মেয়েদের ও ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

ছেলেদের ও মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নামছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো ও চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো এবং কোন শ্যাম্পু চুলের জন্য ভালো এই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে আজকের এই আর্টিকেল।
মেয়েদের ও ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

তাই আপনারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং চুল পড়া রোধের জন্য কোন শ্যাম্পু ভালো সেটি জানার চেষ্টা করছেন তাদের জন্য এই পোস্টটি অনেক উপকারে আসবে। তাই পোস্টটি সম্পূর্ণটা মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচীপত্র

ভূমিকা

আপনারা যারা চুল পরা রোধের জন্য কোনটি ভালো শ্যাম্পু সেটি জানতে চাচ্ছেন ও ছেলে ও মেয়েদের পাতলা চুল ঘন করার শ্যাম্পু কোনটি সে বিষয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আর্টিকেল। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে কোন শ্যাম্পু কোন চুলের জন্য ভালো। তাই পোস্টে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

শ্যাম্পু এমন একটা উপাদান যেটা ছেলে থেকে মেয়ে ছোট থেকে বড় সবারই ব্যবহার করে থাকেন। কিন্তু ছেলেরা তাদের জন্য আলাদা করে শ্যাম্পু কিনেন না বা ব্যবহার করেন না। বাসায় মেয়েদের শ্যাম্পু বেশি থাকে এজন্য তারা সেটাই বেশি ব্যবহার করে। কিন্তু ছেলেদের চুল দ্বিগুণ বেশি মোটা হয় মেয়েদের চুলের তুলনায়। সেক্ষেত্রে ছেলেদের চুলের জন্য ভিন্ন শ্যাম্পু ব্যবহার করা উচিত।
এজন্য আমরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের জানাবো ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু ভালো। এবং ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পুটা বেশি উপকারী। যদি এই বিষয়ে সকল তথ্য জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

ক্লিন এন্ড ক্লিয়ার শ্যাম্পু

ক্লিন এন্ড ক্লিয়ার শ্যাম্পু

ছেলেদের চুলের যত্ন নেওয়ার আগে সবার প্রথমে তাদের আগে একটা ভালো মানের শ্যাম্পু নির্বাচন করতে হবে। বাজারে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়। তাদের মধ্যে ভালো মানের একটা শ্যাম্পু হলো ক্লিন এন্ড ক্লিয়ার শ্যাম্পু। এই শ্যাম্পুটা ছেলেদের চুলের জন্য একদম উপযোগী। ছেলেদের চুল দ্রুত নোংরা ও আঠালো হয়। এবং চুলগুলো খুব মোটা হয় এজন্য তারা তাদের চুল পরিষ্কার করার জন্য এই ক্লিন এন্ড ক্লিয়ার শ্যাম্পু টি ব্যবহার করতে পারে।

ডাভ শ্যাম্পু

ডাভ শ্যাম্পু

মেয়েদের তুলনায় এই ডাভ শ্যাম্পুটি ছেলেদের চুলে বেশি শুট করে। ডাব শ্যাম্পুঁটি ন্যাচারাল শ্যাম্পু হিসেবে বিবেচিত। এটি আপনার চুল লম্বা করতে ও চুল পড়া রোধ করতে অনেক সাহায্য করে। এই শ্যাম্পু নরমাল ও শুষ্ক সব ধরনের চুলের ক্ষেত্রে উপযোগী। ছেলেদের চুলের যত্নের ডাব শ্যাম্পু ও ডাব কন্ডিশনার একসাথে ব্যবহার করলে চুল হবে উজ্জ্বল ও মসৃণ।

সানসিল্ক ব্ল্যাক সাইন্ড শ্যাম্পু

সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পু
সানসিল্ক শ্যাম্পুটি অনেক জনপ্রিয় একটি শ্যাম্পু। এই শ্যাম্পু চুলে অনেক ভালো কাজ করে। এটি চুলের গভীরে যে চুলের গোড়া শক্ত সোজা করে। এই শ্যাম্পুটি চুলে ব্যবহার করলে প্রচুর ফেনা হয়। এবং এই শ্যাম্পুতে যে ধরনের সুগন্ধ ব্যবহার করা হয়েছে সেটা গোসলের পরেও সেই সুগন্ধ টা দীর্ঘ সময় ধরে থাকে। এটি ব্যবহারে চুলে প্রাকৃতিকভাবেই উজ্জ্বলতা ও সৌন্দর্য ফিরে আসে।

প্যান্টিন প্রো -ভি ন্যাচার ফিউশন শ্যাম্পু

প্যান্টিন প্রো -ভি ন্যাচার ফিউশন শ্যাম্পু

কেরাটিন সমৃদ্ধ প্যান্টিন শ্যাম্পু। যা চুলকে নরম করে ও সেই সাথে চুলের আদ্রতা বাড়ায়। এই শ্যাম্পু টি উচ্চ ও ভালো মানের এবং কম দাম হওয়ায় এই শ্যাম্পুটের প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে।

লরিয়াল শ্যাম্পু

লরিয়াল শ্যাম্পু

ছেলেদের চুলে ভালো মানের শ্যাম্পু ব্যবহার না করায় চুলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন চুল পড়া, চুল ভাঙ্গা, চুল রুক্ষতা, অনুজ্জ্বল চুল ইত্যাদি এই সকল সমস্যায় একমাত্র সমাধান হলো রলিয়াল শ্যাম্পু ব্যবহার করা। এটি ব্যবহার করলে আপনার চুল পড়ার সমস্যা থাকবে না। এটি চুল পড়া রোধ করতে বেশ ভালো কাজ করে। এই শ্যাম্পুটি তৈরীর অনেক গুরুত্বপূর্ণ উপাদান হল কেসনিক, পলিমাম,সিরামাইড পেটেটেন্ড, এবং এমিনো অ্যাসিড।

লোটাস ক্যারা ভেজ সয়া প্রোটিন এন্ড ব্রাহ্মী শ্যাম্পু

লোটাস ক্যারা ভেজ সয়া প্রোটিন এন্ড ব্রাহ্মী শ্যাম্পু

সয়া প্রোটিন ও ব্রাহ্মী সমৃদ্ধ শ্যাম্পু হলো লোটাস হারবাল শাইন প্রোটিন শ্যাম্পু। এই শ্যাম্পু টি নিষ্প্রাণ চুলকে ঝলমলে চুল করে তোলে। ব্রাহ্মী চুলের বৃদ্ধি করতে সহায়তা করে। এবং হাইড্রোলাইজড সয়া প্রোটিন চুলের ক্ষয়ক্ষতি পূরণ করে। এই শ্যাম্পুর দাম প্রায় ২৫০ টাকা।

শাওয়াজস্কোপ হেয়ার এক্টিভেটেড শ্যাম্পু

শাওয়াজস্কোপ হেয়ার এক্টিভেটেড শ্যাম্পু


এই শ্যাম্পু ব্যবহার করলে নতুন চুল গজাতে শুরু করে। ও চুলের ফলিসেল কর্মক্ষম হয়। এই শ্যাম্পু বাজার মূল্য ৭৫০ টাকা। ক্ষতিগ্রস্ত চুলে এই শ্যাম্পু টি ব্যবহার করলে চুল হয় ঝলমলে কমল ও মসৃণ।

ডুক্রে এনাফেজ স্টিমুলেটিং ক্রিম শ্যাম্পু

ডুক্রে এনাফেজ স্টিমুলেটিং ক্রিম শ্যাম্পু

এই শ্যাম্পুটির চুল পড়া রোধ করতে ও নতুন করে চুল গড়াতে অনেক সাহায্য করে। যাদের চুল পড়ার সমস্যাটা অনেক বেশি তাদের জন্য এটি খুবই কার্যকারী। এই শ্যাম্পু টি চুলের গভীর যেয়ে চুলের পুষ্টি যোগায়। এই শ্যাম্পুটির দাম ৬৬০ টাকা।

এথেনা হেয়ার ফর শিউর শ্যাম্পু

এথেনা হেয়ার ফর শিউর শ্যাম্পু

এই শ্যাম্পু এমন এক ফর্মুলার উৎপাদিত যা আপনার চুল পড়া রোধ করতে এর পাশাপাশি নতুন চুল গজাতে ও অনেক সাহায্য করে। এটি তুলে ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ। এবং এটি ক্লিনিক্যালি পরীক্ষিত এর দাম প্রায় ২৫০ টাকা।

শাহানাজ হোসেন এগ্রো ফিডের কাম কন্ডিশনার

শাহানাজ হোসেন এগ্রো ফিডের কাম কন্ডিশনার
এই শ্যাম্পুটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি। এটি যেকোনো চুলে ব্যবহার করা যাবে। যাদের সব সময় চুল নিষ্প্রাণ থাকে ও চুলের আগা ফেটে যায় তাদের জন্য মূলত এই শ্যাম্পুঁটি। এই শম্পুটি আপনার চুলে অতিরিক্ত সেবাম থেকে সুরক্ষা দিবে। এটা চুলের গভীরে যেয়ে চুলের ময়লা বের করে আনে এবং মাথার স্কেল্প পরিষ্কার রাখে। এতে সব ধরনের প্রাকৃতিক উপাদান রয়েছে যেমন বন্য ছেরি ব্রাহ্মী ভৃঙ্গরাজ ইত্যাদি এটির দাম ৯০০ টাকা ।

বায়োটিক বায়ো কেল্প ফ্রেশ গ্রোথ প্রোটিন শ্যাম্পু

বায়োটিক বায়ো কেল্প ফ্রেশ গ্রোথ প্রোটিন শ্যাম্পু

এই সম্পর্কটি প্রোটিন সমৃদ্ধ যা আপনার চুল নিশ্চিত ভাবে বৃদ্ধি করে। এটি আপনি মাত্র ২৫০ টাকায় কিনতে পারেন।

খাদি হারবাল আমলা এন্ড ভৃঙ্গরাজ শ্যাম্পু

খাদি হারবাল আমলা এন্ড ভৃঙ্গরাজ শ্যাম্পু

এই শব্দটি আমরা সমৃদ্ধ যা আপনার চুলকে বিবর্ণ হতে দেয় না। ও চুলের খুশকি সমস্যা দূর করে। এই শ্যাম্পুটি আপনার চুলে হারবাল টনিকের মতোই অনেকটা পুষ্টি যোগায়। এটিতে রয়েছে রিটার্ন নির্যাস যেটা চুলকে গভীরে যেয়ে পরিষ্কার করে এবং চুল নিশ্চিত ভাবে বৃদ্ধি করে। এই শ্যাম্পুটিতে কোন প্যারাবিন ও সালফেট নেই।

চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

একটি মারাত্মক সমস্যা হলেও চুল পড়ে যাওয়া। কম অথবা বেশি এই সমস্যা প্রায় সবারই রয়েছে। ঘাম ধুলাবালি ও ময়লা কে আমরা চুল পড়ার কারণ হিসেবে দায়ী করি। কিন্তু সঠিক শ্যাম্পু ব্যবহার না করার কারণে যে চুল পড়তে পারে তা আমরা অনেকেই ভুলে যাই। প্রায় সবার ওই এই ধারণা যে শ্যাম্পু চুলের ধুলাবালি ও ময়লা ঘাম থেকে রক্ষা করে। হ্যাঁ এটা ঠিক, যে শ্যাম্পু চুলের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু ভালো মানের শ্যাম্পু ব্যবহার না করলে এটা চুল পড়ার অনেক বড় কারণ হিসেবে দাঁড়ায়।

Vatika hair fall control shampoo

বাজারে অনেক ধরনের শ্যাম্পু পাওয়া যায় যেগুলোতে রাসায়নিক পদার্থ অনেক বেশি থাকে যেগুলো চুলের জন্য অনেক ক্ষতিকর। এজন্য চুল সুন্দর ও স্বাস্থ্য উজ্জ্বল করতে কিছু প্রাকৃতিক শ্যাম্পু রয়েছে যেগুলো ব্যবহার করলে চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমায় এবং চুল কে স্বাস্থ্যউজ্জ্বল ও ঝকঝকে করে তোলে। তো আসুন জেনে নেই চুল পড়া রোধ করতে কোন শ্যাম্পু টি ব্যবহার করবেন।

  • Vatika hair fall control shampoo.
  • Clinic Plus shampoo strong and long.
  • L'Oreal Paris shampoo.
  • Mamaearth onion shampoo.
  • Mylo care shampoo.
  • Indulekha shampoo.
  • Himalaya anti hair fall shampoo.
  • Dove hair shampoo.
  • Pantene advenced hair fall solution
  • parachute natural shampoo anti hair fall dandruff shampoo for women and men.
  • Sunsilk hair shampoo.

মেয়েদের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

চুলের যত্নে তেল অথবা শ্যাম্পু বাজারে অনেক অনেক। তবে নিখুঁত শ্যাম্পু খুঁজে পাওয়া বেশ কঠিন। বেশিরভাগ মেয়েরা তাদের ত্বক ও মাথার চুলের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে থাকে। মকমলে উজ্জ্বল ও ঝলমলে চুল কে না চায়। উষ্ক ও শুষ্ক খুষ্ক এলোমেলো চুল আপনার সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এজন্য সুন্দর ও মসৃণ চুল পেতে আপনাকে চুলের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।
এখন প্রশ্ন হল মেয়েদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো? এটা সম্পূর্ণ নির্ভর করে যে আপনার চুল কোন প্রকৃতির সেটার উপরে। আপনি যদি আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করেন তাহলে ফলাফল সাথে সাথে পাবেন। আসুন তাহলে জেনে নেই মেয়েদের চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো।

Dove daily Shine shampoo

Dove daily Shine shampoo

শুষ্ক ও স্বাভাবিক চুলের ব্যবহার করার মত একটা শ্যাম্পু হলো ডাভ ডেইলি সাইন শ্যাম্পু। এই শ্যাম্পু টি মেয়েদের পছন্দের তালিকার মধ্যে একটি। এই শ্যাম্পু চুলের আগা থেকে গোরা পর্যন্ত পুষ্টি যোগায়। এটি পুষ্টিকর সিরাম সমৃদ্ধ এটি চুলের উজ্জ্বলতা ও কোমলতা প্রদান করে। এবং ডাভের স্বাস্থ্যকর সুগন্ধি চুলকে তাজা রাখে ও সারাদিন আনন্দময় সুগন্ধ দেয়।

L'Oreal Paris extraordinary clay shampoo

L'Oreal Paris extraordinary clay shampoo

বায়োটিক্যাল নির্যাস দিয়ে মিশ্রিত এই শ্যাম্পু যা শুষ্ক ও তৈলাক্ত শিকড় এর সাথে লড়াই করার মত শ্যাম্পু। এটি কার্যকরী ভাবে মাথার ক্যাল্প বিশুদ্ধ করে এবং শুষ্ক প্রান্ত গুলোকে হাইড্রেট করে। ও চুলকে ভারসাম্যপূর্ণ সতেজ এবং পূর্ণরুজীবিত করে। এর লাইট ওয়েট ফর্মুলা আদ্রতাকে দূর না করে গভীর পরিষ্কার প্রদান করে। ও দৈনন্দিন ব্যবহার করার জন্য উপযুক্ত করে তুলে।

pantene hair fall control shampoo

pantene hair fall control shampoo

মেয়েদের মধ্যে একটা সাধারণ সমস্যা হল চুল পড়ে যাওয়া। চুলের গোড়া মজবুত করতে ও চুল ভাঙ্গা কমাতে এই প্যান্টিন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এটি ফার্মমেন্টড রাইস ওয়াটার এবং প্রো -ভিটামিন B 5 দিয়ে তৈরি। এটি চুলের আগা থেকে গোরা পর্যন্ত পুষ্টি যোগায় ও চুলকে মজবুত করে তোলে।

wow apple cider vinegar shampoo

wow apple cider vinegar shampoo

এই শ্যাম্পু সালফেট প্যারাবিনস ও সিলিকন থেকে মুক্ত এবং অন্যান্য ফর্মুলার আপেল সিডার ভিনেগার মিষ্টি বাদাম তেল ও অর্গান তেল দিয়ে সমৃদ্ধ। এটি সতেজ পরিষ্কার প্রদান করে এবং সব ধরনের চুলের জন্য উপযুক্ত। এই শ্যাম্পু অতিরিক্ত তেল-ময়লা এবং জমাট বাধা অপসারণ করে। এবং চুলকে চকচকে নরম ও পুণ্যরুজীবিত করে।

tresemme botanique Nourish and replenish shampoo

tresemme botanique Nourish and replenish shampoo

এই শ্যাম্পু ক্ষতিগ্রস্ত এবং শুষ্ক চুলের জন্য একটা পুষ্টিকর ট্রিট। ঘি এবং নারকেল দুধ গুনাগুন দিয়ে মিশ্রিত এই tresemme botanique Nourish and replenish shampoo এটি চুলকে পরিষ্কার ও হাইড্রেট করে। এটি মিশ্রণ নরম ও আদ্রতা দিয়ে পুনরায় প্রদান করে। এটি রঞ্জাক ও প্যারাবিন মুক্ত।এই শ্যাম্পু আপনার চুলের উন্নতির জন্য প্রয়োজনীয়। ও এটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত একটি শ্যাম্পু।

কোন শ্যাম্পু চুলের জন্য ভালো

নিত্যদিনের একটা সমস্যা হল চুল ঝরে যাওয়া। চুল পড়া রোধ করতে চুলে যত্ন নেওয়া খুবই জরুরী। এবং চুলে শ্যাম্পু করা ও তেল মালিশ করা অত্যন্ত জরুরি।মাথার চুলে খুশকি জমা হলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। যার জন্য চুল হাত দিলে বা চুল আঁচড়ালে চুল সহজেই উঠে আসে।
এছাড়াও ঘাম, দূষণ, তাপ, এবং ধুলাবালির কারণেও চুলের ক্ষতি হতে পারে। তাই চুল পড়া রোধে ভালো মানের শ্যাম্পু ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। চুলের জন্য কোন শ্যাম্পু ভালো তা আমাদের সকলেরই জানতে হবে। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন শ্যাম্পু চুলের জন্য ভালো।

তৈলাক্ত চুলের জন্য

তৈলাক্ত চুলের জন্য তেল বিহীন শ্যাম্পু ব্যবহার করা সব থেকে ভালো। চুল বেশি তৈলাক্ত হলে সপ্তাহে ৩ থেকে ৪ বার শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন। চুলের শ্যাম্পু ব্যবহার করার আগে চুলে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিবেন। শ্যাম্পু করার পরে কুসুম গরম পানি দিয়ে মাথা ধুয়ে কন্ডিশনার লাগিয়ে আবার চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। তৈলাক্ত ধরনের চুলের জন্য এই শ্যাম্পু টি ব্যবহার করুন...

Tresemme botanique detox and restore shampoo

Tresemme botanique detox and restore shampoo


শুষ্ক চুলার জন্য

ময়েশ্চারাইজার সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করবেন শুষ্ক চুল হলে। এবং প্রোটিন সমৃদ্ধ শ্যাম্পু ও ব্যবহার করতে পারেন শুষ্ক চুলের জন্য। শুষ্ক চুলে শ্যাম্পু ব্যবহার করার আগে হালকা গরম তেল মালিশ করে নিবেন। তারপরে ২ থেকে ৩ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিবেন। এতে করে চুল আর শুষ্ক হবে না। শুষ্ক চুলের জন্য ব্যবহার করুন...

dove dryness care shampoo

dove dryness care shampoo


কোঁকড়া চুলের জন্য

কোঁকড়া চুলের জন্য ময়েশ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই ধরনের চুলে সপ্তাহে ৩ থেকে ৪ বার শ্যাম্পু ব্যবহার করা দরকার। এবং এর পাশাপাশি কন্ডিশনার করাটা অনেক গুরুত্বপূর্ণ। কোকরা চুলের জন্য ক্যাস্টর অয়েল বা জলপাইয়ের তেল লাগাতে পারেন।

স্বাভাবিক চুলের জন্য

স্বাভাবিক চুলের জন্য সবথেকে ভাল হয় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা। এতে চুলের আদ্রতা ধরে রাখতে অনেক সাহায্য করে।

চুল রঙিন হলে

রঙিন চুলে ব্যবহার করার মত বাজারে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে ভালো ও অন্যতম একটা শ্যাম্পু হলো

love beauty and naturat murumuru butter and Rose Shine shampoo

love beauty and natural murumuru butter and Rose Shine shampoo


পাতলা চুলের জন্য

পাতলা চুল হলে প্রাকৃতিক এবং ফলের রস ও লেবু সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। এতে করে চুলে জমে থাকা ময়লা তেল সহজে দূর হবে। পাতলা চুলের জন্য এই শ্যাম্পু টি ব্যবহার করুন।

Beauty and planet natural coconat water and mimosu volume shampoo

Beauty and planet natural coconut water and mimosa volume shampoo


রুক্ষ চুলের জন্য

আপনার চুল কি দিন দিন রুক্ষ হয়ে যাচ্ছে, চুলের আদ্রতা ফিরিয়ে আনতে কি ভালো মানের শ্যাম্পু খুঁজছেন। তাহলে এই শ্যাম্পুঁটি নিশ্চিন্তে ব্যবহার করুন...

Sunsilk almond and honey shampoo

খুশকি চুলের জন্য

আপনার চুলে কি প্রচুর খুশকি, আর সেই সমস্যা দূর করতে ব্যবহার করুন...

Dove dandruff clean and fresh shampoo

Dove dandruff clean and fresh shampoo


ক্ষতিগ্রস্ত চুলের জন্য

আপনার চুলের অবস্থা কি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, চুল নিয়ে দুশ্চিন্তা করছেন। তাহলে এই শ্যাম্পু টি ব্যবহার করুন...

Dove intense repair shampoo for domayed hair

Dove intense repair shampoo for damaged hair


ন্যাতানো নিষ্প্রাণ চুলের জন্য

মাথার স্কেলপে অতিরিক্ত সেবামের কারণে চুল ভারী হয় ও নেতিয়ে যায়। যার জন্য চুল দেখতে নিষ্প্রাণ ও বিশ্রী লাগে। আর এই সকল ধরনের সমস্যার জন্য ব্যবহার করুন...

Love beauty and planets natural coconut water and mimosa volume shampoo

Love beauty and planets natural coconut water and mimosa volume shampoo

পাতলা চুলের জন্য শ্যাম্পু

যাদের পাতলা চুল তাদের ক্ষেত্রে চুলের ঘনত্ব বা ভলিউম বাড়ায় এমন কোন শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন। লেবু পেঁয়াজের রস এবং ফলের রস দিয়ে শ্যাম্পু তৈরি করে চুলে লাগালে চুলের ভলিউম বা ঘনত্ব বাড়ে। এই উপাদান গুলো দিয়ে তৈরি করা শ্যাম্পু ব্যবহার করলে চুলের ঘাম ধুলাবালি ও ময়লা তেল পরিষ্কার করে। তাই পাতলা চুলের জন্য এই উপাদানগুলো দিয়ে শ্যাম্পু বানিয়ে ব্যবহার করুন।

পাতলা চুলের জন্য নিচে উল্লেখ করা শ্যাম্পু গুলো ব্যবহার করতে পারেন।

  • বায়োটিক বায়ো স্ক্যাল্প প্রোটিন শ্যাম্পু ফর ফলিং হেয়ার ইন্টেন্সিভ হেয়ার গ্রোথ।
  • ওয়েলা প্রফেশনাল এস পি ভ্যালুমাইজ শ্যাম্পু ফর ফাইন হেয়ার।
  • ট্রেসমি বিউটি ফুল ভলিউম শ্যাম্পু।

উপরে উল্লেখিত শ্যাম্পু গুলো পাতলা চুলের জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও পাতলা চুলের জন্য ঘরোয়া পদ্ধতিতে শ্যাম্পু তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার চুল পাতলা দ্রুত ঘন হবে।
শ্যাম্পু তৈরি করতে পরিমাণ মতো বেসনের সাথে ১ ডিম ও ১ থেকে ২ চামচ এলোভেরা জেল ও একটা ভালো মানের শ্যাম্পু ১ থেকে ২ চামচ নিয়ে মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। অথবা আপনি চাইলে শুধু এলোভেরার সাথে শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করতে পারেন। শুধু অ্যালোভেরা চুলের জন্য অনেক উপকারী।

চুল ঘন করার শ্যাম্পু

নিজের চুল লম্বা ও ঘন হোক এটা কে না চায়। প্রায় সব মেয়েদেরই এই চাওয়া থাকে যে তাদের চুল লম্বা ও ঘন হবে। চুল ঘন করতে শুধু তেলই যথেষ্ট নয়। এর পাশাপাশি একটা ভালো শ্যাম্পু ব্যবহার করাটা অনেক জরুরী। আপনার যদি শ্যাম্পু নিয়ে কোন ধারণা না থাকে তাহলে পোস্টটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ুন।

তাহলে ভালো মানের শ্যাম্পু সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি চুল লম্বা ও ঘন করতে চান তাহলে নিচের শ্যাম্পু গুলোর মধ্যে যেকোন শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন। এই শ্যাম্পু গুলো ব্যবহার করলে আপনার চুল হবে লম্বা ও ঘন।

  • ভি.এল.সি. সি ন্যাচারাল সায়েন্স হিবিসকাস এন্ড কোকোনাট অয়েল রিপেয়ার শ্যাম্পু।
  • ওয়াও আপেল ফিডার ভিনেগার শ্যাম্পু।
  • বায়োটিক ওয়ালনাট বারক্ শ্যাম্পু।
  • বায়োটিক বায়ো প্রোটিন শ্যাম্পু।
  • ত্রিচাপ হেলদি লং এন্ড স্ট্রং হারবাল শ্যাম্পু।
  • অ্যারোমা ম্যাজিক ত্রিফলা শ্যাম্পু।
  • সানসিল্ক শ্যাম্পু।
  • প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পু।
  • ক্লিনিক প্লাস স্টং এন্ড লং হেয়ার শ্যাম্পু।
  • sesa ওঅনিয়ন হারবাল শ্যাম্পু।

লেখকের মতামত

প্রিয় পাঠক আমাদের আজকের আর্টিকেলের আলোচনার বিষয়বস্তু ছিল চুল পড়া বন্ধ করতে কোন শ্যাম্পু ভালো কাজ করে ও কোন শ্যাম্পু চুলের জন্য ভালো। আশা করি আমাদের আজকের এই আর্টিকেলের বিষয়বস্তুটি আপনাদের ভালো লেগেছে। আমরা ওয়েবসাইটে মানুষের লাইফস্টাইলের বিভিন্ন বিষয়বস্তু ও সমস্যা সমাধানের সহজ উপায় গুলো নিয়ে আলোচনা করে থাকি। তাই এমনই সব ইনফরমেটিভ পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url