ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসেফ্রি লটারী খেলে টাকা ইনকাম এই কথাটির সাথে বর্তমানে অনেকেই পরিচিত আবার অনেকেই অপরিচিত। তাই যে সকল ব্যক্তিরা এখনো জানেনা এই বিষয়টা কি ও কিভাবে এখান থেকে ইনকাম আসে এবং বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ সহ আরো কয়েকটি সহজ ইনকামের উপায় নিয়ে আজকের এই পোস্ট।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম |
বাংলাদেশ থেকে টাকা আয় করা যায় কোন গেম খেলে? এই প্রশ্নটা প্রায় অনেকের মনেই আসে। বাংলাদেশ থেকে বিভিন্নভাবে গেম খেলে টাকা আয় করা যায় এবং পেমেন্টও বিকাশে থেকে নেওয়া যায়। তাছাড়াও আপনি ফ্রি লটারি খেলে অর্থ উপার্জন করতে পারবেন খুব সহজে।
পোস্ট সূচীপত্র
ভূমিকা
বাংলাদেশে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব সহজে টাকা আয় করতে পারবেন এবং গেম খেলেও টাকা আয় করতে পারবেন। এখনকার সময়ে প্রায় সকলের কাছে মোবাইল ফোন রয়েছে। কিন্তু আপনারা কি জানেন মোবাইল ফোন দিয়ে অ্যাপ এর মাধ্যমে টাকা আয় করা যায়? এবং গেম খেলে টাকা ইনকাম করা যায়? হ্যাঁ বন্ধুরা যাই।
এবং প্রেমেন্ট উইথড্রও কোন ঝামেলা নাই, কারন তা আপনি বিকাশ থেকেই পেমেন্ট নিতে পারবেন। আমরা আজকে জানাবো কোন কোন অ্যাপ থেকে ইনকাম করা যায় এবং কোন কোন গেম খেলে টাকা আয় করা যায়। এই সমস্ত বিষয়গুলো জানতে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম
অনলাইনে কাজ না করে শুধু ফ্রিতে লটারি খেলেও তাকে উপার্জন করা যায়। বিভিন্ন কুকিজ খেলে টাকা আয় করা যায়। বিভিন্ন গেম বা অ্যাপ দিয়ে আয় করাকে লটারি বোঝায়। কিছু গেম রয়েছে যেখানে আপনাকে টাকা দিয়ে অংশগ্রহণ করতে হবে এবং জিতে গেলে আপনি সপরিমাণ টাকা পাবেন। এবং বিকাশের মাধ্যমে আপনি আপনার টাকা নিজের কাছে নিতে পারবেন। নিচে তার উদাহরণ দেওয়া হয়েছে।
mpl app এর মাধ্যমে টাকা ইনকাম
এটি একটি অ্যাপ যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পারবেন। এবং কোন ঝামেলা ছাড়াই মোবাইলের খুব সহজে লেনদেনও করতে পারবেন। এখানে পেড গেম খেলে ও সঠিক বা নির্দিষ্ট স্কোর করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফ্রিতে গেম খেলেও আয় করতে পারবেন তবে অধিক পরিমাণ ইনকাম করতে পারবেন পেট গেম গুলো খেলে।
small warker করে টাকা ইনকাম
এই অ্যাপটির মার্কেটপ্লেস এক ধরনের ছোট প্ল্যাটফর্ম। আপনি এই প্ল্যাটফর্ম দ্বারা কমেন্ট,সাবস্ক্রাইব, লাইক,ভিডিও ওয়াচিং সহ আরো নানান কাজের মাধ্যমে আয় করতে পারেন ফ্রিতে। এবং এই কাজের প্রেমেন্ট ও কোন ঝামেলা ছাড়াই পাবেন আপনার বিকাশে।
clip claps গেম খেলে ইনকাম
এটি একটি গেম। আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন ফ্রি লটারি এর মতন। এই অ্যাপটির থ্রোতে আপনি বিভিন্ন রকম ভিডিও দেখে টোকেন অর্জন করতে পারবেন। ও আপনি নানারকম পুরস্কার নিতে পারবেন এই দোকানের বিনিময়ে এবং বাড়তি অর্থ পেতে পারেন। এমনভাবেই এখান থেকে টাকা আয় করতে পারবেন।
free birthday lottery তে ইনকাম
প্রথমে নিবন্ধন করতে হবে আপনাকে ফ্রিতে ইনকাম করতে হলে এখান থেকে। আপনার জন্ম সনদ অনুযায়ী সঠিক জন্ম তারিখ দিতে হবে নিবন্ধন করার সময়। কারণ জন্ম তারিখে উঠানো হয় লটারিতে। তাই জন্ম তারিখ দিতে হবে এবং যদি লটারিতে আপনার জন্ম তারিখ উঠে যায় তাহলে আপনি এখান থেকে ডলার দিতে নিতে পারবেন। এই লটারি খেলার বিজয়ী কে জানিয়ে দেয়া হয় ইমেইলের মাধ্যমে এবং পুরস্কার ও অর্থ প্রদান করা হয়।
Pick my postcode তে টাকা ইনকাম
আপনি চাইলে প্রতিদিন অর্থ উপার্জন করতে পারবেন ফ্রি লটারি খেলে এদের মাধ্যমে। তার জন্য প্রত্যেকদিন আপনাকে আপনার পোস্ট কোড দ্বারা নির্বাচন করতে হবে একটি অথবা একাধিক নাম্বার দিয়ে। আপনার ওই সকল নাম্বার গুলোই লটারি ড্র। আপনি যদি ওই লটারির ড্র জিতে যান তবে ইনকাম করতে পারবেন ফ্রি লটারি খেলে।
এমন আরো অনেক কয়টি মাধ্যম ও অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন যেমনঃ
- perk pop quiz এ লটারি খেলে আয় করতে পারবেন।
- winit এ ফ্রি লটারি খেলে অর্থ আয় করতে পারবেন।
- খেলপ্লে রামি অ্যাপ এর দ্বারা টাকা ইনকাম করতে পারবেন।
- mindit trivia app এর মাধ্যমে আয় করতে পারবেন।
- cointiply অ্যাপ এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
- free national lotto অ্যাপ খেলে ইনকাম করতে পারবেন।
- lucky emoji তে অর্থ আয় করতে পারবেন।
- admob মোবাইল অ্যাপের দ্বারা টাকা আয় করতে পারবেন।
- আপনি গেমথন অ্যাপের মাধ্যমে আয় করতে পারবেন।
1xbet থেকে আয় করুন অনলাইনে
আপনি যদি ঘরে বসে অনলাইনে টাকা উপার্জন করতে চান তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য। মাত্র ১০ টাকা ইনভেস্ট করে ১০০০ টাকা জিতে নেওয়ার সুযোগ আছে এই অ্যাপে। মূলত যারা বাজি ধরতে উস্তাদ তাদের কাছে ভালো লাগবে এই সাইটটি।
পৃথিবীতে প্রতিদিন নানারকম গেম যেমন টেনিস,ক্রিকেট,স্পোর্টস,ফুটবল লাইভ সম্প্রচারিত হয়। আমরা খেলা নিয়ে বিভিন্ন সময়ে বাজে ধরে বলি যে এই দল জিতবে এখানে যদি আপনার প্রেডিকশন সঠিক হয় তাহলে আপনি টাকা দিতে নিতে পারবেন।
মনে করুন বাংলাদেশ ও ইন্ডিয়ার ক্রিকেট খেলা চলছে। সেখানে কিছু নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হবে যেমন বাংলাদেশ জিতলে ১০ পয়েন্ট ইন্ডিয়া জিতলে ৮ পয়েন্ট। আপনার পছন্দ মত আপনি যে দলকে জিতাতে চান সেই দলের ওপর যত টাকা বিড দিবেন সেই টাকার ১০ পয়েন্ট অনুযায়ী ১০ গুণ টাকা জিতে দিতে পারবেন আপনি। বিষয়টা ঠিক এইরকম।
- গেম খেলার আগে আপনাকে অ্যাপ টি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
- এরপর আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিতে হবে।
- ইন্সটল হয়ে গেলে একটি একাউন্ট খুলে নিতে হবে
- একাউন্টে আপনার নাম,ইমেইল এড্রেস,ফোন নাম্বার দিয়ে আপনার একাউন্টটি ভেরিফাইড করে নিতে হবে। এতে করে সরাসরি ব্যাংকের লেনদেন করতে পারবেন।
বাংলাদেশী অ্যাপ প্রতিদিন 1000 টাকা আয় পেমেন্ট বিকাশ
বর্তমানে অনেকেই গেম খেলে টাকা আয় করছে। আমাদের বাংলাদেশের অনেক গেমাররা বিভিন্ন গেম খেলে টাকা আয় করছে খুব সহজে। আপনিও চাইলে গেম খেলে ইনকাম করতে পারবেন। বাংলাদেশে অনেক কয়টি গেম আছে যেগুলো খেলে আপনি বিনোদনের পাশাপাশি ইনকাম ও করতে পারবেন। নিতে বেশ কয়েকটি গেমের কথা বলা হয়েছে যেগুলো খেলার মাধ্যমে আপনি কোন ঝামেলা ছাড়া খুব সহজে টাকা আয় করতে পারবেন।
- Ludo supreme
- Garena free fire
- Mobile legends
- Pubg mobile
- Mpl(mobile premier league)
- Quizdom
- Real racing 3
- 8 Ball pool
- Rise of kingdoms
- Clash royale
- Gta vice city
উপরের উল্লেখিত গেমগুলো খেলে চাইলে আপনি টাকা আয় করতে পারবেন। এইসব গেমগুলো খেলে বিভিন্নভাবে আয় করা যায়। এই গেমগুলো থেকে দীর্ঘমেয়াদি ইনকাম জেনারেট করতে চাইলে আপনি ইউটিউব চ্যানেল,ফেসবুক পেজ তৈরি করে খেলার ভিডিও আপলোড করে তা থেকে আয় করতে পারবেন।
বাংলাদেশের প্রতিদিন ১০০০ টাকা ইনকামের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এমন ধরনের ইনকামের উদাহরণ হিসেবে নিম্নে কিছু উদাহরণ দেওয়া হয়েছে।
ব্যালট অ্যাপসঃ ব্যালট অ্যাপস খুবই ফেমাস/জনপ্রিয় বাংলাদেশে যেমন, নগদ,রকেট,বিকাশ সহ আরো কিছু মাধ্যম। এই অ্যাপস ইউজ করে আপনি পেমেন্ট প্রক্রিয়া করতে পারেন। অথবা মুদ্রা গ্রহণ করতে পারেন অন্যান্য লোকদের থেকে।
মোবাইল অ্যাপ বিক্রয়ঃ আপনি তৈরি করতে পারেন একটি মোবাইল অ্যাপ যা ইউজারদের অর্থের জন্য মূল্যবান সামগ্রী যা নির্দিষ্ট সেবা প্রদান করে। অ্যাপটি আপনি মূল্যায়ন করতে পারেন ও আপনার অ্যাপ ইউজারকারীদের ইউজ করতে প্রতিবার ডাউনলোড করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামঃ অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আপনি নিবন্ধিত হতে পারেন ও বিজ্ঞাপন করতে পারেন পণ্যগুলির। এবং মার্কেটপ্লেস এর দ্বারা ক্রয় করলে তার একটি অংশ কমিশন পাবেন আপনি। আপনার নিজের ইউটিউব চ্যানেল,ফেসবুক পেজ,ওয়েবসাইট ইত্যাদি দ্বারা অ্যামাজনের প্রোডাক্ট গুলোর বিজ্ঞাপন করতে পারেন। এমন করে অ্যামাজন থেকে আপনি অর্থ আয় করতে পারবেন।
অ্যাপ বিক্রয়ঃ আপনার পণ্য বা প্রডাক্ট বিক্রয় করার জন্য বর্তমানে বাংলাদেশে অনেক কয়টি অ্যাপস রয়েছে। আপনি চাইলে আপনার পূর্ণ আপনি নিজেই তৈরি করে অথবা যে কোন প্রোডাক্ট সেল বা বিক্রয় করতে পারেন। যে সকল অ্যাপস রয়েছে বাংলাদেশে যেমন,Bikroy.Daraz সহ আরো অনেক কয়টি।
ড্রপশিপিং ব্যবসায়িক মডেলঃ বর্তমানে বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে আপনি সেই সকল মার্কেটপ্লেসের প্রোডাক্টগুলোর প্রচার-প্রচারণা করতে পারেন। আপনি প্রোডাক্টগুলোর এক্সপেডিটিড শিপিং প্রক্রিয়া কমাবেন, প্রোডাক্ট গুলোর বিজ্ঞাপন করবেন এবং প্রোডাক্টের বিক্রয়ের পরিচালনা করবেন। কাস্টমার গুলোর অর্ডার আপনি প্রদান করার পর অর্ডারটি মার্কেটপ্লেসে প্লেস করে সরবরাহ করবেন। এর থেকে আপনি কমিশন পাবেন।
আমি মাত্র একটি দুইটি উদাহরণ দিলাম। অর্থ আয়ের আরো অনেক উপায় রয়েছে। যেমন ডিজিটাল মার্কেটিং,ই-কমার্স ব্যবসা,ব্লগিং,ফ্রিল্যান্সিং সহ আরো বিভিন্ন উপায় রয়েছে।
ফ্রি কুইজ খেলে টাকা ইনকাম বিকশ প্রেমেন্ট
কুইজ এমন একটি বিষয় হল সেখানে প্রশ্ন করা হয়। এবং উত্তর হিসাবে ৪টি অপশন দেওয়া হয়। সেখানে .৪টির ভিতরে সঠিক উত্তর ১টি দেওয়া থাকে। আপনাকে খুঁজে বের করতে হবে যে সঠিক উত্তর কোন অপশনটি আর এটাকে বলে কুইজ খেলা।
উপরে কুইজ খেলা বিষয়ে আপনাকে কিছু তথ্য দেওয়া আছে। অনলাইনে অন্যান্য সেক্টরে যদি আপনি কাজ করতে চান তাহলে একটি কাজ সবার আগে আপনাকে শিখতে হবে। আর সেই কাজের দক্ষতায় আপনি টাকা আয় করতে পারবেন।
অনলাইনে আয় করা প্রথমে মানুষের কাছে খুব কঠিন হয়ে পড়ে। এই ক্ষেত্রে অনেকেই অনলাইন থেকে আয় করার আগ্রহ হারিয়ে ফেলে।স্মার্ট ফোন দিয়ে কুকিজ খেলে আয় করা সম্ভব। শুধু সাধারণ কিছু জিনিসের প্রয়োজন হয়ে থাকে এই খেলায়।
- ইন্টারনেট কানেকশন।
- ভালো একটি কুইজ অ্যাপ ইনস্টল করবেন আপনার স্মার্টফোনে।
- সাধারণ জ্ঞান অর্জন।
- প্রক্রিয়া গুলো ভালোভাবে জেনে নিতে হবে।
- গেম খেলার আগে এই বিষয়গুলো জেনে রাখলে খুব দ্রুত ইনকাম শুরু করতে পারবেন আপনি ঘরে বসে।
লুডু গেম খেলে টাকা ইনকাম
বর্তমানে কিছু গেম খেলে টাকা ইনকাম করার মধ্য লুডু গেমটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। হয়তো আপনি জীবনে অনেক বার লুডু খেলেছেন। কিন্তু বর্তমানে লুডু খেলার ধরন বদলে গেছে, এখন মানুষ লুডুর অ্যাপ মোবাইলে ডাউনলোড করে বা অনলাইনে লুডু খেলে, এবং এই গেম খেলে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।
আজকে আমরা যে লুডু অ্যাপ গুলো নিয়ে আলোচনা করব সেগুলো দিয়ে আপনি চাইলে ইনকাম করতে পারবেন।
Skill ludo: এই লুডু আসলে একটু দুর্দান্ত অ্যাপ। চাইলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপটি প্রচুর উপার্জন করার সুযোগ দেয়,প্রতি রেফার ১৫০ ছাড়াও আপনি যদি সাইন আপ করেন তাহলেও আপনি টাকা পাবেন। অ্যাপটির রেফার কোড হল ri2840 সংজ্ঞাত ইন্টারফেস এর সাথে ডিজাইন করা হয়েছে এই প্লাটফর্মটি।
lulo king: আপনি কি লুডু খেলে স্মার্ট আয় করতে চান। ভারতে সবচেয়ে বেশি ডাউনলোড করা লুডো অ্যাপ গুলোর মধ্যে একটি হল লুডু কিং। এই অ্যাপসটি ২০১৬ সাল থেকে অ্যান্ড্রয়েড ios platform এ ডাউনলোড করা হয়েছে ৫০ কোটিও বেশি।
আরো পড়ুনঃ গরম জলে মধু খাওয়ার উপকারিতা
winzo games: উপার্জনকারী অ্যাপস গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো winzo গেমস। উৎসাহীদের প্রিয় ভোট লুডু গেম খেলে খুব দ্রুত অর্থ উপার্জন করা যায়। winzo প্রতিশ্রুতি দেয় প্রতিটি খেলা নিরপেক্ষ ও সম্পন্ন ন্যায্য।
batball 11: এই মুহূর্তে সবচেয়ে এপ্লিকেশন গুলোর মধ্যে batball 11 এটি। এটি সাইন আপ বোনাস দ্বারা রেফাল এর থেকে লাভ করার ক্ষমতা প্রদান করে। অনলাইনে অফার দিয়ে বিনামূল্যে আপনি লুডু ইউজ করতে পারবেন।
ludo hunt: নিমন্তিত অভিযাতা প্রদান করে আসতে লুডু হান্ট। এটি নির্ভরযোগ্য ও নৈতিক গেম প্লে। সেখানে তারা এমন সিস্টেম তৈরি করেছে যেখানে সততা সর্বাধিক গুরুত্বপূর্ণ। একমাত্র যাচাইকৃত ব্যবহারকারীদের যোগদানের লুডু হান্ট অনুমতি দেওয়া হয়।
লেখক এর মতামত
প্রিয় পাঠকগণ, ফ্রী লটারি খেলে কিভাবে টাকা ইনকাম করা যায়, বাংলাদেশী অ্যাপ দিয়ে প্রতিদিন ১০০০ টাকা কিভাবে আয় করা যায় এবং পেমেন্ট বিকাশে কিভাবে নেয়া যায় সহ আরো বিভিন্ন উপায়ে অনলাইন থেকে ইনকাম করা যায় তা হয়তো বিস্তারিত জানতে পেরেছেন।
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url