অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩
ট্রেনের টিকিট কাটার জন্য বর্তমান নতুন নিয়ম চালু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ট্রেনের টিকিট কাটতে হলে বা ট্রেনে ভ্রমণ করতে হলে প্রতিটা যাত্রীর NID ভেরিফাই করে টিকিট ক্রয় করতে হবে। আর আগের নিয়ম পরিবর্তন করে বর্তমানে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যায়। তাই
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩
কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন সেটা যদি না যেনে থাকেন
তাহলে আমাদের এই পোস্টের শেষ পর্যন্ত থাকুন কারণ এই পোস্টে সেই বিষয়ে ধাপে ধাপে ছবিসহ আলোচনা করা হয়েছে।
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩, ভূমিকাঃ
বাংলাদেশের পরিবহন যানবাহনের মধ্যে ট্রেনকে সবচেয়ে বেশি নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন মনে করা হয়। তাই যে কোন জায়গায় যাওয়ার জন্য আমরা টেনে ভ্রমণ করতে পছন্দ করি। কিন্তু ট্রেনের টিকিট কাটা টা অনেক কষ্টকর ও ঝামেলা দায়ক। আর এই টিকিট কাটার ঝামেলা থেকে বাঁচতে আপনি ব্যবহার করতে পারেন ই-টিকেটিং সিস্টেম।
বাংলাদেশ রেলওয়ে থেকে আপনি বর্তমানে খুব সহজে অনলাইনে টিকিট কাটতে পারবেন। কিন্তু তার জন্য আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩
https://eticket.railway.gov.bd আপনি এই সাইট থেকে কোন রকম ঝামেলা ছাড়াই খুব সহজে টিকিট কেটে ফেলতে পারবেন।
ধাপ ১ঃ অ্যাকাউন্ট খোলা। ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩
যেসব জিনিস প্রয়োজন হবেঃ মোবাইলে টেনের টিকিট কাটার নিয়ম ২০২৩
- জাভা স্ক্রিপ সাপোর্ট যে কোন ব্রাউজার
- আর আপনার মোবাইল নাম্বার
কার্যপ্রণালীঃ অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩
১ https://eticket.railway.gov.bd সাইডে যে register বাটনে ক্লিক করুন।
২ তারপর যেই ফর্মটি আসবে সেটি ভালোভাবে সর্তকতা সাথে ফর্মটি পূরণ করতে হবে।
একাউন্টে তৈরি করতে প্রয়োজন পড়বে আপনার ফোন নাম্বার,জাতীয় পরিচয় পত্রের নাম্বার।
ফর্মে আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ বা সার্টিফিকেট জন্ম তারিখ ব্যবহার করতে হবে। এবং আপনি কোন এলাকাতে থাকেন সেখানকার পোস্ট কোড দিয়ে দিতে হবে।
৩ I am not a robot এটাতে রাইট চিহ্ন দিয়ে Verify বাটনে ক্লিক করুন।
৩ সব ঠিকঠাক মতো হলে আপনাকে ভেরিফিকেশন কোর্ড দিতে বলবে। আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে ভেরিফিকেশন কোর্ড সেন্ড করা হবে। তারপর আপনি ৬ ডিজিটের ভেরিফিকেশন কোর্ডটি বসিয়ে বাটনে Verify ক্লিক করুন।
এভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে।
ধাপ ২ টিকিট কেনা। ট্রেনের অগ্রিম টিকিট কেনার নিয়ম ২০২৩
যেসব প্রয়োজনঃ মোবাইলে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩
- যেকোনো একটি প্রেমেন্ট মেথড (বিকাশ,নগদ,রকেট,ব্র্যাক বা সিটি ব্যাংক,যে কোন মাস্টার কার্ড,ভিসা কার্ড)
- একটা অ্যাকাউন্ট।
কার্য পদ্ধতিঃ। অনলাইন ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৩।
১ বাংলাদেশ রেলওয়ের https://eticket.railway.gov.bd এই সাইডে গিয়ে লগইন করুন করে নিন।
২ তারপর হোমে গিয়ে আপনার রোড ঠিক করে নিন মানে আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেটা নির্বাচন করুন দিয়ে SEARCH TRAINS এ ক্লিক করুন।
৩ তারপর আপনি ট্রেনের কোন ক্লাস সিটে যেতে ইচ্ছুক সেই ক্লাস টিকিট নির্বাচন করুন।২ তারপর হোমে গিয়ে আপনার রোড ঠিক করে নিন মানে আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেটা নির্বাচন করুন দিয়ে SEARCH TRAINS এ ক্লিক করুন।
৪ তারপর book now বাটনে ক্লিক করুন।
৫ তারপর স্কিনে টিকিট এর ব্যাপারে সমস্ত ডিটেলস চলে আসবে, কতগুলো সিট বুক হয়ে গেছে আর কতগুলো ফাঁকা আছে। ফাঁকা থাকার সিটগুলো বা সাদা হয়ে থাকবে। ফাঁকা থাকা সিট গুলোর ভিতরে আপনি একটি পছন্দ করুন। তারপর CONTINUE PURCHASE ক্লিক করুন।
৬ তারপরে আপনি কোন মেথর থেকে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে পে করলে আপনার ইমেইলে টিকিট চলে আসবে।
আপনার ইমেইলে প্রেরিত অ্যাটাচমেন্টটা দোকান থেকে প্রিন্ট আউট করে নিবেন।
অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম ২০২৩ উপসংহারঃ
উপরে যে সকল বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে সেগুলো অনুরূপভাবে অনুসরণ করে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারবেন। মোবাইল,ল্যাপটপ,কম্পিউটার উভয় থেকেই ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url