Romantic ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলাRomantic ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় সহ আরো বিভিন্ন টাইপের জন্মদিনের শুভেচ্ছা নিয়ে আজকের এই পোস্ট। এই পোস্টটি মূলত সেই সব পাঠকদের জন্য তৈরি করা হয়েছে যে সব পাঠকেরা তাদের বন্ধু-বান্ধব,প্রিয়জন ও আপনজনদের জন্মদিনে তাদেরকে কি লিখে চিঠি বা মেসেজ পাঠাবে তা নিয়ে সংশয়ে রয়েছে।
চলুন তাহলে পোষ্টের মূল আলোচনায় যাওয়া যাক কিন্তু পোস্টটি সম্পন্ন করতে যাওয়ার আগে পোস্টটিতে কোন কোন বিষয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে তা পোস্ট সূচিপএ তে দেখে নিন।
পোস্ট সূচিপত্র
ভূমিকা
জন্মদিন মানেই হলো বিশেষ একটি দিন সে জন্মদিনটা যারই হোক না কেন। আমাদের বিশেষ মানুষের জন্মদিন হোক বা আমাদের আপন জনের জন্মদিন হোক আমরা চাই তার জন্মদিনে তাকে চিঠি বা মেসেজের মাধ্যমে শুভেচ্ছা জানাতে। বর্তমানে এখন সবাই মেসেজের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা না দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বন্ধু-বান্ধব,প্রিয়জন,আপনজনদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেশি পছন্দ করে।
তাই আমরা আমাদের এই আর্টিকেলে জন্মদিনের বিভিন্ন শুভেচ্ছা স্ট্যাটাস তৈরি করেছি। এই পোস্টের সকল শুভেচ্ছা স্ট্যাটাস গুলো পড়ুন ও তার মধ্য থেকে আপনার পছন্দের শুভেচ্ছা বার্তাটি বেছে নিন এবং আপনার পছন্দের মানুষকে বা আপনজনদেরকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিন।
Romantic ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা
জন্মদিন বিশেষ একটি দিন প্রত্যেক মানুষের জন্য। বিভিন্নভাবে উৎসব করে থাকে মানুষ তার বা তাদের প্রিয়জনের জন্মদিন কে। আর সেই জন্মদিনটা যদি হয় ভালোবাসার মানুষের তাহলে সেই দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় আমাদের জন্য। যেহেতু জন্মদিন একটি মানুষের জন্য বিশেষ একটি দিন হয় তাই আপনার উচিত সেই দিন আপনার প্রিয় মানুষকে রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়া এতে সে অনেক বেশি খুশি হবে।
>> এই বিশেষ দিনটি প্রিয়জন,বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে মজা করে কাটাও জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছা নিও আমার প্রিয়। শুভ জন্মদিন my dear love
>> তোমার বসবাস হোক সুখের নীড়ে কেটে যাক স্বপ্নগুলো সত্যি হয়ে মেলুক ডানা ইচ্ছে গুলো প্রজাপতির মত হ্যাপি বার্থডে মাই ডিয়ার লাভ
>> আজকের এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই আমার কাছে। আমার এত আনন্দ কেন হচ্ছে জানো? কারণ তোমাকে আমি পেয়েছি আজকের এই দিনে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তোমার জীবন যেন সুখে শান্তিতে ভরে ওঠে। হ্যাপি বার্থডে মাই লাভ!
>> এই দিনে তোমাকে জানাই অনেক অভিনন্দন। সৌভাগ্যবান হও চলার পথে। মন থেকে দোয়া করি তোমার আগামী দিনগুলো সাফল্য ও আনন্দময় হোক। খুব খুব খুশিতে কাটাও ভালোভাবে উপভোগ করো তোমার জন্মদিনের দিন। শুভ জন্মদিন!
>> শুভ জন্মদিন প্রিয়, আজও তোমায় ভালোবাসি,চিরকাল ভালোবাসবো। তোমার স্বপ্নগুলো আমার করে নিয়ে সারা জীবন পাশে থাকব বারবার যেন এভাবে জন্মদিন ফিরে আসে তোমার। ভবিষ্যৎ জীবন যেন তোমার সুন্দর হয় সেই কামনা করি।
>> মানুষের জীবনে ভুল হয়,ভুল আমিও তোমার কাছে করেছিলাম হয়তো। তুমি চাইলে তো আমাকে মাফ করে দিতে পারতে। আজকের এই দিনে একটা চাওয়া তোমার কাছে, ফিরে এসো হে প্রিয়সি ভীষণ ভালোবাসি আমি তোমাকে। জন্মদিনের অনেক অনেক শুভকামনা ও দোয়া।
>> আমি বারবার তোমার ওই চোখের মায়ায় প্রেমে পড়ি, এভাবেই যেন সারা জীবন সুখেও হাসিখুশিতে থেকো। আজ তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে প্রিয় ভালোবাসার মানুষ।
>> আমার জীবনকে তুমি সর্বদা পরিপূর্ণ করে দিয়েছো,আমার মুখে তুমি হাসি ফুটিয়েছ। আমার জীবনে তুমি সত্যিকারের একজন বন্ধু ও ভালোবাসার মানুষ। এজন্যই তো আমার সব সময় তোমাকে নিয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করে। কি করেই বা ভুলে যাই তোমার এই জন্মদিনের কথাটা। যাইহোক তোমার জন্মদিনে তোমাকে যানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন!
>> সারা বিশ্বের মধ্যে আমার সবচেয়ে কাছের মানুষটার জন্মদিন আজকে। তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় সব সময় এভাবেই ভালো থেকো তোমার জন্মদিনটা শুভ হোক। আজকের এই শুভ দিনের জন্য দীর্ঘ ৩৬৫ টা দিন অপেক্ষা করেছি। কারণ এই দিনটি যে আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন। তোমাকে হয়তো বোঝাতে হবে না যে তোমার পাশাপাশি আমার ক্ষেত্রেও এই দিনটি অনেক অনেক বেশি স্পেশাল। শুভ জন্মদিন জান!
>> আজকের এই স্পেশাল দিনে তোমায় কি যে দেব...! তোমাকে দেবার মত তো আমার কাছে তেমন কিছুই নেই, আছে শুধু এক বুক ভালোবাসা ও দোয়া। আমার জীবনে চলার পথে ও সকল কাজের ক্ষেত্রে সফল হও ও উন্নতির শিখরে পৌঁছাও। শুভ জন্মদিন প্রিয়।
>> আজকের এই শুভদিনে তোমাকে তোমার অনেক শুভাকাঙ্খীরা অনেক ভালো ভালো কথা বলে উইশ করবে। আমি কিছু না হয় খারাপ কথা বলি। তোমার এই শুভ জন্মদিনে নিজেকে ভেঙ্গে আবার নতুন করে গড়ে তুলো। অতীতের ভুলগুলো, অতীতের খারাপ অভ্যাসগুলো, অতীতের বদ অভ্যাসগুলো পরিত্যাগ করে নিজেকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাও। দোয়া ও শুভকামনা রইল।
>> প্রিয় তুমি আমার জীবনের অমূল্য সম্পদ। তুমি ছাড়া আমার এই জীবন মূল্যহীন। আমার এই প্রিয় মানুষটির আগামী প্রতিটি জন্মদিনে তোমার প্রিয় মানুষ হয়ে তোমার পাশে থাকতে চাই। অনেক ভালোবাসি তোমায় শুভ জন্মদিন।
>> তুমি আমার এমন একটি বন্ধু যাকে আমি আমার সব বিপদে-আপদে পাশে পেয়েছি। আজকের এই দিনটি তোমার শুভ হোক এবং তোমার দীর্ঘায়ু কামনা করছি। হ্যাপি বার্থডে।
>> ভালো কর্ম ভালো গুণ মানুষকে সাফল্য দান করে, জীবনকে সহজও সুন্দর করে তুলে। তুমি যে সকল ভালো কাজে নিয়োজিত আছো এর ফল একদিন তোমার জীবনে সুদিন বয়ে আনবে ইনশাআল্লাহ। তোমার জন্মদিনে জানাই অনেক শুভেচ্ছা ও দোয়া।
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায়
কারো না কারো প্রেমিক প্রেমিকার জন্মদিন প্রতিদিনই থাকে। প্রত্যেকটা প্রেমিকই চাই তার প্রেমিকাকে খুশি রাখতে। আপনার প্রেমিকার যদি জন্মদিন এসে থাকে আর আপনি যদি তাকে সুন্দর একটি ভালবাসার বার্তা পাঠাতে চান তাহলে নিচের দেওয়া শুভেচ্ছা বার্তা গুলো পড়ুন। এবং তার ভেতর থেকে আপনার পছন্দের একটি বার্তা বেছে নিন আপনার ভালোবাসার মানুষের জন্য।
আরো পড়ুনঃ শীতে তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম
>> তোমার জন্য আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে আজ নেই। এই দিনে একটাই কথা বলতে চাই, প্রার্থনা করব আমার জীবনের সব সুখ যেন তোমার জীবনে ভরে উঠুক।
>> এই দিনটি তোমার মতোই সুন্দর এবং তোমার হাসির মতোই রৌদ্রোউজ্জল হোক। শুভ জন্মদিন ভালোবাসা।
>> তোমার ওই দুষ্টুমি আমায় বারবার তোমার প্রতি আকৃষ্ট করে। আজকের এই দিনটা তোমার থেকেও বেশি স্পেশাল আমার কাছে। শুভ জন্মদিন প্রিয়তমা।
>> রাতের জলজলে চাঁদ এবং রাতের ফুলের সুবাস প্রজাপতি ও তারা এবং আমি সবাই একসঙ্গে একটি কথা বলার জন্য একত্রিত হয়েছি হ্যাপি বার্থডে ডিয়ার।
>> আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন আজকে। আর সেই প্রিয় মানুষটি হচ্ছ তুমি। তুমি আমার জীবনের যেই দিন থেকে এসেছো, তুমি প্রতিটা মুহূর্ত আমার সুন্দর করেছো। আজকের দিনের জন্য তোমাকে আমি পেয়েছি তাই আজকের এই দিনটা আমার জন্য খুব স্পেশাল। শুভ জন্মদিন ভালোবাসা।
>> তুমি নামক সূর্যের উদয় হয়েছিল আজকের দিনে। যার রশ্নিতে আলোকিত হয়েছে আমার পুরো দুনিয়া। আমার মানব জন্ম ধন্য হয়েছে তোমার পদার্পণে। মহান আল্লাহতালার কাছে একটাই প্রার্থনা তুমি সব সময় ভালো থেকো,শুভ জন্মদিন ভালোবাসা।
আরো পড়ুনঃ বাংলালিংক মিনিট কেনার নিয়ম
>> রাতের আকাশে আজ পূর্ণিমার চাঁদ হাসছে,জোছনাগুলো ঝিকিমিকি আলো দিচ্ছে।
শন শনিয়ে বাতাস বইছে, আর সেই বাতাস আমায় জানান দিচ্ছে তোমার জন্মদিনের কথা।
চাঁদ বলছে,,,সে তোমার তার আলোয় হাজার বছর আলোকিত করতে চাই।
বাতাস বলছে,,,সে তার বুকে তোমার কানের ঝুমকার দোলনের সৌভাগ্য যেন হাজার বার পাই।
আর আমি বলছি,,,তোমার ওই মেহেদি রাঙানো হাতটি ধরে আজীবন তোমার পাশে থাকতে চাই।
পরিপূর্ণ হতে চাই তোমার ভালোবাসায়।
শুভ জন্মদিন প্রিয়া,ভালোবাসা নিও।
>> তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ আর আজ তোমার জন্মদিন। তোমাকে কি করে বোঝাবো যে আজকের এই দিনটি আমার কাছে কতটা মূল্যবান একটি দিন। বল তোমার আজকের এই শুভ দিনে তোমায় কি উপহার দিতে পারি আমি?
>> আমার প্রাণ পাখি ময়নার আজ শুভ জন্মদিন। আজকের এই শুভ দিনে যেন কোন দুঃখ-দুর্দশা, চিন্তা-ভাবনা তোমার আশেপাশে ভিড়তে না পারে এবং তোমার মনের সকল ইচ্ছে যেন পূরণ হয়। আর জীবনে চলার পথে ভালো-খারাপ সময়ে তোমার হাতটি ধরে তোমার পাশে থাকতে চাই। I Love You Dear And Happy Birthday.
>> রাতের মধু বাতাস ও উজ্জ্বল নক্ষত্রের আলোক রশ্মি গুলো একত্রিত হয়েছে একজন বিশেষ মানুষকে বিশেষভাবে উইশ করতে। আর সেই বিশেষ মানুষটি হলে তুমি। চাঁদ, তারা, রাতের মৃদু বাতাস ও উজ্জ্বল নক্ষত্রের পক্ষ থেকে তোমাকে জানাই শুভ জন্মদিন।
>> প্রতিদিনের মতো আজকের দিনটি ও একটি সাধারন দিন মানুষের কাছে কিন্তু এই দিনটি আমার কাছে অনেক অনেক স্পেশাল। কারণ এই দিনটিতেই আমার স্পেশাল মানুষ টি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সে এই দুনিয়ায় না আসলে আমার জীবন এতো আনন্দময় ও এত মধুর হতো না। আমার জীবনকে এত সুন্দর করার জন্য তোমাকে ধন্যবাদ। আর আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই এমন একজন মানুষ আমার জীবনে দেওয়ার জন্য। শুভ জন্মদিন জান।
>> প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তখনই তোমার প্রেমে পড়েছিলাম। মনে হয়েছিল তুমি আমার শুধুই আমার। দেখো আজ সত্যিই তুমি আমার। সারাটি জীবন এমন ভাবেই আমার ভালোবাসার প্রিয় মানুষ হয়ে থেকো প্রিয়। শুভ জন্মদিন!
Husband ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা
>> আজকের এই দিনটা আমার কাছে খুবই বিশেষ একটা দিন। কারণ আজকে এই দিনে যে তুমি এই সুন্দর পৃথিবীতে এসেছিলে,আর আমার জীবনে এসে আমাকে ধন্য করেছো। তুমি হলে আমার জীবনের স্পন্দন,তুমি আমার অর্ধাংশ,আমার সুখ-দুঃখ ও ভালোবাসার অংশীদার তুমি। তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন প্রিয় বর,সারাটি জীবন যেন তোমার হাতে হাত রেখে ও তোমার পাশে থেকেই কাটাতে পারি। আজ আমার জীবন পরিপূর্ণ তোমার ভালোবাসায়,তোমাকে পেয়ে নিজেকে সত্যি ভাগ্যবতীও সুখী মনে হয়।
>> আমি আজকে খুব খুশি। এই দিনেই তো তোমার জন্ম হয়েছিল এজন্য আমরা দুজন দুজনকে ভালোবেসে এক হতে পেরেছি। আমি যেন শত শত জন্ম বার্ষিকীতে এই ভাবেই তোমাকে শুভেচ্ছা জানাতে পারি। সুন্দর হোক তোমার জীবন,সাফল্য ভরে উঠুক তোমার জীবন,আল্লাহ যেন আমার আগে তোমাকে দান করে তোমার জন্য প্রাণঢালা অভিনন্দন। হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড।
>> আজ তোমার জন্মদিন,আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আজকে এই দিনে তিনি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। আর আমি অনেক ভাগ্যবতী যে তোমার মত একজন আমার জীবনে অর্ধাংশ জুড়ে আছে, চোখ বুজে যাকে ভরসা করা যায় সেই মানুষটি হলে তুমি। তুমি যেভাবে আমার পাশে থেকেছো, আমাকে বুঝেছ,সাপোর্ট করেছ আমি কখনো এমন সাপোর্ট,ভালোবাসা কারো কাছ থেকেই পাইনি। তোমার জীবন সুখে ভরে যাক। শুভ জন্মদিন
আরো পড়ুনঃ শুকনো কাশি থেকে মুক্তির ঘরোয়া উপায়
>> জীবন সঙ্গী তো সেই যে ভালো সময় খারাপ সময় জীবনের প্রত্যক পদক্ষেপে পাশে থাকে। জীবনসঙ্গী তো সেই যাকে চোখ বুজে ভরসা করা যায় আর আমার এই জীবনে সেই মানুষটি হলে তুমি। যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি ও ভরসা করি। তুমি আমার জীবনকে তোমার রঙে রাঙিয়েছো। তুমি আমাকে এই জীবনে যা কিছু দিয়েছো,তার কোন প্রতিদান আমি তোমাকে দিতে পারিনি। শুধু মন থেকে অনেক অনেক ভালোবেসেছি আর সারা জীবন শুধু বুক ভরা ভালবাসা দিয়ে যেতে চাই। আর তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড।
>> মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে মাই ডিয়ার হাজবেন্ড। এভাবে তোমার প্রতিটা জন্মদিনে তোমার পাশে থেকে তোমাকে খুশি করতে চাই। ও তোমার জন্মদিনের প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল কিছু করে তোমাকে আনন্দ দেখতে চাই। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয়। তোমার জন্মদিনটা শুভ হোক ও আনন্দে,উল্লাসে কাটুক।
>> ডিয়ার husband happy birthday. সব সময় রাব্বুল আলামিন এর কাছে আমি প্রার্থনা করি যেন সুন্দর হোক তোমার জীবন ও তুমি দীর্ঘজীবী হও। আমি যেন এভাবেই তোমাকে শত শত জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে পারি।
>> তোমার জন্মদিনের এই দিনে আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব যে শত শত বছর তুমি যেন এভাবে সুখে শান্তিতে বেঁচে থাকো। এমন ভাবে তোমার জীবন কে মহান আল্লাহতালা যেন অন্ধকারকে দূরে ফেলে আলোয় আলোকিত করে দেন। সব সময় আমরা যেন এমনভাবে সুখে থাকতে পারি একে অপরের পরিপূর্ণতা হয়ে। সারা জীবন এমন ভাবেই তোমার হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারি। তোমাকে আমার জীবনে পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন!
>> আজকের এই বিশেষ দিনে আল্লাহর কাছে আমি মন খুলে প্রার্থনা করি, সারা জীবন তুমি যেন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ ও শান্তিতে থাকো। জীবন তোমার সাফল্যই ভরে উঠুক ও তোমার দীর্ঘ আয়ু হোক। আমার মনের মধ্য থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থেকো সারা জীবন এই কামনা করি। হ্যাপি বার্থডে!
>> dear husband.... আমি প্রাণ খুলে দোয়া করি যেন তুমি সবসময় সুস্থ থাকো এবং শারীরিক ও মানসিকভাবেও সর্বত্র ভালো থাকো। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন সঠিক হয় এবং সেই পদক্ষেপ ও উদ্দেশ্যগুলোতে যেন সাফল্য পাউ। প্রতিটি ক্ষেত্রেই আমি অলওয়েজ তোমার পাশে রয়েছি। শুভ জন্মদিন প্রাণের বর।
>> হ্যাপি বার্থডে টু ইউ আমার প্রিয় স্বামী। আমি যেন তোমার প্রতিটা জন্মদিনে তোমার পাশে তোমার সাপোর্ট হয়ে থাকতে পারি। তোমার মানসিক শান্তির কারণ হতে পারি। খুব খুব ভালোবাসি তোমায় আমার প্রানের বর।
>> প্রিয় স্বামী তোমাকে অসংখ্য ধন্যবাদ জানায়। তুমি শুধুমাত্র তোমার ভালবাসা দিয়েছো সেই জন্য নয়। তোমার জীবনে আমাকে জায়গা দিয়েছো সেই জন্যেও। শুভ জন্মদিন ডিয়ার হাজবেন্ড।
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
জন্মদিন হলো এমন একটি খুশির দিন,এই দিনে যার জন্মদিন তার প্রিয় মানুষগুলো নানা রকম আয়োজন করে তাকে আনন্দিত করতে চাই। তবে আয়োজনের মাঝে যদি জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া না দেয় তাহলে সব কিছু বৃথা মনে হয়। তাই প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া নিয়ে কিছু স্ট্যাটাস লিখছি,যাতে করে এখান থেকে কিছু স্ট্যাটাস আপনি আপনার প্রিয় মানুষকে দিতে পারেন।
>> দেখতে দেখতে পার হলো একটা বছর তার সাথে বাড়ল আরো একটা মোমবাতি। আজও আছি,কালো থাকবো তোমার জন্মদিনের শুভেচ্ছার সাথী।
>> প্রার্থনা করি
৫২৬০০ মিনিট খুশিতে
৮৭৬০ ঘণ্টা সাফল্যে
৫২ সপ্তাহ আনন্দে
৩৬৫ দিন সুস্বাস্থ্যে
আর ১২ মাস তোমার পরিপূর্ণ হোক।
>> শীতের পিঠা ফুলি,গ্রীষ্মের অঞ্জলি,বর্ষার মিতালী,শরতের ফুলগুলি,হেমন্তর গীতালি,বসন্তের ফুলকলি। তোমার জীবন শুভ হোক,ভরে যাক সুখে এই দিনগুলি। শুভ জন্মদিন।
আরো পড়ুনঃ শিশুর বুকে কফ জমলে কি করা উচিত
>> আমার শুধু এই আশা,প্রীতি ও ভালোবাসা। পৌছাবে তোমার কাছে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
>> রংধনুর মতো সাত রং এর রাঙ্গু তোমার জীবন। ফুলে ফুলে ভরে উঠুক তোমার এই ভুবন,তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে,কষ্টগুলো হারিয়ে যাক দূর অজানার দেশে,এই কামনা করি আমি বিধাতারী কাছে। শুভ জন্মদিন।
>> মহান রাব্বুল আলামিন যেন, ইসলামের পথে তোমার জীবন ধাবিত করুক। এবং যেন নেককার জীবন-যবন দান করুক। শুভ জন্মদিন
আরো পড়ুনঃ শীতে শিশুর ঠান্ডাজনিত সমস্যা
>> মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ্য কোটি শুকরিয়া জানাই,তিনি তোমাকে আমার প্রিয়জন হিসেবে পাঠিয়েছে। তিনি যেন তোমার নেক হায়াত দান করেন এবং তোমাকে যেন সৎ ও ভালো মানুষ হবার তৌফিক দান করেন। শুভ জন্মদিন
>> এ জন্মদিনের দিন টা অন্যান্য দিনের চেয়ে একটু অন্যরকম হবে। অনেক বড় হোক তোমার স্বপ্নগুলো এবং তোমার যত কষ্ট সমস্যা আছে সেগুলো যেন দূর অজানার দেশে হারিয়ে যায়। তুমি তোমার আপন মানুষের সাথে সুখেও শান্তিতে থাকতে পারো আল্লাহর কাছে এটাই সব সময় চাই মহান রাব্বুল আলামীন যেন তোমার মনের ইচ্ছে গুলো পূরণ করেন। জন্মদিনের জন্য এক প্রাণঢালা অভিনন্দন। তোমার প্রিয় মানুষ!
>> তোমার এই দিনে সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ হোক আল্লাহ যেন তোমাকে সবকিছু দিয়ে সুখে পরিপূর্ণ করে দেন। তুমি যেন তোমার প্রিয় মানুষদের নিয়ে এভাবেই সুখে দিন কাটাতে পারো। শুভ জন্মদিন দোয়া করি আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করে।
>> এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষটিকে জানাই জন্মদিনের প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। এর থেকে বেশি আনন্দে আগামী বছরগুলো ঐশ্বর্য,সৌভাগ্য ও উন্নতিতে ভরে উঠুক। এভাবেই যেন তোমার প্রতিটা জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি। তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও দোয়া। ভালোবাসা রইলো অবিরাম।
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বাংলা
বন্ধু হল এমন একটি সম্পর্ক,যা বন্ধু না থাকলে বোঝা যায় না। আর হাজারো সাহায্যকারী মানুষের চেয়ে বন্ধু বড়। এ পি জে আবদুল কালাম একটা কথা বলেছিল যে একটা ভালো বই তিনটা বন্ধুর সমান,আর একজন ভালো বন্ধু পুরা লাইব্রেরির সমান। বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা নিয়ে নিতে কিছু জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।
>> আজ এই বিশেষ দিনে আমি মন থেকে থেকে তোমায় জানাই জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। এমন ভাবেই যেন আরো অনেক অনেক বছর জন্মদিন একসাথে কাটাতে পারি। শুভ জন্মদিন বন্ধু!
>> আরো একটি বছর চলে এলো,বেড়ে গেল আরো একটা মোমবাতি। তোমার বন্ধুত্বের কৃতজ্ঞতা জানিয়ে তোমাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন প্রিয় বন্ধু!
>> শুভ জন্মদিন বন্ধু, তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা। বারবার ফিরে আসুক তোমার এই শুভ দিনটি খুশিময় ও আলোকিত হোক এই জীবন।
>> মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তোমার জন্য। বন্ধু হয়ে এই ভাবেই আমার পাশে থেকো সারাটি জীবন।
>> শুভ জন্মদিন প্রিয় বন্ধু তোমার পিছনের সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে তোমার নতুন জীবন সার্থক ও সফল হোক। সকল সৎ উদ্দেশ্য গুলো পূরণ হোক এই শুভকামনা ও দোয়া রইল তোমার জন্য।
আরো পড়ুনঃ গরম জলে মধু খাওয়ার উপকারিতা
>> হ্যাপি বার্থডে বন্ধু, আজ তোর এই বিশেষ দিনে তুই আমার থেকে অনেক দূরে আছিস। তোর এই বিশেষ দিনটির কথা আমি আজও ভুলিনি মনে পরে যখন দুজনে মিলে স্কুল ফাঁকি দিয়ে তোর জন্মদিনে কেক কাটতাম। ওই দিনগুলো কোথায় যে হারিয়ে গেছে? বন্ধু তোকে খুব মিস করি। আমি তোর পাশে আছি এভাবেই থাকবো চিরকাল। দোয়া রইল তোর জন্য ভালো থাকিস আমার প্রিয় বন্ধু।
>> শুভ জন্মদিন, সুখে স্বাচ্ছন্দে ভরে উঠুক তোমার এই বিশেষ দিনটি। নতুন দিনগুলি তোমার সার্থক হোক। নতুন এক অধ্যায় শুরু হলো আজ থেকে মঙ্গলময় হয়ে উঠুক তোমার জীবন ভালো থেকো বন্ধু তোমার জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া।
লেখক এর মতামত
হ্যালো ভিউয়ার্স, আশা করি আজকের এই আর্টিকেলটি আপনার প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটু হলেও সাহায্য করে থাকবে। এমন নিত্য নতুন বিভিন্ন পোস্ট পেতে নিয়মিত আমাদের সাইট ফলো করুন। ধন্যবাদ!
পোস্ট ট্যাগ
ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ,প্রবাসী স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা,শুভ জন্মদিন প্রিয় স্ট্যাটাস,wishes romantic ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা,স্বামীর জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া,স্বামীকে জন্মদিনের চিঠি
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url