মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস |
আমরা আমাদের এই পোস্টে এ বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি এ বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
পোস্ট সূচিপত্র
ভূমিকা
আমাদের বিভিন্ন কারণে অনেক সময় লোকেশন বের করার প্রয়োজন হয়। বিভিন্ন প্রকার apps রয়েছে লোকেশন বের করার। মোবাইল নাম্বার দিয়ে আপনি চাইলে লোকেশন বের করার অ্যাপস ব্যবহার করে জেনে নিতে পারবেন যে এই নাম্বারটা কোন জায়গায় বা কোন লোকেশনে আছে। নাম্বার দিয়ে আপনি যদি বাংলাদেশে বসে লোকেশন ট্র্যাকিং করতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস
মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল টেলিফোন শুধুমাত্র অপারেটর চাইলে এক মিনিটেই ফোন নাম্বার ব্যবহার করে লোকেশন বের করে ফেলতে পারে। কিন্তু কখনোই তারা কারো লোকেশন তথ্য দিবে না বা জানাবে না। আইনের কাজে শুধুমাত্র এটি ব্যবহার করে। কিন্তু এর মধ্যে একটি ভালো সংবাদ আছে, সেটি হল অনলাইনে কয়েকটি মোবাইল নাম্বার ট্র্যাকিং অ্যাপস রয়েছে যেগুলো আপনি নিজে ব্যবহার কর করতে পারেন।
এবং এটি ব্যবহার করে একজনের কন্টাক্ট,কল লিস্ট বা লোকেশন ইত্যাদি সকল Information খুব সহজে জেনে নিতে পারবেন। সকলের জন্যই এই অ্যাপসগুলো উন্মুক্ত চাইলেই যে কেউ তাদের এন্ড্রয়েড ফোন দিয়ে অ্যাপস গুলো ব্যবহার করতে পারে। এমনই কিছু অ্যাপসের কথা নিতে উল্লেখ করা হয়েছে।
ফোন ট্র্যাকার বাই নাম্বার (Phone Tracker By Number)
এটি হচ্ছে সিম লোকেশন ট্র্যাকার অ্যাপস। খুব দ্রুত এই অ্যাপস দিয়ে একটি অপরিচিত নাম্বারের লোকেশন নির্মূল ভাবে ট্রাকিং করতে পারা যায়। এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে মূলত বাবা-মায়ের জন্য যাতে তারা খুব সহজে তাদের সন্তানদের লোকেশন ট্র্যাক করতে পারে যদি এখানে সন্তানদের নাম্বার আপনি ইনপুট দিয়ে রাখেন।
আনলিমিটেড নাম্বার এখানে ইনপুট দেওয়া যায়। আপনার সন্তান যখন বন্ধুদের সঙ্গে স্কুলে যায় বা বাইরে খেলতে বের হয়,তাদের অবস্থান জানার জন্য তখন অ্যাপসটি আপনাকে অনেক হেল্প করবে। আপনার বাচ্চা কখন কোথায় আছে তা সরাসরি জিপিএস লোকেশন ট্রাকিং এর মাধ্যমে দেখাবে। এবং কখন কোথায় গিয়েছিল এইসব তথ্য এই অ্যাপস সেভ করে রাখবে।
এছাড়াও Location History,Location Via Gps,Number Details,Current Location আরো নানান ইনফরমেশন আপনি আপনার মোবাইল Number দিয়ে Location বের করার এই Apps থেকে জেনে নিতে পারবেন।
কলার স্মার্টঃ কলার আইডি ব্লক (ফ্রি) [Caller Smart: Caller ID + Block (Free)]
এই লোকেশন ট্রাকিং অ্যাপ্লিকেশনটি আইফোন ইউজারদের জন্য অনেক ভালো কাজ করবে। এই Apps টি যদি আইপ্যাড বা আইফোন এর Download করা থাকে তবে Unknown Number থেকে কল আসলে সেই নাম্বারের মালিকের নাম ও লোকেশন দেখাবে। এই অ্যাপ্লিকেশনের আরও একটি বড় সুবিধা রয়েছে সেটি হল,কোন ব্যক্তি যদি আপনার ফোন নাম্বার এই Apps টিতে Serarch করে তবে তার সব ইনফরমেশন দেখাবে আপনাকে।
এই অ্যাপ্লিকেশনটি আপনি অ্যাপেল প্লেস্টোর থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এবং এটির পেড ভার্সন ও রয়েছে। পেড ভার্সন এর জন্য বা এক্সক্লুসিভ ফিউচার ব্যবহারের জন্য পেড সাবস্ক্রাইব কিনতে হবে আপনাকে।
মিঃ নম্বর লুকআপ অ্যান্ড কল ব্লক (প্রিমিয়াম) [Mr. Number Lookup & Call Block (Premium)]
এই অ্যাপটি চমৎকার একটি অ্যাপ। আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ১০০% নিরাপত্তাই বের করতে চান তবে এই অ্যাপটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আপনি এই Apps ফ্রিতে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে যে নাম্বারটি স্ক্যামার কিনা। আর আপনি যদি এই নাম্বার দিয়ে এপটিতে সার্চ করেন তাহলে অন্য ব্যক্তির মন্তব্য দেখতে পারবেন এই অ্যাপটির ব্যবহার করার মাধ্যমে।
অর্থাৎ মোবাইল নাম্বারটির মালিক যদি ঠকবাজ হয় তাহলে সেটি বুঝতে পারবেন মন্তব্য গুলো পড়ে খুব সহজে। এবং যে কোন নাম্বার অ্যাপ থেকে সরাসরি ব্লগও করতে পারবেন। এই অ্যাপটির টাকা দিয়ে ব্যবহার করতে হবে।
ট্রু কলার (ফ্রি এবং প্রিমিয়াম) True Caller (Free & Premium)
মোবাইল নাম্বারের মাধ্যমে লোকেশন ট্র্যাক করার অ্যাপ হিসেবে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি Android ও Iphone উভয় ডিভাইজে ইউজ করতে পারবেন। এই অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ফোনে কল আসলে বা মেসেজ আসলে সেই কল বা মেসেজ দাতার নাম আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে অটোমেটিক ভাবে। অপরিচিত নাম্বারের পরিচয় বের করার জন্য এই অ্যাপসটির দারুন ভাবে কাজ করে।
স্পাইক (প্রিমিয়াম) Spyic (Primium)
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার জন্য এই অ্যাপটি জাদুকরী কাজ করে। তবে এটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এটি প্রিমিয়াম বা টাকা দিয়ে ব্যবহার করতে হবে।
গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের
গুগল ম্যাপ কি তা আমরা অনেকেই জানতে চাই এবং আমরা যারা স্মার্ট ফোন ব্যবহারকারী আছি তাদেরও মনে সচার-আচর একটি প্রশ্ন থাকে যে কিভাবে গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করা যায়। মূলত এই সকল ধরনের প্রশ্নের কথা মাথায় রেখে আমাদের আজকের এই পোস্ট। এবং গুগোল ম্যাপ সম্পর্কিত আপনাদের অজানা যে সকল বিষয় রয়েছে,সেইগুলো এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব।
আরো পড়ুনঃ মুখের ভিতরে সাদা ঘা কেন হয়
উপরে উল্লেখিত আলোচনা থেকে আপনি জানতে পেরেছেন যে গুগল ম্যাপ আসলে কি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম সম্পর্কে। আর এবার আপনাকে এই বিষয়টি জানানোর পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দিব, আর সে বিষয়টি হলো গুগল ম্যাপে মোবাইল লোকেশন বের করার উপায়। আপনাকে একটু বিস্তারিত মূল আলোচনায় যেতে হবে এ বিষয় সম্পর্কে জানার জন্য।
কেননা যদি আপনি গুগল ম্যাপ থেকে মোবাইল লোকেশন বের করতে চান, তাহলে বেশ কিছু পদ্ধতি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তাহলে চলুন এবার স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতি গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
যদি আপনি গুগল ম্যাপে নিজের লোকেশন বের করতে চান। তাহলে আপনাকে সর্বপ্রথম গুগল ম্যাপ নামে একটি Apps আছে সেটি apps টি আপনার ফোনে ইন্সটল করে নিতে হবে। যখন Apps অপেন করবেন তখন আপনার ফোনের স্ক্রিনে একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনাকে নিচে বলা ধাপগুলো ফলো করতে হবে।
- ধাপ ১ঃ Information অপশন থেকে Location চালু করতে হবে আপনার মোবাইল ফোনে।
- ধাপ ২ঃ এরপরে গুগল ম্যাপের ডানদিকে একটি গোল বৃত্তের মতো অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
- ধাপ ৩ঃ আপনার স্ক্রিনে দেখানো গুগল ম্যাপের ডান পাশে গোল বৃত্তের ক্লিক এরপর কিছু সময় ওয়েট করতে হবে।
- ধাপ ৪ঃ কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিনে দেখানো গুগল ম্যাপে নীল লোকেশন চিহ্নতে একটি ডট দেখাবে। আর যে স্থানে ওই চিহ্নটা দেখাবে মূলত সেটি আপনার লোকেশন।
লেখক এর মতামত
প্রিয় পাঠক, আমাদের পোষ্টের আজকের টপিক মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার অ্যাপস আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং এই পোস্টটি পড়ে এই সম্পর্কে আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন। আর যদি এই পোস্ট সংক্রান্ত আপনার কোন প্রশ্ন থাকে তবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোন টপিক অন্য কোন আর্টিকেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url