দুবাই কিসের জন্য বিখ্যাত, দেশের নাম কি, রাজধানী নাম কি

সৌদি রিয়াল রেট বাংলাদেশদুবাই কিসের জন্য বিখ্যাত, দুবাই দেশের নাম কি এবং দুবাই রাজধানী নাম কি সহ দুবাইয়ের আরো নানান বিষয়াদি নিয়ে আজকের এই আর্টিকেল।
দুবাই কিসের জন্য বিখ্যাত

আপনারা যারা দুবাই শহর সম্পর্কে বিভিন্ন বিষয় জানার আগ্রহ প্রকাশ করেন তারা পোস্টটি সম্পন্ন টা পড়ুন। কারণ এই পোস্টে দুবাইয়ের নানান বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পোস্ট সূচীপত্র

ভূমিকা

আপনারা যারা দুবাই শহর সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেল। কারণ এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে দুবাই এর সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করেছি। তাই আপনারা যারা দুবাইয়ের নানা বিষয় সম্পর্কে জানার আগ্রহ রয়েছে তারা পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করুন।

দুবাই কিসের জন্য বিখ্যাত

দুবাই, কম অথবা বেশি এই নামটি সবার সাথে পরিচিত। কিন্তু আপনি হয়তো জানেন না যে বিশ্বের মধ্যে দুবাই শহরটি কেন এত বিখ্যাত। না জেনে থাকলে সমস্যা নেই এই আর্টিকেলের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। দুবাই হল আরব আমিরাতের ৭ টি প্রদেশের মধ্যে অন্যতম একটা প্রদেশ। যেটা পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্রীবে অবস্থিত।
বিশ্বের সবথেকে ধনী শহরের নামের কথা উঠলে আমাদের মনে যেই নামটি আছে তা হলো দুবাই দুবাই শহরটি পরিচিত লাভ করেছে বিলাসবহুল জীবনযাপন, আকাশচুম্বী অট্টালিকা, বিলাস বহুল হোটেল, কৃত্রিম দ্বীপপুঞ্জ, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি ইত্যাদির জন্য।

পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষ মনে করে যে দুবাই একটা দেশ। কিন্তু দুবাই কোন দেশ নয় দুবাই হলো সংযুক্ত আরব আমিরাত একটা দেশ। যা মধ্যপ্রাচ্য দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত। এবং দুবাই হলো সেই দেশের জনবহুল এবং সবচেয়ে বড় একটা শহর।

দুবাইয়ের মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু ভবন সেই ভবনের নাম বুজ খালিফা। এই ভবনটি এত বেশি উঁচু যা ৯০ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এছাড়াও পৃথিবীর সবথেকে উঁচু হোটেল রয়েছে এই ডুবাই শহরে যার নাম বুজ আল আরব।

আপনি হয়তো জানেন না যে ১৯৭০ সালেও মরুভূমি ছিল দুবাই শহর। কিন্তু কিছু বছরের ব্যবধানে বিশ্বের অন্যতম বিলাসবহুল একটা শহরে পরিণত হয় এই দুবাই শহর। এছাড়াও সবথেকে বড় শপিং মল রয়েছে এই দুবাই শহরে। এমনকি বিশ্বের তৃতীয় ব্যস্ততম এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে দুবাইয়ে। আর এই সকল উঁচু উঁচু অট্টালিকা বিলাসবহুল বাড়ি গাড়ির নামিদামি হোটেল ইত্যাদির কারণে দুবাই বিশ্বের বুকে বিখ্যাত।

দুবাই জনসংখ্যা কত

দুবাই জনসংখ্যা কত

দুবাই হচ্ছে আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর। সরকারি সাইড এর তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরের মোট জনসংখ্যা ৩.৪৯ মিলিয়ন। অর্থাৎ প্রায় ৩৪.৭লাখ।
২০১৯ সালের গণনায় 33.3 লক্ষ তথা 3.33মিলিয়ন জনসংখ্যা ছিল দুবাইয়ের।

রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী 2020 সালে আনুমানিক দুবাইয়ের জনসংখ্যা ছিল ৩.৪০০.৮০০অর্থাৎ প্রায় ৩৪ লক্ষের উপরে।

আর ২০২১ সালে দুবাইয়ের জনসংখ্যা এসে দাঁড়িয়েছিল ৩৪.৩ লক্ষ্য তথা 3.43 মিলিয়নে।

ও ২০২২ সালের তথ্য অনুসারে 10.19 মিলিয়ন ছিল সংযুক্ত আরব আমিরাতের দেশের মোট জনসংখ্যা।

দুবাই দেশের নাম কি

দুবাই দেশের নাম কি

সংযুক্ত আরব আমিরাত হচ্ছে একটা দেশ যা আমরা (UAE) নামে পরিচিত৷ (UAE) এর পুরো নাম হচ্ছে United Arab Emirates. সংযুক্ত আরব আমিরাত (UAE) গঠিত হয়েছে ৭টি সমন্বয়ে সেগুলো হলো:

  1. দুবাই
  2. শারজাহ
  3. আবুধাবি
  4. আজমান
  5. ফুজিয়ারা
  6. উম্মুল কোয়াইন
  7. রাস আল খাইমা।

অর্থাৎ (UAE) আমিরাত গুলো নিয়ে গঠিত যা রাজ্যের মতো দু ভাই হচ্ছে সেই ৭ টি রাজ্যের মধ্যে ১ টি

সংযুক্ত আরব আমিরাত (UAE) রাজধানী হচ্ছে আবুধাবি।

দুবাই রাজধানী নাম কি

দুবাই রাজধানী নাম কি

দুবাই এর রাজধানীর নাম হলো দুবাই সিটি সংযুক্ত আরব আমিরাতের ৭ টি আমিরাতের নাম গুলো হলো দুবাই, আজমান, আবুধাবি, আল ফুজাইরাহ,আশ শারজাহ, রাআস আল খাইমাহ,এবং উম্মুআল ক্বাইওয়াইন।আবুধাবি শহর ফেজারেশনের রাজধানী এবং দুবাই দেশের বৃহত্তম শহর।

দুবাই এর আয়তন কত

দুবাই এর আয়তন কত

প্রায় অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে দুবাইয়ের আয়তন কত। আজকে এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন আরব আমিরাতের বর্তমান আয়তন কত। সঠিক উত্তর এখানে দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম হচ্ছে আবুধাবি। আরব আমিরাতের সবচেয়ে বড় শহরের নাম হল দুবাই। যার আয়তন ৩৫ বর্গ কিমি।(১৪ বর্গমাইল)

দুবাই কোন দেশ নয় দুবাই হচ্ছে আরব আমিরাতের একটা শহর /বিভাগ। আয়তনের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর ১১৪ তম দেশ। আরব আমিরাতের মোট আয়তন হচ্ছে 83.600 কিমি (৩২.৩০০মা২)।

লেখকের মতামত

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেল এর বিষয়বস্তু ছিল দুবাই শহর সম্পর্কে। আমরা এই আর্টিকেলের মাধ্যমে দুবাইয়ের কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এমনই সব নিত্যনতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url