স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
প্রিয় পাঠকবৃন্দ,আজ আমরা জানবো স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম,টোকেন দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম। আপনি কি নতুন ভোটার নিবন্ধন হয়েছেন? কিন্তু এখন পর্যন্ত অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করেননি বা করতে পারেননি? আপনার কাছে যদি ভোটার স্লিপ থাকে তাহলে আপনি ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
অনেকেই আছেন যারা নতুন ভোটার নিবন্ধন হওয়ার পরে ফর্ম নাম্বার দিয়ে কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয় তা জানেন না বা পারছেন না। আবার দেখা যায় অনেক সময় সার্ভারজনিত ত্রুটির কারণে ভোটার স্লিপ এর তথ্য ভুল দেখাচ্ছে অনেকের। আপনারা যারা নতুন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন হয়েছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষের কাছে নিবন্ধন মোবাইল ফোনে ভোটার আইডি কার্ড এর SMS এসেছে।
যদি আপনি SMS এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি পেয়ে থাকেন তাহলে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারের সঙ্গে আপনি আপনার জন্ম তারিখ মিলিয়ে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনলাইনে না পাই তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ অনেক সময় একাধিক এনআইডি কার্ড নিবন্ধন ডাটা এন্ট্রি করতে অনেক সময় লেগে যায়।
পোস্ট সূচিপত্রঃ
ভূমিকা
ভোটার আইডি কার্ডের আবেদন করার পর NID CARD পেতে অনেক সময় লেগে যেতে পারে। কিন্তু ভোটার আইডি কার্ড গুরুত্বপূর্ণ একটি পরিচয় ডকুমেন্ট হওয়ার জন্য এটি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় দরকার লেগে থাকে। সেজন্য যেকোনো জরুরী কাজে ভোটার আইডি কার্ডের নাম্বার প্রদানের দরকার হয়। কিন্তু সুবিধা বিষয় হচ্ছে ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন ফর্ম এর নাম্বার দ্বারা ভোটার আইডি কার্ডের নাম্বার দেখা যায়।
এর মানে ভোটার আইডি কার্ড হাতে না পাওয়া পর্যন্ত ভোটার আইডি কার্ডের নাম্বার ব্যবহার করার সুযোগ আছে যে কোন প্রয়োজনীয় কাজে। আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন ভোটার আইডি কার্ডের অনলাইন কপি! এই পোস্টে আপনারা জানবেন কিভাবে NID রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড নাম্বার দেখবেন ও ডাউনলোড করবেন সে সম্পর্কে বিস্তারিত। তাহলে চলুন দেরি না করে চলে যায় মূল আলোচনায়।
স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড আবেদন নিবন্ধন স্লিপ থাকে তাহলে খুব সহজেই সেই ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার ব্যবহার করে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার বের করতে পারবেন। আপনি নতুন ভোটার হয়েছেন কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটি পেতে এখনো অনেক সময় বাকি রয়েছে, এরমধ্যে বিভিন্ন প্রয়োজনে আপনার ভোটার আইডি কার্ডের প্রয়োজন হতে পারে।
এইসব সমস্যা মাথায় রেখে এইসকল ভোটারদের জন্য NID স্লিপ দিয়ে ভোটার আইডি কার্ডের নাম্বার বের করার সুযোগ রাখা হয়েছে। কিন্তু এই কথাটা জেনে রাখা ভালো যে এই অনলাইন কপি পেতেও আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। ভোটার আইডি কার্ডের স্লিপ পাওয়ার সাথে সাথেই আপনি অনলাইন কপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার অনলানে থেকে পাবেন না। তার জন্য কয়েকদিন সময় প্রয়োজন।
আরো পরুনঃ জীবনে চলার পথে বাধা আসবেই
আর এই নতুনদের পাশাপাশি যারা ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন তারাও ভোটার আইডি নাম্বার ব্যবহার করে অনলাইন NID CARD ডাউনলোড করতে পারবেন। তারমানে অনলাইনে NID পোর্টালে আপনি একবার রেজিস্ট্রেশন করলে আপনার ভোটার আইডি কার্ডের কপি সেখান থেকে পাবেন। তাছাড়া ও আপনার ভোটার আইডি কার্ডে যদি কোন ভুল তথ্য থাকে সেক্ষেত্রেও সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
এবার আলোচনা করা যাক কিভাবে NID রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ডের নাম্বার বের করা যায় সেই প্রসঙ্গে।
ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2023
আপনার NID কার্ড ডাউনলোড করতে https://services.nidw.gov.bd/nid-pub/-এর ভোটার তথ্য সাইটে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডের স্লিপে থাকা নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে খুব সহজে চেক করতে পারবেন। কিভাবে করতে হয় নিচে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ছবিসহ দেখানো হয়েছে।
ধাপ ১ঃ প্রথমে আপনি এই লিংকে https://services.nidw.gov.bd/nid-pub/ ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন নিচের দেওয়া ছবির মত একটি ওয়েব পেজে আপনি কে নিয়ে গেছে।
ধাপ ২ঃ এর পরের অংশে ভোটার আইডি কার্ড চেক করার ফর্ম নাম্বার এর ঘরে আপনার এনআইডি কার্ডের ক্লিপে থাকা সংখ্যাটি বসিয়ে দিবেন,কিংবা আপনার যদি আইডি কার্ড হারিয়ে যায় তাহলে আপনার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিবেন।
- জন্ম তারিখের বক্সে আপনার সঠিক জন্ম তারিখ বসিয়ে দিবেন
- ক্যাপচা ঘরে ছবিতে থাকা আবছা ভাবে প্রদর্শিত কোডটি দিয়ে দিবেন। এরপর "সাবমিট" এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ এরপরের নিচে দেখানো ছবির মত দেখতে পাবেন। আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দেওয়া অনুযায়ী নিচে সকল ঠিকানা কনফার্ম করুন।
- বিভাগ
- জেলা
- উপজেলা
স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা নির্ভুলভাবে ফিলাপ করবেন। এরপরও "পরবর্তী" তে ক্লিক করুন।
ধাপ ৪ঃ এরপরে আপনি আপনার ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি সঠিক হলে "বার্তা পাঠান" এখানে ক্লিক করুন। আর যদি নাম্বার ভুল হয়ে থাকে তাহলে "মোবাইল পরিবর্তন করুন" ওইখানে ক্লিক করুন দিয়ে নতুন একটি নাম্বার দিন।
ধাপ ৫ঃ তারপর আপনার ফোনে একটি কোড যাবে সেটি যাচাই করুন কোডটি দিন এই বক্সে দিয়ে "বহন" এটাতে ক্লিক করুন।
ধাপ ৬ঃ এরপরে নিচের দেওয়া ছবির মত দেখাবে। এখানে দেখুন NID Wallet অ্যাপ্লিকেশন তাকে ডাউনলোড করতে বলা হয়েছে। আপনি আগে NID Wallet এটার ওপর ক্লিক করে এই অ্যাপ্লিকেশন টা ডাউনলোড করে নিন। আর যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার আগে থেকেই ডাউনলোড করা থেকে থাকে তাহলে আপনারা ডাউনলোড করার দরকার নেই। এরপর আপনি Tab to open NID Wallet এ চাপ দিন।
NID Wallet এপ্লিকেশনটি অন করার পর সেখানে আপনার চেহারার বা মুখের স্ক্যান করতে বলবে। ফেস স্ক্যান করার সময় প্রথমে আপনার ফেসটি সোজা রাখতে হবে, তারপরে মাথাটা হালকা করে বাম দিকে ঘুরাতে হবে এবং এরপরে ডানদিকে ঘুরাতে হবে। যদি আপনার মাথা নাড়ানো ঠিকঠাক মত হয় তাহলে নিচে দেখানো কার্টুনের তিনটা পিকচারেই টিক চিহ্ন মার্ক আসবে তখন ok তে ক্লিক করুন।
ধাপ ৭ঃ এখন আর এই NID Wallet এর কাজ নাই, আপনি এবার আগের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েব সাইটে আসার পর আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন।এরপর আপনি "এগিয়ে যান" বাটনে ক্লিক করুন।
ধাপ ৮ঃ এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ধাপে চলে এসেছি। তারপর আপনি আপনার প্রোফাইলে দেখানো ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন খুব সহজে।
লেখক এর মতামত
প্রিয় বন্ধুরা, কিভাবে স্লিপ নাম্বার দিয়ে এন আই ডি আইডি কার্ড বের করা যায় তা নিয়ে A TO Z লিখে ও ছবি মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের বুঝার সুবিধার্থে আশা করি এখন আপনি সহজে আপনার ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। তারপরেও যদি এ বিষয়ে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এমন আরো প্রয়োজনীয় তথ্য পেতে নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন। ধন্যবাদ!
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url