ভালোবাসার ছন্দ কষ্টের, রোমান্টিক স্ট্যাটাস

islamic status bangla-ইমোশনাল ইসলামিক স্ট্যাটাসভালোবাসার ছন্দ কষ্টের ও ভালোবাসার ছন্দ রোমান্টিক সহ ভালোবাসার ছন্দ স্ট্যাটাস নিয়ে আজকের এই আর্টিকেল। আপনারা যারা ভালোবাসার রোমান্টিক, কষ্টের ছন্দ স্ট্যাটাস খুঁজছেন তাদের জন্য আজকের এই আর্টিকেল।
ভালোবাসার ছন্দ কষ্টের
কারণ এই আর্টিকেলের মাধ্যমে আমরা কষ্টের, রোমান্টিক ও ভালোবাসার ছন্দ স্ট্যাটাস তুলে ধরেছে। আপনার পছন্দের ছন্দ স্ট্যাটাস পেতে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পোষ্ট সূচিপত্র

ভূমিকা

মানুষ আবেগপ্রবণ, মানুষের জীবন মাত্রই সুখ-দুঃখ, বেদনা, কষ্ট নিয়ে গঠিত। মানুষের জীবনে বিভিন্ন ধরনের ফিলিংস থাকে সেটা হোক সুখের, কষ্টের বা ভালোবাসার। প্রতিটা মানুষের জীবনেই হাজারো সুখ থাকার পরেও কিছু না কিছু কষ্ট থেকেই যায়। তাকে হাজারো চেষ্টা করে জীবন থেকে আলাদা করা যায় না। আজকে আমরা এই আর্টিকেলে ভালোবাসার, রোমান্টিক এবং কষ্টের ছন্দ ও স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি।

আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ছন্দ টাইপের স্ট্যাটাস দিতে পছন্দ করেন তারা পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। এবং আপনার পছন্দের ছন্দ স্ট্যাটাস গুলো বেছে নিন আর সেগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।

ভালোবাসার ছন্দ

অনেকেই তার ভালোবাসার প্রিয় মানুষটিকে রোমান্টিক অনুভব জানাতে প্রেমের কবিতা ও ভালোবাসার কবিতা বা ছন্দ লিখতে পছন্দ করে এবং যেকোনো উপায়ে তার প্রিয় মানুষটিকে খুশি করতে চাই। সেই কারণে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ভালোবাসার কবিতা ছন্দ খোঁজাখুঁজি করে থাকে।

তাদের জন্য নিয়ে এসেছি অনেক ধরনের ভালোবাসার ছন্দ। আশা করি আপনাদের ছন্দগুলো অনেক ভালো লাগবে। নিচে থেকে আপনার মন মত ছন্দ বা স্ট্যাটাস বেছে নিন।

** লাল গোলাপের ফুল দিয়ে বানাবো তোমার গলার মালা, হাজার সুর দিয়ে বাঁধবো তোমার জন্য গান, তুমি আমার প্রাণরে বন্ধু তুমি আমার জান।

** হতাম যদি বৃষ্টি, ছুয়ে দিতাম তোমার দৃষ্টি। তোমার বুকে আছে যত দুঃখ জমা, এক নিমিষেই দিতাম মুছে, মেঘলা মুখের হাসি দিয়ে জড়িয়ে নিতে তুমি আমায় বুকে। তাহলে কষ্ট আর পারবে না কোনমতেই ছুঁতে তোমায়।

** ভালোবাসি তাই এই মন তোমাকে চাই, আমি আছি তোর বুকের মাঝে থাকবো সকাল সাজে। ভোলা যায় না তোকে কারন তুই আছিস দুই নয়নে।
** আমার একদিনও কাটে না তুমি ছাড়া, আমার জীবনের কোন মানে নেই তুমি ছাড়া, থাকলে তুমি পাশে মনে হয় এ দেহে প্রাণ আছে। এ জীবন চলার পথে চাই তোমায় পাশে।

** জল ছাড়া যেমন বাঁচেনা মাছ তেমনি তুমি ছাড়া অচল আমার প্রাণ। হৃদয় থেকে যাবে তুমি আমার অনন্তকাল ধরে।

** তেতুল পাতা তেতুল, তেঁতুল বড় টক। তোমার সাথে প্রেম করিতে আমার সখ।

** তোমার সুখের জন্য আমি ভুলতে তোমায় রাজি। কষ্ট হবে ভুলতে তোমায় তবু তোমার সুখে সুখী আমি।

** তুমি যদি জিজ্ঞেস করো আমায়, তোমায় মনে করি কতবার? তবে বলবো আমি পাখি ডাকে যতবার। তুমি যদি বল ভালোবাসো কত আমায়? তবে আমি বলব ওই পাহাড় সমান।

** জীবন সাথী এমন হওয়া উচিত, যাকে পাওয়া যাবে বন্ধুর মত সব সময় যে ভালোভাবে বুঝবে আমায়।

** তুমি দূরে চলে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলি। ভালোবাসি কত তোমায় বুঝবে কবে তুমি! এই জীবনে একটাই চাওয়ার তোমায় আপন করে কাছে পাওয়া।

** জল ভরে পাতা নড়ে, বন্ধু তোমার কথা মনে পড়ে।

** গানে গানে সাজিয়ে রেখেছি এ হৃদয়, তুমি আসলে দুজন মিলে ভাসবো আজীবন হাতে হাত রেখে, চোখে রেখে চোখ কাটাব সারা জীবন।

** তুমি হলে সাগর আমার, আমি তোমার ঢেউ। চলো চুপি সাড়ে প্রেম করি জানবে না তো কেউ।

** লাল ফুল পাতা সবুজ, মনটা বড় অবুঝ। কষ্ট কম খুব বেশি, মন চাই তোমায় ভালোবাসি।

** দিন ফুরিয়ে রাত আসে, দুঃখের শেষে সুখ আসে, জীবন ফুরিয়ে মরণ আসে, শুধু ফুরায় না তোমার প্রতি আমার টান।

** টান তোমায় পেয়ে নিজেকে ধন্য মনে করি, চলো একই সাথে দুইজন দুই পা হাটি।

** ফুলটি হলো লাল, পাতাটি হলো সবুজ, তোমার কথা বারবার মনে করে আমার এই মন অবুঝ।

** হাতে নাই আংটি, মনে নাই শান্তি, তোমাকে চাই এই মঞ্জিল

** মনের আকাশে চাঁদ হয়ে আসলে তুমি, মুচকি হেসে দিলে উকি, বললে ভালোবাসি। একলা বসে ভাবি তোমার কথা, তোমার কেমন লাগে আমায় ছাড়া।

** তোমাকে ছাড়া আমার জীবন সাজেনা, তোমাকে পাবো না এই কথা মানি না। জানি সহজে তোমাকে পাওয়া যাবে না তাইতো হৃদয়ে ভরা বেদনা। তবে কি তুমি আমায় ভালোবাসো না।

** এক জীবনে তোমায় ভালোবাসা হলো না, তোমাকে আকাশ ছোয়া সুখ দেওয়া হলো না। তবে তোমায় রেখেছি খুব যতনে আমার বুকের মাঝে।

** তুমি থাকো দূরে দূরে আমার কাছে তোমার আশা আর হবে না। তুমি ভালোবাসো বা নাইবা বাসো আমার হৃদয়ের গহীন থেকে ভালবাসি তোমাকে।

** চেয়ে দেখো গাছের ডালে ডাকছে কত পাখি। তোমায় ছাড়া এই জীবনে বড় একা আমি।

** হতাম যদি পাখি উড়ে যেতাম তোমার বাড়ি। বসতাম তোমার গাছের ডালে গাইতাম চিকন সুরে গান। বলতাম তোমার কানে কানে তোমায় বড় ভালোবাসি।

** সকাল রাত সারা বেলা তোমার ছবি আমার মনে আঁকা। তোমার কাজ তোমার ভালোবাসা ওরে চাতক পাখি ময়না। এ কথা কি নাই তোমার জানা।

** মুখ দিয়ে নয় প্রাণ দিয়ে ভালোবাসতে চাই, আবারো জন্ম হলে তোমাকেই পেতে চাই।

** তুমি আমার সকাল রাত সারা বেলা, আমায় করোনা অবহেলা।

ভালোবাসার ছন্দ কষ্টের

মানুষের জীবনে বিভিন্ন রকমের কষ্ট থাকে, সেগুলো চাইলেও মানুষ এড়িয়ে যেতে পারে না। কষ্ট যখন আসে তখন পাহাড় সমান কষ্ট নিয়ে আসে। আর এই কষ্টের কথা ছন্দ আকারে মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে।

তাই আমরা আমাদের আজকের এই পোস্টে অনেকগুলো ভালোবাসার ছন্দ কষ্টের উপস্থাপনা করেছি। আশা করি এই ভালোবাসার কষ্টের ছন্দ গুলো আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে কষ্টের ছবি গুলো দেখে নিন।

** আমি বড় একা, মনে লাগে ব্যথা
পাই না তোমার দেখা।

** কিছু কথা আছে বলা যায় না
কিছু ব্যথা আছে সহ্য করা যায় না
এমন কিছু ফুল আছে তোলা যায় না
তেমনি তুমি এমন ভালোবাসার মানুষ
যাকে কখনোই ভুলা যায় না।

** চোখ দিয়ে এক ফোঁটা যদি পরে পানি
সেই এক ফোঁটা পানি তোমার কথাই বলে
মনের কথা বুঝনা তুমি না বললে মুখে
হাজারো ব্যাথা মাঝে মাঝে মনে করি তোমাকে।

** আমি যখন থাকবো নাকো কাঁদবি কি তুমি?
অচিন দেশে চলে গেলে আমায় মনে রাখবে কি?
যখন আমি সারা দিবোনা তখন কি ডাকবে আমায় তুমি?

** মানুষের জীবনে দুঃখ যখন আসে
তখন সবাই পালিয়ে যায়
থাকে না কেউ পাশে
কষ্ট যখন মনের মাঝে উঁকি দিয়ে যায়
ভালবাসার মানুষগুলো তখন দূরে চলে যায়।
** কিছু কথা মনে হলেই গুজব করে ছল ছল
জলকে বলি তুমি কেন চোখে কান্না হয়ে আসো।
তুমি কি আমার মনের কথাগুলো বোঝো?
জল বলে আমায় চোখ দুটি বড় ভালোবাসি।

** যেই কষ্ট মনের আকাশে উঁকি দিয়ে হাসে
সেই কষ্ট আমার চোখে কান্না হয়ে ভাসে।

** হাজারো কষ্টের মাঝে বদলে যায় না
তোমার প্রতি আমার অনুভূতি।
বারবার মনে করিয়ে দেই
তোমার উপস্থিতি।

** আমাকে ততটাই কষ্ট দাও
যতটা আমি সহ্য করতে পারব
কারণ কষ্টের মাত্রা বেশি বেড়ে গেলে
হয়তো তুমি আমাকে খুঁজেই পাবে না।

** ভালোবাসার মানুষ পাশে থাকার কথা দিয়ে
পাহাড় সমান কষ্ট দিয়ে চলে যায় অবশেষে।

** তোমাকে ভালোবাসার অপরাধে চোখের পানি উপহার দিলে
এই হৃদয় থেকে মুছে ফেলতে চাই তোমাকে।
না হয় কাঁদতে হবে চিরকাল আমাকে।

** সময় যেমন থেমে থাকে না কারো জন্য
জীবনও চলে তার নিজের গতিতে।
চলার পথে সঙ্গী হয় শুধু আত্মবিশ্বাস টুকু।

** মানুষের জীবনে কষ্ট একটি অবিচ্ছেদ্য অংশ
চাইলেও কষ্টকে মানুষের জীবন থেকে আলাদা করা যায় না।
কষ্ট আছে বলেই সুখের মূল্য অনেক।

** মানুষ বড় স্বার্থপর প্রয়োজন ফুরিয়ে গেলে
সুরে ফেলতে দেরি করে না।

** রাতের নীরবতা শুধু তোমার কথা বলে
যা আমাকে কাদায় সারারাত ধরে।

** এই পৃথিবীতে কষ্ট ভোলানোর মানুষের অভাব থাকলেও
কষ্ট দেওয়া মানুষের অভাব নেই।

** কাছের মানসিক কষ্ট দিয়ে যায় বেশি
তা ভাবলেই আমি কেঁদে ফেলি।

** খারাপ সময়টাকে জানাই স্বাগতম
কারণ তখন কাছের মানুষদের চেনা যায়
আসলে কে প্রকৃত কাছের মানুষ।

** আঘাত ছাড়া ভালো কিছু মূল্যহীন
কারণ আঘাত মানুষকে নতুন কিছু শিখতে সাহায্য করে।

** এক ধরনের মানুষ আছে
যারা কষ্ট দিয়ে সুখ পায়
সে জীবনে থাকুক বা নাই থাকুক।

** প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ বদলে যায়।

** ভালবাসি তাতেই উচিত
যে তোমাকে ভালোবাসে।

ভালোবাসার ছন্দ রোমান্টিক

আমরা প্রিয় মানুষকে খুশি করার জন্য কত কিছু করার চেষ্টা করি। তার মন পাওয়ার জন্য ভালোবাসার কবিতা ছন্দ কালেকশন করে রোমান্টিক ছন্দ মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে থাকি। রোমান্টিকতা বজায় রাখতে প্রেমের কবিতা ও ছন্দ প্রিয় মানুষটি পাঠাতেই পারেন।

তাই প্রেমিক-প্রেমিকাদের জন্য রোমান্টিক ছন্দ ভালোবাসার নিয়ে এলাম। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এবং ভালোবাসার এই ছন্দ গুলো আপনাদের উপকারে আসবে।

** তুমি কি জানো আমার জীবনের চেয়েও দামি তুমি। আমি তোমায় ভালোবাসি তুমি কি তা মানো? দেবী কি তুমি অধিকার তোমায় একটু ছুঁয়ে দেখার।

** টাপুর টুপুর বৃষ্টি পড়ে আজ তোমার কথা মনে পড়ে।

** আজও ভালোবাসি তোমায়, ঠিক সেই আগের মতই।

** কাউকে ভালবাসলে তাকে ছেড়ে দেয়া উচিত। সে যদি তোমার হয় তবে একদিন ঠিক ফিরে আসবে তোমার কাছে।

** সবার জীবনে প্রেম আসে তাইতো সবাই ভালবাসে।

** শক্ত করে হাতটি ধরো তোমার ছাড়া হবো নাকো কারো।
** চেয়ে দেখো আমার দিকে দুচোখ দেখতে তোমাকে।

** তোমার মুখের হাসি চাঁদের চেয়েও দামি, তোমায় ভীষণ ভালোবাসি আমি।

** তেঁতুল বাঁকা, চাঁদ বাঁকা, বাঁকা তোমার হাসি, তোমায় আমি খুব ভালোবাসি।

** আমার চোখের দিকে তাকিয়ে তুমি দেখো, আমার জীবন জুড়ে তুমি শুধু আছো।

** দূরে গেলে তুমি মরে যাব আমি, কাছে হলে তুমি বেড়ে যাবে পাগলামি।

** তুমি আছো তাই জীবনের মানে খুঁজে পাই। তাই সারাটা জীবন ধরে তোমার পাশে থাকতে চাই।

** তুমি আমার চাঁদের আলো রঙিন মুখের হাসি, তোমায় আমি শিউলি ফুলের মতো ভালোবাসি।

** ভালো আছি ভালো থেকো, মনে আমার রেখো। স্বপ্নের মাঝে আমায় খুঁজে নিও।

** চোখে আছে জল, মুখে আছে হাসি, তোমায় আমি অন্যরকম ভালোবাসি।

** শীতে দিব তোমায় ভালোবাসার চাদর, মিষ্টি রোদে পাবে তুমি আমার আদর।

** আশা ছিল তোমার জন্য গাদবো ফুলের মালা, খুজে দেখি সেই ফুলে ঘিরে আছে কাটা।

** গোলাপ ফুলে অনেক কাটা, তুমি আমায় দিলে মনে ব্যথা।

** পথে ঘাটে নদীর ধারে অনেক ছেলে দেখি কাউকে বলিনি তোমায় ভালোবাসি।

** ফুলের মত বউ তুমি চাঁদের মত হাসি সেই কারণে তোমায় আমি অনেক ভালোবাসি।

** কলা খেয়েও খেজুর খেও লেবু খেয়ো না আমার কথা মনে হলে দূরে যেও না।

** তুমি থাকো নদীর ওপারে, আমি থাকি এপারে। তোমার আমার দেখা হবে স্কুলে যাবার কালে।

ভালোবাসার ছন্দ স্ট্যাটাস

ভালোবাসা আছে বলেই পৃথিবী অনেক বেশি সুন্দর। ভালোবাসা আল্লাহর একটি মহৎ নিয়ামত। ভালোবাসার সমস্ত মানুষদের জন্য কিছু ছন্দ ভালোবাসার নিচে দেওয়া হলো। এগুলো আপনারা স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে ভালবাসার ছন্দ স্ট্যাটাস গুলো দেখে নেয়া যাক চলুন।

** তুমি আমার জীবনরে বন্ধু তুমি আমার প্রাণ। তোমায় ছাড়া বাঁচবো না আমি লুকিয়ে আছে তোমার মাঝে আমারে পরান।

** আমায় নহে গো ভালোবাসো মোর গান। দূরে আর থেকো না কাছে এসে বসো না হাতে হাত রেখে পার করব সারারাত।

** আছে যত খারাপ দিন উড়িয়ে দাও এই দূর আকাশে। তুমি শুধু থেকে যাও মোর জীবনের দুই নয়নের তারা হয়ে।

** তোমার মাঝে বাস করি আমি আমার মাঝে তুমি। ভালোবাসার মানুষ হিসেবে আমি শুধু তোমাকেই চিনি।
** ভুল করেও ভুলে যেও নাকো তুমি, সব ভুলের ক্ষমা করে দিও আমায়। অভিমানের পাহাড় ভেঙ্গে শুধু তোমার কাছে যেতে চাই।

** তুমি চুপ আমি চুপ চোখে চোখে হক কথা, নীরবতায় ভেসে যাক আজ মন খুঁজে পাক বেঁচে থাকার আশা।

** দিন কেটে যায় তোমার আশায়, রাত কেটে যায় তোমার ভাবনায়। তুমি ছাড়া একা আমি তোমার স্মৃতি আমায় কাঁদায়।

** কাছে এলে তুমি মনে হয় এ দেহে প্রাণ আছে দূরে গেলে মনে হয় যেন এই প্রাণটা হারাই গেছে।

** তুমি আমার আ জন্মের সাথী, কোনদিনও দেবো না তোমায় ফাঁকি।, তাইতো আমি তোমার জন্য বিরহের মালা গাথি।

** জোসনা রাতে ছাদে বসে ভাবি তোমার কথা। কোনদিনও দিও না আমায় তুমি ব্যথা।

** বৃষ্টি হলে তোমার কথা বেশি মনে পড়ে, থাকা মাথায় হাঁটবো দুজন অভিসারে। তোমার আমার মনের মিলন হবে।

** ভোরের শিশিরের মত তুমি এলে মোর জীবনে, ঘুমন্ত স্বপ্নের মাঝে রূপকথার গল্প হয়ে।

** আমি তোমার চোখে দুনিয়া দেখি, পার করি দুখের গাড়ি। আমার চোখে শুধু তোমারই ছবি আঁকি।

** তুমি আমার ক্লান্ত দুপুর রাতের সুখ তারা। তুমি ছাড়া জীবন যেন এক মরিচিকা।

** তোমাকে শুধু তোমাকেই শেষ তোমাকে লাগছে বেশ।

** হাজার ফুলের মাঝে তুমি একটি গোলাপ, তোমার মুখের দেখি চাঁদের হাসি।

** ফুলের মত বউ তুমি চাঁদের মতো হাসি, গুটি গুটি পায়ে আমি তোমার কাছে আসি।

** ঘর সাজাবো ফুল দিয়ে, মন সাজাবো রং দিয়ে, চোখ সাজাবো কাজল দিয়ে আর তোমায় সাজাবো ভালোবাসা দিয়ে।

** তুমি আমার মেঘলা আকাশ রোদেলা সূর্যের আলো। তোমার মুখের পূর্ণিমার হাসি আমি বড় ভালোবাসি।

** আমি যদি হতাম প্রজাপতি উড়ে যেতাম তোমার বাড়ি। তোমায় জড়িয়ে রাখবো ভালোবাসার চাদর দিয়ে।

** হৃদয় আছে হৃদয়ে থাকবে মরণের ও পরে। কোন বাধা আসলেও ছেড়ে যাবো না তোমারে।

** হতাম যদি বৃষ্টি আমি, ঝড়তাম তোমার নয়নে। রাঙিয়ে দিতাম মন তোমার সাত আসমানী রঙে।

** তারা চাই জানতে, নদী চাই ভাসতে আর আমার এ মন চাই তোমার কাছে থাকতে।

** কি করে বলবো তোমায় ভালোবাসি! কি করে ভুলবো তোমার মুখের হাসি? বুঝনা কি মনের কথা আমার সোনা পাখি।

** তোমার প্রেমে অন্ধ আমি, গভীর অন্ধকারে ডুব দিবো তোমায় পেলে আমি। পাল্টে যাব আমি খারাপ তাকে দিব ছুটি।

** ফিরে দেখো তুমি তোমার দিকে চেয়ে আছি আমি। মিষ্টি হাসির উঁকিতে ভাসবো আমি অতলে।

ভালোবাসার ছন্দ কষ্টের স্ট্যাটাস

অনেকেই ফেসবুকে ভালোবাসার কষ্টের ছন্দ স্ট্যাটাস দেওয়ার জন্য ভালো, রোমান্টিক, আবেগি কষ্টের ও ভালোবাসার ছন্দ গুগলে সার্চ দিয়ে খুজে থাকে। তাই তাদের জন্য আমরা আজকের এই আর্টিকেলে ভালোবাসার কষ্টের স্ট্যাটাস ও ছন্দ নিয়ে হাজির হয়েছি। নিচে থেকে আপনার পছন্দের বা মন মত ছন্দ ও স্ট্যাটাস বেছে নিন।

** ইট মারলে পাটকেল খেতে হয়। কেউ যদি কারো মনে কষ্ট দেয় তাহলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট ফিরে পাবে। তাই কারো মনে কষ্ট দিওনা।

** যেখানে ভালোবাসা আছে সেখানে দুঃখ আসবেই। তাই দুঃখকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে।

** ভালোবাসা এমন একটা অমূল্য সম্পদ যা সবার জীবনে এই ভালোবাসা পাবার সৌভাগ্য হয় না। কেউ না পাওয়ার দুখের ভেলায় ভেসে যায় আজীবন।

** অন্ধকার ছাড়া যেমন আলোর মূল্য নেই, তেমনি কষ্ট ছাড়া সুখেরও কোন মূল্য নেই। তুমি আছো জীবন জুড়ে তুমি ছাড়া বৃথা আমি।

** তাই তাই এমন তোমাকে চাই, মন মন্দিরে আছো তুমি যেখানে একা তোমার ছবি। কিন্তু তোমার কাছে যাবার পথটা বাঁকা।

** বারবার করে পড়ছে মনে তোমার কথা, সেই তুমি যে কিনা দিয়েছো আমার মনে ব্যথা।

** প্রেম জুয়ারে দেব পাড়ি, নেবনা কখনো তোমার সাথে আড়ি। হঠাৎ তুমি দিলে দেখা আমার মন আকাশে কষ্টগুলো হল ফাঁকা আমার প্রেমের রাজ্য তুমি আমার রানী।

** ভালোবাসার ছন্দে মনে থাকে আনন্দে। তোমায় করে মনমোহ হলে বন্ধ, মেটাবো সকল দ্বন্দ্ব।

** হায়রে মনের বেদনা তোমায় ছাড়া কিছু বোঝেনা। বুকের মাঝে আছো তুমি ওরে আমার চাতক পাখি ময়না।

** কিছু কথা আছে যায় না বলা, কিছু ব্যাথা আছে যাই না ভুলা, তুমি এলে তাই এ জীবনের মানে খুঁজে পাই।

লেখকের মতামত

প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই পোষ্টকৃত ভালোবাসা ছন্দ ও স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের ছন্দ ও স্ট্যাটাস গুলো নিয়ে ফেসবুকে ক্যাপশন দিতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের স্ট্যাটাস,ক্যাপশন ও ছন্দ আর্টিকেলের মাধ্যমে তুলে ধরি। তাই এমনই ছন্দ স্ট্যাটাস এর পোস্ট পেতে নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url