বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি শিক্ষিত
বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি শিক্ষিত,বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা কোনটি সহ বাংলাদেশের জেলাগুলো সম্পর্কিত নানান প্রশ্ন আমাদের প্রায় মানুষের মনে এসে থাকে। আপনার মনেও যদি এমন প্রশ্ন এসে থাকে,আর আপনি এই বিষয়ে গুগলে সার্চ দিয়ে জানতে চান তাহলে আমাদের এই পোস্টটি পড়ুন।
কারণ এই আর্টিকেলের মাধ্যমে আমরা বাংলাদেশের জেলাগুলোর মধ্যে কে কোনটাতে এগিয়ে রয়েছে এবং কোনটিতে বিখ্যাত বা জনপ্রিয় তানিয়া বিস্তারিত আলোচনা করেছি।
পোস্ট সূচিপত্র
- ভূমিকা
- বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি
- বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি শিক্ষিত
- বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা কোনটি
- বাংলাদেশের সবচেয়ে বড় ও ছোট জেলা কোনটি
- বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি
- বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি
- বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম কোনটি
- বাংলাদেশের সবচেয়ে ভদ্র এলাকা কোনটি
- লেখকের মতামত
ভূমিকা
বাংলাদেশের ৬৪ টি জেলা, তার মধ্য কিছু জেলার সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা করেছি। বাংলাদেশের কোন জেলা শিক্ষার দিক থেকে এগিয়ে রয়েছে, কোন জেলা বেশি সুন্দর, বড় বিভাগ ছোট বিভাগ সহ আরো কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যারা বাংলাদেশের মধ্যে ঘুরতে যেতে চান কিন্তু ভেবে পাচ্ছেন না কোথায় ঘুরতে যাবেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
কারণ এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে বাংলাদেশের কয়েকটি বিখ্যাত জনপ্রিয় দর্শনীয় স্থানের ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থানের কথা। তাই এ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি
আমরা সবাই জানি যে বাংলাদেশে ৬৪ টা জেলা রয়েছে মোট। নানান প্রয়োজনে বাংলাদেশকে বিভাগ ও জেলা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ৬৪ টি জেলার ভেতর আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলাটি মূলত রাজধানী ঢাকার একটি অংশ ছিল। কিন্তু এখন বর্তমানে নারায়ণগঞ্জ জেলাটি প্রশাসনিক জেলা ঢাকা বিভাগের এবং নারায়ণগঞ্জের আয়তন হল ৬৮৩.১৪ বর্গ কিলোমিটার।
বাংলাদেশের কোন জেলার মানুষ বেশি শিক্ষিত
আজকে আমরা জানবো শিক্ষার দিক দিয়ে বাংলাদেশের কোন জেলা বেশি এগিয়ে রয়েছে। আজকে আর্টিকেলের মাধ্যমে বাংলাদেশে শিক্ষার দিক দিয়ে এগিয়ে আছে এমন পাঁচটি জেলার কথা উল্লেখ করব। চলুন তাহলে বাংলাদেশের কোন পাঁচটি জেলার শিক্ষার হার বেশি তা জেনে নেওয়া যাক।
১।।শিক্ষার হার বেশি এই দিক দিয়ে পঞ্চম নাম্বারে রয়েছে সিরাজগঞ্জ জেলা। রাজশাহী বিভাগের প্রশাসনিক কনসোল এই সিরাজগঞ্জ জেলা। এই অঞ্চলটি তাঁত শিল্পের জন্য বেশি জনপ্রিয়। ৬৮ শতাংশ এই জেলার সাক্ষরতার হার।
২।। চতুর্থ নাম্বারে যে জেলটি রয়েছে সেটি হল নোয়াখালী জেলা। এই জেলাটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। এই জেলাটির সাক্ষরতার হার হল ৬৯.৫০ শতাংশ।
৩।। তৃতীয় নাম্বারে যে জেলাটি রয়েছে সেই জেলাটি হল বরিশাল জেলা। এই জেলাটির অবস্থান কীর্তনখোলা নদীর তীরে। এই জেলাই জন্ম গ্রহণ করেন মিঠুন চক্রবর্তী,হানিফ সংকেত,এ.কে ফজলুল হক সহ আরো অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ। বরিশালের স্বাক্ষরতার হার হল ৭৫.৩ শতাংশ।
৪।। বাংলাদেশের কোন জেলার মানুষ শিক্ষার দিক দিয়ে এগিয়ে আছে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত এই বরগুনা জেলা। এই জেলার সাক্ষরতার হার হল ৮৬.৫৫ শতাংশ।
৫।। সর্বশেষ ও প্রথম নাম্বারে যে জেলাটি রয়েছে সেই জেলাটি হল চুয়াডাঙ্গা জেলা। খুলনা বিভাগের প্রশাসনিক জেলা হল চুয়াডাঙ্গা। ৬৪ টি জেলার ভেতর সর্ব প্রথম স্বাধীনতা লাভ করে চুয়াডাঙ্গা অঞ্চলি। এই জেলাটি বাংলাদেশের নিরক্ষর জেলা নামে পরিচিত। এই চুয়াডাঙ্গা জেলার শিক্ষার হার হল ৯৯.৯৯ শতাংশ। এবং শহরের জনসংখ্যার ১০০% ই শিক্ষিত।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা কোনটি
বাংলাদেশ সবুজ শ্যামল দেশ, বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের দেশ। এই বাংলাদেশে কয়েকটি জেলা রয়েছে যেগুলো এত বেশি সুন্দর যা বলে শেষ করা যাবে না। এর মধ্যে কিছু জেলা হল রাঙ্গামাটি,সিলেট, চট্টগ্রাম,খাগড়াছড়ি,বান্দরবান ইত্যাদি। এখানে নানা রকম সৌন্দর্য পাহাড়,ঝর্ণা ও প্রাকৃতিক সুন্দর পরিবেশ রয়েছে। নিতে বাংলাদেশের সবচেয়ে কয়েকটি সুন্দর জেলার কথা উল্লেখ করা হয়েছে।
বান্দরবান জেলাঃ যদি আমরা শুরুতে বান্দরবানের কথা বলি তাহলে বান্দরবানের পুরো জেলা পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে দেখা যায়। তাই কখনো যদি আপনার পাহাড় দেখার ইচ্ছা হয় তাহলে আপনি অবশ্যই বান্দরবানে যাবেন। বড় বড় দৈত্য আকারের পাহাড় রয়েছে সেখানে এবং তার সাথে আছে অনেক রূপ ঝরনা ও প্রাকৃতিক সৌন্দর্য।
আরো পড়ুনঃ শীতে তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম
বান্দরবানের যেসব স্থান ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বিখ্যাত সেগুলো হল শৈল প্রপাত,স্বর্ণ মন্দির,চিম্বুক পাহাড়,রেমক্রি ফলস,নীনাচল,থানচি,দিঘিনালা,সাঙ্গু নদী,নীলগিরি।
খাগড়াছড়ি জেলাঃ বাংলাদেশে হাতেগোনা যতগুলো জায়গা আছে তার মধ্য উল্লেখিত একটি জায়গা হল সাজেক,যেখানে আপনি বসে পাহাড়,ঠান্ডা,গরম,বৃষ্টি একসঙ্গে সব ভোগ করতে পারবেন। তাই যদি আপনার কখনো অনুভব করতে বা দেখতে মন চায় তাহলে চলে যেতে পারেন সাজেক। এবং খাগড়াছড়িতে গেলে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এর পাশাপাশি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের বিচরণ দেখতে পারবেন।
তাই আপনি যদি পাহাড় ও মেঘের সৌন্দর্যের উপভোগ করতে চান তবে চলে যান খাগড়াছড়ি সাজেক। বাংলাদেশের ভেতর সৌন্দর্য মনোমুগ্ধকর জায়গা গুলোর মধ্যে খাগড়াছড়ি সাজেক অন্যতম এবং এর জনপ্রিয়তা ও অনেক বেশি দেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে।
চট্টগ্রাম জেলাঃ এখন আমরা আলোচনা করব কক্সবাজার নিয়ে যা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো আমাদের এই কক্সবাজার। সেখানে আপনি দশ বার গেলেও মন ভরবে না, বারংবার যেতে ইচ্ছে করবে। কক্সবাজার ব্রিজের পাশাপাশি আপনি দেখতে পারবেন পাহাড়ি ঝর্ণা।
আরো পড়ুনঃ শীতে শিশুর ঠান্ডাজনিত সমস্যা
তাই একসাথে পাহাড় এবং সমুদ্র দেখার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই কক্সবাজার যেতে হবে। সমুদ্র এবং পাহাড়ের মাঝ পথে মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে দূর-দূরান্তের চলে যাবেন এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন।
সিলেট জেলাঃ সবার শেষে আমরা যে জেলার কথা উল্লেখ করব সেটি হল সিলেট জেলা। বাংলাদেশের পর্যটন দিক থেকে এগিয়ে যে জেলাগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে সিলেট।
সিলেট অনেক কয়টি জিনিসের জন্য বিখ্যাত তার মধ্যে একটি হলো সিলেটি চা। চায়ের রাজ্য হচ্ছে সিলেট এবং এর পাশাপাশি সিলেটে পাহারও রয়েছে। তাই যদি আপনি চাও পাহাড়ের রাজ্য যেতে চান তবে চলে যান সিলেটে।
বাংলাদেশের সবচেয়ে বড় ও ছোট জেলা কোনটি
বাংলাদেশের সব থেকে বড় জেলা হলো রাঙ্গামাটি, যারা আয়তন হলো ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। বান্দরবান,খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এই ৩ পার্বত্য অঞ্চল নিয়ে চট্টগ্রাম জেলা গঠিত। এবং সব থেকে ছোট জেলা মেহেরপুর এর আয়তন ৭১৬.৬২ বর্গ কিলোমিটার। কুষ্টিয়া থেকে ১৯৮৪ সালে ২৬শে ফেব্রুয়ারি পৃথক করে স্বতন্ত্র জেলার মর্যাদা দেয়া হয় মেহেরপুর কে।
বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি
ঐতিহ্যবাহী ও প্রাচীনতম নগরী হলো রাজশাহী নগরী। আমাদের দেশের মধ্যে সুন্দর ও সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হল রাজশাহী। উত্তরবঙ্গের ভেতর সবথেকে বড় শহর এটি। এই শহরটির অবস্থান পদ্মা নদীর তীরে। রাজশাহী শহর রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। রাজশাহী শহর বর্তমানে সুন্দর শহরের পাশাপাশি গ্রীন সিটি,ক্লিন সিটি ও শিক্ষানগরী নামে পরিচিত। রাজশাহী শহরে সবচেয়ে বায়ু দূষণ কম হয়।
এই শহরের নিকটে বেশ কয়েকটি প্রাচীন বাংলার রাজবাড়ী অবস্থিত রয়েছে। রাজশাহীর কিছু আকর্ষণীয় মিষ্টান্ন সামগ্রীর রেশমি বস্ত্রের লিচু এবং আমের জন্য প্রসিদ্ধ। রাজশাহীর রেশম বস্ত্রের জন্য রেশম নগরী উপাধি পাই। এই শহরে উল্লিখিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার অনেক খ্যাতি দেশের পাশাপাশি বিদেশও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর আয়তনের দিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয়তম স্থান দখল করেছে ও দেশের সেরা কলেজ ও এই শহরে অবস্থিত।
আরো পড়ুনঃ শীতের জন্য কোন ফেসওয়াস ভালো
বাংলাদেশের প্রায় সকল জেলা থেকেই শিক্ষার্থী আসে রাজশাহীতে পড়াশোনা করার জন্য। দুইটি উপগ্রহ স্যাটেলাইট টাওয়ার রাজশাহী শহর দ্বারা বৈচিত্র। এই স্যাটেলাইট দুটি একটি নওগাঁ এবং অপরটি কাটাকাটিতে অবস্থিত। রাজশাহী শহরের সাথে এই ২টি স্থান একত্রে করে প্রায় ১৮ লক্ষ মানুষের একটি মহানগরী হিসেবে তৈরি হয়েছে।
বর্তমানে জনসংখ্যার দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নগরী এবং আয়তনের দিক থেকে চতুর্থ বৃহত্তম নগরী। বর্তমান সময়ে এই রাজশাহী শহর উল্লেখযোগ্য হা্রে নগরায়নের হার বৃদ্ধি পাচ্ছে। এ রাজশাহী শহর বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবাহী। এই শহর সবুজ নগরী হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি
বাংলাদেশের মধ্যে সবথেকে ছোট বিভাগ হলো ময়মনসিংহ। এই ময়মনসিংহ আমাদের দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। এই এই বিভাগের ভেতর অন্তর্ভুক্ত রয়েছে জামালপুর,ময়মনসিংহ শেরপুর,নেত্রকোনা। এই বিভাগের জনসংখ্যা হল ১,১৩,৭০,০০০ জন এবং এদের আয়তন হলো ১০,৪৮৫ বর্গ কিলোমিটার।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম কোনটি
বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম রয়েছে সিলেট জেলায় সেই গ্রামটির নাম হল পানতুমাই। প্রতিটি গ্রামে সুন্দর বাংলাদেশের তবে পানতুমাই গ্রামে অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। সিলেট জেলার ছোট্ট এই গ্রামটিকে সবচেয়ে সুন্দর গ্রাম বলার অনেকগুলো কারণ রয়েছে। নান্দনিক,নয়নাভিরাম,অসাধারণ, অপূর্ব,হৃদয়স্পর্শী যদি এই সবগুলো শব্দ এর নামের সঙ্গে লাগানো হয় তাহলেও পান্তুমাই এর সৌন্দর্যের বিশ্লেষণ শেষ করা যাবে না।
আরো পড়ুনঃ গরম জলে মধু খাওয়ার উপকারিতা
গ্রামটি এত যে চমৎকার এবং নৈসঙ্গিক তা বাংলাদেশের প্রায় অনেক মানুষই জানে না। দেশ-বিদেশের বিভিন্ন শহর নগরী অঞ্চলের সৌন্দর্যের খেতাব থাকলেও বাংলাদেশের এই অনিন্দ্র সুন্দর ও মনোমুগ্ধকর ছোট এই গ্রামটির খেতাব নেই।
বাংলাদেশের সবচেয়ে ভদ্র এলাকা কোনটি
বাংলাদেশের সকল বিভাগের,জেলার,মহল্লার বা এলাকার মধ্যে সবচেয়ে ভদ্র কোন জায়গা সেটি বলা অনেক কঠিন। অথবা কোন একটি স্থানকে উল্লেখ করে বলাটা ভুল হবে। কারণ আমাকে যদি কেউ এমন প্রশ্ন করে তাহলে আমি অবশ্যই আমার নিজ জেলার বা নিজে এলাকার কথা বলবো। আপনাকে এমন প্রশ্ন করলে আপনি আপনার জেলার বা এলাকার কথা বলবেন। এক কথায় বলা যায় এমন প্রশ্নে আমরা আমাদের নিজের জেলাকে সবার প্রথমে প্রাধান্য দিব।
আর এই বিষয়টা খুবই স্বাভাবিক। কেননা নিজের জেলা,এলাকা বা স্থানকে সবাই ভালোবাসে ও পছন্দ করে। এবং ভাবে তাদের জেলার বা এলাকার মানুষ ভদ্র,শিক্ষি, আন্তরিক,ভালো ইত্যাদি। আসলে এই প্রশ্নের সঠিক উত্তর হল বাংলাদেশের প্রায় সব বিভাগ,জেলা,এলাকাতেই খারাপ-ভালো বা ডাকাতি,চুরি,দুর্নীতি,খুন,রাহাজানি ধর্ষণ ইত্যাদি হয়। কিন্তু কোন জায়গায় কম হয় আর কোন জায়গায় বেশি হয় এটাই পার্থক্য।
লেখক এর মতামত
প্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি আপনারা উপভোগ করেছেন। আমরা সবসময়ই চেষ্টা করি আপনাদের তথ্য মূলক পোস্ট দেওয়ার। এ পোষ্টের মাধ্যমে আপনি জানতে পেরেছেন বাংলাদেশের কোন জেলা কোনটিতে বেশি বিখ্যাত। বাংলাদেশের মধ্যে কোন জেলা সবথেকে সুন্দর এবং বাংলাদেশের ভিতরে কোথায় কোথায় সুন্দর স্পট আছে ভ্রমণের জন্য সহ আরো কিছু তথ্য এই আর্টিকেল এর মাধ্যমে জানানো হয়েছে।
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url