ডিসেম্বর মাসের দিবস সমূহ ২০২৩

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা কত সন ছিলডিসেম্বর মাসের দিবস সমূহ ২০২৩ তালিকা নিয়ে আজকের এই পোস্ট। ডিসেম্বর মাস ইংরেজি ১২টা মাসের মধ্যে সর্বশেষ মাস। বাংলা মাস অনুযায়ী অঘ্রাণ ও পৌষ মাস পড়েছে ডিসেম্বর মাসে।
ডিসেম্বর মাসের দিবস সমূহ ২০২৩
ডিসেম্বর মাসের দিবস সমূহ ২০২৩
এ ডিসেম্বর মাস ৩১ দিনের হয়ে থাকে।ল্যাটিন "Decem" শব্দ থেকে ডিসেম্বর মাসের নাম নেওয়া হয়েছে। এর অর্থ হল দশ। কিন্তু জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুইটা মাস সংযুক্ত হওয়ায় ডিসেম্বর মাসকে ১২ মাস তথা দ্বাদশ মাস হিসেবে বিবেচনা করা হয়।

ভূমিকা

আজকের এই আর্টিকেলে আমরা ডিসেম্বর মাস ২০২৩ সালের দিবস ও সরকারি ছুটি গুলো ও এই মাসের সকল দিবস গুলোর তালিকা আজকে তুলে ধরব। আমাদের মধ্যে অনেকেই গুগলে সার্চ করে এই ২০২৩ সালের ডিসেম্বর মাসের দিবস ও ছুটি সম্পর্কে জানার জন্য।
তাই এই পোস্টে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। নিচে দেওয়া ছুটি ও দিবসের তথ্যগুলো জানলে আপনার কাজে আসবে। তাহলে চলুন ২০২৩ সালের ডিসেম্বর মাসের ছুটি ও দিবস গুলো যেনে নেওয়া যাক।

ডিসেম্বর মাসের দিবস সমূহ ২০২৩

জাতীয় ও আন্তর্জাতিক সর্বমোট মিলিয়ে .২১ টি দিবস রয়েছে ডিসেম্বর মাসে। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষার মত আরো নানান গুরুত্বপূর্ণ পরীক্ষায় বিভিন্ন মাসের দিবস সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে বর্তমানে।

যেহেতু ডিসেম্বর মাসটি আমাদের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই ডিসেম্বর মাসে বাংলাদেশের ইতিহাস এর গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, তাই আমাদের সকলের উচিত এই মাসের দিবস গুলো সম্পর্কে জ্ঞান রাখা।

জাতীয় দিবস সমূহঃ

দিবসের নাম তারিখ মাস
মুক্তিযোদ্ধা দিবস 01 December
জাতীয় বস্ত্র দিবস 04 December
স্বৈরাচার দিবস 06 December
জাতীয় যুব দিবস 08 December
বেগম রোকিয়া দিবস 09 December
জাতীয় ভ্যাট দিবস 10 December
স্মার্ট বাংলাদেশ দিবস 12 December
শহীদ বুদ্ধিজীবী দিবস 14 December
বিজয় দিবস 16 December
বাংলা ব্লগ দিবস 19 December
জাতীয় জীব বৈচিত্র্য দিবস 29 December
জাতীয় প্রবাসী দিবস 30 December

আন্তর্জাতিক দিবস সমূহঃ

দিবসের নাম তারিখ মাস
বিশ্ব এইডস দিবস 01 December
বিশ্ব প্রতিবন্ধী দিবস 03 December
বিশ্ব নৌ দিবস 04 December
বিশ্ব মৃত্তিকা দিবস 05 December
বআন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক স্বেচ্ছাসেবক দিবস 05 December
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস 07 December
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 09 December
বিশ্ব মানবাধিকার দিবস 10 December
বিশ্ব পর্বত দিবস 11 December
আন্তর্জাতিক অধিবাসী দিবস 18 December
জাতিসংঘ আরবি ভাষা দিবস 18 December
খ্রিস্টানদের বড়দিন 25 December

ডিসেম্বর মাসের সরকারি ছুটি

ডিসেম্বর মাসের গুরুত্বের কথা সকল বাঙালি জানে। আমাদের বিজয়ের মাস হল ডিসেম্বর মাস। এই মাসেই বিজয় অর্জন করেছি আমরা। ডিসেম্বর মাসে দুইদিন সরকারি ছুটি রয়েছে। চলুন নিছে সে সম্পর্কে আলোচনা করা যাক।

১৬ই ডিসেম্বরঃ ডিসেম্বর মাসের ১৬ তারিখে সরকারি বেসরকারি ছুটির দিন। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি। বাংলাদেশের সকল মানুষ প্রতিবছর এই দিনটাকে পালন করে আসছে। এই দিনে বাংলাদেশের সরকারি অফিস-আদালত,বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে।
এবং এই ১৬ই ডিসেম্বর দিনটাকে বাংলাদেশের সকল মানুষেরা নানাভাবে উদযাপন করে থাকেন। ইস্কুল প্রতিষ্ঠানগুলো পিটি,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

বিভিন্ন বাহিনীরা যেমন পুলিশ বাহিনী,বিমানবাহিনী,নৌবাহিনী,সেনাবাহিনী ফুচকাওয়াজ প্রদর্শন করেন। এবং এর পাশাপাশি সামাজিকভাবে ও নানামুখী অনুষ্ঠান হয়ে থাকে এই দিনটাই।

২৫ ডিসেম্বরঃ এই ডিসেম্বরে মাসের আরেকটি ছুটির দিন হল খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড় দিন। এটি খৃষ্টান ধর্মাঅবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। খুব জাঁকজমক ভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর এই দিনটা উদযাপন করেন। এই দিনটিতে যিশুখ্রিস্টানের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করেন এই ধর্মাবলম্বীর মানুষেরা। যদিও এই ধর্মের পন্ডিত দানের মধ্য মতবিরোধ রয়েছে এই বিষয়ে।

সরকারি ছুটির তালিকাঃ

দিবসের নাম তারিখ মাস
বিজয় দিবস 16 December
বড় দিন(যিশু খ্রেষ্টের জন্ম) 25 December

কিছু প্রশ্নের উত্তর

  • ডিসেম্বর মাস কত দিন?
  • উত্তরঃ 31 মাস
  • ডিসেম্বর নামের অর্থ কি?
  • উত্তরঃ ডিসেম্বর নামটি নেওয়া হয়েছে ল্যাটিন decem থেকে এবং এর অর্থ হল দশ।
  • মুক্তিযুদ্ধ দিবস কবে?
  • উত্তর 1 December
  • স্বৈরাচার পতন দিবস কত তারিখে?
  • উত্তরঃ 6 December
  • বেগম রোকেয়া দিবস কোন মাসে?
  • উত্তরঃ 9 December
  • শহীদ বুদ্ধিজীবী দিবস কোন মাসে কত তারিখে পালন করা হয়?
  • উত্তরঃ 14 December
  • বিজয় দিবস কত তারিখে?
  • উত্তরঃ 16 December
  • ডিসেম্বর মাসে সরকারি ছুটি কয় দিন?
  • উত্তরঃ দুইদিন 16 December ও 25 December

লেখক এর মতামত

প্রিয় ভিউয়ার্স, আশা করি ডিসেম্বর মাস নিয়ে আমাদের আজকের নিবন্ধনটা আপনাদের ভালো লেগেছে। এমনই আরো পোস্ট পেতে নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url