অনলাইনে লোন পাওয়ার উপায়-অনলাইন লোন আবেদন

অনলাইনে লোন পাওয়ার উপায় এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই ভাবি কিন্তু কিভাবে অনলাইনে লোন আবেদন করতে হয় সে বিষয়ে খুব একটা ভালো ধারণা নেই আমাদের অনেকের। অনলাইনে লোন আবেদন করাটা খুব একটা জটিল কাজ নয়।আজকে আমরা জানবো বাংলাদেশে অনলাইনে লোন পাওয়ার উপায় গুলো কি কি ও অনলাইনে আবেদন করার নিয়ম।
অনলাইনে লোন পাওয়ার উপায়-অনলাইন লোন আবেদন
অনলাইনে লোন পাওয়ার উপায়-অনলাইন লোন আবেদন
আমরা বিভিন্ন প্রয়োজনে লোন গ্রহণ করে থাকি,এই লোন করার অর্থের পরিমাণ এর মধ্যে কোন সীমাবদ্ধতা নেই। আমরা আমাদের সাধ্যমত ঋণ নিতে পারি। লোন হচ্ছে এক ধরনের অনিরাপদ ক্রেডিট।আমাদের যখন কোন জরুরি প্রয়োজনে অর্থের দরকার পড়ে সেই সময়ে আমাদের আর্থিক সমস্যা মিটিয়ে দেয় লোন।

পোস্ট সূচিপএঃ

ভূমিকা

আজকের এই পোস্টে আমরা আলোচনা করব অনলাইন লোন আবেদন করার বিষয়গুলো সম্পর্কে। আপনারা যদি জানতে চান অনলাইন লোন পাওয়ার উপায় এবং অনলাইন আবেদন করার নিয়ম তাহলে আমাদের এই আর্টিকেলের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।

বাংলাদেশে অনলাইনে লোন পাওয়ার উপায় গুলো কি কি

বর্তমান সময়ে ব্যাংক প্রতিষ্ঠানগুলো আবেদন প্রক্রিয়াকরণে অনেক বেশি সময় নিয়ে থাকে। আর আমরা যখন অনলাইনে লোন নিতে যাই তখন দেখা যায় অনলাইনে এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে অল্প সময়ের মধ্যে নিরাপদ ও ঝামেলা মুক্ত লোন প্রদান করতে পারা যায়।

অনলাইনে লোন আবেদন নিয়ম

আমরা যদি অনলাইনে লোন আবেদন করতে চাই তাহলে আমাদের অনেক কিছু পদ্ধতি মেইনটেইন করতে হবে নিম্মে সেই সব বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের ধারণা দেবার চেষ্টা করব।
ঋণের পরিমাণ নির্ধারণঃ আপনি কত টাকা লোন নিতে চান সেটা আগে নির্ধারণ করতে হবে।

পূর্বের ঋণ নেওয়া থাকলে আপনার EMI দেওয়ার পরিকল্পনা টা দেখে নিনঃ বর্তমানে পরিশোধ করেছেন এমন কোন বিদ্যমান লোন বা ক্রেডিট কার্ড বকেয়া থাকলে সেটি অবশ্যই বিবেচনা করে নিবেন,তার কারণ এর থেকে বোঝা যাবে যে আপনি কতটা EMI দিতে সক্ষম হবেন। কত টাকা ঋণ পরিশোধ করতে পারবেন প্রতি মাসে সেটা দেয়ার জন্য পার্সোনাল লোন এলজিবিলিটি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

নিজের পরিচিতির প্রমান করুনঃ আপনি আপনার পরিচিতি প্রমাণ করনের জন্য কেওয়াইসি ফরমের কপি জমা করুন, এবং মোবাইল ফোনে আশা ওটিপি এর মাধ্যমে নিজের পরিচিতি প্রুফ সহ সাবমিট করুন।

লোনের অফার গুলো দেখুনঃ আপনি কত টাকার লোন করবেন সেই পরিমাণ অর্থের লোনের অফার গুলো দেখতে থাকুন। আর লোনের মেয়াদ বা সময়কাল গুলো ভালোভাবে দেখে নিবেন।

Repament সেটাপ করুনঃ এই ধাপে আপনি আপনার মাসিক কিস্তি অথবা ইনস্টলমেন্টের পরিকল্পনা ভেবে নিবেন।

ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করুনঃ অনলাইনে লোন গ্রহন করতে চাইলে তাদের এগ্রিমেন্টে ডিজিটাল স্বাক্ষর করার দরকার হয়। সে ক্ষেত্রে আপনি আপনার ফোনের স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়ে নিজের নাম সিগনেচার করতে পারবেন।

সহজে ঋণ বিতরণ এর অর্থ লাভ করুনঃ এরপরে আপনি সহজেই আপনার ব্যাংক একাউন্টে লোনকৃত অর্থ পেয়ে যাবেন।

এবার চলুন জেনে নেই অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আমাদের কি কি কাগজপত্র দরকার হবে
অনলাইনে যেকোনো ধরনের লোনের ক্ষেত্রে অনেক অল্প সময়ে তাদের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং খুব সহজে অনুমোদন পাওয়া যায়। কিন্তু অনলাইনে লোন গ্রহণের জন্য নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রয়োজন পড়বে আপনার।
  • জাতীয় পরিচয় পত্র।
  • ব্যক্তিগত পরিচয় প্রমাণপত্র যেমনসরকারি যেকোনো কর এর রশিদ,পাসপোর্ট,ড্রাইভিং,লাইসেন্স।
  • অ্যাকাউন্ট হোল্ডারের ইন্টারনেট ব্যাংকিং তথ্য।
  • ইনকামের প্রমাণপত্র যেমন বেতনভুক্ত ব্যক্তিদের জন্য পে ক্লিপ এবং সেল্ফ-ইমপ্লয়েডদের ছবি সমেত আর্থিক বিবরণ।
  • কর্মচারী বিবরণ, ব্যবসার বিবরণ, কোম্পানির নাম অবস্থান কাজের অভিজ্ঞতা এবং কাজের স্থিতিশীলতা।
এই সকল কাগজপত্র জমা দেওয়ার সময় এবং যুক্ত ব্যক্তিদের বয়স ২১ থেকে ৫৮ বছরের ভেতর হতে হবে ও তাদের সর্বনিম্ন মাসিক আয় ১৫ হাজার টাকা হতে হবে। উক্ত সকল কাগজপত্র এবং লোন গ্রাহকের যোগ্যতা অনুমোদনের পর লোনের টাকা আপনার ব্যাংক একাউন্ট জমা হয়ে যাবে।

আপনারা যদি অনলাইনে লোন নিতে আগ্রহী হন তাহলে নিচের আলোচনা থেকে আপনাদের পরিকল্পনা পর্যালোচনা করে সহজেই লোন পাওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন।

অনলাইন লোন অ্যাপ ইন বাংলাদেশ

এই আলোচনাতে আমরা জানবো অনলাইনে লোন অ্যাপ ইন বাংলাদেশ গুলোর বিষয়। অনলাইনে নিজেই ঘরে বসে মোবাইল ফোন দ্বারা কিছু অ্যাপ এর মাধ্যমে খুব সহজে লোন গ্রহণ করা যায়। এরকম কিছু অ্যাপের কথা উল্লেখ করা হলো
  • ব্র্যাক ব্যাংকের "আগামী" অ্যাপ
  • ব্র্যাক ব্যাংকের "সুবিধা"অ্যাপ
  • প্রাইম ব্যাংকের "প্রাইম অগ্রিম" অ্যাপ
  • ঢাকা ব্যাংকের "e-ঋণ" অ্যাপ
  • ঢাকা ক্রেডিট "পাশ বই" অ্যাপ
  • লঙ্কা বাংলা অ্যাপ "Fin smart"
  • পল্লী সঞ্চয় ব্যাংকের অ্যাপ "পল্লি লেনদেন" অ্যাপ

লেখকের মতামত

প্রিয় পাঠকগন আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানলাম অনলাইনে লোন পাওয়ার উপায় এবং অনলাইনে আবেদন করার জন্য কিছু অ্যাপস নিয়ে। আপনি যদি অনলাইন থেকে অ্যাপের মাধ্যমে লোন নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপস যাচাই-বাছাই করে লোনের জন্য আবেদন করবেন ।ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজি মাল্টিপ্লাই এর পোস্টে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url