ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ও ভিসা পেতে কতদিন লাগে
নিজেই অনলাইন থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুনইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম - ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে ও পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক সহ ইন্ডিয়ান ভিসা প্রসেসিং নিয়ে আজকের এই পোস্ট। আপনারা যারা ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত তথ্য জানতে চাচ্ছেন তাদেরকে এই পোস্টটি স্বাগতম।
আমরা এই পোষ্টের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা করার নিয়ম থেকে শুরু করে হাতে পাওয়া পর্যন্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাই আপনি যদি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য জানার জন্য এই পোস্টটি ওপেন করে থাকেন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্র
ভূমিকা
আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়তই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেয়ে থাকেন। হোক সেটা ভ্রমণের উদ্দেশ্যে বা চিকিৎসার জন্য। এই আর্টিকেলে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং, ইন্ডিয়ান ভিসা চেক, ইউনিয়ন ভিসা করতে কি কি কাগজপত্র বা কি কি লাগে এবং এই ইন্ডিয়ান ভিসা হাতে পেতে কতদিন সময় লাগে এই সকল বিষয় গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই বিষয়গুলো জানতে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
আপনি কি ইন্ডিয়ান ভিসা চেক করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয় তা জানেন না। না জেনে থাকলে আমাদের আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। তাহলে জানতে পারবেন ভারতের ভিসা বা ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
ইন্ডিয়া তে যেতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান ভিসা করতে হবে। আপনি ইন্ডিয়ান ভিসা আবেদন করার পর আপনার ভিসা সম্পন্ন হয়েছে কিনা সেটা জানার জন্য আপনি নিজেই ভিসা চেক করতে পারবেন। ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম নিচে দেওয়া হলো।
ইন্ডিয়ান ভিসা চেক করতে প্রথমে এই লিংকে প্রবেশ করুন
https://www.passtrack.net/negular-passport.php তারপরে নিচের উল্লেখিত ধাপ গুলি অনুসরণ করুন ।
প্রথম ধাপে
উপরে দেওয়া লিংকে প্রবেশ করার পর একটা web page open হবে। তারপর আপনি আপনার application থাকা web file number type করবেন সর্বপ্রথম ফাঁকা বক্সে।
দ্বিতীয় ধাপে
তারপরে আপনার কাছে একটি image code আসবে সেই ক্যাপচা টি ফাঁকা বক্সে লিখতে হবে। তারপরে নিচে থাকা submit অপশনে ক্লিক করে দিবেন।
এভাবেই আপনি আপনার ইন্ডিয়ান ভিসা অবস্থা বুঝতে পারবেন। এরপরে আপনি আপনার আবেদনকে ট্র্যাক করার জন্য দেখবেন নিজে লেখা রয়েছে এখানে ক্লিক করুন সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আরেকটি web পেজে নিয়ে যাওয়া হবে।
সেখানে আপনি আপনার ভিসা আবেদন থাকা web file number লিখে image ক্যাপটা পূরণ করবেন । উপরে উল্লেখিত এই সমস্ত কাজগুলো করলে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা তা জানতে পারবেন। এছাড়াও আপনি ভিসার সকল তথ্যগুলো দেখতে পারবেন ও জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
আপনি খুব সহজেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। যদি আপনি ইন্ডিয়ান ভিসা চেক করতে চান তাহলে নিচের উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করতে পারেন।
প্রথম ধাপ
শুরুতেই আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে https://www.passtrack.net আপনি ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর বাম দিকে দেখতে পাবেন যে ভিসা আবেদনের ট্রাক নামের একটা অপশন আছে। ভিসা আবেদন ট্র্যাকিং এর জন্য সরাসরি এখানে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ
এরপরে আপনি regular visa application বাটনে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করার পর আপনাকে অন্য আরেকটি পেজে নিয়ে যাবে।
তৃতীয় ধাপ
এবার আপনারা এখানে দেখতে পাবেন image code সেই image code ক্যাপচা টি নিচে ফাকা বক্সে বসিয়ে দিবেন।এবার আপনি আপনার ডেলিভারি টোকেন নাম্বার বা স্লিপ নাম্বার টি oa file number এ type করে দিবেন। type করা হয়ে গেলে নিচে submit বাটনে ক্লিক করার পর পরই আপনাকে আপনার ইন্ডিয়ার ভিসার সকল তথ্য দিয়ে দিবে। এখান থেকে আপনি আপনার ভিসার তথ্যগুলো সঠিক আছে কিনা চেক করে নিতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা প্রসেসিং
এমন অনেকে আছে যারা ইন্ডিয়াতে যেতে চান কিন্তু ভিসা করার প্রসেসিং প্রক্রিয়া জানে না। ইন্ডিয়াতে যাওয়ার জন্য ভিসা করার প্রসেসিং প্রক্রিয়াগুলো জানা অবশ্যই দরকার আছে। কিন্তু সর্বপ্রথম আপনাকে বাছাই করতে হবে আপনি কোন দেশে যেতে চান।
আরো পড়ুনঃ ওমানের 1 টাকা বাংলাদেশের কত টাকা
সেজন্য আপনাকে ইন্ডিয়াতে যাওয়ার ভিসার ধরন গুলো জানতে হবে। আজকে আমাদের এই আর্টিকেলে আপনাদের জানাবো ইন্ডিয়াতে যাওয়ার জন্য ভিসা করার প্রসেসিং প্রক্রিয়া সম্পর্কে। তাহলে চলুন দেখি নেয়া যাক এই প্রসেস গুলো কতটা সময় লাগতে পারে।
ইন্ডিয়ান ভিসা ফ্রম ডাউনলোড
এমন কিছু ব্যক্তি আছে যাদের ইন্ডিয়াতে যাওয়ার খুবই প্রয়োজন। তারা অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা ফর্ম ডাউনলোড করতে পারেন। ইন্টারনেটের সুবিধার জন্য এখন খুব সহজেই আপনি নিজে বাড়িতে বসে এই ফর্ম গুলো ডাউনলোড করে অফিসে জমা দিতে পারেন।
ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম
অনেকে আছেন ভারতীয় ভিসার জন্য আবেদন করেন কিন্তু আবেদনের নিয়ম জানেন না। ভিসা আবেদনের জন্য যে ধাপ গুলো আছে অবশ্যই আপনাকে সেই ধাপগুলো জানতে হবে।
প্রথম ধাপে আপনাকে জানা দরকার আপনি কোন ভিসার জন্য আবেদন করতে চান। এবং সেই ভিসার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে।
তারপর আপনাকে জেনে নিতে হবে ভিসার জন্য কোন কোন কাগজগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করা কাগজপত্র জন্য আপনার লিস্ট ফলো করুন। তারপর আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করার ফর্মটি ডাউনলোড করে অফিসে জমা দিতে পারেন।
তারপর ভিসার ফ্রি আপনাকে দিতে হবে। এখন ৮০০ টাকা করে সব জায়গায় নেওয়া হয় বাংলাদেশী টাকায়। ভিসা ফি দেওয়ার জন্য ওরা একটি নাম্বার দেয় এবং সেই নাম্বারে আপনি পরেও যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে যখন ডাকবে তখন আপনি তাদের সাথে যোগাযোগ করে ভিসা চেক আউট করতে পারবেন।
পরে ভিসার জন্য এসএমএস আসলে আপনি জানতে পারবেন যে আপনার ভিসা সম্পন্ন হয়েছে কিনা।
আর ভিসা আসতে দেরি হলে বুঝতে হবে ভিসা সম্পন্ন হয়নি কারণ কোন সমস্যা আছে। তখন পাসপোর্টে নম্বর দিয়ে অনলাইনের মাধ্যমে আপনি ভিসা চেক করতে পারবেন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন ভিসার কোন ভুল আছে কিনা বা কোন কারনে ভিসা আটকে আছে কিনা।
অনলাইনে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন
অনলাইনে ভিসা আবেদন করতে হলে প্রথমে সঠিক তথ্য জানতে হবে। আর অনলাইনে এপ্লিকেশন করতে হলে জানতে হবে ভিসা আবেদন করার নিয়ম কি। অনলাইনে ভিসা আবেদন করার জন্য অনেক প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া বলা হয় ই -ভিসা। যা বাংলাদেশ এবং ইন্ডিয়ান হাই কমিশনাররা একমত প্রকাশ করেন। অনেকেই বাংলাদেশী ইন্ডিয়াতে যেতে চায় তাই এই প্রক্রিয়াটি চালু করা হয়েছে। যার জন্য খুব অল্প সময়ে ভিসা আবেদন করা যায় এবং সম্পূর্ণ হয়।
ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে
আপনাদের মধ্যে অনেকেই জানতে চান যে ইন্ডিয়ান ভিসা আবেদন করতে কি কি প্রয়োজন হয়। আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাবো ইন্ডিয়ান ভিসা আবেদন করতে কি কি লাগে। বিস্তারিত নিচে দেওয়া হলো।
- আপনার নিজস্ব একটা পাসপোর্ট থাকতে হবে। ও সেই পাসপোর্ট এর সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে ৬ মাসের।
- অন্তত দুইটি সাদা পেজ আপনার পাসপোর্টে থাকতে হবে।
- যদি আপনার আগে কোন পাসপোর্ট থেকে থাকে। তাহলে নতুন করে আবেদন করার সময় সেই পাসপোর্টটাও লাগবে।
- নতুন করে একটা ছবি তুলতে হবে যেন ছবিটি তিন মাসের বেশি পুরনো না হয়। ছবিটার সাইজ হতে হবে ২×২। (৩৫০×৩৫০) পিক্সেল। এবং ছবিটা হতে হবে রঙিন যেন আবেদনকারীর মুখ মন্ডল টি পুরো দেখা যায়। ও ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড টি হতে হবে সাদা।
- তিন মাসের গ্যাসের বিল পানির বিল এবং বিদ্যুৎ বিলের ফটোকপি বা কাগজ লাগবে।
- আপনার কর্মের প্রমাণপত্র লাগবে । আপনি যেখানে কাজ করেন অথবা চাকরি করেন সেখান থেকে সনদ পদ্ধতি সংগ্রহ করতে হবে। আপনি যদি ছাত্র বা ছাত্রী অর্থাৎ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সনদপত্র বা আইডি কার্ড লাগবে। এবং আপনি যদি অবসরপ্রাপ্ত ব্যক্তি হন তাহলে অবসরপ্রাপ্ত কাগজ লাগবে। বিশেষ কোন ব্যক্তির জন্য বাণিজ্যিক সনদপত্র লাগবে।
- আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এর অনুলিপি অথবা ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
- ভিসা আবেদনকারী ব্যক্তি অনলাইন এপ্লিকেশন ফর্ম এর দেওয়া নির্ধারিত জায়গায় তার ছবি স্ক্যান করে আপলোড দিয়ে রাখতে হবে।
- ভিসা আবেদনকারী ব্যক্তিকে ভালোমতো খেয়াল রাখতে হবে যে তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র জন্মস্থান অথবা জন্ম সনদের সাথে তার তথ্যের যেন মিল থাকে।
- আপনার যদি পুরনো কোন পাসপোর্ট থাকে তাহলে আবেদন করার সময় সেটা জমা দিতে হবে।
- সব ধরনের ভারতীয় ভিসা বাংলাদেশি পাসপোর্ট ধারিদের ক্ষেত্রে ভিসা এপয়েন্টমেন্ট এর সময় এবং তারিখ ভিত্তিতে গ্রহণ করা হয়।
- ১০ দিনের মধ্যে অবশ্যই আবেদন পত্রটি জমা দিতে হবে।
প্রিয় বন্ধুরা উপরের উল্লেখিত তথ্যগুলো পড়ে আপনারা জানতে পেরেছেন যে ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে। এজন্য যদি আপনি ইন্ডিয়ান ভিসা আবেদন করতে চান তাহলে আপনারও এই কাগজপত্র গুলো অবশ্যই প্রয়োজন হবে।
ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে
বাংলাদেশ থেকে যেকোন দেশে ভিসার চাইতে ইন্ডিয়ান ভিসা কম সময় পাওয়া যায়। ইন্ডিয়ার ভিসা করতে যেয়ে সব কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো ঠিকঠাক থাকলে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই ইন্ডিয়ান ভিসা পাওয়া যায়। আর যদি ভিসা তৈরি করার কাগজপত্র গুলো ভুল হয় তবে ভিসা পেতে দেরি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ডিয়ান ভিসা হাতে পাওয়ার জন্য নিজের পাসপোর্ট ঠিক থাকতে হবে।
আরো পড়ুনঃ সৌদি রিয়াল রেট বাংলাদেশ
পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের কম হলে ইন্ডিয়া বা কোন দেশের ভিসা পাওয়া যাবে না। এইজন্য ইন্ডিয়ান ভিসা পেতে হলে পাসপোর্ট অবশ্যই ঠিক থাকতে হবে। এমন অনেকে আছেন ইন্ডিয়ার ভিসার জন্য কাগজপত্র জমা দেওয়ার পরও ২০ দিনের বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু ভিসা পাওয়া যায়নি। তখন বুঝতে হবে কাগজ পত্রের ভুল আছে।
পাসপোর্ট ছাড়াও ও জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র ভুল হলে ভিসার তৈরি দেরি হতে পারে। ভারতীয় ভিসার আবেদনের উপরে নির্ভর করে ভারতীয় ভিসা পেতে কত দিন লাগবে। ভিসা আবেদনের পদ্ধতি সঠিক হলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই ভিসা পাওয়া যায় আর ভুল থাকলেএর বেশি সময় লাগে। তাছাড়া ভিসা চেক করতে পাসপোর্ট নাম্বার ব্যবহার করতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিসা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা।
ইন্ডিয়ান ভিসা ফি
বাংলাদেশী পাসপোর্ট কারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করার জন্য কোন ভিসা ফি লাগে না। তবে ভিসার প্রসেসিং প্রক্রিয়া সম্পন্ন করতে ফি হিসেবে 800 টাকা করে দিতে হয়।
ভিসা প্রসেস ফ্রি প্রদান করবেন যেভাবে
দিশা প্রসেস ফ্রি প্রদান করতে প্রথমে প্রবেশ করতে হবে https://payment.ivacbd.comএই লিঙ্কে এখানে প্রবেশ করার পর নিজের পছন্দমত হাইকমিশন নির্বাচন করে আবেদন করতে হবে। ২ বার ওয়েব ফাইলে নাম্বার দিতে হবে তারপর আবেদনের জন্য নির্ধারিত আইভ্যাক নির্বাচন করতে হবে। আপনার ভিসা আবেদনের জন্য টাইপ নির্বাচন করে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে ইমেইল আইডি খুলুন।
সকল তথ্য-পূরণ শেষে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এইগুলোতে প্রেমেন্ট করতে পারবেন মাস্টার্স কার্ড, কিউ ক্যাশ ফার্স্ট ক্যাশ, আমেরিকান এক্সপ্রেসম, ভিভিএল নেক্সস,সিটি টাচ, ডেবিট, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ক্রেডিট, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইন্টারনেট ব্যাংকিং, রকেট, বিকাশ, মোবাইল ব্যাংকিং, মাই ক্যাশ, এসএমএস ব্যাংকিং,এম ক্যাশ এবং এবি থেকে টাকা প্রদান করা হবে।
লেখকের মতামত
প্রিয় পাঠক আজকের আর্টিকেলের বিষয়বস্তু ছিল ইন্ডিয়ান ভিসা চেক সহ ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নানান তথ্য নিয়ে। আশা করি আমাদের আজকের এই ইন্ডিয়ান ভিসা নিয়ে আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। আমরা এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ পোস্ট পাবলিশ করে থাকি। তাই এমন ধরনের সব পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url