কাঁচা রসুন খাওয়ার নিয়ম - ভরা পেটে রসুন খেলে কি হয়
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতাকাঁচা রসুন খাওয়ার নিয়ম, ভরা পেটে রসুন খেলে কি হয় সহ কাঁচা রসুন খেলে কি ক্ষতি হয় এই বিষয়গুলো নিয়ে আজকের এই পোস্ট। আশা করি এই পোস্টটি পড়ে রসুন সম্পর্কিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন।
আপনারা যারা কাঁচা রসুন খাওয়ার উপকার ও অপকার এবং এর গুনাবলী সম্বন্ধে জানতে চান তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কারণ এই পোস্টে কাঁচা রসুন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পোস্ট সূচীপত্র
ভূমিকা
কাঁচা রসুন একটি উপকারী খাদ্য যা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রসুনের গুণাবলী অনেক রয়েছে কিন্তু এই কাঁচা রসুন যদি পরিমিত না খেয়ে অধিক খাওয়া হয় এবং সঠিক নিয়মে না খাওয়া হয় তাহলে হিতের বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর থেকে খারাপ হতে পারে। তাই রসুন বিষয়ক সকল তথ্য পেতে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
কাঁচা রসুন খাওয়ার নিয়ম
কাঁচা রসুন খাওয়ার সঠিক নিয়ম হল সকালে খালি পেটে কুয়া করে ভেঙ্গে এবং কাঁচা খেতে হবে। কিন্তু আপনার যদি বুকে জ্বালাপোড়া বা গ্যাসের সমস্যা হয় তাহলে আপনি সকালে ভরা পেটে খেতে পারেন। প্রয়োজন অনুযায়ী দুই থেকে পাঁচটি কুয়া খাওয়া যেতে পারে এছাড়াও রসুন যেহেতু রান্নার তরকারিতে ব্যবহার করা হয় সেহেতু পরিমাণটা কমিয়ে খাওয়াই ভালো।
আরেক দিকে কাঁচা রসুন কুচি করে কেটে অল্প করে ভেঙ্গে অথবা পানি দিয়ে ওষুধের মত করে গিলে খেতে পারেন। পুষ্টিবিদদের মতে প্রতিদিন দুই থেকে তিনটি রসুনের কুয়া রাতে অথবা সকালে খাওয়া সবচেয়ে বেশি ভালো। এভাবে যদি অল্প করে খাওয়া যায় তাহলে শরীরে কোন ধরনের সমস্যা তৈরি করবে না। একটি কথা মাথায় রাখা প্রয়োজন যে অতিরিক্ত পরিমাণে রসুন কখনোই খাওয়া যাবেনা।
কারণ বেশি পরিমাণ এর কাঁচা রসুন খেলে রক্ত অনেক পাতলা হয়ে যায় আর এর জন্য হজমের সমস্যা ও ইন্টার্নাল ব্লেডিং সহ আরো অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। অন্যদিকে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন যেকোনো সময়ে আপনি খেতে পারেন তবে অবশ্যই রসুনটা চিবিয়ে খাবেন।
এর ফলস্বরূপ আপনাকে এতোটুকু বলতে পারি যে আপনি দীর্ঘায়ু ও সুস্থ কর্মক্ষম জীবনের অধিকারী হবেন। পুষ্টিবিদরা পূর্ণবয়স্কদের ২ থেকে ৩ টা কাঁচা রসুনের কোয়া খেতে বলেছেন। প্রতিদিন সকালে খালি পেটে রসুনের কোয়া কাঁচা চিবিয়ে খেলে সর থেকে বেশি উপকার হয়।
নিচে কাঁচা রসুন খাওয়ার কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে।
- নিয়ম করে প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুন থেথো করে চায়ের সঙ্গে ও খেতে পারেন।
- দুই তিন কোয়া কাঁচা রসুন সকালে খালি পেটে মধুর সাথে বা চিবিয়ে সেবন করতে পারেন।
- তিন থেকে চারটা কাঁচা রসুনের কুয়া থেতো করে পরিমাণ মতো পানি দিয়ে রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন।
- এক থেকে দুই কোয়া কাঁচা রসুন মাখন মাখিয়ে বা ঘি এর সঙ্গে ভেজে নিয়মিত খেলে শরীরে দীর্ঘস্থায়ী যৌবন শক্তি আসবে।
- খালি পেটে সকালে যে শুধু কাঁচা রসুন খেতে হবে এমন কোন কথা নেই, বিকালে বা দিনের যে কোন সময় কাছে রসুন চিবিয়ে খেতে পারেন। তবে খালি পেটে সকালে খেলে উপকার অনেক বেশি পাওয়া যায়।
কাঁচা রসুন খেলে কি ক্ষতি হয়
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এক গবেষণায় দেখা গেছে যে কাঁচা রসুন খালি পেটে খেলে বমি ভাব, বুক জ্বালাপোড়া হতে পারে এমনকি বমিও হতে পারে। বেশি পরিমাণে রসুন খেলে হাইফিমা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া কর্নিয়ার আইরিস মধ্যে রক্তক্ষরণ ঘটে যার কারণে দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। নিচে কাঁচের রসুন খেলে কি ক্ষতি হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- মাথা ঘুরানোঃ বেশি পরিমাণে রসুন খেলে রক্তচাপ কমে যেতে পারে এবং মাথা ঘোরানোর মত অনেক সমস্যা হতে পারে। তাছাড়াও নিম্ন রক্তচাপের লক্ষণ হিসেবে দেখা দিতে পারে বমি বমি ভাব ও বমি হওয়া এবং দুর্বলতা।
- ডায়রিয়াঃ ডায়রিয়া হতে পারে বেশি পরিমাণে রসুন খেলে। কেননা রসুনে রয়েছে সালফার যা পেটের ভিতর গ্যাস তৈরি করে আর সেখান থেকে হতে পারে ডায়রিয়া।
- গর্ভবতী নারীর জন্য ক্ষতিকরঃ কাঁচের রসুন খাওয়া গর্ভাবস্থায় অনিরাপদ। গর্ভবতী নারীদের প্রসব বেদনা বেড়ে যেতে পারে কাচা রসুন খেলে। যে সকল মায়েরা অন্তঃসত্ত্বা কালীন অবস্থায় আছেন তাদের কাঁচা রসুন খাওয়া উচিত নয়। কারণ এতে বুকের দুধের স্বাদ চেঞ্জ হতে পারে।
- অতিরিক্ত ঘামঃ বিভিন্ন ধরনের গবেষণায় দেখা যায় যে টানা অনেকদিন রসুন খেলে অতিরিক্ত ঘামের সমস্যা হতে পারে। রসুমে রয়েছে সালফার যার জন্য মুখে দুর্গন্ধ হয়।
- পাকস্থলীর সমস্যাঃ ফ্রকটন নামক উপাদান রয়েছে রসুনে যা পাকস্থলীর অতিরিক্ত সমস্যা তৈরি করতে পারে। যেখান থেকে পেট ফাঁপা, বুকে জ্বালাপোড়া, বমি বমি ভাব অথবা বমি হওয়া এমনকি টেপটিক আলসারের ও উপসর্গ দেখা দিতে পারে অতিরিক্ত মাত্রায় কাঁচা রসুন খেলে।
- ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপঃ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ব্যক্তিদের কাঁচের রসুন খাওয়ার সময়ে অনেক সতর্ক থাকা উচিত। আপনার লিভার ও চোখের ক্ষতি করতে পারে অতিরিক্ত রসুন।
প্রতিদিন রসুন খেলে কি হয়
একটা প্রাচীন স্বাস্থ্যকর খাবারও ওষুধি হিসেবে পরিচিত এই রসুন। এটা খাবারের খাদের পাশাপাশি শরীরে সেলেনিয়াম এবং ভিটামিনের চাহিদা বাড়াতেও অনেক সাহায্য করে যা শরীরের জন্য অনেক উপকারী। নিচে কয়েকটি রসুনের উপকারিতা দেওয়া হল।
- যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা পর্যাপ্ত পরিমাণে রসুন খেতে পারে এতে করে উপকার পাবেন। তবে পরিমাণ মতো খেতে হবে অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে।
- যদি আপনার রক্তে কোলেস্টেরল স্বাভাবিক এর থেকে বেশি হয়ে যায় তাহলে রসুন কাঁচা চিবিয়ে খান। রসুন ডায়াবেটিস, উত্তরোত্ত চাপ এবং কোলেস্টেরল যেমন স্বাভাবিক রাখতে পারে তেমনি এই রসুনের জন্য ক্ষতিও হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণ সেবন করতে হবে।
- আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে রসুন ব্যবহার করা হয়। এবং ওজন কমাতে ও রসুনের অনেক বড় ভূমিকা রয়েছে। এছাড়াও কাশি ও সর্দি জনিত সমস্যায় রসুন অনেক উপকারী।
- রসুন ব্যথা কমাতে অনেক সাহায্য করে। রসুনকে ন্যাচারাল পেইনকিলার ও বলা হয়। বড় থেকে ছোট সবার দাঁতে ব্যথা হলে এক কোয়া রসুন চিবিয়ে খেলে দাঁতের ব্যথা থেকে আরাম পাওয়া যায়।
- ভাইরাসজনিত ও ব্যাকটেরিয়ার ঝুঁকি কমাতে নিয়মিত রসুন চিবিয়ে খান। তাছাড়াও শারীরিকভাবে রসুন আমাদের বিভিন্ন উপকার করে। রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আরো নানা উপকারে আসে।
রসুনের অতি উপকারী গুণ থাকলেও এর রয়েছে নানা অপকারিতা। সঠিক উপায়ে ও পর্যাপ্ত পরিমাণে রসুন না খেলে ডেকে আনতে পারে অনেক বিপদ এবং হতে পারে স্বাস্থ্য হানি। আসুন জেনে নিই রসুনের অপকারিতা সম্পর্কে।
- স্তন্দদানকারী মায়েদের কিংবা শিশুদের কাঁচা রসুন না খাওয়ানোই ভালো। কারণ যদি স্তন্যদানকারী মায়েরা কাঁচা রসুন খায় তাহলে বুকের দুধের মাধ্যমে বাচ্চার পাকস্থলীতে প্রবেশ করতে পারে এবং সেখান থেকে বাচ্চার পেট ব্যথার সমস্যা দেখা দিতে পারে।
- বেশি পরিমাণ কাঁচা রসুন খাওয়া ঠিক নয় কারণ রসুন বেশি খেলে মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি হতে পারে।
- বেশি রসুন খেলে মুখে দুর্গন্ধ হয় কারণ রসুনে রয়েছে সালফার যা মুখের দুর্গন্ধ তৈরি করে থাকে।
রাতে রসুন খেলে কি হয়
সব বাড়িতে রসুন প্রায়ই মসলা হিসেবে বেশি ব্যবহার করা হয়। তরকারির পাশাপাশি আপনি চাইলে সবজি জাতীয় জিনিসের সাথে রসুন দেখে খেতে পারেন, স্যুপের মধ্যে দিয়ে খেতে পারেন। অনেকেই আবার খাবারের স্বাদ বাড়াতে রসুনের চাটনি বানিয়ে খাই। তবে সকালে খালি পেটে বার রাতে ঘুমোনোর আগে এক থেকে দুই কোয়া রসুন হালকা গরম পানি দিয়ে খেতে পারেন।
একই নিয়মে রাতেও খেতে পারেন। সাধারণভাবে রসুন এমন একটা উপকারী উপাদান যেটা ছাড়া দুনিয়াতে প্রত্যক্ষ খাবারের ব্যবহার হয়ে থাকে। মসলার মধ্যে সবচেয়ে উপকারী মসলা হলো রসুন এই জন্য আমরা এই রসুন খাওয়া অভ্যাস করতে পারি। প্রায় সবাই সকালে খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস করে। আর যারা করেছে তারা অবশ্যই অনেক ভালো ফল পেয়েছে।
আর যারা করতে পারেনি তারা রাতেও ভরা পেটে এই রসুন খাওয়ার অভ্যাস করতে পারেন কারণ এভাবেও অনেক উপকারে আসবে। তবে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে বেশি কোন জিনিস ভালো নয়। এই রসুন আপনার সমস্যা রোধ করতে পারেইয়।আবার এই রসুনই আপনার সমস্যাকে বৃদ্ধি করতে পারে এজন্য বুঝে শুনে সেবন করুন।
ভরা পেটে রসুন খেলে কি হয়
খালি পেটে সকালে কাঁচা রসুন খেলে অনেক উপকার পাওয়া যায়। কিন্তু অনেকে খালি পেটে রসুন খেতে পারেনা অসুবিধার কারনে যার জন্য ভরা পেটে খায়। কিন্তু খালি পেটে রসুন খেলে যে উপকার পাওয়া যায় তা কিন্তু ভরা পেটে খেলে পাওয়া যায় না। আমরা প্রতিদিন বাসায় কোন না কোন রান্নাতে রসুন ব্যবহার করে থাকি।
রসুনের যে কত উপকার রয়েছে তা যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে সেটা সারা জীবন ব্যবহার করলেও কোন কাজে আসবে না বা কোন উপকার হবে না। আপনি যদি সঠিক নিয়মে রসুন খান তাহলে আপনি অনেক রোগের হাত থেকে বাঁচতে পারবেন। এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। রসুন খালি পেটে খেলে যে কার্যকারী ভাবে তা যদি ভরা পেটে খান তাহলে সেই কার্যকারী হবে না।
যদি রসুন খালি পেটে খান তাহলে মানসিক, ব্যথা, ডায়াবেটিসের, হজম, গ্যাসের সমস্যা এবং পুরুষের যৌন শক্তির সমস্যা সমাধানে কাজ করে। এই সকল সমস্যার সমাধান হবে খালি পেটে পর্যাপ্ত পরিমাণে রসুন খেলে। ভরা পেটে খেলে এই সকল সমস্যার সমাধান পাবেন না। আশা করিতাহলে আপ নি বুঝতে পেরেছেন যে ভরা পেটে রসুন খেলে কি হয় এবং খালি পেটে রসুন খেলে কি হয়।
কাঁচা রসুন খেলে কি গ্যাস হয়
হার্ভাড মেডিকেল স্কুলে গবেষণা করে দেখা গেছে কাঁচা রসুন খেলে এসিডিটির সমস্যা বাড়িয়ে তুলে বা গ্যাস অম্বলের অনেক সমস্যা বেড়ে যায় প্রচুর পরিমাণে। ফ্রকটান রয়েছে রসুনে ও পেঁয়াজে যা পেটের ভেতরে গ্যাস তৈরি করতে পারে।
লেখকের মতামত
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি রসুন খাওয়ার উপকার,অপকার ও এর গুণাবলী গুলো নিয়ে। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আমরা ওয়েবসাইটে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল শেয়ার করে থাকি। এমনই সব আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট করুন। ধন্যবাদ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url