বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
Romantic ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছাবিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা এই বিষয় নিয়ে অনেকেই গুগলের সার্চ করে থাকেন। নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য অথবা নিজের স্বামীকে বা স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা দেওয়ার জন্য আপনি যদি বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা স্ট্যাটাস জানার জন্য সার্চ দিয়ে থাকেন এবং আমাদের আর্টিকেলে এসে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন।
কারণ আমরা আজ এই আর্টিকেলে বিবাহ বার্ষিকীর জন্য প্রায় ১০০+ শুভেচ্ছা ক্যাপশন নিয়ে এই আর্টিকেল তৈরি করেছি। নিজের ম্যারেজ অ্যানিভার্সারি তে স্বামী বা স্ত্রী কে শুভেচ্ছা জানাতে বা স্ট্যাটাস গুলো জানতে পোস্ট করুন।
পোস্ট সূচিপত্র
ভূমিকা
আমরা যারা বিবাহিত তারা নিজেদের প্রিয় মানুষটিকে খুশি করতে বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা স্ট্যাটাস /ক্যাপশন খুঁজে থাকি। প্রিয় মানুষটিকে সারপ্রাইজ করতে সুন্দর সুন্দর শুভেচ্ছা বাংলা স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনার বিবাহ বার্ষিকীতে আপনার প্রিয় স্বামী বা স্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য এই পোস্টে অনেকগুলো শুভেচ্ছা স্ট্যাটাস/ক্যাপশন পেয়ে যাবেন।
স্বামী বা স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা দিতে আপনার পছন্দ মত শুভেচ্ছা স্ট্যাটাস/ক্যাপশন বেছে নিন নিচের শুভেচ্ছা স্ট্যাটাস/ক্যাপশন গুলোর মধ্যে থেকে।
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
১।। পৃথিবীতে সঠিক জীবন সঙ্গী/সঙ্গিনী পাওয়া মুশকিল। কিন্তু আমি আমার জীবনে সঠিক জীবন সঙ্গী/সঙ্গিনী নির্বাচন করতে পেরেছি। তোমাকে দেখলে আমি আত্মতৃপ্তি অনুভব করি। অনেক ভালোবাসি তোমায়। শুভ বিবাহ বার্ষিকী স্বামী/স্ত্রী!
২।। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ এই দিনটাতে যে আমি তোমাকে পেয়েছি। তোমাকে বলার মত হাজারো ভালোবাসার কথা ভালো লাগার কথা মনের মধ্যে রয়েছে যা বলতে লাগলে সময় ফুরাবে কিন্তু মনের কথা ফুরাবে না। পরিশেষে একটাই শুধু কথা বলবো, তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এমনভাবেই আমাকে ভালোবাসো সারাটা জীবন শুভ বিবাহ বার্ষিকী।
আরো পড়ুনঃ ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি
৩।। আমার মনে হয় আমি অনেক ভাগ্যবতী একজন স্ত্রী। কারণ তোমার মত এমন দায়িত্বশীল স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মুখের সকল হাসির কারণ তুমি। আমার হাসির কারণ হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী প্রাণপ্রিয় হাসবেন্ড।
৪।। অচিন একটি মানুষের সাথে বৈবাহিক জীবন শুরু করেছিলাম। কিন্তু এখন তুমি আমার জীবনের অনেক বড় একটা অংশ। এখন তোমায় ছাড়া বেঁচে থাকা অসম্ভব। এমনভাবেই সারাটি জীবন পাশে থেকো। আই লাভ ইউ এন্ড হ্যাপি অ্যানিভার্সারি।
৫।। আমার সকল সুখের কারণ তুমি। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্বামী/স্ত্রী। অনেক অনেক বেশি ভালোবাসি তোমায়। এবং রাগ পছন্দ করে ভালোবেসে যাব।
৬।।মাসের পর মাস যুগের পর যুগ চোখের পলকে চলে যাবে। কিন্তু তোমার আমার ভালোবাসা এমন ভাবেই চিরকাল বেঁচে থাকবে শুভ বিবাহ বার্ষিকী।
৭।। আমার জীবনের এক অমূল্য সম্পদ তুমি যাবে সে সকল জিনিসের চেয়ে দামি। আমার জীবনকে সুন্দর করেছো তুমি। আজ আমাদের (এত)-তম বিবাহ বার্ষিকী পূর্ণ হল। কিন্তু মনে হচ্ছে যেন এই তো সেই দিন আমরা আমাদের বৈবাহিক জীবন শুরু করলাম। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
৮।। আজ আমাদের (এত)-তম বিবাহ বার্ষিকী পূর্ণ হল। আজকের এই স্পেশাল দিনে মহান রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা। শেষ নিশ্বাস পর্যন্ত যেন তোমার বুকে মাথা রেখে থাকতে পারি এবং তোমার সুখে দুখের সঙ্গী হতে পারি।
৯।। আমার এই জীবনের সবথেকে সঠিক সিদ্ধান্ত হল তোমাকে লাইফ পার্টনার হিসেবে বেছে নেওয়া। আমাদের (এত)-তম বিবাহ বার্ষিকীতে তোমাকে জানাই শুভেচ্ছা।
১০।। (এত)-তম আমাদের বিবাহবার্ষিকীতে তোমাকে জানাই শুভেচ্ছা।
১১।। তোমার আমার জীবনের নতুন বছরের প্রথম দিনে,জানাই তোমাকে শুভেচ্ছা। হ্যাপি এনিভার্সারি!
১২।। দুজনার মতামত এক না হলে সেটা বড় বিষয় না। তুমি আমাকে ভালোবাসো এবং আমি তোমাকে ভালবাসি এটাই অনেক বড় বিষয়। হ্যাপি এনিভার্সারি!
১৩।। এই দিনটাতেই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মেয়েটির/ছেলেটির সঙ্গে আমি বিয়ের পিঁড়িতে বসে ছিলাম। এবং তাকে আপন করে পেয়েছিলাম। অনেক বেশি তোমাকে ভালোবাসি। এবং সারা জীবন এমন ভাবেই তোমার পাশে থাকতে চাই। হ্যাপি অ্যানিভার্সারি!
১৪।। আমরা দুজন একে অপরকে ভালবেসে পরিবারের মত বাইরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আজ আমাদের (এত)-তম বিবাহ বার্ষিকী,তাও দেখো সব ঠিক আগের মতই রয়েছে। বিন্দু পরিমাণও আমাদের একে অপরের প্রতি ভালবাসা কমেনি।, আমরা প্রমাণ করেছি সকলের কাছে আমাদের ভালবাসাকে। শুভ বিবাহ বার্ষিকী।
১৫।। যেদিন থেকে আমরা দুজন এক হয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত অনেক চড়াও-উতরাও আপ্স অ্যান্ড ডাউন্স পার করেছি একসঙ্গে। সব সময় আমার পাশে থেকে সাপোর্ট দিয়েছো। আমার শক্তি হয়ে দাঁড়িয়েছো। কখনো একা ফেলে যাওনি। তোমার প্রতি আমি খুবই সন্তুষ্ট। অনেক সৌভাগ্য গুনে তোমাকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছি। শুভ বিবাহ বার্ষিকী ভালোবাসার বউ।
১৬।। আমার এলোমেলো জীবনকে গুছিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার মত এমন ধৈর্যশীল ও দায়িত্বশীল স্ত্রী কপাল গুনে পেয়েছি। আমার বর্তমান অবস্থানের পেছনে তোমার অবদান রয়েছে অনেক বেশি। আই লাভ ইউ ময়না পাখি। সারাটি জীবন তোমায় নিয়ে বাঁচতে চাই। শুভ বিবাহ বার্ষিকী!
১৭।। এইতো সেই দিন আমার বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। দেখতে দেখতে কখন যে এতগুলো সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি। শান্তির সময় এগুলো চোখ বুঝতে বুঝতেই চলে যায়। আমাদের (এত)-তম বিবাহ বার্ষিকী আজ, কিন্তু বুঝতেই পারিনি। এইটাই প্রমাণ করে যে তোমার সঙ্গে আমি কতটা শান্তিতে আছি। এমন ভাবেই আমাদের দাম্পত্য জীবন কাটুক। শুভ বিবাহ বার্ষিকী!
১৮।। স্বামী ও স্ত্রীর আবদ্ধন নেক ও পবিত্র আবদ্ধন। আর এই আবদ্ধনে আবদ্ধ হওয়া আজ আমাদের (এত)-তম বর্ষ পূর্ণ হল। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে এটাই স্বাভাবিক। আমাদের মধ্যেও অনেক বার এমনটা হয়েছে। বিগত এইসব বিষয়ের জন্য সরি। আর আজ থেকে নতুন বছরের প্রথম দিন থেকে আমাদের দাম্পত্য জীবনের নতুন এক অধ্যায়ের শুরু। সামনের দিনগুলোর জন্য শুভকামনা এবং শুভ বিবাহ বার্ষিকী।
১৯।। হঠাৎ করেই যেন সব অনুভূতি ফিরে পেলাম এই তো সেই দিন আমাদের বিয়ে হল। সেই দিন থেকে তোমাকে আমি আমার করে পেলাম। আমার আকাশে সেই দিন খুশির বৃষ্টি নেমে এলো। কত শত যুদ্ধনা পরিচিত দুজন দুজনকে পাওয়ার জন্য। আর শেষমেষ আমরা এক হতে পেরেছি। দেখো বছর কেমন দেখতে দেখতে চলে যায়। আজ আমাদের (এত)-তম বিবাহ বার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি!
২০।। তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে আমরা দুজন যেন সুখে-দুখে কাটিয়ে দিতে পারি।
আরো পড়ুনঃ বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি শিক্ষিত
২১।। তোমার মত এত কেয়ারিং স্বামী পেয়ে নিজেকে আমি অনেক ভাগ্যবতী মনে করি। সুখে দুঃখে এভাবেই তুমি আমার চিরকাল পাশে থেকো। শুভ বিবাহ বার্ষিকী!
২২।। পৃথিবীতে আমি মনে হয় ভাগ্যবতী বউ যে তোমার মত এমন দায়িত্বশীল প্রেমময় স্বামী পেয়েছি। তোমার জীবনে আমাকে এত আপন করে নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী।
২৩।। আমার হৃদয়ের মালিক এখন তুমি হয়ে গেছো, এই তো সেই দিন আমরা দুজনে বিয়ে নামক পবিত্র বন্ধনে জড়িয়ে গিয়েছিলাম। একে অপরকে আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি!
২৪।। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়/প্রিয়া (এত)-তম বিবাহ বার্ষিকী পূর্ণ হল আমাদের। তুমি আমার জীবনে যেদিন আসলে আমি নতুন ভাবে আবার বাঁচতে শিখলাম। এবং তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম। তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। দুজনে এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে চাই। হ্যাপি এনিভার্সারি!
২৫।। আমাদের জীবনের আজকের দিনটা খুব বিশেষ একটা দিন। এই দিনেই তো আমরা দুজন দুজনের দুজনের সাথে বাধা বলেছিলাম। আমার মনে তুমি বিশেষ একটা স্থানে আছো। আর এভাবে সারা জীবন থাকবে। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা/প্রিয়তম!
২৬।। তোমার আমার কপাল যে শুধু আমাদের দুজনের সাথে আবদ্ধ আছে তা নয়। বরং দুজন দুজনের একে অপরের সাথে জুড়ে আছে। সারা জীবন এমন ভাবেই যেন একে অপরের পাশে থাকতে পারি। শুভ বিবাহ বার্ষিকী!
নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস
২।। তোমার মত একজন স্বামী/স্ত্রী না পেলে বুঝতেই পারতাম না যে ভালোবাসি এত সুন্দর এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক এত মধুর।
৩।। একটি বছর জীবনে প্রথম একসাথে কাটিয়েছি। আমি আমার ভাগ্য করে পেয়েছি এমন স্বামী/স্ত্রী। তাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। তোমায় পেয়ে আমি এই জীবনকে ধন্য মনে করি। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম/প্রিয়তমা!
৪।। প্রিয় স্ত্রী শুভ বিবাহ বার্ষিকী। আমি ভাগ্য গুনে তোমার মত এত লক্ষী বউ পেয়েছি আমার জীবনে তুমি এসে আমার জীবনটা ধন্য করেছো।
আরো পড়ুনঃ ৪ মাসের গর্ভবতী বাচ্চার নড়াচড়া
৫।। আমার জীবনের সাথে তোমার জীবন কোন এক ক্লান্তিলগ্নে বাঁধা পড়েছিল। তাই তো তোমাকে আমার জীবনে পেয়েছি। বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী!
৭।। আমার জীবনটা আপনার সাত রঙে রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মিষ্টি মধুর সম্পর্ক এত দূরে নিয়ে যাওয়ার জন্যও আপনার কাছে কৃতজ্ঞ। সারা জীবন এমন ভাবেই আমার পাশে থাকবেন। হ্যাপি অ্যানিভার্সারি!
৮।। আমাদের আজ মাত্র (এত)-তম বিবাহ বার্ষিকী। কিন্তু মনে হয় যেন কত শত বছর এক সঙ্গে আমরা আছি! তাই না? আমার পরিবারকে তুমি যেভাবে এত আপন করে নিয়েছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।
৯।। পৃথিবীর সবচেয়ে সুন্দর মধুর দিনটি হলো আজ। আমার প্রিয় মানুষটির সাথে আজকের এই দিনে এক হয়েছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এবং মরণের আগ পর্যন্ত এমন ভাবেই ভালবেসে যাব।
১০।। আজকের এই সুন্দর দিনে আমরা দুজন বিবাহর এক সুতোয় আবদ্ধ হয়ে ছিলাম। খুব মনে পড়ছে সেই দিনটার কথা। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন। শুভ বিবাহ বার্ষিকী।
১১।। তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পাঠানোর জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমি নিজের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। শুভ বিবাহ বার্ষিকী।
১২।। বিবাহ বার্ষিকীর এই শুভ দিনে তোমাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের জীবনে যেন এই দিনটা শত শতবার আসে। শুভ বিবাহ বার্ষিকী!
১৩।। প্রতিটি বিবাহ বার্ষিকীতে আমি আপনাকে নতুন করে ভালবাসতে চাই। শুধু আমার একার নয় এই বিবাহ বার্ষিকী আপনারও। আমাদের বিবাহ বার্ষিকীতে আপনাকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
১৪।। শুধু একটা বছর নয়, আমি তোমার সাথে হাজার হাজার বছর কাটাতে চাই। আমি তোমাকে আমার জীবনে পেয়ে খুব খুশি। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। শুভ বিবাহ বার্ষিকী!
১৫।। কিভাবে যে তোমাকে বোঝাবো, যে তোমাকে পেয়ে আমি কতটা হ্যাপি। আমার হৃদয়ের মনিকোঠায় এভাবেই থেকো চিরকাল এই ইচ্ছায় ব্যক্ত করি। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা!
১৬।। আজ আমাদের ১ম বিবাহ বার্ষিকী। অথচ আমার মনে হচ্ছে যে কত শত বছর ধরে আমি তোমার সাথে আছি। সবই তোমার ভালো বাসার জন্য হয়েছে প্রিয়/প্রিয়তমা। শুভ বিবাহ বার্ষিকী!
১৭।। জন্ম জন্মান্তরের জন্য তুমি আমার হয়ে এসেছিলে আজকের এই দিনে। আমরা দুজন এক হয়ে আমি এবং চিরকাল এক হয়ে থাকবো। শুভ বিবাহ বার্ষিকী!
১৮।। এক সময় হয়তো আমাদের এই ভালোবাসার কথাগুলো থাকবে না। থাকবে শুধু দুজনের একসাথে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতি ও অফুরন্ত ভালোবাসা। আজকে এই কামনাই করি যে যেখানেই থেকো ভালো থেকো,সবাইকে ভালো রেখো। শুভ বিবাহ বার্ষিকী!
১৯।। খোদার কাছে এই কামনা করি যে আগামী দিনের তোমার পথ চলা শুভ হোক ও আমাদের এই বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকুক। আজ থেকে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি আমাদের জীবন। হ্যাপি এনিভার্সারি।
২০।। বিবাহিত জীবনের আরো একটি বছর দেখতে দেখতে কেটে গেল। তোমাকে আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে গিয়ে মনে পড়লো সেই দিনের কথা, যেদিন আমাদের বিয়ে হয়েছিল। বিবাহ বার্ষিকীর অনেক শুভ কামনা। শুভ বিবাহ বার্ষিকী!
২১।। আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না সে যেই পরিস্থিতিই হোক না কেন। আগে যেমন তোমার বাকি ছিলাম তেমনি সারা জীবন এমন ভাবে থাকবো। শুভ বিবাহ বার্ষিকী!
আরো পড়ুনঃ শীতের জন্য কোন ফেসওয়াস ভালো
২২।। স্বামী স্ত্রী সম্পর্কটা পৃথিবীর সবথেকে সুন্দর মধুময় একটি সম্পর্ক। যা কোন সম্পর্কের সাথে তুলনা হয় না। কতটা সুন্দর করে আল্লাহ তাআলা গড়ে তুলেছেন এই সম্পর্কটি। বিবাহ বার্ষিকীর এই বিশেষ দিনে তোমাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। হ্যাপি এনিভার্সারি!
২৩।। জীবনে একটা অচেনা মানুষকে বিয়ে করে আমার এই জীবনের তাকে পেয়েছিলাম মূল্যবান উপহার হিসেবে। চিরকাল দুজন এমনভাবেই একে অপরের পাশে থাকবো,কথা দিলাম। শুভ বিবাহ বার্ষিকী!
স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
১।। আজকের দিনটা আমাদের বিশেষ একটা দিন। আজ আবার সেই দিন টাই ফিরে গেলাম, যেই দিনটাই তোমাকে নিজের করে পেয়েছিলাম। যদি অনুভূতি কথা জিজ্ঞেস কর তাহলে বলতে পারব না। কারণ এ যেন এক অন্যরকম অনুভূতি। তোমাকে আমি খুব বেশি ভালোবাসি। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্ত্রী!
৩।। আজকের এই বিশেষ দিনে তোমাকে আমার মনের না বলা একটা কথা বলতে চাই। আমার জীবনের মূল লক্ষ্য হলো তোমার মুখের হাসি কে সব সময় ধরে রাখা। আমার ময়না পাখি কে জানাই তার (এত)-তম বিবাহ বার্ষিকী শুভেচ্ছা!
৪।। আমি সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া জানাই যে তোমার মত একজন গুণবতীর রূপবতী স্ত্রী পেয়েছি। হ্যাপি অ্যানিভার্সারি ওয়াইফ!
৫।। এই দেহে যতদিন প্রাণ আছে যেওনা কখনো ছাড়িয়া। আমার পরানের সঙ্গে তোমার পরান রেখো বাদিয়া সুন্দরী বউ। হ্যাপি অ্যানিভার্সারি!
৬।। যেভাবে তুমি আমাকে যত্ন,ভালবাসায় ও আন্তরিকতা দিয়ে আগলে রেখেছো। আমি চাই সারাটি জীবন যেন এমন ভাবেই আগলে রাখো। খুব ভালোবাসি তোমায়, কখনো চোখের আড়াল হইও না। লাভ ইউ অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি!
৭।। আমার জীবনের এ যাবৎ পর্যন্ত যতগুলো সঠিক সিদ্ধান্ত রয়েছে, তার মধ্যে তোমাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা সর্বোত্তম সিদ্ধান্ত। শুভ বিবাহ বার্ষিকী ডেয়ার স্ত্রী!
৮।। আমার হাজারো খারাপ অভ্যাস থাকা সত্ত্বেও তুমি আমায় ভালবেসেছ। তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছো। ধৈর্য ধরে বারবার আমাকে সামলিয়েছো। তোমাকে দেখেই শিখেছি কেমন করে ভালবাসতে হয়। আমার সুন্দরী কে জানাই তার (এত)-তম বিবাহ বার্ষিকী শুভেচ্ছা!
৯।। তুমি আমার ইহকালেরও বড় গলার সঙ্গী ওই সম্পদ। আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যতটা না আমি তোমায় ভালোবাসি তার চেয়েও অনেক গুণ বেশি তুমি আমায় ভালোবাসো। শুভ বিবাহ বার্ষিকী স্ত্রী!
আরো পড়ুনঃ শীতে তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম
১০।। আকাশের যত তারা আছে তার চেয়েও লক্ষ্য গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। সর্বদা অপেক্ষায় থাকি তোমাকে এই বিশেষ দিনে ভালোবাসার উস্তাদ দেয়ার জন্য। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তোমাকে!
১১।। তোমাকে আমি ভীষণভাবে ভালবাসি প্রিয়তমা। তোমার সাথে কাটানোর সমস্ত সময় গুলো অনেক বেশি সুন্দর। তোমাকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ও ভালোবাসা।
১২।। তুমি আমার ভোরের এক মুঠো রোদ,তুমি আমার রাতের আকাশের জোছনার আলো, তুমি আমার সুন্দর সকাল,তুমি আমার রঙিন কাসফুল,তুমি আমার একমাত্র নদীর ঢেউ। চিরকাল তুমি আমার একমাত্র ভালবাসা। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি অ্যানিভার্সারি ওয়াইফ!
১৩।। আমি যখন তোমার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হই তখন আমার কাছে স্থায়ীভাবে সুখ-শান্তি রোমান্স ভালোবাসা উপস্থিত হয়ে ছিল। তুমি আমার কাছে এত মূল্যবান যা কোন কিছুর সাথে তুলনা করা যায় না। তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্ত্রী!
স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
১।। অতি আগ্রহে শুধু মাত্র এই দিনটার জন্য অপেক্ষা করি। আবার নতুন করে তোমার জন্য সারপ্রাইজ থাকবে এই দিনে। কারণ এই দিনেই তো আমাদেরও প্রথম দেখা হয়েছিল এবং দুজনে এক সুতোই আবদ্ধ হয়েছিলাম। প্রিয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও!
২।। আবারও একটা বছর কাটিয়ে দিলাম দুজন দুজনের হাত ধরে। সুখে থেকে মিলেমিশে এভাবেই শত বছর কাটিয়ে দিতে চাই। শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের জন্য নয় মরণের পর চিরজীবন তোমার হাতটি ধরে কাটাতে চাই। শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয় স্বামী!
৩।। সবচেয়ে বড় কোন বন্ধন টি মানুষের জীবনে যেন? সেটি হল স্বামী স্ত্রীর বন্ধন। যে বন্ধনে রয়েছে হাজারো দুষ্টু মিষ্টি ভালোবাসা,রাগ-অভিমান,মায়া-মমতা। পূর্ব পরিচিত না হয়েও দুজন দুজনার হাতে হাত ধরে সারাটি জীবন একসাথে থাকবে এই সাপতে শপথ গ্রহণ করার ক্ষমতা শুধুমাত্র এই দম্পতির ধারাই সম্ভব। শুভ বিবাহ বার্ষিকী নিয়ে প্রিয় হাজবেন্ড!
৪।। তোমাকে আনন্দিত করার জন্য হয়তো জীবনে অনেক কারণ রয়েছে। তবে আমি সবথেকে বেশি সুখী হওয়ার কারণ হলো তোমার মত এমন ভালো দায়িত্বশীল স্বামী আল্লাহতালা আমার ভাগ্য তোমার মত একজন সুন্দর ও সৎ মানুষকে রেখেছেন। এতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। শুভ বিবাহ বার্ষিকী!
৫।। আমার জীবনে অনেক কয়টা দামি জিনিস আছে তার মধ্যে সবথেকে দামি জিনিসটা হলো তুমি। আমি সারা জীবন এভাবেই তোমার পাশে থাকতে চাই। প্রিয় শুভ বিবাহ বার্ষিকী!
৬।। আমাদের দুজনার জীবনের যাত্রা শুরু হয়েছিল এক অচেনা অজানা উপায়ে। তবে আস্তে আস্তে তুমি আমার এখন শরীর ও জীবনের একটা অংশ হয়ে গেছো। এই জীবনের পথ চলা তোকে ছাড়া একেবারেই অসম্ভব। এভাবেই তুমি সারা জীবন আমার পাশে থেকো। হ্যাপি এনিভার্সারি হাসবেন্ড!
৮।। আমি আজকে খুব খুশি। কারণ আজ আমাদের দুজনার বিবাহ বার্ষিকী। আরো একটা বছর চলে গেল। আমাদের দুজনার বন্ধন যেন আরো শক্তিশালী হয়ে উঠলো। আমি মনে করি এই দিনটা সকল স্বামী-স্ত্রীর জন্য অনেক আনন্দের দিন। এই দিনে সবার জীবনে নিজের প্রিয় মানুষটিকে আপন করে পাওয়ার অনেক স্মৃতি রয়েছে। আমার লক্ষী সোনা স্বামী বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা!
৯।। তোমাকে আমার জীবনে না পেলে হয়তো জীবন কি জিনিস তা কখনোই বুঝতেই পারতাম না। তুমি আমার জীবনে এসে আমার জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে দিয়েছো। আমি তোমাকে আমার জীবনের পেয়ে ধন্য। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় বর!
১০।। আমাদের নিজের এই বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাকে। প্রত্যেকটা স্বামী স্ত্রীর জীবনে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই দিনে প্রিয় মানুষটার সাথে সারা জীবন পাশে থাকার শপথ নেই। আমরা যেন এমন করে সব পরিস্থিতিতেই একসাথে থাকতে পারি। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্বামী!
১১।। দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ সুন্দরময় সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। যা বিশ্বাসের উপর টিকে থাকে। একে অপরকে নিঃসন্দেহে বিশ্বাস করলে দুজনার সংসার সুখের হায় ও সুন্দর পরিবার গড়ে তুলতে এই দুজনার অবদানই যথেষ্ট। শুভ বিবাহ বার্ষিকী স্বামী!
১৩।। যদি আমার প্রতি তোমার কোন মান-অভিমান থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আজকের এই বিশেষ দিনে তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ভালোবাসা।
১৪।। (এত)-বছর আগে এই দিনে তোমার সঙ্গে আমি সংসার বেঁধেছি। এখনো মনে হয় দুজনে প্রেমের জোয়ারে ভেসে বেড়াচ্ছি। প্রিয়তম শুভ বিবাহ বার্ষিকী!
১৫।। আজকের এই দিনটা আমাদের দুজনার জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন। প্রত্যেকটা মানুষ চাই তার ভালোবাসার মানুষের সাথে সারাটি জীবন কাটাতে। সৃষ্টিকর্তার কাছে একটা দোয়া করি যেন আমরা একে অপরকে এমনভাবেই ভালোবেসে বিপদ-আপদে পাশে থাকতে পারি। আমাদের জীবনে এই দিনটা যেন শতবার আসে। প্রিয় তোমাকে জানাই দিবা বার্ষিকীর শুভেচ্ছা!
১৭।। এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তোমাকে। আজ এই বিশেষ দিনে অফুরন্ত ভালোবাসা নিও এবং তোমাকে এই বিবাহ বার্ষিকীর দিনে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৮।। অতিত ও বর্তমানে আমরা যেভাবে সব সমস্যার সমাধান একসঙ্গে সমাধান করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবেই যেন ভবিষ্যতেও দুজন একসাথে পথ চলতে পারি। বিশেষ এই দিনে আল্লাহর কাছে আমার এই কামনা। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও প্রিয়তম!
১৯।। এখন তুমি যদি আমায় প্রশ্ন করো যে আমি তোমাকে আগের মত ঠিক ভালোবাসি কিনা? তাহলে আমি বলব যে হ্যাঁ,বয়স যতই বাড়ুক না কেন কোনদিনও ভালোবাসা কমবেনা বরং বাড়বে। আমি শেষ নিশ্বাস পর্যন্ত তোমায় এভাবেই ভালোবেসে যাবো। হ্যাপি ইউনিভার্সিটি ডেয়ার হাসবেন্ড!
২০।। কয়েক বছর তোমার বুকে মাথা রেখে কাটিয়েছি ও এমন ভাবে যেন শত বছর হাতে হার রেখে ও বুকে মাথা রেখে কাটাতে পারি। আল্লাহর কাছে এই কামনা যেন দুজনকে এক সঙ্গেই দুনিয়াতে বাঁচতে দেয় ও একসাথেই যেন দুনিয়া থেকে নিয়ে নেয়।
লেখক এর মতামত
প্রিয় পাঠক, আশা করি আমাদের আজকের আর্টিকেলটি আপনারা উপভোগ করেছেন। এমনই বিভিন্ন বিষয়ের স্ট্যাটাস,ক্যাপশন,শুভেচ্ছা বার্তা পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটের চোখ রাখুন। ধন্যবাদ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url