ছেলেদের ও মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায় ও ভিটামিনচুল পড়া বন্ধ করার তেলের নাম ও চুলের জন্য কোন তেল ভালো এই নিয়ে আজকের এই আর্টিকেল। আপনারা যারা চুল পাড়া রোধের জন্য কোন তেল ভালো সে বিষয়ে জানতে চান তাদেরকে আজকের এই আর্টিকেলে স্বাগতম।
ছেলেদের ও মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

কারণ এই আর্টিকেলে আমরা চুল পড়া রোধের তেলের নাম সহ চুল পড়া রোধের পদ্ধতি গুলো বিস্তারিত আলোচনা করব। তাই বিষয়গুলো জানতে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকা

কম-বেশি প্রায় ছেলে ও মেয়েরাই একটি সমস্যায় করে থাকে তা হলো চুল পড়ার সমস্যা। আর এই চুল পড়া বন্ধের জন্য বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে থাকে। অনেকেই চুল পড়া বন্ধের তেলের নাম জানতে চাই এবং চুলের জন্য কোন তেল ভালো সে বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করে। তাই আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি চুল পড়া রোধে কোন তেল ভালো এবং নরমালে চুলের জন্য কোন তেল ভালো সে বিষয়ে। বিষয়গুলো জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

চুল পড়া বন্ধ করার তেলের নাম

চুল পড়া বন্ধ করার তেলের নাম

কারো জন্যই চুল পড়ার সমস্যাটা নতুন নয়। এই সমস্যাটা নিয়ে কম বেশি সবাই অনেক চিন্তায় থাকেন। বিশেষ করে মহিলাদের এই সমস্যা প্রকট। এজন্য চুল পড়া বন্ধ করতেও চুলের স্বাস্থ্য ভালো রাখতে কিছু ভালো মানের তেল রয়েছে। যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল পড়া রোধ করবে ও চুল ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল হবে।
  • সাইডার উড অয়েলঃ সাইডারুট অয়েল ব্যবহারে চুল পড়া বন্ধ হয় ও নতুন চুল গজাতে সাহায্য করে। এই তেলে রয়েছে বিশিষ্ট অ্যান্টি ফাঙ্গাস উপাদান যা শুষ্ক চুল ও চুলে খুশকির সমস্যা দূর করে। এবং ফ্ল্যাকি ক্যাল্পের সমস্যা দূর করে। ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে। ক্যাস্টর বা নারিকেল তেলের সাথে ৪ থেকে ৫ ফোটা সাইডার উট এসেন্সিয়াল অয়েল মিশিয়ে রাতে মাথায় স্কেল্প সহ চুলের গায়ে লাগিয়ে সকালে উঠে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এই তেলটি ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে।
  • রোজমেরি অয়েলঃ রক্তনালী প্রসারিত করে কোষের সংখ্যা বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে রোজমেরী এসেন্সিয়াল অয়েল।এই তেলটি চুলে পুষ্টি যোগাতে ও স্কেল্পে অক্সিজেন সরবরাহ করে। এটি চুল ঘন করতে অনেক সহায়তা করে। নারিকেল তেল বা যে কোন ভাল মানের তেলের সাথে ৫ থেকে ৬ ফোটা রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
  • বার্গারমট অয়েলঃ অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান সম্পূর্ণ বার্গামট অয়েল। এটি স্কাল্পের জন্য উপযোগী একটি তেল। যা স্কেল্পের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এটি মাথার স্ক্যাল্প ঠান্ডা রাখে এবং এটি প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য। এই তেলটি অতিরিক্ত ঘামের সমস্যা কমায়। নারিকেল তেলের সাথে ৪ থেকে ৫ ফোঁটা বার্গারমট অয়েলে একসাথে মিশিয়ে মাথার স্কেল সহ চুলে লাগাতে হবে ও এক ঘন্টা রেখে চুল ধুয়ে নিতে হবে।
  • লেমনগ্রাস অয়েলঃ খুশকি হল চুল পড়ার অন্যতম কারণ। খুশকি কম করতে লেমনগ্রাস এসেনশিয়াল অয়েল অনেক সহায়তা করে। লেমনগ্লাস তেলে রয়েছে অত্যন্ত সুগন্ধ।যা মাথার চুলে লাগালে প্রশান্তিদায়ক লাগে। এবং যাদের স্ক্যাল্প ড্রাই তাদের সেই সমস্যা দূর করে। আপনার নিয়মিত ব্যবহৃত শ্যাম্পু বা কন্ডিশনার জৈব বা প্রাকৃতিক হলে আরো ভালো। আপনার ব্যবহৃত তেলের সাথে নিয়মিত ৪ থেকে ৫ ফোটা লেমনগ্লাস এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এবং চুল ঘন হবে।

নিচে আরো কিছু তেলের নাম উল্লেখ করা হলো। আপনারা চাইলে সেখান থেকে বেঁচে যে কোনোটি ব্যবহার করতে পারেন। এই তেলগুলো অনেক ভালো কোম্পানির যেগুলো ব্যবহার করলে আপনার চুল পড়া এক মাসের মধ্যে সেরে যাবে। এবং নতুন করে চুল গজাতে সাহায্য করবে। চলুন জেনে নেই তেল গুলোর নাম।
  • keshori hair oil
  • medicated oil
  • Tibet hair oil
  • amloki hair oil
  • Lotus onion hair oil
  • Himalaya anti breakage hair oil
  • biotique onion Black Seed oil
  • Jac olive oil
  • hair glow oil
  • wow onion black seed oil
  • indulekha oil
  • Silsila hair food premium oil
  • Kesh King oil
  • onion hair oil
  • expert hair care oil
  • delight olive oil
  • soul flower olive oil
  • richfeed Brahmi joboradi hair oil
  • bio -organic growout hair oil
  • Khadi nathural Rosemary and Henna
  • hair oil
  • coconut oil
  • sildar wood oil
  • mustard oil
  • dabour almond hair oil
  • Tibet pump hair oil
  • bio organic grow out hair oil

মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

চুল পড়ার সমস্যাটা বেশিরভাগ মেয়েদেরই হয়ে থাকে। এজন্য তারা চুলে নানা ধরনের জিনিস ব্যবহার করে। ঘনঘন চুলে এটা সেটা দিলে চুল পড়ার সমস্যাটা আরো বেড়ে যেতে পারে। এজন্য যে জিনিস দিলে চুল পড়া বন্ধ হবে সেটা চুলের সঠিকভাবে ব্যবহার করতে হবে। চুলে অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে।
অনেকেই আছেন যারা চুল পড়ার সমস্যায় ভালো মানের তেল দিতে চান। তাদের আগে জানতে হবে যে মেয়েদের চুল পড়া বন্ধের আসলে কোন তেল গুলো কার্যকর ও কোন তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে।

আপনারা যারা তেল বিষয়ে সঠিকভাবে জানেন না। যে চুলের জন্য কোন তেলটা ভালো হবে এবং কোন তেল ব্যবহার করলে চুল ঘন হবে। তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই পোস্টটি সাজানো। আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব সেরা কিছু তেল নিয়ে। এজন্য পোস্টটি সম্পন্ন করার অনুরোধ রইলো। তো চলুন জেনে নেই কিছু ভালো ও সেরা তেলের নাম।

নারকেল তেল

প্রাকৃতিকভাবে তৈরি নারকেল তেল চুল পড়া রোধ করতে বেশ কার্যকর। মেয়েদের চুল পড়া বন্ধ করতে যেমন এই তেল উপকারী তেমনি চুল লম্বা কত ভালো কাজ করে।

ব্যবহারের নিয়মঃ

১ চামচ মেথির সাথে আধা কাপ নারকেল তেল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে আপনার মাথার ত্বকসহ চুলে মাসাজ করুন।ও ১ থেকে ২ ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে নিন

সরিষার তেল

মেয়েদের মাথার চুল পড়া বন্ধ করতে সরিষার তেল দারুন কাজ করে। এটি চুলো অনেক কালো করে। প্রথমে ১৫ থেকে ২০ টি মেহেদী পাতা নিয়ে তার মধ্যে ২৫০ মিলি সরিষার তেল দিয়ে ভাল করে ফুটিয়ে তেলটি ঠান্ডা করে নিন। তারপরে মাথার স্কেল্প সহ সমস্ত চুলে মাসাজ করে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। এই তেলটি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন।

অলিভ অয়েল

অলিভ অয়েল চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। পরিমাণ মতো অলিভ অয়েল এর সঙ্গে ১ চা চামচ জিরা মিশিয়ে ৪ থেকে ৫ ঘন্টা রাখুন। তারপরে তেল থেকে জিরা গুলো থেকে নিন । এবার সেই তেলের মধ্যে দুই চামচ মধু মিশিয়ে আলতো হাতে চুলে মাসাজ করুন ও ২০ মিনিট রেখে দিন। এবং তারপরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিন। চুল পড়া বন্ধ করতে এই তেলটি খুবই কার্যকরী।

রোজমেরী অয়েল

রোজ মেরি ওয়েল চুল পড়া বন্ধের পাশাপাশি নতুন করে চুল গজাতে অনেক সহায়তা করে। মেয়েদের মাথার চুল ও স্কেল্পে এই রোজমেরি তেলটি ফলিকলকে স্টিমুনেট করে। যার জন্য স্বাভাবিক ভাবে নতুন করে চুল গজায়। রোজমেরি তেলে অনেক সুগন্ধি রয়েছে। যার জন্য এই তেলটি মাথায় দিলে অনেক প্রশান্তি পাওয়া যায়। ঝলমলেও স্বাস্থ্য উজ্জ্বল চুল পেতে এই তেলটি ব্যবহার করতে পারেন।

সাইডার উড অয়েল

মেয়েদের চুল পড়া বন্ধ করতে সাইডার উড ওয়েল এই যথেষ্ট। কেননা এই তেলটি মেয়েদের চুল পড়া বন্ধ করতে ভীষণ কার্যকরী। এই তেলটি মাথার স্কেল্প ও চুলের ময়লা দূর করে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যার ফলে চুল পড়া বন্ধ হয় ও নতুন করে চুল গজায়। নিয়মিত ব্যবহৃত তেলের সাথে এই তেলটি অল্প পরিমাণ মিশিয়ে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন।

লেমনগ্লাস অয়েল

মেয়েদের মাথার চুল পড়ার প্রধান কারণ হলো তাদের মাথার খুশকি। লেমনগ্রাস অয়েল চুল পড়া রোধ করতে ও চুলের খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন।

ব্যবহারের নিয়মঃ

যেকোনো তেলের সাথে মিশিয়ে বা শুধু লেমনগ্রাস অয়েল ৪ থেকে ৫ ফোটা নিয়ে চুলের গোড়ায় ভালোভাবে মাসাজ করুন। এই তেলটিতে খুব সুন্দর সুগন্ধ রয়েছে। যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

তিলের তেল

তিলের তেল আমরা নানা কাজে ব্যবহার করে থাকি। তবে যেই মেয়েদের চুল পড়া সমস্যা আছে তারা যদি এই তিলের তেল ব্যবহার করে। তাহলে অবশ্যই তাদের চুল পড়া বন্ধ হবে। কারণ এই তিলে এমন কিছু উপাদান রয়েছে যার জন্য খুব সহজে চুল পড়া বন্ধ হতে পারে।

ক্যাস্টর অয়েল

চুলের যত্নে অনেক মেয়েরাই ক্যাস্টর অয়েল ব্যবহার করে থাকে। কিন্তু যাদের অধিক পরিমাণ চুল পড়া সমস্যা রয়েছে তারা যদি কম সময় দ্রুত চুল পড়া বন্ধ করতে চায়।তাহলে তাদের এই ক্যাস্টর অয়েল নিয়মিত ব্যবহার করতে হবে। এবং তারা খুব শীঘ্রই ভালো ফলাফল পাবে।

ঔষধি তেল

বর্তমানে বাজারে এমন কিছু ওষুধের তেল পাওয়া যায়। যেগুলো ব্যবহার করলে মেয়েদের চুল পড়া সমস্যা দূর হতে পারে। যারা চুলে নানা ধরনের উপাদান ব্যবহার করে চুল পড়া বন্ধ করতে পারেননি তারা এই ঔষধি তেল ব্যবহার করে দেখতে পারেন। আপনি নিজে এর ফল বুঝতে পারবেন।

আমলকি হেয়ার অয়েল

মেয়েদের চুল পড়া রোধ করতে আরও একটি বিশেষ তেল রয়েছে সেটি হল আমলকি অয়েল। অনেকেই এই তেল ব্যবহার করেছে ও চুল পড়া সমস্যা থেকে রেহাই পেয়েছে।তাহলে আপনি কেন নয়। চুল পড়া বন্ধ করতে এখন থেকে ব্যবহার করুন এই আমলকি হেয়ার অয়েল।

ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

ছেলেদের সব থেকে সুন্দর্য তাদের মুখে ও চেহারাতে কিন্তু আরও একটি অপরিহার্য অংশ হলো চুল। বর্তমানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি অল্প বয়সে ছেলেদেরও চুল ঝরে পড়া সমস্যা দেখা যায়। যখন চুল ঝরে পড়তে শুরু করে তখন যদি সঠিক পদক্ষেপ না নেওয়া যায় তাহলে তাদের চুল ঝরতে ঝরতে মাথায় টাক পড়ে যেতে পারে।
এজন্য চুলের যত্ন নিতে হবে ও চুলের জন্য সঠিক পণ্য ব্যবহার করতে হবে। আজকে আমরা আপনাদের জানাবো ছেলেদের চুল পড়া বন্ধ করার তেল সম্পর্কে। আশা করছি এতে আপনারা উপকৃত হতে পারবেন। আসুন জেনে নেই ছেলেদের কয়েকটি চুল পড়া বন্ধ করার তেল সম্পর্কে।

  • জোজোবা অয়েলঃ জোজোবা অয়েলে রয়েছে এন্টি বায়োটিক উপাদান। যা খুশকি, শুষ্ক, প্রবণ, অমসৃণ, এবং ক্ষতিকর চুলের জন্য অনেক কার্যকরী। কারণ এই তেলের মাথায় ত্বকের শিবাম ও গঠন একই হওয়াতে এটি চুলের জন্য অনেক উপকারী।
  • বাদাম তেলঃ যাদের মাথায় চুল পড়া সমস্যা রয়েছে তারা এই বাদাম তেলটি ব্যবহার করতে পারেন। এই বাদাম তেল আছে ভিটামিন -ই যা চুলের গোড়াকে মজবুত করে তোলে। এবং নতুন করে চুল গজাতে সহায়তা করে। যাদের অতিরিক্ত চুল পড়া সমস্যা রয়েছে তারা এই বাদাম তেলের ওপর ভরসা করতে পারেন।
  • অ্যাভোকাডো তেলঃ এই অ্যাভোকাডো তেলে আছে ভিটামিন ই, বি, এ, ডি এবং আয়রন ইত্যাদি উপাদান। যা চুল পড়া সহজে কমায় ও চুল বৃদ্ধি করে। এই তেলটি চুলে আদ্রতা ফিরিয়ে আনে এবং চুলের শক্তি যোগায়। অ্যাভোকাডো তেল চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়। এজন্য আপনারা চুল পড়া রোধ করতে এটি নিয়মিত ব্যবহার করতে পারেন।
  • আমন্ড অয়েলঃ চুলে হাত দিলেই কি চুল উঠে আসছে। যখন দেখবেন যে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে তখন আপনি ব্যবহার করতে পারেন আমন রয়েল। আমন্ড রয়েল রয়েছে ভিটামিন -ই যা চুলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আপনার চুল পড়া রোধ করতে ও নতুন করে চুল গজাতে এই তেলটি ব্যবহার করাই যথেষ্ট।
  • ল্যােভেন্ডার অয়েলঃ এই তেলে এন্টি মাইক্রোবিয়াল এবং এন্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যার জন্য চুল পড়া দ্রুত কমাতে সাহায্য করে। এই তেলটি আপনার নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।
  • কাঠবাদাম তেলঃ এই তেলে রয়েছে ভিটামিন -ডি ,ই এর মত উপকারী উপাদান। এই তেলটি টাক মাথায় দ্রুত চুল গজায় ও চুল পড়া রোধ করে। যখন আপনার মাথায় চুল পড়া সমস্যা দেখা দিবে তখন আপনি ভরসা করতে পারেন এই কাঠবাদাম তেলের উপর।
  • ভিটামিন- ই অয়েলঃ এই তেলটি তে চুল পড়া বন্ধ করে ও চুলের গোড়া তৈলাক্ত রাখে। এই তেলটি ব্যবহার করলে আপনার মাথায় স্কেল্পের ও চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ও চুল ঘন করবে।
  • টি -ট্রি অয়েলঃ অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে এই তেলটিতে যা মাথার খুশকি ও মাথার জ্বালা দূর করতে পারে। এবং মাথায় নতুন করে চুল গজাতে সাহায্য করে।

মেয়েদের চুলের জন্য কোন তেল ভালো

মেয়েদের চুলের জন্য কোন তেল ভালো

কারো চুল অতিরিক্ত তৈলাক্ত আবার কারো চুল শুষ্ক। কেউ আবার চুল পড়া সমস্যা নিয়ে অস্থির। এবং কারো চুল ঘন হলেও তাতে কোন সৌন্দর্য বা ঝলমলে ভাব নেই। চুলের সমস্যা এবং চুলের ধরন যখন আলাদা তাহলে চুলের তেল কিভাবে এক হবে। এমন পরিস্থিতিতে যদি কেউ পড়ে থাকেন তাহলে এই পোষ্টের মাধ্যমে জেনে নিন। যে চুলের জন্য কোন তেলটি ভালো হবে৷ চুলের ধরন অনুযায়ী যদি চুলে তেল ব্যবহার করা যায় তাহলে চুল চকচকে ও ঘন হবে এবং চুলের নানা ধরনের সমস্যা দূর হবে।
নিচে চুলের জন্য বিভিন্ন প্রকার তেলের নাম উল্লেখ করা হয়েছে। আপনার চুলের সমস্যা ও ধরন অনুযায়ী যদি এখান থেকে বেঁচে তেল ব্যবহার করেন তাহলে আপনার চুলের সমস্যা দূর হবে এবং চুল ঘন ও বৃদ্ধি হতে দ্রুত প্রভাব পড়বে।

খুশকির জন্য

মাথার চুলের অপরিভাগের ময়লা ও অধিক পরিমাণে খুশকি হওয়ার কারণে মাথার স্কেল্পে চুলকানি শুরু হয়। এজন্য খুশি ও চুলকানি থেকে রেহাই পেতে নিয়মিত ব্যবহার করতে পারেন টি -ট্রি অয়েল বা নিমের তেল। এই তেল চুলে নিয়মিত ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে ও এ সকল সমস্যা দূর হয়।

শুষ্ক চুলের জন্য

আপনার চুল যদি শুষ্ক, দুমুখো, ও ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আপনার চুলের জন্য নারকেল তেল সবচেয়ে ভালো হবে৷ এই তেল ছাড়াও জোজোবা অয়েল বা অরগান তেল শুষ্ক চুলে ভালো প্রভাব দেখায়। এই তেলটি ব্যবহারের ফলে চুলের উজ্জ্বলতা এবং পর্যাপ্ত আর্দ্রতা পায়।

চুল বাড়াতে

যদি আপনার চুল অতিরিক্ত পাতলা ও ঘনঘন চুল পড়ার সমস্যায় ভোগেন। তাহলে ক্যাস্টর অয়েল টা একবার ব্যবহার করে দেখতে পারেন। এটি আপনার চুলের জন্য যে উপকারী তা প্রমাণিত হবে। এই তেলের সাহায্যে চুল বৃদ্ধি ও চুল স্বাস্থ্যকর করে তোলে। এবং নতুন করে চুল গজাতে সাহায্য করে।

সাদা চুলের জন্য

একটা মারাত্মক সমস্যা হল অকালে চুল পাকা। অকালে চুল পাকার সমস্যায় বর্তমানে সবাই থাকতে পারে। যেমন পুষ্টির অভাব, হরমোনের পরিবর্তন, জেনেটিক্স, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি। এই সকল সমস্যায় অর্গানিক তিলের তেল ব্যবহার করতে পারেন। এই তেলটি নিয়মিত ব্যবহার করলে আপনার অকালে চুল পাকার সমস্যা দূর হবে এবং চুল ঘন কালো করে তুলতে সাহায্য করবে।

লেখকের মতামত

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলের আলোচনার বিষয় ছিল ছেলে ও মেয়েদের চুল পড়া বন্ধের তেলের নাম ও চুলের জন্য কোন তেল ভালো সেই সম্পর্কে। আপনারা যারা চুলের জন্য কোন তেল ভালো সে বিষয়ে জানার জন্য এই আর্টিকেলে এসেছিলেন আশা করি আপনারা এই আর্টিকেলের মাধ্যমে তা জানতে পেরেছেন। আমাদের জীবন যাপনের নিত্যদিনের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের বিষয়ের নিয়মিত পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url