মেট্রোরেল,পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
১০০+ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীমেট্রোরেল,পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ও পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে সাজিয়েছি আজকের এই আর্টিকেল। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় পদ্মা সেতু ও মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রশ্ন এসে থাকে।
তাই আজকের এই পোস্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ মেট্রোরেল ও পদ্মা সেতু সাধারণ জ্ঞান এর প্রশ্ন ও প্রশ্নের উত্তর কর্মানুসারে সাজিয়েছি।
পোস্ট সূচিপত্র
ভূমিকা
মেট্রোরেল ও পদ্মা সেতু বাংলাদেশের উন্নতির স্বাক্ষর বহন করে। বর্তমান বাংলাদেশে পদ্মা সেতু ও মেট্রোলের বিষয়টি হট টপিক। তাই যেকোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় পদ্মা সেতু মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সেজন্য আমরা মেট্রোরেল সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে নিতে বিস্তারিত আলোচনা করেছি।
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
অবশ্যই অর্জন করা প্রয়োজন মেট্রোলের সম্পর্কে সাধারণ জ্ঞান। এই প্রথম বাংলাদেশের যেহেতু মেট্রোরেল চালু হয়েছে এইজন্য অবশ্যই আমাদের মেট্রোল সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। যদি কেউ আমাদের দেশের মেট্রো সম্পর্কে কোন প্রশ্ন করে তাহলে আমরা খুবই সহজে মেট্রোরেল সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দিতে পারবো।
আরো পড়ুনঃ বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি শিক্ষিত
সেজন্য আমাদের সকলের মেট্রোরে সম্পর্কে সকল জ্ঞান সদা প্রস্তুত থাকা দরকার। নিজের আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেট্রোরেল সম্পর্কে তথ্য দেয়া হলো।
** প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পের পরিচালনার কারী কোম্পানির নাম?
উত্তরঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি
**প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হয়?
উত্তরঃ ২০১৬ সালের
**প্রশ্নঃ RSTP কি?
উত্তরঃ Revised Strategic Transport Plan.
**প্রশ্নঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি গঠন?
উত্তরঃ ৩ জুন ২০১৩ সাল
**প্রশ্নঃ মেট্রোলের প্রকল্পের বাস্তবায়নের জন্য ঋণ প্রদান করেন?
উত্তরঃ জাইকা
**প্রশ্নঃ RSTP অনুসারে সরকার ম্যাস ট্রানজিট প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনা সংখ্যা?
উত্তরঃ ৫ টি
**প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়?
উত্তরঃ ২২,০০ কোটি টাকা
**প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পে বাস্তবায়নের জন্য জায়গা ঋণ প্রদান করার শতাংশের হার?
উত্তরঃ ৭৫%
**প্রশ্নঃ মেট্রোরেল প্রথম স্তর চালু হওয়ার স্থান?
উত্তরঃ মতিঝিল হতে উত্তরা
**প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পের ঋণের পরিমাণ?
উত্তরঃ ১৬,৫৯৫ কোটি টাকা
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রথম স্তর চালু হয়?
উত্তরঃ ২০২০ সালে
**প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পে সরকারের মোট অধ্যায়নের পরিমাণ?
উত্তরঃ ৫,৩৯০ কোটি
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রথম স্তরের রেলপথের নাম?
উত্তরঃ এমআরটি লাইন-৬
**প্রশ্নঃ মেট্রোরেল ব্যবহার করে মতিঝিল হতে উত্তরা পৌঁছে সময় লাগে?
উত্তরঃ ৩৫ মিনিট
**প্রশ্নঃ মেট্রোলের প্রথম স্তর স্টেশন সংখ্যা?
উত্তরঃ ১৬ টি
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস?
উত্তরঃ ২ মিটার
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রথম স্তর দৈর্ঘ্য?
উত্তরঃ ২০.১০ কিলোমিটার
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রকল্পের প্রথম স্তর প্রতিটি ট্রেনের বগি সংখ্যা?
উত্তরঃ ৬ টি
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রকল্পের প্রথম ট্রেন সংখ্যা?
উত্তরঃ ২৪ টি
**প্রশ্নঃ মেট্রোরেলে বিদ্যুৎ যোগানোর জন্য উপকেন্দ্রের সংখ্যা?
উত্তরঃ ৫ টি
মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান 2022
**প্রশ্নঃ সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত?
উত্তরঃ ৩৩,৪৭১.৯৯ কোটি টাকা
প্রশ্নঃ মেট্রোরেল প্রকল্পে জায়গা কত টাকা দেয়?
উত্তরঃ১৯,৭১৮,৪৭ কোটি টাকা
**প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ২০২২ সাল
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রথম নারী চালকের নাম?
উত্তরঃ মরিয়ম আফিজা
**প্রশ্নঃ মেট্রোরেলের সর্বনিম্ন সর্বোচ্চ ভাড়া কত?
উত্তরঃ ২০ থেকে ১০০ টাকা
**প্রশ্নঃ মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্নারক নোট মুদ্রণ করেছে?
উত্তরঃ 50 টাকা
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রথম যাত্রী কে?
উত্তরঃ শেখ হাসিনা
**প্রশ্নঃ মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা?
উত্তরঃ ১৩ মিটার
**প্রশ্নঃ মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব?
উত্তরঃ ৩০ কিলোমিটার হতে ৪০ কিলোমিটার
**প্রশ্নঃ মেট্রোরেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ?
উত্তরঃ ১৩.৪৭ মেগাওয়াট
**প্রশ্নঃ মেট্রোরেলের বিদ্যুৎ যোগানোর জন্য উপকেন্দ্রের স্থানসমূহ
উত্তরঃ তালতলা,সোনারগাঁও,পল্লবী,বাংলা একাডেমি,উত্তরা
**প্রশ্নঃ মেট্রোরেলের তৃতীয় স্তর চালু হওয়ার স্থান?
উত্তরঃ পল্লবী থেকে উত্তরা
**প্রশ্নঃ মেট্রোরেলের দ্বিতীয় স্তর?
উত্তরঃ ৪.৪০ কিলোমিটার
**প্রশ্নঃ মেট্রোরেলের দ্বিতীয় স্তর চালু হওয়ার স্থান?
উত্তরঃ হোটেল সোনারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক
**প্রশ্নঃ ঢাকা মেট্রো রেল স্টেশন সংখ্যা?
উত্তরঃ ১৬ টি
**প্রশ্নঃ ঢাকা মেট্রোরেলের প্যাসেঞ্জার ক্যাপাসিটি?
উত্তরঃ ১.০০.৮০০ জন
**প্রশ্নঃ ঢাকা মেট্রো রেলের ট্রেনের সংখ্যা?
উত্তরঃ ৫৬ টি
**প্রশ্নঃ ঢাকা মেট্রোরেলের রুটের দৈর্ঘ্য?
উত্তরঃ ২০.১ কিলোমিটার
**প্রকল্প মোট বাজেট?
উত্তরঃ ১.৮ বিলিয়ন মার্কিন ডলার
**প্রশ্নঃ ঢাকা মেট্রো রেলের স্টেশন সংখ্যা?
উত্তরঃ 16 টি
**প্রশ্নঃ ঢাকা মেট্রো রেলের প্রকল্পের কাজ শুরু?
উত্তরঃ ২৬ জুন মাস ২০১৬ সাল
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
অতি গুরুত্বপূর্ণ ও বাংলাদেশর অন্যতম প্রকল্পের নাম হল পদ্মা সেতু। এটি হাজারও মানুষের স্বপ্ন। এই সেতুটি যোগাযোগ ও অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা পরীক্ষার ও সরকারি পরীক্ষার জন্য এই পদ্মা সেতুটি সমান ভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনি কলেজের শিক্ষক,বিসিএস পরীক্ষার্থী,বেসরকারি বা সরকারি ব্যাংক ও বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেন,তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।
আরো পড়ুনঃ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ২০২২
কারণ এই পোস্টের পদ্মা সেতুর সকল সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করব। নিতে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আলোচনা করা হয়েছে।
**প্রশ্নঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তরঃ পদ্মা সেতুর সংযোগ সড়কের দৈর্ঘ্য হলো ১২.১৭ কিলোমিটার।
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রকল্পের নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
**প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের নদী ব্যবস্থাপনা ব্যয় কত?
উত্তরঃ ৮ হাজার ৬০৭ কোটি ৮১ লক্ষ টাকা
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে?
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে
**প্রশ্নঃ পদ্মা সেতু কি প্রকার সেতু?
উত্তরঃ পদ্মা সেতুর একটি দ্বিতল বিশিষ্ট ট্রাস ব্রিজ
**প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের জন্য কোন কোম্পানি চুক্তিবদ্ধ?
উত্তরঃ চাইনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড
**প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তরঃ ৩.১৮ কিলোমিটার
**প্রশ্নঃ শেষ স্প্যানটি কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তরঃ ১২/১৩ নাম্বার খুঁটিতে
**প্রশ্নঃ পদ্মা সেতু পিলারের সংখ্যা কত?
উত্তরঃ ৪২ টি
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ ১৮.১৮ মিটার (৫৯.৬৫ ফুট)
**প্রশ্নঃ পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের একুশ টি জেলাকে সরাসরি সংযুক্ত করেছে
**প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তরঃ ৮১ টি
**প্রশ্নঃ কোন প্রতিষ্ঠান পদ্মা সেতুর নকশা করেছে?
উত্তরঃ নিউজিল্যান্ড ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান AECOM
**প্রশ্নঃ পদ্মা সেতুর নির্মাণকাল?
উত্তরঃ শুরু হয় ২০১৪ সালের ২৬শে নভেম্বর এবং শেষ হয় ২০২২ সালের ২৩ জুন
**প্রশ্নঃ পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?
উত্তরঃ ১২২ তম
**প্রশ্নঃ পদ্মা সেতুর উদ্বোধন হয় কবে?
উত্তরঃ ২৫ জুন ২০২২ সাল
**প্রশ্নঃ পদ্মা সেতু দুই প্রান্তের জেলার নাম কি?
উত্তরঃ ১.শরীয়তপুর ও মাদারীপুর ২.মুন্সীগঞ্জের লৌহজং
**প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের জনবল কত?
উত্তরঃ প্রায় ৪০০০
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রকল্পের মোট ব্যয় কত?
উত্তরঃ ৩২ হাজার ৬০০৫ কোটি টাকা
**প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্প কত কিলোমিটার নদী শাসন করেছে?
উত্তরঃ ১২ কিলোমিটার
**প্রশ্নঃ পদ্মা সেতুর উচ্চতা পানির স্তর থেকে কত?
উত্তরঃ ৬০ ফুট/১৮ মিটার
**প্রশ্নঃ প্রতিটি স্তরের জন্য কয়টি পাইল আছে?
উত্তরঃ ৬ টি করে
**প্রশ্নঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ মূল সেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার
**প্রশ্নঃ পদ্মা সেতুর পাইলিং সর্বোচ্চ গভীরতা কত?
উত্তরঃ ৩৮৩ ফুট/১২২ মিটার
**প্রশ্নঃ খরস্রোতা নদীর ওপর বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু?
উত্তরঃ পদ্মা সেতু
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রতিটি স্পেনের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৫০ মিটার
**প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণে কোন দেশ অর্থায়ন করেছে?
উত্তরঃ বাংলাদেশের নিজস্ব অর্থায়ন থেকে এই সেতুটি নির্মাণ করা হয়েছে
**প্রশ্নঃ পদ্মা সেতুর শেষ স্প্যানটি কোন দিনে বসানো হয়?
উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২১ সালে
**প্রশ্নঃ পদ্মা সেতুর পূর্বে বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কি ছিল?
উত্তরঃ যমুনা সেতু
**প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্প নদী শাসন ব্যয় কত?
উত্তরঃ ৭০৭ কোটি ৮১ লক্ষ টাকা
**প্রশ্নঃ পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তরঃ ২৯৪ টি
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রথম স্পেন কবে বসে?
উত্তরঃ 30 সেপ্টেম্বর 2017 সাল
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রতিটি স্পেনের ওজন কত?
উত্তরঃ ৩২০০ টন
**প্রশ্নঃ পদ্মা সেতু এশিয়ার কততম সেতু?
উত্তরঃ ষষ্ঠতম
**প্রশ্নঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
উত্তরঃ 100 বছর
**প্রশ্নঃ পদ্মা সেতুর পিলার ও স্পেন সংখ্যা কত?
উত্তরঃ ৪২ টি পিলার ও ৪১ টি স্পেন
**প্রশ্নঃ পদ্মা সেতু কোন বিভাগে অবস্থিত?
উত্তরঃ ঢাকা বিভাগে
**প্রশ্নঃ পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালি মহিলা প্রকৌশলীর নাম কি?
উত্তরঃ ইসরাত জাহান ইশি
**প্রশ্নঃ পদ্মা সেতু পাইলের ব্যাস কত?
উত্তরঃ ৩ মিটার
**প্রশ্নঃ পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
উত্তরঃ সেতু কর্তৃপক্ষের
**প্রশ্নঃ পদ্মা সেতুর কারণে প্রতিবছর কত শতাংশ জিডিবি বাড়বে?
উত্তরঃ ১.২%
**প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যর বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়?
উত্তরঃ ১১
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২২
বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের সেতু হলো পদ্মা সেতু। সবার রয়েছে এই সেতুটি নিয়ে অর্থায়নের নির্মিত নানা কৌতূহল। বর্তমান সময়ে বেশিরভাগ চাকরি পরীক্ষা ও ভার্সিটি পরীক্ষায় এই পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তাই আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান .২০২২ নিয়ে। তাহলে চলুন দেরি না করে জেনে নিই গুরুত্বপূর্ণ কিছু পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান গুলো।
**প্রশ্নঃ পদ্মা সেতু সড়কটি কত লাইন বিশিষ্ট?
উত্তরঃ চার লাইন
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তরঃ ৭২ ফুট
**প্রশ্নঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬.১৫০ কিলোমিটার
**প্রশ্নঃ পদ্মা সেতুর নির্মাণ বাজেট কত?
উত্তরঃ ২৮,৭৯৩ কোটি টাকা
**প্রশ্নঃ পদ্মা সেতু কয় স্তর বিশিষ্ট?
উত্তরঃ দুই স্তর
**প্রশ্নঃ পদ্মা সেতুর কোন কোন অঞ্চলকে সংযুক্ত করেছে?
উত্তরঃ পশ্চিমা দক্ষিণ অঞ্চলকে
**প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত?
উত্তরঃ ৪১টি
**প্রশ্নঃ পদ্মা সেতু দ্বিতীয় স্তরে কি আছে?
উত্তরঃ রেললাইন
**প্রশ্নঃ পদ্মা সেতু পিলার সংখ্যা কত?
উত্তরঃ ৪২ টি
**প্রশ্নঃ পদ্মা সেতুর ভাইডাক্ট পিলার কতটি?
উত্তরঃ ৮১ টি
**প্রশ্নঃ পদ্মা সেতু কোন কোন এলাকাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ শরীয়তপুর,মুন্সিগঞ্জ,লৌহজং ও মাদারিপুর
**প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণে কতজন প্রকৌশলী কাজ করেন?
উত্তরঃ ২৭ জন
**প্রশ্নঃ কত সালে চুক্তি করে?
উত্তরঃ ২০০৯ সালে
**প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণে কোন কোম্পানিতে দায়িত্ব দেয়া হয়?
উত্তরঃ চায়না রেলওয়ে কোম্পানি
**প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণে কারা চুক্তি করে তা ভঙ্গ করে?
উত্তরঃ বিশ্ব ব্যাংক
**প্রশ্নঃ চুক্তি ভঙ্গ করে কত সালে?
উত্তরঃ ২০১২ সালে
**প্রশ্নঃ মোট কয়টি পাইলিং রয়েছে?
উত্তরঃ ২৬৪ টি
**প্রশ্নঃ পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তরঃ ৩৮২ ফুট
**প্রশ্নঃ পদ্মা সেতুর প্রকল্পের নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
**প্রশ্নঃ পদ্মা সেতুতে কি কি থাকবে?
উত্তরঃ অফস্টিক ফাইবার লাইন ও গ্যাস,বিদ্যুৎ
**প্রশ্নঃ কে পদ্মা সেতু উদ্বোধন করেন?
উত্তরঃ প্রধানমন্ত্রী
**প্রশ্নঃ পদ্মা সেতু পেলেনের সভাপতি কে?
উত্তরঃ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
**প্রশ্নঃ পদ্মা সেতুর স্থাপন বিশেষজ্ঞ দলের সদস্য সংখ্যা?
উত্তরঃ ১১ জন
লেখক এর মতামত
প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের আর্টিকেলের বিষয় পদ্মা সেতু ও মেট্রোরেলের সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর গুলো করেছেন। এই প্রশ্ন ও প্রশ্নের উত্তরগুলো আপনাদের বাংলাদেশের পদ্মা সেতু মেট্রো রেল এর সাধারণ জ্ঞানের উন্নতি করবে। এবং এ বিষয়ের ওপর যেকোনো পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি সহজেই তা উত্তর করতে পারবেন। এমনই বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। ধন্যবাদ
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url