best friend birthday wish Bangla - বেস্ট ফ্রেন্ড বার্থডে উইশ বাংলা
Romantic ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছাbest friend birthday wish Bangla - বেস্ট ফ্রেন্ড বার্থডে উইশ বাংলা ও friend birthday wish Bangla - ফ্রেন্ড বার্থডে উইশ বাংলা নিয়ে সাজানো হয়েছে আজকের এই আর্টিকেল।
আপনারা যারা আপনার প্রিয় বন্ধু-বান্ধব কে তার জন্মদিন শুভেচ্ছা জানাতে চান ও সুন্দর জন্মদিন শুভেচ্ছা খুজে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারণ পোস্টে আমরা বাছাইকৃত সুন্দর সুন্দর বেস্ট ফ্রেন্ড হ্যাপি বার্থডে উইশ উপস্থাপনা করেছি। নিচে থেকে আপনার পছন্দমত জন্মদিনের শুভেচ্ছা বার্তা বেছে নিন।
পোস্ট সূচিপত্র
- ভূমিকা
- best friend birthday wish Bangla - বেস্ট ফ্রেন্ড বার্থডে উইশ বাংলা
- friend birthday wish Bangla - ফ্রেন্ড বার্থডে উইশ বাংলা
- happy birthday wish Bangla - হ্যাপি বার্থডে উইশ বাংলা
- GF birthday wish Bangla - gf ব্যর্থডে উইশ বাংলা
- Fanny Happy Birthday Wish Bangla - ফানি হ্যাপি বার্থডে উইশ বাংলা
- লেখকের মতামত
ভূমিকা
আমাদের জীবনে অনেক ধরনের প্রিয় মানুষ ও বন্ধু-বান্ধব রয়েছে। তাদের জন্মদিনে কেমন ধরনের শুভেচ্ছা বার্তা জানাবো সেটা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আজ আমরা এই আর্টিকেলে বেশ কিছু সুন্দর শুভেচ্ছা বার্তা উপস্থাপনা করেছি। এখান থেকে আপনি শুভেচ্ছা বার্তা কালেক্ট করে আপনার প্রিয় মানুষ ও আপনার প্রিয় বন্ধু বান্ধব কে উইশ করতে পারেন।
best friend birthday wish Bangla - বেস্ট ফ্রেন্ড বার্থডে উইশ বাংলা
প্রতিটা মানুষের কাছে জন্মদিনটা স্পেশাল দিন আমরা চাই আমাদের প্রিয় মানুষদের জন্মদিনে কিছু সুন্দর উপহার দিতে এবং বাংলা বার্থডে উইশ করতে। কিন্তু অনেকেই সঠিক শব্দ খুঁজে পায় না। তাদের জন্য আমরা বার্থডে উইশ বাংলা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে এই বার্থডে উইশ গুলো ভালো লাগবে।
- ১. সারাদিন তোমার কথা ভেবে আমার কাটে বেলা। এমন চাই একটু করি তোমার সাথে খেলা। আমি মন থেকে চাই তুমি থাকো ভালো, তুমি আমার জীবনে জেলে দিয়েছো রঙিন আলো। শুভ জন্মদিন মোর প্রাণের বন্ধু।
- ২. বিন্দু বিন্দু বৃষ্টি থেকে সমুদ্র সৃষ্টি হয়। সুন্দর সুন্দর মুহূর্ত থেকে বন্ধুত্বের সম্পর্ক দূহ হয়। তোমার পাশে ছায়া হয়ে থাকবো আমি কোন দুঃখ-কষ্ট ছুঁতে পারবেনা তোমায়। আমি তোমার মুখে সব সময় হাসি দেখতে চাই। তোমার জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা জানাই।
- ৩. বছর ঘুরে এলো আবার তোমার জন্মদিন। বন্ধু তোমার আজ খুশির দিন, সুখে থেকো ভালো থেকো মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার বন্ধু হয়ে থেকো। রঙিন হোক তোমার জীবন। তোমায় জানাই শুভ জন্মদিন।
- ৪. সুখে থেকো ভালো থেকো জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করো উপহার হিসেবে তোমায় দিলাম একমুঠো সুখের মুহূর্ত। হাসিখুশিতে ভরে উঠুক তোমার জীবন এই দোয়ায় করি আমি সারাক্ষণ।
- ৫. জীবন মানে কখনো আলো, আবার কখনো আধার, কখনো খারাপ, আবার কখনো ভালো, দোয়া করি সবকিছু নিয়ে তুমি ভালো থাকো।পিছে না তাকিয়ে যাও সামনের দিকে। তোমার জন্মদিনে আমার শুভকামনা রইল।
- ৬. হতে চাই না আমি শুধু তোমার সুখের ভাগী। হব তোর সকল দুঃখের ভাগী। তোর মুখের হাসি সবকিছুর চেয়ে দামি। তোর দুখে আমি নয়ন জলে ভাসি। তোর জন্যই পড়তে পারি গলায় ফাঁসি। তোকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
- ৭. আরো এক বছর তোমার বয়স বাড়ার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। এভাবেই বাড়তে থাকুক বয়স, শুভ জন্মদিন।
- ৮. বন্ধু আছে তাই জীবন মানেও খুঁজে পাই বন্ধু ছাড়া জীবনটা ফাঁকা তাই। থাকতে পারিনা একা বন্ধুর জন্মদিনে থাকব তার পাশে শুভ জন্মদিন বন্ধু।
- ৯. আমার প্রিয় বন্ধুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। পূর্ণ হোক তার সকল স্বপ্ন। সবার ভালোবাসা পেয়ে পরিপূর্ণ হয়ে উঠুক তার জীবন।
- ১০. বন্ধু তুমি আমার জীবনে স্পেশাল মানুষ, যা তোমাকে আগে বলা হয়নি। তোমার কারনে পরিপূর্ণ হয় আমার জীবন তোমার জন্মদিনে শুভকামনা জানাই।
- ১১. খুশির আকাশে পাল তুলেছি, হাসির গানের স্রোতে গা ভাসিয়েছি, তোমার জন্মদিনে বন্ধুত্বের হাত বাড়িয়েছি, শুভ জন্মদিন বন্ধু।
- ১২. শুভক্ষণ শুভ দিন এগিয়ে আসছে তোমার জন্মদিন। তোমার জন্মদিনে কি আর দেবো তোমায়, আমার বুক ভরা ভালবাসা নিও জন্মদিনের শুভেচ্ছা নিও।
- ১৩. গ্রীষ্মের ফুলগুলি খিলখিলিয়ে হাসে। আর আমার কানে এসে বলে তোমায় ভালোবাসে। তোমার জন্মদিনে বসন্তের ফুলকলিরাও নাচতে থাকে। তারা বলতে থাকে শুভ জন্মদিন বন্ধু।
- ১৪. হিমালয় পর্বত থেকে নয়, কোন রাজার রাজত্ব থেকেও নয়, আমার মনের গহীন থেকে তোমাকে জানাই শুভ জন্মদিন।
- ১৫. চোখ মুছে মুখ তোলো খুশির দুয়ার খোলো। বৃথা কে জানিয়ে ছুটি মনে জাগিয়ে তোলো নতুন স্বপ্নকে। আর আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করো।
- ১৬. আজ আকাশে বাতাসে ভেসে আসে তোমার জন্মদিনের ঘ্রাণ। তাইতো পাখিরা কিচিরমিচির করে গেয়ে ওঠে গান। প্রকৃতিরা সাজে আজ নতুন সাজে। তুমি আজকের দিনটা ভালোভাবে উপভোগ করবে শুভ জন্মদিন।
- ১৭. রাত পোহালেই কালকে তোমার জন্মদিন নাচবো আমি তাক ধিনা ধিন।এই কথা ভেবে ঘুম আসে না চোখে, বন্ধু তোমায় পূর্ণ হোক মনের আশা। এটাই আমার চাওয়া শুভ জন্মদিন।
- ১৮. সকল বাধা পেরিয়ে বন্ধু আমরা আছি একসাথে। চিরকাল বন্ধু তুমি থেকো আমার পাশে। দিনশেষে বন্ধু আমি তোমায় কাছে ফিরে আসি শুভ জন্মদিন।
friend birthday wish Bangla - ফ্রেন্ড বার্থডে উইশ বাংলা
- ১. তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
- ২. বন্ধু তুমি আছো তাই পৃথিবীতে এত সুন্দর দেখায়। বন্ধুত্বের ঋণ কোনদিনও শোধ হবার নয়।ও প্রিয় বন্ধু আমার তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
- ৩. বন্ধু আজ তোমার জন্মদিন তাই এই দিনটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ। দোয়া করি বন্ধু প্রতিটা দিন যেন তোমার আনন্দময় হয়। শুভ জন্মদিন প্রিয় বন্ধু ।
- ৪. তোর মত প্রিয় বন্ধু পেয়ে আমি গর্বিত। এইভাবে যেন প্রতিটা মুহূর্ত তোকে পাশে পাই দোয়া করি বন্ধু তোর ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয় জন্মদিনের শুভেচ্ছা।
- ৫. আমি খুব চিন্তায় ছিলাম তোর জন্মদিনে কি উপহার দিব তারপরে ভেবে দেখলাম তোকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠায়।
- ৬. জন্মদিনের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমি তোর একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। জন্মদিনের শুভেচ্ছা প্রেরণ করলাম আমার প্রিয় বন্ধুকে।
- ৭. প্রতিটি জন্মদিন তোমাকে বুদ্ধিমান এবং আরো বিজক্ষণ পরিপক্ক করে তোলে। জ্ঞান একটি ধন যা বাটলে কমেনা বরং বাড়ে। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।
- ৮. তোর কথা ভেবে আজ সারাদিন হেসেছি। কারণ আজ মনে পড়ে গেল সেই পুরনো স্মৃতিগুলো। আমার মনের সবথেকে কাছে থেকো প্রিয় বন্ধু শুভ জন্মদিন।
- ৯. সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম উপহার হল বন্ধু। তাই বন্ধুর জন্মদিনে দোয়া করি পূরণ হোক তার সকল আশা এবং স্বপ্ন শুভ জন্মদিন বন্ধু।
- ১০. অতীতের খারাপ দিনের কথা ভুলে গিয়ে এগিয়ে যাও সামনের দিকে। তোমার জীবন ভরে উঠুক খুশির জোয়ারে। জন্ম দিনের শুভেচ্ছা গ্রহন করো।
- ১১. আজ বাগানের ফুল ফুটেছে গাইছে পাখিরা গান। আকাশের দেখা যাচ্ছে রোদের হাসি, কারণ আজ তোমার বন্ধুর জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা বন্ধু।
- ১২. আজ রাতের আকাশে অনেক তারা ঝলমল করে। দিনের সূর্যটা মিষ্টি হাসি হাসে। সন্ধ্যায় জোছনাটা ঝকমকিয়ে ওঠে। আজ তোর জন্মদিন তাই তো এত হয়তো সবকিছু ভালো লাগে। শুভ জন্মদিন
- ১৩. এসএমএসে নয় চিঠিতে জানাই শুভ শুভ শুভ দিন আজ তোর জন্মদিন। তোর মুখের হাসিতে ফুল ফোটে রাশি রাশি, তাই তুই আমার কাছে গোলাপের চেয়ে দামি। দোয়া করি তোর জীবন যেন সুখে সাগরে ভাসতে থাকে শুভ জন্মদিন।
- ১৪. কল্পনায় নয় স্বপ্নেও নয়, তোকে বন্ধু করে পেয়ে বাস্তব জীবনে তোকে দেখে গল্প লিখি। তোকেই দেখে বাঁচতে শিখি, তুই আমার সত্যিকারের বন্ধু জন্মদিনের শুভেচ্ছা।
- ১৫. আজকের দিনে ধন্যবাদ জানাই, কারণ আজকের দিনে জন্মে ছিলে তুমি। তাইতো বন্ধু করে পেয়েছি তোমায় শুভ জন্মদিন। শুভকামনা রইল তোমার জন্য।
- ১৬. তোমার জন্মদিনে উপহার দিলাম একরাশ হাসি। হাজার গোলাপের সুবাস দোয়া করি সাথে তোমার প্রিয় মানুষের সাথে ভালো কাটুক তোমার দিনগুলি শুভ জন্মদিন।
- ১৭. হাজার লোকের ভিড়ে তুই থাকিস হৃদয় জুড়ে তোর বন্ধুত্বের রং গোলাপের মতো লাল তোকে যেন সারা জীবন পাই। ভালো থাকিস বন্ধু শুভ জন্মদিন।
- ১৮. আজ তোমার দিনটা যেন খুব ভালোভাবে কাটে। আনন্দময় হয়। যেন প্রতিটা ক্ষণ প্রিয়জনের মাঝে আমার কথা একটু মনে করো। তোমার জন্য অনেক ভালোবাসা শুভ জন্মদিন।
happy birthday wish Bangla - হ্যাপি বার্থডে উইশ বাংলা
- ১. রাতে চাঁদের বাঁকা হাসি দিনের সূর্যে উঁকি ঝুঁকি এরি মাঝে খুঁজি তোমার মুখ খানি। হঠাৎ করে পরে মনে আজকে তো তোমার জন্মদিন তাইতো তারা হুরো করে জানাই শুভ জন্মদিন প্রাণের বন্ধু।
- ২. আনন্দে আছো তুমি, কাটছে ভালো দিন তোমার কারণ আজকে তোমার জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা তোমায়।
- ৩. বছর যায় বছর আসে বারবার তোমার জন্মদিনের কথা মনে পড়ে। তোমার মনে লেগেছে রঙের ছোঁয়া। বসেছে গিফটের মেলা। শুভ জন্মদিন তোমাকে।
- ৪. আরো একটি বছর ঘুরে এলো তোমার জন্মদিন এই দিনে তোমার সুস্থতা কামনা করি শুভ জন্মদিন বন্ধু।
- ৫. এলো খুশির দিন আজ তোমার জন্মদিন। মন রাঙ্গিয় সাত রঙের সর্বদা এই দোয়া করি আমি। জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করো।
- ৬. তোমার জন্মদিনে কি আর দেবো, আমার প্রাণঢালা প্রীতি ও ভালোবাসা গ্রহণ করো। তোমার ভালো থাকায় আমার কামনা জন্মদিন শুভেচ্ছা।
- ৭. চাঁদ চাই পূর্ণিমা, পাহাড় যায় ঝরনা, নদী চায় মোহনা, আর আমি চাই বন্ধু তোকে জানাতে জন্মদিনের শুভেচ্ছা।শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু।
- ৮. দোয়া করি সকল সুখ যেন তোর দরজায় কড়া না রে। পারিস যেন জীবনের সব স্বাদ গ্রহণ করতে। শুভ জন্মদিন।
- ৯. আজকের দিনে পৃথিবীতে মায়ের কোলে এসেছ তুমি। ফুটেছিল সবার মুখে হাসি।পুরনো হয়েছিল সবার আশা। তুমি পেয়েছিল সবার ভালোবাসার। জন্মদিনের শুভেচ্ছা।
- ১০.মনে বড় আশা পাখি বাঁধে বাসা। একা বসে ভাবছি তোমার কথা। কিছুই চাই না আমি জানাই তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।
- ১১. রাতের আকাশে তারা ভরা তোমার জীবন থাকুক আনন্দে ভরা। আমার প্রিয় বন্ধু তুমি এই ভুবনে পড়ুক এসে আলোর ছায়া। প্রাণে লাগুক খুশির দোলা শুভ জন্মদিন।
- ১২. তোমার জন্মদিনে তোমাকে পাঠালাম হাজার ফুলের শুভেচ্ছা। সবার ভালবাসায় পরিপূর্ণ হোক তোমার জীবন। শুভ জন্মদিন প্রিয় প্রানের বন্ধু।
- ১৩. আজ মেঘেরা করে ছোটা ছুটি, বর্ষার মুখে হাসি। বৃষ্টিরা করে লুকোচুরি, তোমায় লাগছে অনেক সুন্দরী। তোমায় দেখে আকাশ উদাসী। ধরণীর বুকে খুশির ঝর্না ঝরে পরছে অঝোরে শুভ জন্মদিন।
- ১৪. রূপকথার রানী তুমি জেলে দিয়েছো নয়নের আলো। সারা জীবন তোমায় বাসবো ভালো। তুমি আমার পথ চলার সাথী। তোমায় করবো জীবন মরণের সঙ্গী। শুভ জন্মদিন।
- ১৫. তোমার জন্মদিনে সব কিছু শুরু হোক নতুন করে। সাজুক নতুন সাজে, রাঙ্গা হোক নতুন রঙে, অতীতটাকে দূরে ঠেলে বর্তমানটাকে আঁকড়ে ধরে সামনে যাও এগিয়ে। শুভ জন্মদিন।
- ১৬. দোয়া করি জন্মদিনের মতো হোক প্রতিটা দিন তোমার জীবনে। তুমি বেঁচে থাকো হাজার হাজার বছর ধরে। শুভ জন্মদিন।
GF birthday wish Bangla - gf ব্যর্থডে উইশ বাংলা
একজন মানুষের জন্য জন্মদিন একটি বিশেষ দিন। এই দিনে অনেক উপহার পাওয়া যায়। এবং শুভেচ্ছা বার্তা পাওয়া যায়। এই দিনটা উৎসবের মতোই গুরুত্বপূর্ণ দিন।জন্মদিনে সকল প্রিয় মানুষদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায়। জন্মদিনে বন্ধুদের ছোট ছোট শুভেচ্ছা বার্তা পাঠানোর মাধ্যমে তাদের ভালবাসা পাওয়া যায়। জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আমাদের আজকের এই আয়োজন।
- ১. তোমার আগমনে ধন্য হলাম, তাই মৃদু বাতাসে বকুল বন দোল খেয়ে ওঠে ভালবাসার প্রথম। দোলা দিয়েছিলে তুমি সেই কারণেই আমি তোমায় এত ভালবাসি। জন্মদিনের শুভেচ্ছা নিও শুভ জন্মদিন মোর প্রিয়।
- ২. সৃষ্টিকর্তার কাছে ঋণী আমি, কারণ এই দিনে জন্মেছিলে তুমি। তাই তোমায় কাছে পেয়ে আমি এই দিনটাকে স্মৃতিময় করার জন্য উদযাপন করছি। শুভ জন্মদিন।
- ৩. তুমি যদি জন্মাতে কোন অজানা দেশে তবে আমি সেখানেও পৌঁছে যেতাম তোমার খোঁজে শুভ জন্মদিন।
- ৪. আমার জীবনে একটাই চাওয়া তোমাকে আপন করে পাওয়া। জন্মদিনের তুমি কি উপহার পাবে তা আমি জানিনা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। জন্মদিনের শুভেচ্ছা।
- ৫. তোমার চোখে আমার মরণ, ধন্য আমার ছোট্ট জীবন। সুখের সাগরে ভাসো তুমি, এই কামনাই করি আমি। শুভ জন্মদিন।
- ৬. আমার অন্ধকার জীবনে তুমি নিয়ে এলে আলো, তুমি আমার জীবনে উজ্জ্বল নক্ষত্র। আমার খারাপ দিনেও পাশে চাই তোমাকে শুভ জন্মদিন।
- ৭. মাঝেমধ্যে তোমার দিকে চেয়ে থাকি অপলক দৃষ্টিতে। তুমি হলে সৌন্দর্যের প্রতীক, বিশ্বের মায়াবতী নারী। তোমায় ভালোবাসি শুভ জন্মদিন।
- ৮. আমার ভালবাসার বাগানে তুমি ফুল হয়ে ফুটেছ। শূন্য জীবনে দিয়েছো সুখের দোলা, তোমাকে যায় না ভোলা। শুভ জন্মদিন।
- ৯. জন্মদিনে একটি বিশেষ দিন, এই দিনে তোমার সব ইচ্ছা পূরণ হোক। তোমার জীবনটা স্মরণীয় মুহূর্তের সাথে কাটুক সব সময় শুভ জন্মদিন।
- ১০. আমি খুব আনন্দিত যে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি। তুমি সর্বদা আমার জীবনে একটি বিশেষ স্থানে অবস্থান করো। প্রিয় শুভ জন্মদিন।
- ১১. তুমি আমার প্রিয় বন্ধু তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আমি চাই তুমি যেন সব সময় হাসি খুশিতে থাকো।
- ১২. বন্ধু আমি চাই তুমি সর্বদা ভালো থাকো। সফল হও সকল কাজে শুভ জন্মদিন।
- ১৩. আমি আশীর্বাদ করি ভালোবাসার কোনায় কোনায় ভরে উঠুক। তোমার জীবন সকল আশা পূর্ণ হোক। জন্মদিনের শুভেচ্ছা।
- ১৪. জন্মদিনের ছোট ছোট উপহার গুলো যেন তোমার জীবনে বড় বড় খুশি নিয়ে আসে শুভ জন্মদিন।
- ১৫. এই জন্মদিনটা তোমার প্রিয়জনের সাথে ভালোভাবে কাটিয়ে প্রতিটা মুহূর্ত যেন হয় আনন্দময়। শুভ জন্মদিন
- ১৬. আজ এই বিশেষ দিন এই দিনে তুমি এসেছ ধরনির বুকে তোমাকে বন্ধু করে পেয়ে আমি ধন্য। জন্মদিনের শুভেচ্ছা ত জানাই তোমাকে শুভ জন্মদিন
- ১৭. বন্ধু তোমাকে দেখে বাচাঁর আশা জাগে। আনন্দে উল্লাসে আমার মন ভাসে। শুভ জন্মদিন।
- ১৮. আমার প্রথম চাওয়া তোমাকে বন্ধ করে পাওয়া। তুমি থাকলে পাশে জয় করবো পৃথিবীটাকে।শুভ জন্মদিন
Fanny Happy Birthday Wish Bangla - ফানি হ্যাপি বার্থডে উইশ বাংলা
আমাদের আর্টিকেলে আপনাদের জন্য মজার মজার জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে এসেছি। এমন কিছু স্ট্যাটাস নিয়ে এসেছি যেগুলো আপনাদের মন ছুয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমাদের এই পোস্টে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো বাংলাতে সাজিয়েছি ধন্যবাদ।
- ১. জীবনকে ব্যথা দিয়ে নয় সাজিয়ে তোলো আনন্দে। সময় বেঁধে রাখো হৃদয়ের ক্যানভাসে। বন্ধু হয়ে রবো তোমার পাশে শুভ জন্মদিন।
- ২. দোয়া করি তুমি সন্ধান পাও সুখের পরশ মনি। দুঃখ যেন না ছয়। তোমায় সকল প্রকার আনন্দ যেন কদম ছুঁয়ে যায়। তোমায় শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
- ৩. ফুলের সুবাস দিলাম বন্ধুতের হাত বাড়িয়ে দিলাম মন থেকে দোয়া দিলাম জন্মদিনের শুভেচ্ছা দিলাম। শুভ জন্মদিন।
- ৪. আমার হৃদয়ে আছো মিশে তুমি, মনের খাতায় তোমার নাম লিখেছি আমি। পাখির হাতে ভালোবাসার চিঠি পাঠালাম জন্মদিনের শুভেচ্ছা তোমায় জানালাম।
- ৫. তোমার জন্য চাঁদের হাসি গিফট পাঠিয়েছি।আমার দেওয়া উপহার ছুরে ফেলনা। জন্মদিনের শুভেচ্ছা।
- ৬. আজকে তোমার মনের মধ্যে খুশির আমেজ। এরকম আনন্দে থাকো তুমি সারাক্ষণ শুভ জন্মদিন।
- ৭. আজকে তোমার খুশির দিন, কারণ আজ তোমার জন্মদিন।খাবে তুমি মায়ের হাতের রান্না আমি আছি এখানে পাবানা শুভ জন্মদিন।
- ৮. প্রাণঢালা শুভেচ্ছা নিও সময় পেলে আমায় মেসেজ দিও শুভ জন্মদিন।
- ৯. ঈদের দিন যেমন স্পেশাল, তেমনি তোমার জন্মদিনটাও আমার কাছে খুব স্পেশাল। এই দিনের জন্য আমি প্রতীক্ষায় থাকি শুভ জন্মদিন।
- ১০. এমনিতে তো সপ্তাহে সাত দিন হই। কিন্তু তোমার জন্মদিন বছরে একবারই হয়। সেই দিন তুমি সবার কাছে বেশি প্রশংসিত হও, জন্মদিনের শুভেচ্ছা দিলাম।
- ১১. তোমার জন্মদিনে আমি নিজের হাতে কেক বানিয়েছি। তোমার দামি কেকের মাঝে আমার কেকটাও একটু খেয়ে দেখো শুভ জন্মদিন।
- ১২. কোন মেয়ের প্রেমের চাইতেও বন্ধুত্বের ভালোবাসার হাজার গুন দামি। সেই বন্ধুদের দাবিতে তোমাকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাই।
- ১৩. আজ তোমার মনে লেগেছে দোলা, তোমাকে যায়না ভোলা, আমি জানি আজকের দিন তোমাকে আমার দরকার শুভ জন্মদিন।
- ১৪. হাসিমাখা মুখটি তোমার অটল থাকুক সারা জীবন শুভ হোক তোমার প্রতিটাক্ষণ শুভ জন্মদিন।
- ১৫. আকাশে অনেক তারা মিটমিঠে জলে, তোমার জন্মদিনের কথা ভেবে মন খিলখিলে হাসে। শুভ জন্মদিন।
লেখকের মতামত
প্রিয় পাঠক আমাদের আজকের এই আর্টিকেলের বিষয়বস্তু ছিল best friend birthday wish Bangla - বেস্ট ফ্রেন্ড বার্থডে উইশ বাংলা। যা আমরা বাছাইকৃত সব জন্মদিনের শুভেচ্ছা তুলে ধরেছি। আশা করি এই জন্মদিন শুভেচ্ছা গুলো আপনাদের পছন্দ হবে এবং আপনাদের কাজে আসবে। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের শুভেচ্ছা ও স্ট্যাটাস তুলে ধরি। এমন ধরনের আরো পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url