বাংলালিংক মিনিট কেনার নিয়ম

বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ ২০২৩বাংলালিংক মিনিট কেনার নিয়ম সম্পর্কে আপনি যদি জানতে চান? তবে আপনি সঠিক ব্লক পোষ্টে এসেছেন। কারণ এই পোস্টে বাংলালিংক ২ টাকায় ৮ মিনিট শুরু করে বাংলালিংক মিনিট অফার 30 দিন 2023 ও বাংলালিংক মিনিট চেক ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বাংলালিংক মিনিট কেনার নিয়ম

তাই বাংলালিংকে সকল মিনিট অফার গুলো জানতে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

পোস্ট সূচিপত্র

ভূমিকা

বাংলালিংক সিম হচ্ছে আমাদের দেশের সেরা মোবাইল অপারেটর তা আমরা সবাই জানি। এই সিম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য দিয়ে যাচ্ছে সর্বোত্তম বিশেষ অফার। আমরা অনেকেই বাংলালিংক সিমের গ্রাহক এবং আমাদের মধ্যে অনেক বাংলালিংক ব্যবহারকারী আছেন যারা মিনিট কেনার নিয়ম জানে না।
তাই তাদের কথা মাথায় রেখে এই সিমের মিনিট সংশ্লিষ্ট সকল তথ্য উপস্থাপনা করা হয়েছে।

বাংলালিংক মিনিট অফার 2023

যারা কথা বলতে ভালোবাসে তাদের জন্য মিনিট অফার অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যে সকল মানুষ কম টাকায় বেশি মিনিট কেনার নিয়ম না জানার কারণে তারা তাদের প্রিয়জন/আপনজনের সাথে প্রাণ খুলে কথা বলতে পারেনা,তাদের জন্য বাংলালিংককের সকল দারুন দারুন মিনিট অফার গুলো নিয়ে হাজির হয়েছি। নিচে বাংলালিংকের মিনিট অফার গুলোর তালিকা দেয়া হয়েছে।

৯ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*৬*৪#
  • মিনিটঃ ১৫ মিনিট
  • মেয়াদঃ ২ দিন

১২ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*৬*৩#
  • মিনিটঃ ২০ মিনিট
  • মেয়াদঃ ২ দিন

১৪ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*৫#
  • মিনিটঃ ২৪ মিনিট
  • মেয়াদঃ ২ দিন

২৭ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*৪#
  • মিনিটঃ ৪৫ মিনিট
  • মেয়াদঃ ৩ দিন

৪৭ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*৩#
  • মিনিটঃ ৭০ মিনিট
  • মেয়াদঃ ৭ দিন

৯৭ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*২#
  • মিনিটঃ ১৫৫ মিনিট
  • মেয়াদঃ ১৫ দিন

১৩৭ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*৭*৩#
  • মিনিটঃ ২৩৫ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন

১৯৭ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*১#
  • মিনিটঃ ৩০০ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন

২৯৭ টাকার অফার

  • ডায়ালঃ *১১০০*৭*১#
  • মিনিটঃ ৪৬০ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন

বাংলালিংক মিনিট কেনার নিয়ম

এখানে আলোচনা করা হয়েছে বাংলালিংক সিমের মিনিট কেনার নিয়ম সম্পর্কে। বাংলালিংক সিমের মিনিট ক্রয় করা খুবই সহজ একটি বিষয়। আপনি যদি এই সিমের মিনিট ক্রয়ের নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে নিচের উল্লেখিত বিষয়গুলো দেখুন।
  • যদি আপনার সিমে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে উপরের ডায়াল কোড গুলো ব্যবহার করে আপনি সহজেই মিনিট ক্রয় করতে পারবেন।
  • MY Bnaglalink অ্যাপ থেকে খুব সহজে মিনিট ক্রয় করা যায়। আপনি যদি এই অ্যাপ থেকে মিনিট ক্রয় করতে চান তাহলে প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করে নিন গুগল প্লে স্টোর থেকে।
  • অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা হয়ে গেলে আপনার বাংলালিংক সিম নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
  • এরপর দেখবেন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে একটি ড্যাশবোর্ড চলে আসবে।
এই কাজগুলো সম্পূর্ণ করার পরে By Pack অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন একটি নতুন পেজ ওপেন হবে এবং সেখানে Minute Pack এ যাবেন। সেখানে যাবার পর দেখবেন banglalink এর বিভিন্ন মিনিটের অফার শো করছে।

এখন সেখান থেকে আপনি আপনার পছন্দের মিনিট অফারটি ক্রয় করে ব্যবহার করতে পারবেন। নিচে মাই বাংলালিংক অ্যাপ থেকে সংগ্রহ করে বিভিন্ন মিনিট অফার গুলো দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। চাইলে অফার গুলো দেখে নিতে পারেন।
  • ১০ টাকায় ১৫ মিনিট ১ দিন মেয়াদ।
  • ২০ টাকায় ৩২ মিনিট ২ দিন মেয়াদ।
  • ৩০ টাকায় ৫০ মিনিট ৩ দিন মেয়াদ।
  • ৫০ টাকায় ৭০ মিনিট ৫ দিন মেয়াদ।
  • ৫৭ টাকায় ৯০ মিনিট ৫ দিন মেয়াদ।
  • ৬৬ টাকায় ৯০ মিনিট ৭ দিন মেয়াদ।
  • ৭৪ টাকায় ১২০ মিনিট (+৪ টাকা ক্যাশব্যাক) ৭ দিন মেয়াদ।
  • ১০৭ টাকায় ১৭৫ মিনিট ৭ দিন মেয়াদ।
  • ১১৭ টাকায় ১৯০ মিনিট (+৭ টাকা ক্যাশব্যাক) ১০ দিন মেয়াদ।
  • ২৫৭ টাকায় ৪২০ মিনিট (+২০ টাকা ক্যাশব্যাক) ৩০ দিন মেয়াদ।
  • ৩৬৭ টাকায় ৬০০ মিনিট (+৪০ টাকা ক্যাশ ব্যাক) ৩০ দিন মেয়াদ।
  • ১৫৭ টাকায় ২০০ মিনিট ৩০ দিন মেয়াদ।
  • ২০৭ টাকায় ৩০০ মিনিট ৩০ দিন মেয়াদ।
  • ৩০৭ টাকায় ৫০০ মিনিট ৩০ দিন মেয়াদ।
  • ১৬৮ টাকায় ২২৫ মিনিট ৩০ দিন মেয়াদ।
  • ২৪৭ টাকায় ৩৫০ মিনিট ৩০ দিন মেয়াদ।
  • ৩৪৭ টাকায় ৫৭০ মিনিট ৩০ দিন মেয়াদ।

বাংলালিংক মিনিট চেক ২০২৩

বাংলালিংক স্ক্রাশ কার্ড রিসার্চ করার নিয়ম ও মিনিট ক্রয় এর নিয়ম সকলের জানা থাকলেও অনেকের জানা থাকে না কিভাবে এই সিমের মিনিট চেক করতে হয়। তাই এই বিষয়ে যারা জানেনা তাদের জন্য নিচে বাংলালিংক সিমের মিনিট চেক করার বিষয় সম্পর্কে বলা হয়েছে।

কোড দ্বারা চেক

বেশ কয়েকটি উপায় বাংলালিংক সিমের মিনিট চেক করা যায়। তবে তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো ইউএসডি কোড। এই কোডটি ডায়াল করলে আপনি আপনার বাংলালিংক সিমের মিনিট চেক করতে পারবেন।
  • মিনিট চেকের জন্য ডায়াল করুনঃ *১২১*১০০#

অ্যাপ ব্যবহার করে মিনিট চেক

এই অ্যাপটি আগে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এরপরে আপনার BL নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনি খুব সহজেই এই অ্যাপ দ্বারা মিনিট- ইন্টারনেট কিনা থেকে শুরু করে মিনিট ইন্টারনেট চেক পর্যন্ত করতে পারবেন খুব সহজেই।

মেসেজের মাধ্যমে মিনিট চেক

এই মিনিট চেকের পদ্ধতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়। আপনি কোন মিনিট অফারটি ইউজ করছেন,কত মিনিট অবশিষ্ট রয়েছে,কত দিন মেয়াদ রয়েছে ইত্যাদি সকল তথ্য মেসেজের মাধ্যমে দিয়ে দিবে।
  • মিনিট চেকের জন্য ডায়াল করুনঃ *১২১*১০০*১*১#

বাংলালিংক মিনিট অফার 30 দিন

আমাদের বিভিন্ন প্রয়োজনে মিনিট প্যাক কিনে কথা বলার দরকার হয়। আর যারা তাদের প্রিয়জনের সাথে/আত্মীয়- পরিজনদের সাথে/বিজনেসের প্রয়োজনে অনেক সময় ধরে কথা বলার দরকার হয় বা প্রয়োজন হয়ে থাকে। তাদের মিনি মিনিট প্যাকগুলোতে পোষাবে না। সে ক্ষেত্রে তাদের বেশি মিনিট প্যাক গুলো লাভজনক।
আপনারও যদি বেশি মিনিটের প্রয়োজন থাকে আর আপনি যদি মেয়েদের জন্য মাসে ২০০ থেকে ৬০০ টাকা বাজেট করেন তাহলে বাংলালিংক সিমের ৩০ দিন মেয়াদি দারুন সব মিনিট প্যাকেজগুলো নিতে পারবেন। নিচে ৩০ দিন মেয়াদী মিনিট অফার গুলো তালিকা আকারে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে।

১৪৭ টাকার অফার

  • মিনিটঃ ২০৫ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১৬৬*১৪৭#

১৫৭ টাকার অফার

  • মিনিটঃ ২৫০ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১৬৬*১৫৭#

১৯৭ টাকার অফার

  • মিনিটঃ ৩১০ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১৬৬*১৯৭#

২০৭ টাকার অফার

  • মিনিটঃ ৩৪০ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১৬৬*২০৭#

২৯৭ টাকার অফার

  • মিনিটঃ ৪৬০ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১৬৬*২৯৭#

৩০৭ টাকার অফার

  • মিনিটঃ ৫১০ মিনিট
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১৬৬*৩০৭#

২১৮ টাকার অফার

  • মিনিটঃ ৩১৮ মিনিট+1GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*২১৮#

৩২৮ টাকার অফার

  • মিনিটঃ ৫৪৫ মিনিট+1GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*৩২৮#

১৯৮ টাকার অফার

  • মিনিটঃ ৩০ মিনিট+2GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*১৯৮#

২৯৮ টাকার অফার

  • মিনিটঃ ১৫০ মিনিট+5GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*২৯৮#

৪৯৮ টাকার অফার

  • মিনিটঃ ৩৫০ মিনিট+15GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*৪৯৮#

টাকার ৭৯৮ অফার

  • মিনিটঃ ৮০০ মিনিট+40GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*৭৯৮#

৮৯৮ টাকার অফার

  • মিনিটঃ ১০০০ মিনিট+50GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*৮৯৮#

৫৯৮ টাকার অফার

  • মিনিটঃ ৪০০ মিনিট+20GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*৫৯৮#

৬৯৮ টাকার অফার

  • মিনিটঃ ৭০০ মিনিট+30GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ *১২১*৬৯৮#

৬০৭ টাকার অফার

  • মিনিটঃ ১০১০ মিনিট+1GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ রিচার্জ করতে হবে।

৪০৭ টাকার অফার

  • মিনিটঃ ৬৭৫ মিনিট+1GB
  • মেয়াদঃ ৩০ দিন
  • ডায়ালঃ রিচার্জ করতে হবে।

বাংলালিংক ২ টাকায় ৮ মিনিট

বাংলালিংক গ্রাহকদের মধ্যে যে সকল গ্রাহকেরা সবচেয়ে কম দামের মিনিট প্যাকেজ নিতে চাই,সেই সকল গ্রাহকদের জন্য এই অফার প্যাকেজটি। এই অফারটিতে দুই টাকায় ৮ মিনিট পাওয়া যায়।
  • টাকাঃ ২ টাকা
  • মিনিটঃ ৮ মিনিট
  • মেয়াদঃ ৪ ঘন্টা
  • ডায়ালঃ *১২১*৯০#

বাংলালিংক ৩ টাকায় ৫ মিনিট

এই মিনিট প্যাকেজটির ও মূলক খুব একটা বেশি না। কম দামের মিনিট প্যাকেজ এর মধ্যে এটি অনেক জনপ্রিয় একটি প্যাকেজ। এই অফারটিতে ৩ টাকায় ৫ মিনিট পাওয়া যায়।
  • টাকাঃ ৩ টাকা
  • মিনিটঃ ৫ মিনিট
  • মেয়াদঃ ১ দিন
  • ডায়ালঃ *১৬৬*২০৩#

বাংলালিংক ৫ টাকায় ১৫ মিনিট

যারা ৫/৭ টাকায় ১০/১৫ মিনিটের প্যাকেজের খোঁজ করেন এই মিনিট প্যাকেজটি তাদের জন্য খুব ভালো হবে। বাংলালিংক সিমের এই অফারটি আপনারা পেয়ে যাবেন ৫ টাকায় ১৫ মিনিট।
  • টাকাঃ ৫ টাকা
  • মিনিটঃ ১৫ মিনিট
  • মেয়াদঃ ১২ ঘন্টা
  • ডায়ালঃ *১৩২*৫#

বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড ২০২৩

দুটি পদ্ধতি রয়েছে বাংলালিংকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য তার মধ্যে একটি হচ্ছে USSD কোড ডায়াল করে। বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়াল করুন *৮৭৪#

লেখক এর মতামত

প্রিয় পাঠক,আমরা আমাদের আজকের পোস্টে আলোচনা করেছি,বাংলালিংক সিমে মিনিট কেনার নিয়ম,বাংলালিংক মিনিট সকল মিনিট অফার, বাংলালিংক ৩০ দিনের মিনিট অফার ইত্যাদি নিয়ে। উপরোক্ত সকল অফার গুলো যদি আপনি পড়ে থাকেন।

তাহলে আশা করি সেই সব অফার গুলোর সম্পর্কে আপনি ভালোভাবে জানতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোন আর্টিকেল নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url