ফুল নিয়ে ক্যাপশন | গোলাপ ফুল, সরিষা ফুল নিয়ে বাংলা-ইংলিশ ক্যাপশন ২০২৪

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায়ফুল নিয়ে ক্যাপশন আপনারা যারা গোলাপ ফুল রোমান্টিক, ফুল নিয়ে ইংলিশ ও বাংলা, সরিষা ফুল এবং কানে ফুল নিয়ে ক্যাপশন খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট। কারণ আমরা এই আর্টিকেলের মাধ্যমে নানা ধরনের ফুল নিয়ে কবিতা, ক্যাপশন ও স্ট্যাটাস উপস্থাপনা করেছি যা ২০২৪ সালের নতুন ক্যাপশন।
ফুল নিয়ে ক্যাপশন
যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে। এই পোষ্টের ক্যাপশন গুলো থেকে আপনার পছন্দের ক্যাপশনটি বেছে নিয়ে আপনার প্রিয়জনের কাছে মেসেজ করে দিতে পারেন এতে আপনার প্রেমিকা বা প্রেমিক অনেক খুশি হবে।

পোস্ট সূচিপত্র

ভূমিকা

ফুল ছেলেমেয়ে উভয়ে পছন্দ করে এবং রিলেশনশিপের বা ভালোবাসার মধ্যে রোমান্টিকতা বাড়াতে প্রেমিক-প্রেমিকারা ফুল উপহার দিয়ে থাকে এমনকি অনেক সময় ভুল নিয়ে কবিতা স্ট্যাটাস ও ক্যাপশন প্রিয়জনকে মেসেজ দিয়ে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় ফুল নিয়ে ক্যাপশন শেয়ার করে থাকে।

এই পোস্টে আমরা বিভিন্ন ফুল নিয়ে অনেক ধরনের ক্যাপশন তুলে ধরেছি। আপনার পছন্দের ক্যাপশন ও স্ট্যাটাস টি আশা করি এই আর্টিকেল থেকে পেয়ে যাবেন। তাই পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

ফুল নিয়ে ক্যাপশন

ফুল প্রকৃতির সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলে, ফুলের সৌন্দর্য মানুষের মন কানে। ভালোবাসার মানুষদের আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। ফুল ছোট বড় সকল মানুষেরই প্রিয়, ফুলকে পছন্দ করেনা এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। ফুলের সাথে মানুষের আবেগ জড়িত থাকে তাই সবাই ফুলকে এত ভালোবাসে।

ফুলের সাথে আমাদের প্রিয় মানুষদেরকেও তুলনা করে থাকি। পৃথিবীর অপরূপ সৌন্দর্যের মধ্যে একটি হলো ফুল। আপনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে কিছু স্পেশাল ফুল নিয়ে ক্যাপশন তুলে ধরলাম। চলুন তাহলে ফুল নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস গুলো দেখে নেয়া যাক।

** বকুল ফুলের মালা শুকিয়ে গেলেও গন্ধ থাকে।

** কিছু মানুষ ফুলকে নষ্ট করে যেভাবে ভাঙ্গে কারো মন।

** আমি তোমার লাল শাড়ির ফুল হব, শিউলি ফুলের সুবাস হব। তুমি আমার শিশির ঝরানো কাশফুল, তোমার খোপায় গেঁথে দিব জবা ফুল।

** ফুটেছে ফুল গহীন বনে মন ভরে যায় তোমার গুঞ্জনে। ভ্রমর সে বনে মধু খেয়ে যাই আহরণে।

** তোমায় শোনাবো কোকিল কন্ঠে গান ঝরা ফুলের পাপড়ি দিয়ে তোমার মান।

** ফুল নিয়ে হাতে তুমি এলে সামনে ফেরাতে পারিনা তোমাকে কারণ তুমি ফুল দিলে আমাকে।

** সরিষা ফুলের পাপড়ি আমার মন নিয়ে যাই কাড়ি। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি অবাক করে আমার দৃষ্টি।

** ভালোবাসার প্রথম দিন তোমায় দিলাম জমা ফুল, জবা ফুলের গন্ধে আমার মন থাকে আনন্দে।

** সবুজ পাতার মাঝে আছে লাল ফুল তোমার রাগ ভাঙ্গানোর জন্য হয়ে আছি আমি ব্যাকুল।

** ফুলকে ভালবাসলে সুবাস ছাড়াই আর মানুষকে ভালবাসলে ভিসারও দেয়।

** ফুলের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য বাড়াই আর তোমার সৌন্দর্যে আমার মন হারায়।

** ফাল্গুন মাসে ফুল ফোটে, ঝরে যায় গাছের পাতা, মৌমাছিরা সুর তুলে আর গেয়ে যায় গান তখনি চঞ্চল হয়ে ওঠে আমার মন।

** সরিষা ফুল দিয়ে তোমাকে ভালোবাসা জানাই। ফুলের মাঝে তোমাকে দেখতে চাই।

** কোথাও যাও নাচি নাচি ফুলের উপর মৌমাছি।

** এক ধরনের ফুল আছে ছিড়তে পারিনা, এক ধরনের ভুল আছে ভুলতে পারিনা।
** দূরে আছো দূরে থাকো কারণ তুমি সূর্যমুখী ফুলের মত হতে জানো না।

** প্রিয় মানুষকে প্রতিদিন ফুল উপহার দিন যাতে ফুলের মতো হাসি ফোটে তার মুখে।

** পশুরা সুন্দর বনে, শিশুরা মাতৃকোলে, আর ফুল সুন্দর বাগানে।

** প্রতিটা ফুল তার সৌন্দর্য নিয়ে জন্মে হোক না তার জন্ম জঙ্গলে।

** প্রতিটি ফুল প্রকৃতির আত্মা।

** ফুল হলো পবিত্রতার অংশ।

** ফুল ফুটে ঝরে যায়, মনের মানুষ দূরে যায়।

** ফুল মানুষকে বাঁচতে শেখায়, আশার প্রদীপ জায়গায়, এসো মোরা ফুল গাছ লাগায়।

** অনেক সময় বনের ফুলো সুন্দর দেখায়, গুরুত্বপূর্ণ ভাবে তার সৌন্দর্য ছড়া মুগ্ধ করে মানুষের মন।

** আয় ছেলেরা আয় মেয়েরা ফুল কুড়াতে যায়, ফুলের মালা গলায় দিয়ে নানি বাড়ি যায়।

** গোলাপ ফুলে অনেক কাটা, তুমি দিওনা আমার মনে ব্যথা।

** ফুল যেখানে ফুটে সেখানে প্রশান্তির ছায়া থাকে।

** ফুল শুধু গন্ধ ছড়ায় না বয়ে নিয়ে আসে কিছু সুখের মুহূর্ত যা মানুষের জীবনে রয়।

** ভুল মানুষকে যন্ত্রনা ভুলতে সাহায্য করে, রাঙিয়ে দেয় তার রঙে ও সুবাসিত করে মন।

** ফুলের একটি নিজস্ব গুণ আছে, যার দ্বারা মানুষের মন জয় করতে পারে খুব সহজেই।

** ফুলের মাঝে দেখি তোমার মুখখানি, তাইতো আমি ফুল ছিড়ে না ফুলের মত তোমাকে আমি ভালোবাসি।

** তুমি যদি হতে ফুল করতাম তোমায় কানের দুল, পড়াতাম তোমায় চুলের খোপায়, রাখতাম তোমায় মনের কোঠায়।

** জীবনের ভুলগুলো যদি ঝরে পড়তো ফুলের মত তবে নতুন ফুল ফোটার মত ঘটতো তোমার সাথে আমার ভুল বোঝাবুঝির অবসান।

** ছোট শিশুরা ফুলের মত সুন্দর আর পবিত্র।

** ফুল হলো পৃথিবীর প্রাণ যা ভালবাসার প্রতিক।

** আল্লাহতালার সৃষ্টির মধ্যে ফুল হলো একটি যা প্রকৃতিকে সুন্দর থেকে সুন্দরতম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

** ফুলকে ভালোবেসে ছিড়ে ফেলো না, মানুষকে ভালবেসে ব্যথা দিও না।

** ফুল মানুষের মনকে সুন্দর করে এবং ফুলের গন্ধ শুবাহচিত হয় মন।

** সৎ হয়ে জীবন যাপন করুন আর ফুলকে ভালোবাসেন।

** একটি গাছে দুটি ফুল, একটি ফুল লাল। তোমায় আমি মনে রাখবো চিরকাল।

** তোমার জন্য ফুট করবো চুরি তুমি যদি থাকো রাজি। ফুলের গন্ধে মুগ্ধ আমি আর তোমার ভালোবাসাই হয় আমি অহংকারী।

** আমরা শিশুকাল থেকে সূর্যমুখী ফুল দেখে থাকি যা ফুটে সূর্যের ভালোবাসায়। সূর্যমুখী ফুলকে যেন সূর্য আলতো করে ছুঁয়ে দিয়ে যায়।

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

গোলাপ ফুল ভালোবাসার প্রতীক গোলাপ ফুল রোমান্টিকতা জাগিয়ে তোলে। গোলাপ ফুল সকল প্রিয় মানুষদের উপহার দেওয়া যায়। ফুল আল্লাহর অপরূপ সৃষ্টি। আজকের আলোচনায় গোলাপ ফুলের সৌন্দর্য তুলে ধরব। আশা করি গোলাপ ফুল নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লাগবে। 

যেগুলো আপনি আপনার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। ফুলের রাজা গোলাপ আজকের আর্টিকেলে গোলাপ ফুল নিয়ে ক্যাপশন গুলো নিচে দেওয়া হল।
গোলাপ ফুল নিয়ে ক্যাপশন
** ভালোবাসা মানেই গোলাপ ফুল, গোলাপ ফুল ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না। তাই ভালোবাসা গোলাপের মতোই দামি।

** জীবন সাজাও ভালোবাসা দিয়ে, রাত সাজাও জোসনা দিয়ে, চোখ ছাদেও স্বপ্ন দিয়ে, মন সাজাও আশা দিয়ে আর বাগান সাজাও গোলাপ ফুল দিয়ে।

** গোলাপের পাপড়ির ভাঁজে লুকিয়ে থাকে কাটা তুমিই সেই আমার সুখ পাখিটা।

** একটি শিশু গোলাপ ফুলের মত পবিএ।

** ভালোবাসা হলো সেই গোলাপ ফুল যা ফুটে থাকে মানুষের জীবনে।

** জীবন হলো গোলাপ ফুলের মত, গোলাপ ফুলের যেমন কাটা থাকে ঠিক তেমনি জীবনে দুঃখ কষ্ট আনন্দ স্বাচ্ছন্দ থাকে।

** যার হাতে গোলাপ ফুল থাকে তার হাত অনেক সুন্দর দেখায় এবং সুগন্ধ লেগে থাকে।

** খোপাই গোলাপ ফুল দিয়ে সাজানো যায়, আর খুবে গোলাপ ফুল দিলে মেয়েদের আরও সুন্দর লাগে।

** এসমর প্রিয়া তোমার খোঁপায় বেঁধে দিবো গোলাপ ফুল।

** গোলাপ ফুল কখনো কাঁটা ছাড়া হয় না তেমনি সুখ দুঃখ মানুষের জীবনে একে অপরের পরিপূরক।
** বেইমান প্রিয়ার ছবি টেবিলে রাখার চেয়ে আমি গোলাপ ফুল পড়ার টেবিলে রাখতে পছন্দ বোধ করি।

** গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে কাটার আঘাত খেতেই হবে।

** কোথায় আছো ছোট সাপের বিষ বেশি তেমনি গোলাপ ফুলের ছোট কাটা গুলো অনেক সময় যন্ত্রণাদায় হতে পারে।

** গোলাপ ফুলের মায়ায় ভরে যায় মন তেমনি একজন রূপসী রূপে সর্বহারা হয় পুরুষ।

** গোলাপ ফুল তার রূপে গুনে পরিপূরক তার সুগন্ধ বিলাতে করে নাকো কৃপণতা তার সৌন্দর্য দিয়ে জয় করে সবার মন।

** গোলাপের সৌন্দর্যে প্রায় মানুষ আত্মহারা হয়ে যায়। ঠিক তেমনি অনেকে আবার রূপবতীর রূপের মায়ায় পড়ে নিজের জীবন আত্মহতি করতে দ্বিধাবোধ করে না।

** আমার গলায় মুক্তোর মালা যতটা না লাগে সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগে তোমার পড়িয়ে দেওয়া আমার খোপায় গোলাপ ফুলের মালা।

** ওগো মোর প্রিয়া তোমাকে সাজিয়ে দেবো গোলাপের পাপড়ি দিয়ে।

** একজন মনের মানুষ নীরবতা বুঝতে পারে সেই রকম গোলাপ ফুলও হৃদয়ের কথা বুঝতে পারে।

** রোদ না উঠলে ফুল ফোটে না, তুমি ছাড়া আমি বাঁচি না, গোলাপ ছাড়া ভালবাসা জাগেনা।

** গোলাপের শহরে আমি বাস করি তোমার চোখে আমার স্বপ্ন দেখি।

** গোলাপের সুন্দর্যতা মুগ্ধ করে আমাকে প্রেমের সুগন্ধি সৃষ্টি করে নতুন প্রেম কাহিনী।

** মানুষের জীবনে গোলাপের মূল্য অনেক যা টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না।

** গোলাপ ফুলের সুন্দরতা মুখে বলে শেষ করা যায় না, গোলাপের রঙে রাঙিয়ে দেবো প্রেমিকার মন।

** গোলাপ ফুলের মধুর স্বাদ বুজে শুধু ভ্রমর। গোলাপের মিষ্টি সুগন্ধে আকর্ষিত হয়ে প্রেমে পড়ে যাই ভ্রমর।

** গোলাপের মধুর সুবাসে প্রেমের কবিতা পাতা হয়ে ঝরে।

** গোলাপের মানান কাটাই আর প্রেমের বানান বেদনায়।

** চাঁদের মত গোলাপের হাসি তোমায় বড় ভালোবাসি।

** বাগানে গোলাপ ফুল ফুটেছে আর হৃদয়ে প্রেমের ছোঁয়া লেগেছে।

** গোলাপের প্রেমে ভেসে যায় মন অপূর্ন প্রেমের গল্পে কেঁদে ওঠে হৃদয়।

** গোলাপ দেখে হাসি তোমার প্রেমের হাসি।

** গোলাপের সুরে আমি গেয়ে যাব গান তোমার প্রেমে পড়া মানে হৃদয়টা আঁদ খান।

** গোলাপ ফুল তুলতে গিয়ে ফুটলো হাতে কাটা তুমি ছাড়া আমার আমার কপাল ফাটা।

গোলাপ ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

গোলাপ ফুল যে রংগেরি হোক না কেন তার দাম কোনদিনও কমে না। হোক না লাল, হলুদ, সাদা বা গোলাপী। গোলাপ ফুল সবার প্রিয় ফুলের মধ্যে একটি এই ফুলের সাথে মানুষের আবেগ জড়িয়ে থাকে। গোলাপের সুন্দরর্যে বিভোর হয়ে ওঠে মন এর সুগন্ধ প্রাণ কারে হাজারো ফুল প্রেমীদের। যা আলতো ভাবে নাড়া দিয়ে যায় হৃদয় আঙ্গিনায়। আমরা আমাদের প্রিয় মানুষদের গোলাপ ফুলের তোড়া গিফট করে থাকে।

আপনাদের জন্য আমাদের পোস্টে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন নিয়ে এসেছি। যারা প্রিয়জনদের গোলাপ ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন করতে চান সেই সকল ভাই-বোনেরা আমাদের আজকের এই পোস্টটি এক নজরে দেখে নিন। এবং আপনার পছন্দের ক্যাপশনটি বেছে নিন।
গোলাপ ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন
** গোলাপের এমন ক্ষমতা! তার জাদু পরিমাণ দিয়ে আকর্ষিত করে ফুল প্রেমিকদের।

** গাছের ডালে কোকিল থাকে, গোলাপ ফুলের কাটা থাকে। তোমার মুখে মুচকি হাসি, দিও নাকো আমায় ফাঁকি।

** স্বপ্ন দেখি তোকে গোলাপ ফুল হাতে আমার আমার আঁখিতে তোর ছবি আঁকি।

** বসন্ত কালে কোকিল সুর তুলে চাঁদের হাসিতে, বাতাসে ফুলের গন্ধ ভেসে আসে।

** একটি ফুলের আলিঙ্গনে পাখিরা ডানা মেলে, পাপড়িরা ফিসফিস করে বলে আমায় তুমি ভুলো না।

** সকালের আলো নিত্য করে, গোলাপের পাপড়ি গুলো মৃদু করে হাসে প্রতিটা ফুলের বন্ধু বৃষ্টি হয়ে ঝরে।

** ভালোবাসা ফুলের মত যত্ন না করলে ঝরে পড়ে যায় গোলাপের পাপড়ির মতো।

** তুমি আমার মনের কামনা, তুমি আমার সাধনা। গোলাপ ফুলের সুবাসে তোমার কাছে আসবো নিশি রাতে।

** গোলাপ ফুল ফুলের রানী তুমি আমার মনের রানী। আমার মনের গহনা তোমার বিচরণ অবিচারে।

** গোলাপ ফুল প্রকৃতির মাঝে আছে তাই পৃথিবীতে এত সুন্দর দেখায়।

** আমি বড় ভাগ্যবতী তুমি হলে আমার সঙ্গী, ফুলের মত সুন্দর তুমি আর গোলাপের মত পবিত্র তোমার মন।

** গোলাপ ফুলের সুগন্ধে আমি তোকে আনন্দ

** তুমি আমার হাঁটু গেড়ে গোলাপ দিয়ে করলে প্রথম প্রপোজ। আমি ফুল ভালোবাসি তাই তোমাকে ফেরাতে পারিনি

** আল্লাহর সৃষ্টি উপলব বৃষ্টি গোলাপের লাল রংটি কেড়ে নেয় আমার মনটি।

** গোলাপ ফুল হয়ে ফুটল তুমি জীবনে আর কিছু চাইনা মোর ভুবনে। তুমি আসলে তাই কল্পনাগুলো দিশা পায়।
** ফুল ফুটে ছাদ বাগানে, প্রজাপতি বসে গোলাপের গালে তোমার সাথে দেখা হবে কাল সকালে।

** তাঁরা চায় জানতে কবি চাই লিখতে গোলাপ চাই প্রিয় মানুষের কাছে থাকতে।

** শেষ বিকেলে আসলে তুমি গোলাপ হাতে নিয়ে সব অভিমান ভুলে আমি ফিরে তাকে তোমার দিকে।

** আমি চিঠি লিখতাম গোলাপের পাপড়ি দিয়ে, মিষ্টি এসে বলে আমায় কখন তুমি আসবে।

** গোধূলি বিকেলে অবাক হয়ে তোমার দিকে আমার চেয়ে থাকা। ইচ্ছা হয় গোলাপ ফুল বাগান থেকে তুলে তোমার বুঝে দেই

** কলেজ যাওয়ার প্রথম দিনে তোমার সাথে দেখা মনে আছে কি তোমার ! তোমায় দিয়েছিলাম গোলাপ ফুলের তোড়া..?

** লাল গোলাপ ফুলের মত রাখলে তোমার গাল দুটো লাল হয়ে যায়।

** গোলাপ ফুলের কাটা আছে মানুষের জীবনে মৃত্যু আছে একে অপরের সাথে সম্পর্ক দূঢ

ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ

ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ নিচে দেওয়া হয়েছে। আপনারা যারা ইংলিশ ফুল নিয়ে ক্যাপশন খুঁজছেন তারা এই পোস্টে থেকে আপনার পছন্দের ফুলের ইংলিশ ক্যাপশন টি বেছে নিন।
ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ
** The world is the creation of Allah and the world is a garden of flowers.

** Flowers are symbols of purity. The beauty of flowers makes the world more beautiful.

** There is no better gift than flowers. So if you gift flowers to someone, you cannot return them.

** People's lives should be beautiful like flowers. May the heart be with you for the rest of your life.

** People learn to love flowers from childhood. Flowers are one of the favorite things of everyone.

** A bouquet of flowers floated in a dream and decorated with petals.

** Flowers are not only fragrant but also hurt when cut.

** Fragrant flowers bloom in winter.

** In the spring, the black cherry blossoms bloom.

** I woke up and saw that the dew-wet grass was covered with flowers.

** Flowers are a part of beauty and purity.

** Take care of the life of the flowers because some flowers drop in the summer.

** Fair sitting in flowers, butterflies are playing, bees are gathering honey.

** Love is when that flower awakens desire.

** You are as beautiful as a red rose.

** Life is like a sphere in which there is a cut and I know a lot.

** I see you secretly in the scent of roses, your smile in the sparkling green grass in the wind.

** The autumn leaves bloom, the shefali flowers fall to welcome you.

** Your mind is soft like a flower and you are wonderful like a flower. Your smile is beautiful like a flower.

** Sunflowers do not bloom without sunlight. The miraculous beauty of the sunflower awakens the mind.

** Rose, you can smile like a sunflower, my heart is filled with the rays of your smile.

** Garden flowers maintain the beauty of the house so every person should plant flowers at home.

** Bulbuls sing in the garden. Flowers wake up the wandering of girls.

** Flowers calm the mind and help forget all sorrows, instill hope in the mind.

** Spending time in a flower garden helps relieve human fatigue and shows new directions.

** I see your face in the form of a flower, so dear I see it in the flower.

** Where flowers bloom, seeds of hope are found.

** Two flowers on a tree One flower is red You will have my love forever.

** Children are as pure as flowers to Allah
** May each flower be beautiful in its own glory, be it a wild flower.

** If you don't mind, you live like a flower, learn to understand me by loving the flower.

** My heart dances when I see the flowers lying on the grass in the seven mornings. Hoping to see you far away.

** The beauty of a flower is its color and smell. Your beautiful tides are not your number.

সরিষা ফুল নিয়ে ক্যাপশন

শীতকালে সরিষা ফুল ফোটে। সরিষা ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে মাঠে ঘাটে। বছর ঘুরে শীতকাল আসে সরিষা ফুলের একরাশ শুভেচ্ছা নিয়ে। সরিষা ফুলের হলুদ রং মন কারে ফুল প্রেমীদের। সরিষা ফুলের সৌন্দর্য দেখতে ছোট বড় সবাই ছুটে যায় সরিষা ক্ষেতে। ভালবাসার প্রতীক গোলাপ ফুল আর শীতকালের প্রতীক সরিষা ফুল।

যারা সরিষা ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস খুঁজে থাকেন তাদের জন্য আমাদের পোস্টের সরিষা ফুলের স্ট্যাটাস নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন এবং আপনার পছন্দের সরিষার ফুল ক্যাপশন ও স্ট্যাটাস টি সংগ্রহ করবেন।
সরিষা ফুল নিয়ে ক্যাপশন
** সরিষার ফুলের ক্ষেতে বসে প্রকৃতির সুন্দর্যে মন যায় ভেসে। সরিষা ফুলের মিষ্টি গন্ধে হাজার রহস্যের দুয়ার খুলে।

** চড়ুই পাখি বসে সরিষা ফুলের ডগায়, মিষ্টি মধুর সুর তুলে আপন মনে গান গেয়ে যায় চারপাশে। সৃষ্টি হয় রঙীন আলোর ছায়ায়, মন বাঁধা পড়ে পৃথিবীর মায়ায়।

** শিশির ভেজা সরিষা ফুল প্রেমের রঙিন ছবি আগে। তাই দেখে মন খিলখিল করে হেসে ওঠে।

** সবুজ পাতার ফাঁকে সরিষা ফুলের হলদে রঙ হাসে। বসন্তের আসরে সরিষা ফুলের মেলা বসে।

** প্রকৃতিরা কবি হয়ে সরিষা ফুলের কবিতা লিখে। মনের গুণে রয়ে যায় অমূল্য স্মৃতি হয়ে।

** একজন পথিক সরিষা ফুলের প্রেমে পড়ে যায় তাই দিশেহারা হয়ে পথ ভুলে যায়।

** জীবনে চলার পথে সঠিক সাথী পেলে সরিষা ফুলের মত জীবন হবে সুন্দরময়।

** শোকের ছায়া নেমে আসে শীত শেষে সূর্য ফুল বিদায় নিলে। মেঘের দুঃখ প্রকাশ করে বৃষ্টি হয়ে নেমে এসে।

** সরিষা ফুলের রঙিন হাসি চাঁদনী হয়ে ফুটে ওঠে বয়ে নিয়ে আসে প্রেমের গান। শুধু তোমার স্বপ্ন দেখি তোমার মনে বাস করি।

** সরিষা ফুলের কাছে অলৌকিক শান্তি আছে, প্রেমের গোধূলি বৃষ্টি হয়ে ঝরে কণ্ঠে সৃষ্টি হয় ভালোবাসার গান।

** তার প্রতি আমার মায়া সরিষা ফুল দিল ছায়া। তারার মতো আলো ছড়ায় হলুদ ফুল দিল গলায়।

** সরিষা ফুলের মৃদু হাসি মন কেড়ে নাই চুপি চুপি। মিষ্টি সুরে গান বাজে সরিষা ফুল পুণ্যতা লাভ করে।

** সরিষা ফুলের সুগন্ধে মেঘেরা নিত্য করে ময়ূর পাখা মেলে বসন্ত আবার এলো ফিরে।

** সরিষা ফুল কাপাঁ বাতাসে মেয়েরা খোপায় ফুল গুজে। প্রেমের গানে ময়ূর নাচে সুগন্ধে ভ্রমর বসে।

** হে মোর প্রিয় তুমি সরিষা ফুল নিয়ে এসো না হলে দেখা তোমায় দিব না তোমার পাশে বসবো না।

** তুমি আমার সাথী সরিষা ফুল সঙ্গী পূর্ণ হবে মিষ্টি বাসনা হৃদয়ে জাগবে নতুন আশা।

** সরিষা ফুল ছিল না আমায় তুমি ভুলো না।

** মাঠে মাঠে সরিষার মেলা কৃষকদের আনন্দর খেলা হলুদ রঙের রঙিন হয় মন তুমি আমার প্রিয় জন।

** কলমের কালিতে সরিষার হাসিতে জ্বলে উঠে জোসনা তা সৌরভ ছড়ায় পৃথিবীর বুকে।

** সকালের প্রথম সূর্যের আলো ছটা দেই সরিষার মুখে সবুজ পাতার ভাঁজে ভাঁজে প্রজাপতিরা নাচে।

** ঘরের জালে কুমড়োর ফুল চেয়ে দেখি সরিষা ফুল তোমার কানে অনেক সুন্দর দুল।

** শীতকাল কুয়াশার চাদরে ঢাকা থাকে, সরিষার ফুলের ঘ্রাণে মৌমাছি ছুটে আসে।

** মাঠ জুড়ে সরিষা ফুলের হইচই একমুঠো সরিষা ফুল মন করে তুলে আকুল।

ফুল নিয়ে ক্যাপশন বাংলা

নিচে বেশ কিছু ফুল নিয়ে ক্যাপশন বাংলা দেওয়া হয়েছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন বাংলা ফুল নিয়ে ক্যাপশন বেছে নিন।
ফুল নিয়ে ক্যাপশন বাংলা
** নদী ভরা জল তুলেছে ঢেউ, বাগান ভরা ফুল মৌমাছি করে গুনগুন।

** ফুল তার বিশেষ রূপ গুণ সুগন্ধ এবং সৌন্দর্য নিয়ে জন্ম নেয়

** আল্লাহর সৃষ্টি ফুল যার সৌন্দর্যে অবাক হয়ে দেখি সারাক্ষণ।

** পৃথিবীতে বিভিন্ন ধরনের ফুল আছে যা মানুষকে আকর্ষিত করে নিজের দিকে।

** বকুল ফুল বকুল ফুল কোথায় তুমি, তোমায় করবো বন্ধুর গড়ার মালা তুমি এসো আমায় দাও ধরা।

** হাসনাহেনার গন্ধে বাড়ি করে মো মো মৌমাছি ফুলের মধুর সন্ধানে এসে আমি হেঁটে হেঁটে যাই হাসনাহেনা ফুল কুড়াব তাই।

** এসো মোর বাড়ি রাঙিয়ে দেবো মন বসতে দেবো ফুলের দোলনায় খেতে দেবো মড়ি ফুল দিয়ে সাজিয়ে দেবো গাড়ি।

** রাতে উঠে বাঁকা চাঁদ স্বপ্ন থাকে চিলের ডানায় পদ্ম ফুল ফুটে পুকুরে তোমার সাথে দেখা হবে দুপুরে।

** হিমেল বাতাস লাগছে গায়ে তোমার আমার শৈশব কাটে কদম তলায়। সময়ের সাথে পাল্লা দিয়ে ফুলের পাপড়ি ঝরে পড়ে।

** তোমায় ভেবেছিলাম মনে রাজকুমারী বুঝিনি আমি তুমি ফুলের মত লজ্জাবতী। লজ্জাবতী ফুলের মত নিঃশব্দ চুক্তি স্বরে ঘুমটা দিয়ে যাউ।

** এ রজনীগন্ধা ফুল তোমার পাপড়ি দিয়ে করব কানের দুল। জ্বলবে তুমি দোকানে আমায় দেখতে প্রিয়জনের।

** তোমার মুখের বাঁকা হাসি আমি ভীষণ ভালোবাসি। চন্দ্রমল্লিকা ফুলের মত রাঙিয়ে দিও আমার মন ভুল করেও দিতে চাইনা আমি তোমায় যন্ত্রণার কাটা।

** ফুল ফুটে ঝরে যায়, বন্ধু দেওয়া ব্যথাগুলো স্মৃতি হয়ে রয়ে যায়।

** শিউলি ফুলের বুকে ভালোবাসার কুড়ি ফুটে, একলা বসে মন খারাপের দেশে গোলাপ ফুলের সাথে একলা সময় কাটে।

** ফুল প্রেমের জন্য গাছ আশ্রয়ের জন্য মেঘের জন্য আকাশ আর তোমার জন্য আমি।

কানে ফুল নিয়ে ক্যাপশন

ফুল সবার কাছে অনেক পছন্দের জিনিস। বিশেষ করে মেয়েরা বেশি ফুল পছন্দ করে তাইতো তারা কানে পড়তে ভালোবাসে। সুন্দর রমণীকে কানে ফুল পড়লে আরো সুন্দর দেখাই, ফুল মানুষের জীবনে খুশির কারণ। তাই আজকের পোস্টে কানে ফুল নিয়ে ক্যাপশন গুলো আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনের প্রয়োজন করতে পারে। তাহলে চলুন এই কানে ফুল নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন গুলো দেখে নেওয়া যাক।
কানে ফুল নিয়ে ক্যাপশন
** কানে পড়ছি ফুল করব না জীবনে কোন ভুল, কানে ফুল পড়ে আমায় তুমি মাতালে।

** ঝুমকো জবা ফুল কানে পড়বো গোলাপ ফুল অবাক হয়ে দেখবে তুমি পাত্তা দিব না তোমাকে আমি।

** যে কোন অনুষ্ঠানে মেয়েরা কানে ফুল পড়তে ভালোবাসে

** সৎ খুশি থাকুন মুখে রঙ না মেখে কানে পড়ুন ফুল।

** কানে ফুল দিলে সৌন্দর্যের শোভা পায়।

** তুমি পড়েছ কানে ফুল তোমায় দেখতে করিনি ভুল।

** কানে ফুল পড়ে যাব বন্ধুর কাছে হাতে রেখে হাত কেটে যাবে রাত।

** ভদ্র হয়ে থাকো কানে দূর কর সুখের হবে জীবন স্বাধীনতা পাবে ভুবন।

** ধীরে ধীরে পড়বো তোমার প্রেমে, কানে ফুল পড়ে বসবে তুমি পাশে রানের মত সুন্দর লাগবে তোমাকে।

** ভ্রমর ছাড়া ফুলের বাঁচা অর্থহীন, ফুল ছাড়া কানবে মানান কানে ফুল পড়লে তোমাকে সুন্দর লাগে।

** ভাবিনি হঠাৎ করে হবে তোমার সাথে দেখা, কানে ফুল পড়ে তোমার দাঁড়িয়ে থাকা। অবাক দৃষ্টিতে তোমার চোখে আমার চেয়ে থাকা।

** পদ্ম পাতার আজেবাজে পানি টলমল করে, তোমার কানে গোলাপ ফুল ঝিলিক মারে।

** ওই ঘাসের বুকে শিশিরের খেলা তোমার কানে ফুলের বসেছে মেলা।

** সূর্যমুখী সূর্য-শালা ফোটে না, কানে ফুল ছাড়া চম্পা চামিলি দুলে না।

লেখক এর মতামত

প্রিয় পাঠক, আশা করি আমাদের আজকের ফুল নিয়ে বিভিন্ন ক্যাপশন আপনাদের ভালো লেগেছে। আমরা এ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিষয়ের স্ট্যাটাস ও ক্যাপশন তুলে ধরি। এমনই স্ট্যাটাস ও ক্যাপশন পোস্ট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url