শীতে তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম
শীতের জন্য কোন ফেসওয়াস ভালোশীতে তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম কোনটা ভালো হবে? শীতকালে মুখে কি মাখা উচিত? শীতকাল আসলেই এমন প্রশ্ন অনেকের মনেই আসে। তাই আজকে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব শীতে ত্বকের জন্য কোন ক্রিম ভালো হবে সেই সম্পর্কে। আমাদের ত্বক প্রাকৃতিকভাবেই লং টাইম পর্যন্ত ভালো থাকে। তবে শীত/গরম,রোদ,ধুলাবালি সহ আরো নানা কারণে ত্বকের ক্ষতি হয়।
শীতে তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম |
এই কারণগুলোর পাশাপাশি আমাদের ত্বকের যত্নে অবহেলার কারণেও ত্বকের অনেক সমস্যা দেখা দেয়। সেজন্য দরকার হয় ত্বকের বাড়তি যত্নের। আর ত্বকের যত্নে ক্রিম অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। বিশেষ করে শীতকালে ক্রিম ত্বকের নানা সমস্যা দূর করে ও লাজুক ত্বকের কমলতা ধরে রাখতে সাহায্য করে।
পোস্ট সূচীপত্র
ভূমিকা
শীতকাল অনেকটাই ভিন্ন হয় পুরো বছরের থেকে। শীতকালের আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে এই সময়টাই আমাদের ত্বক স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি রুক্ষ হয়ে যায়। ত্বকে দেখা দেয় শুষ্কতা অনুজ্জ্বলতার মতো নানা সমস্যা। শীতে ত্বককে ভালো রাখার জন্য দরকার হয় বাড়তি যত্নের। কিন্তু শীতের সময় ত্বকের যত্নে কি করবেন? কোন ক্রিম ব্যবহার করবেন? তা অনেকেই ভেবে পাচ্ছেন না।
তাই ত্বকের যত্নে কোন ক্রিম ভালো,ত্বকের যত্নের ঘরোয়া উপায়সহ ত্বকের যত্নের আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে এই পোস্টে। আপনি যদি সেগুলো জানতে জানতে চান তাহলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
শীতে ত্বকের জন্য কোন ক্রিম ভালো
শীতের সময় তো প্রায় চলেই আসলো। আর বুঝতেই পারতেন শীতকাল মানে ত্বকের রুক্ষ,শুষ্কতার মত নানা সমস্যা। এই সমস্যা গুলো থেকে মুক্তি নিতে নানা রকম ক্রিম ব্যবহার করেও তেমন একটা ভালো ফলাফল আসে না। চিন্তা করার প্রয়োজন নেই,কারণ আপনার ত্বকের যত্ন নেয়ার জন্য আমরা নিয়ে এসেছি শীতের বেস্ট কিছু প্রোডাক্ট।
আরো পড়ুনঃ গরম জলে মধু খাওয়ার উপকারিতা
যে প্রোডাক্টগুলো আপনার এই সমস্যাগুলো কাটিয়ে তুলতে সাহায্য করবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা,কমলতা বাড়িয়ে তুলবে।
লাইকোরিস কোল্ড ক্রিম,ভি.এল.সি.সি
আপনি যদি এর আগে কখনো ভি.এল.সি.সি এর প্রোডাক্ট ইউজ করে না থাকেন, তাহলে আপনি এই শীতে লাইকোরিস কোল্ড ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন। এই ক্রিমটি নরমাল ও ড্রাই ত্বকের জন্য খুবই উপযোগী/কার্যকর একটি ক্রিম। অলিভ অয়েল,জোজোবা অয়েল,আলোভেরা,স্যাফ্রন,গ্রেপ সিডের এক্সট্র্যাক্ট আর ভিটামিন ই সমৃদ্ধ
আরো পড়ুনঃ শীতে শিশুর ঠান্ডাজনিত সমস্যা
এই ক্রিম আপনার ত্বককে শীতের রুক্ষতার থেকে রক্ষা করবেই সেই সঙ্গে সঙ্গে এই ক্রিমে থাকা ভিটামিন এই আপনার ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধি ও ফর্সা করতে সাহায্য করবে। এবং বহুগুণ সম্পন্ন এই ক্রিম আপনাকে রোদ থেকে প্রটেকশন দিবে,কারণ এস.পি.এফ ২০ আছে এই ক্রিমে।
নারিশিং কোল্ড ক্রিম,আভেন কেয়ার
যদি আপনার ত্বকে ভি.এল.সি.সি এর প্রোডাক্টটি শুট না করে থাকে,তাহলে আপনি নির্দ্বিধায় নারিশিং কোল্ড ক্রিম,আভেন কেয়ার ক্রিমটি ব্যবহার করতে পারেন। আপনার ত্বক যদি খসখসে,ডাল,রুক্ষ হয়ে থাকে বা হবার সম্ভাবনা থাকে তাহলে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে এই ক্রিমটা। এছাড়াও এই ক্রিমটি আপনার মুখের/ত্বকের বয়সের ছাপ দূর করে থাকে।
ফ্যাব ইন্ডিয়া সিল্ক প্রোটিন নারিশিং ক্রিম
আপনার সঙ্গী হয়ে উঠতে পারে শীতে এই ক্রিমটি। এই প্রোডাক্টটি সম্পন্ন অর্গানিক। আপনার স্কিন যদি সেনসিটিভ হয়ে থাকে বা আপনি যদি কেমিক্যালযুক্ত ক্রিম ইউজ করতে না চান তাহলে এই ক্রিমটি আপনার জন্য। এই ক্রিমটিতে রয়েছে ভিটামিন ই,সেরিসিন,সানফ্লাওয়ার ও অলিভ অয়েল। এই ক্রিমটি রুক্ষ খসখসে চামড়া কাটিয়ে তপ্তি করে তুলে মুশরুমে উজ্জ্বল।
বায়োটিক বায়ো হুইটজার্ম ফারমিং ফেস অ্যান্ড বডি ক্রিমএই বায়োটিক বায়ো প্রোডাক্টটিতে রয়েছে হুইটজার্ম,বাদাম তেল,সানফ্লাওয়ার তেল,গাজর এবং ভিটামিন এ,বি,ডি,ই। যা আপনার ত্বকে মসৃণ ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
লোটাস হারবাল হুইট নারিশ হুইটজার্ম অয়েল অ্যান্ড হানি নারিশমেন্ট ক্রিম
লোটাস হারবাল ক্রিমটি শীতকালে ত্বক রুক্ষ হয়ে যাওয়া থেকে বাঁচায়। এই ক্রিমটি ত্বকের খসখসে ভাব দূর করে এবং চেহারায় বয়সের ছাপ দূর করে। এই ক্রিমটিতে রয়েছে অশ্বগন্ধা ও তুলসী যা ত্বককে রক্ষা করে থাকে ত্বকের সব রকম ক্ষতি থেকে। এছাড়াও এই ক্রিম সূর্যের আলো থেকে বাঁচায় ও ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে করে তুলে নরম,মসৃণ ও মোলায়েম।
- আলফা হাইড্রক্সি আসিড,ভিটামিন সি কিংবা হ্যালিউয়োনিক অ্যাসিড ইউজ করতে ময়শ্চারাইজার হিসেবে। শীতের দিনে এই ময়শ্চারাইজার গুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
- শীতকালে তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করতে পারেন ওয়াটার-বেসড। এতে শুষ্ক আবহাওয়া ত্বকের ক্ষতি করতে পারবে না এবং আপনার ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করবে।
- অয়েল-ফ্রী ময়শ্চারাইজার তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে ভালো। এই ময়শ্চারাইজার অতিরিক্ত সিরাম উৎপাদন করে না ও উৎপাদন হতেও বাধা দেয়। এবং এই ময়শ্চারাইজারটি মুখের ব্রণও কমিয়ে থাকে।
- প্রাকৃতিক উপাদানও ব্যবহার করতে পারেন আপনার তৈলাক্ত ত্বকের আদ্রতা বজায় রাখার জন্য। এবং ত্বকে শীতের দিন ব্যবহার করতে পারেন গ্লিসারিন। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।
শীতে তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম
অনেকের ধারণা শীতকালে তৈলাক্ত ত্বকের জন্য কোন মশ্চারাইজার লাগেনা। এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণ। নিতে শীতকালে তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট তিনটি ময়েশ্চারাইজারের কথা উল্লেখ করা হয়েছে।
দ্যা বডি শপ সিউইড ম্যাটিফাইং ডে ক্রিম
এই ময়শ্চেরাইজারটি একটি জেল টেক্সচারের। এই ক্রিমটিকে খুব দ্রুত শোষণ করতে পারে ত্বক। এটি অতিরিক্ত সেবাম নিয়ন্ত্রণ করে ত্বককে রাখে নরম,সতেজ ও পরিষ্কার। আর সেই সাথে ম্যাট সাইন ফ্রিলুকের অধিকার করে তুলে এই ক্রিম।
ল্যাকমে ফ্রুট ময়েশ্চার হানি এবং অ্যাভোকাডো উইন্টার পারফেক্ট ডে ক্রিম
আমরা অনেকেই হয়তো পরিচিত হতে পারেনি ল্যাকমির এই নতুন প্রোডাক্টটির সঙ্গে। এটি শীতকালে তৈলাক্ত ত্বকের জন্য তৈরিকৃত একটি ল্যাকমি কোম্পানির প্রোডাক্ট। এটিতে সংযুক্ত আছে এসপিএফ৯। আভাক্যাডোর এক্সট্র্যাক্ট ও মধু মিশ্রিত এই ক্রিম/ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের প্রয়োজনীয় আদ্রতা যোগান দিবে।
নিভিয়া হ্যাপি টাইম বডি লোশন
মিল্ক প্রোটিন ও ব্যামুক এক্সট্র্যাক্ট সমৃদ্ধ এই লোশনটি ব্যবহার করলে শীতকালে আপনার তৈলাক্ত ত্বক শুষ্ক বডি ও হাত-পা নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে। এটি একটি স্নিগ্ধ গন্ধযুক্ত লোশন যা আপনার মনকেও সতেজ রাখবে। এই লোশনটি নরমাল,অয়েলই,ড্রাই ত্বকের সকালেই ইউজ করতে পারবে।
শীতকালে মুখে কি মাখা উচিত
সারা বছরই ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন তবে শীতকালে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বেশি। তাই শীতকালে একটু বেশি ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। এই সময়টাই ত্বকের যত্নের অবহেলা করলে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়বে। নিজে আলোচনা করা হয়েছে শীতকালে মুখে কি ব্যবহার করা উচিত ও কেমন করে যত্ন নেওয়া প্রয়োজন।
- শীতকালে আপনার ত্বকের জন্য ভালো মশ্চারাইজার নির্বাচন করুন। ঘরে নিয়ে আসুন এভাকাডো অথবা বাদাম তেলসমৃদ্ধ ময়েশ্চারাইজার।
- এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন অর্গানিক ময়েশ্চারাইজার যেমন ক্যাস্ট্রোল তেল,নারিকেল তেল,অলিভ তেল দিয়ের ঘোল। এতে করে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকবে।
- শীতে বাড়ি থেকে বের হবার আধা ঘন্টা আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ইউজ করতে পারেন।
- শীতকালের ত্বকের প্রধান সমস্যা হলো ত্বক শুষ্ক হয়ে যায়। এই সমস্যা দূর করার সহজ একটি উপায় হল মাঝে মাঝে মুখ পানি দিয়ে ধোয়া। এতে ত্বকের আদ্রতা বজায় থাকবে ও সহজে আপনার ত্বক শুষ্ক হয়ে যাবে না।
- শীতে ঠোঁট একটুতেই শুকিয়ে যায়, আর আমরা জিভ দিয়ে ঠোঁট ভিজাই যেটা করা মোটেও উচিত নয়। কারণ ঠোট ফাটার কারণগুলোর মধ্যে এটি একটি অন্যতম কারণ। মধুর সাথে দুই তিন ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনো ফাটবে না।
- শীতকালে প্রতি রাতে শোবার আগে ময়েশ্চারাইজার দিয়ে মুখ মালিশ করবেন। এতে আপনার ত্বক কমল এ উজ্জ্বল হবে।
- মুখ ধোয়া/গোসল করার পর মুখ নরম থাকা অবস্থায় লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- শীতকালে আমাদের কমবেশি প্রায় সকলেরই অভ্যাস গরম পানি দিয়ে গোসল করার। স্বাভাবিক তাপমাত্রা যে বেশি গরম পানি দিয়ে মুখ/মাথা ধোঁয়া থেকে বিরত থাকতে হবে। কারণ ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে অতিরিক্ত গরম পানি।
শীতকালে কোন নাইট ক্রিম ভালো
বিভিন্ন ব্র্যান্ডের নাইট ক্রিম আপনি দেখতে পারবেন কসমেটিকের সপে ঢুকলে। তবে এই নাইট ক্রিম কেনার আগে বেশ কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। যেমনঃ ব্যবহারকারীর ত্বকের ধরন, ত্বকের প্রয়োজনীয়তা, বয়স ও উপাদানের লিস্ট গুলো সম্পর্কে। নিজে কিছু নাইট ক্রিম এর কথা উল্লেখ করা হয়েছে আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন আর ব্যবহার করুন।
আরো পড়ুনঃ নবজাতকের বিলিরুবিনের পরিমাণ কমানোর উপায়
ওলে ন্যাচারাল হোয়াইট অল ইন ওয়ান ফেয়ারনেস নাইট ক্রিম
এই নাইট ক্রিম টি একটু ঘন হলেও এটি ত্বকের সাথে খুব দ্রুত মিশে যায়। এবং খুব ভালোভাবে ত্বককে ময়েশ্চারাইজ করে।
হিমালয় রিভাইটালাইজিং নাইট ক্রিম
এই নাইট ক্রিমটি হিমালয় কোম্পানির একটি প্রোডাক্ট। এই নাইট ক্রিমটি শুষ্ক ত্বকের জন্য।
লোটাস হার্বালস নিউট্রানাইট নাইট ক্রিম
এই নাইট ক্রিম টি তিলাক্ত ত্বকের জন্য। এই ক্রিমটিও খুব তাড়াতাড়ি ত্বকের সাথে মিশে যায় এবং খুব ভালোভাবে ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে করে তুলে নরম প্রানোবন্ধ ও উজ্জ্বল।
লোরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম
এই ক্রিমটা হালকা তাই খুব তাড়াতাড়ি ত্বকের সাথে মিশে যায়। এটি মুখের কালচে দাগ দূর করার পাশাপাশি মুখের মেছতা দাগও দূর করে থাকে। বয়সের ছাপ পড়তে দেয় না।
আরো পড়ুনঃ জীবনে চলার পথে বাধা আসবেই
পন্ডস গোল্ড রেডিয়েন্স ইয়ুথফুল নাইট রিপেয়ার ক্রিম
এটি ঘনপ্রকৃতির ক্রিম কিন্তু এটিও ত্বকের সাথে অনেক জলদি মিশে যায়। এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং তেলাক্ত ভাব দূর করে।
লেখকের মতামত
প্রিয় পাঠক, আশা করি আজকের এই পোস্টটি আপনাদের উপকারে আসছে। এমন ইনফরমেটিভ পোস্ট পেতে নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url