.go.kr/english
বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
বারবাডোস http://www.labour.gov.bb/
ভিয়েতনাম http://www.english.molisa.gov.vn/
মালোশিয়া https://eservices.imi.gov.my/myimms/PDStatus
নেদারল্যান্ড http://english.szw.nl/
ফিলিপাইন http://www.dole.gov.ph/
স্পেন http://www.mtin.es/en
জিম্বাবুয়ে http://www.dol.gov/
পেলেস্টাইন http://www.mol.gov.ps/
ব্রুনাই http://www.labour.gov.bn/
ইয়ামেন http://www.dol.gov/
জাম্বিয়া http://www.mlss.gov.zm
ওমান http://www.rop.gov.om/
অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/
সংযুক্ত আরব আমিরাত http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
আবুধাবি(দুবাই) http://www.mol.gov/
রাশিয়া http://www.labour.gov.on.ca/

সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ

যদি আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে চান তাহলে এই লিংকে https://visa.mofa.gov.sa/ গিয়ে visa Enquiry অপশনে গিয়ে আপনি আপনার visa type ও nationality visa এবং issuing authority সিলেক্ট করে আপনি সহজেই সৌদির ভিসা চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদির ভিসা চেক করার জন্য কিছু নিয়ম আছে। তাহলে চলুন সৌদি ভিসা চেক করতে হয় এবং কি নিয়ম রয়েছে তা আমরা জেনে নেই।

ধাপ ১ঃ
https://visa.mofa.gov.sa/visaperson/GetApplicantData প্রথমেই এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২ঃ

এবার নিচে একটি ফ্রম আছে যেখানে আপনার কিছু তথ্য দিতে হবে। যেমন পাসপোর্ট নাম্বার প্রথমে দিতে হবে। তারপরে আপনার জাতীয়তা কি, তারপরে আপনার ভিসার ধরন কি, ও ভিসার হালনাগার অথবা অবশেষে একটা ইমেজ ক্যাপচার পাবেন। যেটা আপনি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি আপনার ভিসার জন্য সকল তথ্য দেখতে পাবেন।

উপরে উল্লেখিত সকল তথ্য যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার স্মার্টফোন দিয়ে এক মিনিটে আপনি আপনার সৌদি আরব ভিসা চেক করতে পারবেন।

ভিসা চেক করার অ্যাপস

বর্তমান যুগের বিদেশে ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন হওয়াটা খুবই সাধারণ একটা বিষয়। ভিসা আবেদন প্রক্রিয়াটি সময় সাপেক্ষ এবং জটিল হতে পারে। এজন্য আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করা অনেক গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন আছে যেটা আপনাকে আপনার ভিসার স্ট্যাটাস সহজে চেক করতে সাহায্য করতে পারে। এই অ্যাপগুলি আপনার ভ্রমণ পরিকল্পনাকে আরো সহজ করতে এবং সময় বাঁচাতে সাহায্য করতে পারে।

ভিসা চেক করার জন্য জনপ্রিয় অ্যাপ গুলোর মধ্যে দুইটি হলোঃ

  • ivisa: এই অ্যাপটি আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে এবং অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই অ্যাপটি বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে তথ্য প্রদান করে।
  • visa check all countries: এটি বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে সকল তথ্য সরবরাহ করে। এই অ্যাপটি আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করে। এবং আপনার ভিসার জন্য সকল প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কেও জানতে সাহায্য করে।

লেখকের মতামত

প্রিয় পাঠক বৃন্দ আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে ঘরে বসে থেকে আপনি আপনার ভিসা চেক করবেন। এবং সেই সঙ্গে ভিসা সম্পর্কিত আরো বিভিন্ন তথ্য তুলে ধরেছি এই পোস্টের মাধ্যমে। আশা করি ভিসা সম্পর্কিত এই পোষ্টটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। এমনই সব ইনফরমেটিভ পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url