চিয়া সিড এর উপকারিতা ও অপকারিতা
কাঁচা রসুন খাওয়ার নিয়ম - ভরা পেটে রসুন খেলে কি হয়চিয়া সিড এর উপকারিতা ও অপকারিতা সহ ওজন কমাতে চিয়া সিড খাওয়ার নিয়ম এবং চিয়া সিড এর বাংলা নাম এই বিষয়গুলো যারা জানতে চাচ্ছেন বা জানার জন্য এই আর্টিকেলে এসেছেন তাদেরকে স্বাগতম।
কারণ এই আর্টিকেলে আমরা এই বিষয়গুলো সহ চিয়া সিড সম্পর্কিত আরো বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করব এবং আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেজন্য বিষয়গুলো জানতে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
পোস্ট সূচিপত্র
ভূমিকা
আপনারা যারা চিয়া সিড বিষয়ে জানতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। আমরাই পোষ্টের মাধ্যমে চিয়া সিড এর সকল বিষয় গুলো বিস্তারিত আলোচনা করেছি। তাই চিয়া সিড সম্পর্কিত সকল বিষয়গুলো বিস্তারিত জানতে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
চিয়া সিড এর উপকারিতা
চিয়া সিড হলো একটা গাছের বীজ। এটি শস্য উদ্ভিদ মরুভূমিতেই বেশিরভাগ জন্মায় একটা তথ্যে জানা গেছে যে প্রাচীন যুগের অ্যাজটেক জাতির খাবার তালিকায় চিয়া সিড প্রধান খাদ্য হিসেবে রাখা হতো। এই চিয়া সিড প্রায় অনেকটা তিলের দানার মত দেখতে মেক্সিকোতে এবং আমেরিকা তে চিয়া নামক এক ধরনের গাছ হয় এই গাছের বীজকে চিয়া সিড বলে।
চিয়া সিডে রয়েছে বিশাল পুষ্টিগুণ এতে কমলার থেকে ৭গুণ ভিটামিন সি,দুধের থেকে ৫ গুণ ক্যালসিয়াম, কলার থেকেও দ্বিগুণ পটাশিয়াম,পালং শাকের থেকেও তিনগুণ বেশি আয়রন,স্যালমন মাছের থেকেও ৮ গুণ বেশি ওমেগা ৩,এবং মুরগির ডিমের থেকে ৩ গুণ প্রোটিন।
এছাড়াও এতে রয়েছে কেম্পফেরল ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট, ক্লোবোজেনিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন এবং দোবনীয় খাদ্য আঁশ। তো চলুন চিয়া সিডের উপকার গুলো জেনে নেই।
- কোলন পরিষ্কার রাখতে চিয়া সিড অনেক সাহায্য করে এবং কোলন ক্যান্সারের ঝুঁকিও অনেক কমে।
- এই বিজ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
- চিয়া সিড খেলে গ্যাসের সমস্যা থেকে অনেক আরাম পাওয়া যায়।
- এই বীজ খেলে ক্ষতিকর কোলেস্টেরল কমে যায়।
- ওমেগা ৩ রয়েছ চিয়া সিডে যা হৃদরোগের যোগী কমাতে অনেক সাহায্য করে ।
- চিয়া সিডে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- এটি ক্যান্সার রোধ করে।
- ভালো ঘুম হতে অনেক সাহায্য করে।
- হাঁটু ও শরীরের যেকোনো জয়েন্টের ব্যথা দূর করে।
- নখ, চুল, ও ত্বক সুন্দর রাখে।
- শরীরে শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে
- চিয়া সিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে।
- এটা শরীরের বিষাক্ত পদার্থ গুলোকে দূর করতে সাহায্য করে।
- চিয়া সিড প্রদাহ জনিত সমস্যা দূর করে দেয়।
- চিয়া সিডে ক্যালসিয়াম থাকায় এটি হাড়ের স্বাস্থ্যকেও ভালো রাখে।
চিয়া সিড খাওয়ার অপকারিতা
যেমন চিয়া সিড উপকারী তেমনি এটারও কিছু খারাপ দিক রয়েছে। চিয়া সিড অতিরিক্ত পরিমাণে গ্রহণের ফলে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। চিয়া সিডের উপকারিতার পাশাপাশি আমাদের সঠিকভাবে এর অপকারিতাও জানতে হবে। নিচে চিয়া সিড খাওয়ার অপকারিতা গুলো দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ গরম জলে মধু খাওয়ার উপকারিতা
- অনেকের চিয়া সিডে এলার্জি সমস্যা হতে পারে, এর জন্য যাদের এলার্জি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চিয়া সিট গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
- ওজন কমানোর ক্ষেত্রে চিয়া সিট অনেক সহায়তা করে। এজন্য অতিরিক্ত চিয়া সিড গ্রহণ করলে ওজন অনেক বেশি কমিয়ে দিতে পারে, আর ওজন বেশি কমে গেলে শরীরে নানা রকমের সমস্যা তৈরি হতে পারে।
- চিয়া সিডে অনেক ফাইবার আছে যা বেশি গ্রহণ করলে পেটে সমস্যা তৈরি হতে পারে, এজন্য পরিমাণ মতো চিয়া সিট গ্রহণ করা উচিত।
- অতিরিক্ত প্রোটিন রয়েছে চিয়া সিডে যা ওজন বাড়াতে সাহায্য করে।
- চিয়া সিট বেশি পরিমাণে খেলে ডায়রিয়া, হজমের সমস্যা, গ্যাস,পেট ফাঁপা হতে পারে।
- চিয়া সিড বেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে।
- চিয়া সিডে অনেক বেশি প্রোটিন রয়েছে যা বেশি গ্রহণ করলে কিডনিতে চাপ সৃষ্টি করতে পারে।
- ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড চিয়া সিডে থাকায় এটা রক্ত পাতলা করে দেয়।
- চিয়া সিড প্রচুর পরিমাণে খেলে দেহে পানির অভাব দেখা দিতে পারে।
- চিয়া সিড অনেক শুকনো এজন্য এটা সরাসরি খেলে গলায় আটকে যেতে পারে।
- আমরা জানি যে চিয়া সিড শরীরের রক্ত চাপ কমায়, তবে চিয়া সিড অতিরিক্ত গ্রহণ করলে অনেক বেশি রক্তচাপ কমে যেতে পারে।
ওজন কমাতে চিয়া সিড খাওয়ার নিয়ম
যদি আপনার ওজন অতিরিক্ত হয়ে থাকে তাহলে সেই ওজন যদি আপনি দ্রুত কমাতে চান? তাহলে প্রতিদিন সকালবেলা খাওয়ার পূর্বে এবং রাতে ঘুমানোর পূর্বে একটা গ্লাসে দুই চামচ লেবুর রসের সঙ্গে দুই চামচ চিয়া সিড আধাঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খেয়ে নিতে পারেন। কিন্তু যদি আপনি কম ওজন কমাতে চান তাহলে চিয়া সিড ও লেবুর রস এক চা চামচ করে ব্যবহার করবেন।
- ওজন কমাতে চিয়া সিড খাওয়ার কিছু নিয়ম নিচে উপস্থাপনা করা হয়েছে। নিচের চিয়া সিড সেবনের পদ্ধতি গুলো অবলম্বন করলে আশা করা যায় অতি দ্রুত আপনার ওজন কমতে সাহায্য করবে। তাহলে চলুন ওজন কমাতে চিয়া সিডের ব্যবহার গুলো দেখে নেয়া যাক।
- হালকা কুসুম গরম পানি নিয়ে তাতে এক চামচ চিয়া সিড ১০ মিনিট ভিজিয়ে রাখুন। রাতে ঘুমানোর আগে অথবা সকালে এই পানীয় একটি খেয়ে ফেলুন। এই পানীয় আপনার ওজন কমাতে অনেক সাহায্য করবে।
- বিভিন্ন ফল দিয়ে একসাথে সালাত বানিয়ে তাতে এক চামচ চিয়া সিড দিয়ে মিশিয়ে খেলে কিছুদিনের মধ্যে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে আশা করা যায়।
- দুই চামচ চিয়া সিড এবং ডাবের পানি একসাথে মিশিয়ে খেলেও ওজন কমবে।
- পুডিং ওটস এবং স্নাথি জাতীয় সব ধরনের খাবারের সাথে চিয়া সিড মিশিয়ে খাওয়া যাবে এতেও অনেক ওজন কমাতে সহায়ক।
- ফলের যে কোন জুসের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খেতে পারেন এতে করে ওজনও কমবে এবং শরীরের পুষ্টিগুণ বেড়ে যাবে।
চিয়া সিড খাওয়ার সময়
চিয়া সিড খাওয়ার সবচেয়ে উত্তম সময় হল সকাল বেলা। পানি দিয়ে সারারাত চিয়া সিড ভিজিয়ে রেখে সকালে উঠে পরিমাণ মতো লেবুর রস চিয়া সিডের সাথে মিশিয়ে খেলে ওজন কমবে। যেহেতু চিয়া সিড ওজন কমতে সাহায্য করে সেক্ষেত্রে সকালে খাওয়াটাই বেশি ভালো।
চিয়া সিড এর বাংলা নাম
চিয়া একটি Saluia Hispanica নামক প্রজাতির গাছের বীজ। চিয়া সিডের বাংলা নাম হল চিয়া বীজ। অনেকেই আবার বলে থাকেন যে দূর্বা ঘাসের বীজ। এই চিয়া আমেরিকাতে বেশিরভাগ পাওয়া যায়। এই বীজের মধ্যে চিয়া সিড কে এক ধরনের ভেষজ ও বলা হয়। আর এই বীজের জন্ম হয় সুদূর মেক্সিকোতে।
চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়
চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখতে হয় সে বিষয়ে জানার জন্য প্রায় অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকে। আজ আমরা জানব যে এই চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখা প্রয়োজন। তাহলে চলুন নিচে থেকে বিষয়টা বিস্তারিত ভাবে জেনে নিই।
আরো পড়ুনঃ প্রসূতি মায়ের বুকের দুধ বৃদ্ধির উপায়
সাধারণত চিয়া সিড ১০ মিনিট ভিজিয়ে রাখলেই হয়। দুই চা চামচ চিয়া সিড নিয়ে একটি বয়ামে হাফ কাপ পানিতে ঢেলে দিতে হবে। এরপরে সেই বয়ামকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তারপর ১০ মিনিটের জন্য রেখে দিবেন। তারপর পরবর্তী ১০ মিনিট পর আবার ঝাকিয়ে নিবেন এতে করে ভালোভাবে মিশে যাবে। এর পরবর্তীতে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিবেন এবং সেটি খেয়ে নিবেন।
লেখকের মতামত
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা জেনেছি চিয়া সিড কি, এটির উপকারিতা ও অপকারিতা নিয়ে। আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং চিয়া সিড সম্পর্কিত সকল বিষয়গুলো জানতে পেরেছেন। আমরা এই ওয়েবসাইটে এমনই বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকি। এমন ধরনেরই আরো আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url